PRJ

PRJ Commission Agent and his Dream in Life.......Rock theke Rockstar howar Dream

Missing Person information needed Name - Mithun Shaw (Handicapped Patient-Card to be attached soon)Father - Bapi ShawPho...
30/07/2025

Missing Person information needed

Name - Mithun Shaw (Handicapped Patient-Card to be attached soon)

Father - Bapi Shaw

Phone - 9903708812

Mithun is unable to speak much but can reach home(Mourigram) or his father's shop (Santragachi) if someone can find him and drop him in any of the Mourigram or Santragachi Railway station of Howrah,West Bengal - India.

Incident- Boarded into Dhauli Express around 10:30am today from Mourigram Station by mistake and the train left.

If anyone finds any details please contact at the above number of message in the post.

Thank you - PRJ Dreamz

PRJ Dreamz praises ENERGETIC and INQUISITIVE Kids and Teens..... মা, বাবা হারালে বন্ধু, বর, বৌ সব পাবি রে পাগলা।।।।কিন্ত...
26/07/2025

PRJ Dreamz praises ENERGETIC and INQUISITIVE Kids and Teens.....

মা, বাবা হারালে বন্ধু, বর, বৌ সব পাবি রে পাগলা।।।।

কিন্তু নিজস্যতা এবং আত্মনির্ভরতা পাবি না রে।।।।



"বাধ্যগত সন্তানের ট্র্যাজেডি"

আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি—
“বাধ্য সন্তানই ভালো সন্তান।”
যে মা-বাবার মুখের দিকে তাকিয়ে কথা বলে না,
যে শিক্ষককে প্রশ্ন না করে মুখস্ত করে যায়,
যে কোনো সিদ্ধান্তকে নেড়ে-চেড়ে দেখে না
সেই সন্তানই 'ভদ্র', 'ভালো', 'সফল'।

কিন্তু কে বলবে এই 'ভালো'র ব্যানারে বড় হওয়া সন্তানেরা বড়ো হয়ে কতটা অসহায় হয়ে ওঠে?

বাধ্যগত সন্তানেরা বিপদের সময় নিজের সিদ্ধান্তে দাঁড়াতে শেখে না।
তারা অভ্যস্ত থাকে—
"বড়রা যেটা বলছে, সেটাই ঠিক",
তাই নিজের মেরুদণ্ড কখনো শক্ত হয় না।

তারা শিখে—
প্রশ্ন করা মানে বেয়াদবি,
তর্ক মানে অবাধ্যতা,
নিজের চাওয়া মানে স্বার্থপরতা।

তাদের ভালোবাসা হয় মুখ-নিচু করে হাসা,
তাদের প্রতিবাদ হয় নীরব কান্না।

আর ঠিক এই কারণেই,
যখন জীবন সত্যিকারের সিদ্ধান্ত চায়,
তখন তারা অন্ধভাবে অপেক্ষা করে কারো আদেশের।
বাবা-মা হয়তো তখন বলেন—
"নিজের মতো করেই ভাবো এবার!"
অথচ নিজের মতো ভাবার অনুমতি তো তারা কোনোদিন পায়নি।

ভালো সন্তান সে–
যে ভালোবাসে, কিন্তু অন্ধভাবে না।
যে শ্রদ্ধা করে, কিন্তু প্রশ্ন করতেও জানে।
যে মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে ভালো থাকে।
যে নিজের বোধ, যুক্তি, ও বিবেক দিয়ে সিদ্ধান্ত নেয়
কারণ সে মানুষ, প্রোগ্রামড রোবট নয়।

#শিশুদেরদিনলিপি

16/07/2025
No matter how close someone is to us—friends, family, partners—there will come a time when they are no longer part of ou...
09/07/2025

No matter how close someone is to us—friends, family, partners—there will come a time when they are no longer part of our journey. Sometimes, people leave due to disagreements, misunderstandings, or growing apart. Other times, life takes them away permanently. Either way, the truth remains: no one is here forever.

That’s why it’s so important to show love while you can. Don’t wait for the “right time” to express your care, to forgive, to say thank you, or to make someone feel valued. Life is too unpredictable to carry grudges, egos, or regrets.

Be grateful for the presence of your loved ones. Appreciate the small conversations, the shared laughs, even the ordinary days. These are the moments that truly matter—the moments you’ll look back on with either warmth or sorrow, depending on how fully you cherished them.

Enjoy their time while you still have it. Choose presence over distraction, kindness over pride, and understanding over anger. When you understand that every connection is temporary, you stop taking people for granted and begin honoring their presence as a gift.

In the end, we’re all just passing through. So let your words be gentle, your heart be open, and your time with others be meaningful. Because one day, it won’t be a “see you later.” It will be a goodbye.

🙏 Love deeply. Forgive quickly. Cherish freely. ❤️

Address

Kolkata
711111

Alerts

Be the first to know and let us send you an email when PRJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PRJ:

Share