19/08/2025
মনোনিত সন্মাননা পুরস্কার হাতে তুলে দেবার কথা ছিল ২০২৫ এর কলকাতা আন্তর্জাতিক বইমেলার এস. বি. আই অডিটোরিয়ামে। কিন্তু তা সম্ভব হয়নি তিনটি বিভাগে পুরস্কার প্রাপকদের একজন গুরুতর অসুস্থ হয়ে পড়ায়! এরপর একে একে তিনজন প্রাপকের হাতেই 'দাঁড়াবার জায়গা' থেকে আলাদা আলাদা ভাবে পুরস্কার তুলে দেওয়া চলতে থাকে। ১৫আগস্ট স্বাধীনতা দিবসের সান্ধ্যকালীন রবীন্দ্র গানের মনোজ্ঞ আসরে "দাঁড়াবার জায়গা গদ্য সম্মান" তুলে দেওয়া হল বিশিষ্ট গদ্যকার/প্রাবন্ধিক/রবীন্দ্রগবেষক পীতম সেনগুপ্তর হাতে। বিশিষ্ট গুণীজনের উপস্থিতির পাশাপাশি 'দাঁড়াবার জায়গা'র পক্ষে ছিলেন সাহিত্যিক/প্রাবন্ধিক/শ্যামলী আচার্য। কবি/গদ্যকার/অনুবাদক তন্ময় চক্রবর্তী এবং প্রকাশক দিব্যেন্দু ঘোষ।