Peace Media N I

Peace Media N I আস সালামু আলাইকুম

28/04/2025

ধর্ষণের শাস্তি কী হ‌ওয়া উচিত?

28/04/2025

১৯৪৭ সালের আগে বিজেপির দ্বারা ঠাকুরদা ছিল জনসংঘ আরএসএস তারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের দালাল ছিল।

19/10/2024

তমার মায়ের ৫ কন্যা। তাদের ৪ জনের নাম যথাক্রমে; Lala, Lele, Lili, Lolo হলে ৫ম কন্যার নাম কি হবে?

29/09/2024

কারা কারা চান যে বাংলাদেশে পিস টিভি চালু হোক?
ইনশাআল্লাহ

29/09/2024

আপনারা প্রত্যেকেই একটি করে সুন্নাত আমলের নাম বলেন।
যেমন বসে জল পান করা সুন্নাত

24/05/2024

ই,রা,নের আস্পাহান শহর থেকে ৭০ হাজার ই'হু,দী দা*জ্জা*লের অনুসারী হবে।
[সহীহ মুসলিম ৭২৮২]

24/05/2024

কুইজ: কোন দেশে আবু বকর, উমর, উসমান, আয়েশা ও হাফসা নাম রাখা নিষিদ্ধ?

02/02/2024

স্বামীর অনুমতি ছাড়া গায়ের মাহরামের সঙ্গে ভ্রমণ (সফর) হারাম। এমনকি মাহরাম ছাড়া মহিলাদের হজ্জ বৈধ নয়।
মাওলানা #আব্দুস_শুকুর_ভোজপুরি বিহার।
আগুয়ানি ভাদো রতুয়া মালদা।
21/03/2023

আস সালামু আলাইকুমদীর্ঘ দুই বছর পরিশ্রম করে IRD Foundation  থেকে একটি দোয়ার এপস বানানো হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো ...
26/01/2024

আস সালামু আলাইকুম

দীর্ঘ দুই বছর পরিশ্রম করে IRD Foundation থেকে একটি দোয়ার এপস বানানো হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো প্রচারণার অভাবে এই চমৎকার অ্যাপসটির কথা অনেকেই জানেন না। প্রায় দশটির অধিক বই রিসার্চ করে কোরআন ও হাদিস থেকে ১০০০+ সহীহ দোয়া আমরা এই অ্যাপে এনেছি। আমাদের জানামতে আর কোন অ্যাপসে এত বেশি দোয়ার কালেকশন নেই।

দোয়া ছাড়াও এই অ্যাপস এ রয়েছে ইসলামিক চিকিৎসা রুকিয়াহ নিয়ে অনেক বিস্তারিত তথ্য। বাংলাদেশের জনপ্রিয় একজন কারীকে দিয়ে দোয়া গুলোর অডিও করা হয়েছে। আমাদের অ্যাপসে শুধুমাত্র বিশুদ্ধ হাদিস ও কোরআনের দোয়া গুলো দেওয়া হয়েছে, আর প্রত্যেকটি দোয়ার নিচে রেফারেন্সও উল্লেখ করা আছে।

এত চমৎকার অ্যাপস টি যদি আপনি এখনো দেখে না থাকেন তাহলে এখনই ডাউনলোড করে দেখে নিতে পারেন। আসলে মানসম্মত অ্যাপসগুলো খুব বেশি প্রচার পায় না বলে এটা ডাউনলোড ও জনপ্রিয়তা কম থাকে।

প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে "Dua & Ruqyah" লিখে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোড করে নিন।

আশা করি আপনারা প্রত্যেকে আপনাদের ফেসবুক ওয়ালে আমাদের এই অ্যাপসটি নিয়ে একটি পোস্ট করে দিবেন আর আমাদের পেজটিকে ট্যাগ করে দিবেন। আপনার পোস্ট থেকে যতজন উপকৃত হবেন ততজনের নেকির অংশ আপনারাও পাবেন ইনশাআল্লাহ।

Copy from IRD Foundation .

অনেক সময় ভালো জিনিসকে লোকেরা ভুল বুঝে মন্দ নামে অভিহিত করে। হিংসায় খাঁটি জিনিসের ভেজালমার্কা নামকরণ করে। হীন মানসিকতায় স...
28/11/2023

অনেক সময় ভালো জিনিসকে লোকেরা ভুল বুঝে মন্দ নামে অভিহিত করে। হিংসায় খাঁটি জিনিসের ভেজালমার্কা নামকরণ করে। হীন মানসিকতায় সুনামের জিনিসকে বদনাম করার জন্য ঘৃণ্য খেতাব দিয়ে থাকে। তারা নিশ্চয় নীচ মনোবৃত্তির বহিঃপ্রকাশ ঘটায়। তাতে যার বদনাম করা হয়, তার মন খারাপ করা উচিত নয়। যখন সে জানে যে, সে গোলাপ, তাহলে হীন লোকের মুখে 'জোলাপ' ডাক শুনে নিজেকে ছোট ভাবা উচিত নয়।
'নেড়ি তোর নেড়ি নামে কিবা পরিতাপ,
গোলাপে যে নামে ডাকে তবু সে গোলাপ।'
ইসলামের মূল স্রোতধারায় যে দল প্রবহমান আছে, রাসূলুল্লাহ ﷺ ও তাঁর সাহাবায়ে কিরামের আদর্শে যে জামাআত সুপ্রতিষ্ঠিত আছে, সেই জামাআতের আজ কত মন্দ খেতাব বের করেছে হিংসুকরা। কত মিথ্যা রচনা ও রটনা করছে বিনা দ্বিধায়! তাতে সে দলের কিচ্ছু আসে যায় না। তা শুনে নিজেদেরকে হেয় মনে করার কোন কারণ নেই। সোনাকে রাংতাই বললেই তো আর তাই হয়ে যায় না।
(মানবের উপমান অমানব)
আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী

28/11/2023

সবচেয়ে বেশি পরপুরুষের সমাগম হয় : বিয়ের অনুষ্ঠানে।

আর সে বিয়েতেই আপনি আপনার স্ত্রী আর মেয়েকে সবচেয়ে সুন্দরতম উপায়ে প্রদর্শন করে নিয়ে যান কী উদ্দেশ্যে?!

নিজের সম্পদ আর জান্নাতে যাওয়ার মাধ্যমকে সাজ-গোজ করিয়ে কাকে দেখাতে নিয়ে যান?!

উত্তর আছে?!

23/11/2023

প্রশ্ন:স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে?

উত্তর : স্ত্রীর নিকট স্বামী হ’লেন সম্মানের পাত্র। অতএব যেভাবে ডাকলে স্বামী খুশী হবেন সেভাবে ডাকা উচিৎ। তবে স্বামী অসন্তুষ্ট না হ’লে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে। মূলতঃ এগুলো সামাজিক প্রচলনের বিষয়। আরবীয় সমাজে নাম ধরে ডাকাকে অপমানজনক মনে করা হয় না। যেমন যয়নব (রাঃ) রাসূল (ছাঃ)-এর সামনে তাঁর স্বামী আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ)-এর নাম ধরে কথা বলেছিলেন (বুখারী হা/১৪৬২)। আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) আমাকে বললেন, আয়েশা যখন তুমি আমার উপর সন্তুষ্ট থাক তখন আমি বুঝতে পারি। আমি বললাম, কিভাবে বুঝতে পারেন? রাসূল (ছাঃ) বললেন, তুমি যখন আমার উপর খুশী থাক তখন বল, মুহাম্মাদের রব-এর কসম! আর যখন অসন্তুষ্ট থাক তখন বল, ইব্রাহীমের রব-এর কসম! আয়েশা (রাঃ) বললেন, জী হ্যাঁ। আল্লাহর কসম! হে আল্লাহর রাসূল! ক্রোধ ব্যতীত আমি কখনই আপনার নাম ছাড়ি না’ (বুখারী হা/৫২২৮; মুসলিম হা/২৪৩৯; মিশকাত হা/৩২৪৫)। ইব্রাহীম (আঃ) যখন স্ত্রী হাজেরাকে ছেড়ে মক্কা থেকে ফিরে আসছিলেন, তখন স্ত্রী তাকে পিছন থেকে তাঁর নাম ধরে ডেকে বলেছিলেন, হে ইব্রাহীম আপনি কোথায় যাচ্ছেন?’ (বুখারী হা/৩৩৬৪; আলবানী, ছহীহুস সীরাহ ১/৪০)।
🔰মাসিক আত তাহরীক 🔰নভেম্বর ২০২০ 🌿

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peace Media N I posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Peace Media N I:

Share

Category