
14/07/2025
নীলাঞ্জন দার খুব শরীর খারাপ। এই শরীর খারাপের জন্যই জানুয়ারি মাসে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ওঁর হাতে "পিনাকী ঠাকুর স্মৃতি সম্মান" (দাঁড়াবার জায়গা) তুলে দেওয়া সম্ভব হয়নি।
এরপর থেকে নীলাঞ্জনদা কেবল ওষুধ-হাসপাতাল আর অসুস্থতা নিয়েই কাজ করে গেছেন! আমরাও আনুষ্ঠানিক ভাবে পুরস্কার যে তুলে দেব সে সুযোগও হয়নি। নীলাঞ্জনদাকে বাদ দিয়ে আরও দুটি পুরস্কার "রূপক চক্রবর্তী সম্মান" ও "গদ্য সম্মান" তুলে দেওয়ার বিষয়ে অন্য দুই প্রাপক একেবারেই সম্মত হননি। এবিষয়ে তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। সাম্প্রতিক, নীলাঞ্জনদার শরীর খারাপের খবরে আমরা চিন্তিত হয়েছি। সেকথা ভেবেই আজ সকালে বৃষ্টি জল মাথায় নিয়ে চলে এলাম শান্তিনিকেতনে। রবিঠাকুরের পাড়ায় এসে মন শান্ত হয়ে এলো নীলাঞ্জনদাকে কাছে পেয়ে। দাঁড়াবার জায়গা ও নীলাঞ্জনদার সকল শুভানুধ্যায়ীর পক্ষ থেকে পিনাকী ঠাকুর স্মৃতি সম্মান তুলে দিলাম কবি গদ্যকার ক্যালিগ্রাফি শিল্পী ও আমাদের সকলের প্রিয় নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের হাতে। ছবি তোলার সময় খেয়াল করিনি কখন এসে রবিঠাকুর পিছনে টাঙিয়ে দিয়েছেন হলুদ রঙের প্রকৃতির মঞ্চসজ্জা।
আনন্দ উৎসব একা হয় না। একা এসেছি বটে, কিন্তু বৃষ্টি ভেজা শান্তিনিকেতনে প্রতি মুহূর্তে সঙ্গে ছিলেন ছড়াকার শমীন্দ্র ভৌমিক ও কবি তন্ময় চক্রবর্তী আর দাঁড়াবার জায়গার সব্বাই। এই মুহূর্তে নীলাঞ্জন'দা সেরে ওঠা ছাড়া আর কিচ্ছু চাই না।
ছবি তুলেছেন: কলিদি