PRJ

PRJ Commission Agent and his Dream in Life.......Rock theke Rockstar howar Dream

11/06/2025
KICKSTART TO MONDAY BLUES.... PRJ Dreamz
09/06/2025

KICKSTART TO MONDAY BLUES.... PRJ Dreamz

PRJ quotes.... ME TIME!!
06/06/2025

PRJ quotes.... ME TIME!!

আমরা প্রায়ই শুনি, “মেয়েরা বাবার আদরের ধন” — শুনতে আবেগময়, তবে এর পেছনে আছে বৈজ্ঞানিক ভিত্তিও। মনোবিজ্ঞান, নিউরোসায়েন্স...
04/06/2025

আমরা প্রায়ই শুনি, “মেয়েরা বাবার আদরের ধন” — শুনতে আবেগময়, তবে এর পেছনে আছে বৈজ্ঞানিক ভিত্তিও। মনোবিজ্ঞান, নিউরোসায়েন্স ও সমাজবিজ্ঞানের আলোকে দেখা যাচ্ছে, বাবা-মেয়ের সম্পর্ক শুধু আবেগ নয়, বরং গভীরভাবে প্রভাবিত বৈজ্ঞানিক বাস্তবতায়।

---

🧠 মনোবিজ্ঞানের দৃষ্টিতে:
Journal of Neuroscience (2017)-এ প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, বাবারা সাধারণত কন্যাদের মুখাবয়ব, বিশেষ করে তাদের হাসি ও আবেগপ্রকাশের প্রতি বেশি সাড়া দেন। তাদের মস্তিষ্কের amygdala ও prefrontal cortex অঞ্চলে মেয়ের প্রতি সাড়া দেওয়ার হার ছেলের তুলনায় বেশি — যা বাবাকে কন্যার প্রতি আরও সংবেদনশীল করে তোলে।

---

👨‍👧 আত্ম-পরিচয় ও পিতৃত্বের বন্ধন:
Developmental Psychology জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, কন্যাসন্তানের সঙ্গে বাবাদের মাঝে গড়ে ওঠে এক ধরনের “protective instinct”। অনেক বাবা তাদের মেয়েকে দুর্বল ভাবেন এবং তাকে রক্ষা করা নিজের দায়িত্ব মনে করেন — এ থেকেই আসে অতিরিক্ত যত্ন ও আবেগ।

---

🧬 জিন ও হরমোনের ভূমিকা:
সন্তান জন্মের সময় পুরুষদের শরীরে oxytocin (ভালোবাসার হরমোন) বাড়ে। গবেষণায় দেখা গেছে, কন্যাসন্তান জন্মালে এই হরমোনের মাত্রা আরও বেশি বৃদ্ধি পায়, যা বাবার মধ্যে গভীর আবেগ, স্নেহ ও সংযুক্তি তৈরি করে।

---

💬 সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব:
বাংলাদেশসহ বহু সংস্কৃতিতে কন্যাসন্তানকে একটি দায়িত্ব, গর্ব ও সম্মানের প্রতীক হিসেবে দেখা হয়। বাবারা মেয়ের ভবিষ্যৎ, সুরক্ষা ও সম্মানের বিষয়টি বেশি গুরুত্ব দেন — যা থেকে সম্পর্কটি হয় আরও গভীর ও মমতাময়।

---

🧪 সংক্ষেপে:
বাবা-মেয়ের সম্পর্ক কেবল আবেগের নয় — এটি নিউরোসায়েন্স, হরমোনাল পরিবর্তন ও সামাজিক মানসিকতার সম্মিলিত প্রতিফলন। এ সম্পর্ক মানুষের হৃদয় ও মস্তিষ্কের এক অসাধারণ যুগলবন্দি।

---

➡️ তাই, যখন কেউ বলে “বাবার চোখের মণি”, সেটি কেবল কবিতা বা অনুভূতি নয় — সেটি বলে বিজ্ঞানও।

#মনোবিজ্ঞান #বাবা_মেয়ে

When you TAKE A LOAN and don't pay off, your CIVIL SCORE goes down. But be WATCHFUL with your DEEDS, Because when KARMA ...
01/06/2025

When you TAKE A LOAN and don't pay off, your CIVIL SCORE goes down.

But be WATCHFUL with your DEEDS, Because when KARMA PAYS OFF (for any Wrong Deed)..... YOUR MORAL AND EXISTENCE goes down. - PRJ

Let's hear one STORY OF KARMA!!!

সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে আমার ছাত্রী চমকে গেলো। আমি কিছু না বলে চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম।

পরেরদিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যাই তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিলো, আমার এত সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত দেওয়ার..

আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম আমার নামে এই নোংরা কথাটা কে বললো.

ছাত্রীর বাবা আমার ডানগালে থাপ্পড় মেরে বলেছিলো, এই কথাটা না কি আমার ছাত্রী নিজেই বলেছে।

ছাত্রীর বাড়ি থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট হয় কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না। আমার অপরাধ ছিলো আমি আমার ছাত্রীকে বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম। তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মার কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বললো যাতে ওর বাবা মা আমাকে ভুল বোঝে। আর আমি কিছু বললেও যেন বিশ্বাস না করে...

তার কয়েকমাস পর ইন্টারনেটে ৮ মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি হেসেছিলাম...

আমি যে মেসে থাকি সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো। মেসে আমার রুম মেটের ৪ হাজার টাকা হারিয়ে গেলো। সবার ধারণা হলো আমি টাকাটা চুরি করেছি কারণ আমি সেদিন কমদামের একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমের এক বড় ভাই তিনি জোর গলায় বললেন, উনি না কি নিজ চোখে দেখেছেন আমি আমার রুমমেটের ব্যাগে হাত দিয়েছি। আমি তখন কিছু বললাম না কারণ আমার কিছু বলার মত পরিস্থিতি ছিলো না। বড় ভাইকে সবাই খুব মানতো আমি কিছু বললেও লাভ হতো না। আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিলাম।

চোরের অপবাদ নিয়ে যে মেস থেকে ৫ মাস আগে বের হয়ে গিয়েছিলাম আজ সেই মেসে বড় ভাই আমাকে খবর দিয়ে নিয়ে এসেছে। সবার সামনে বড়ভাই আমার হাত ধরে বললো, পিয়াস আমায় ক্ষমা করে দিস। আমি সেদিন ইচ্ছে করে তোকে চোর বানিয়েছিলাম। আসলে সেদিন টাকাটা আমি চুরি করেছিলাম।
বড়ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে। তার মাঝে মৃত্যু ভয় ঢুকে গেছে।
আমি বড়ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি হেসেছিলাম...

শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুড়ে মেরে বললো, তোর মত ভিখারীর কি করে সাহস হয় আমাকে এইসব বলার? তুই ভালো ছাত্র ছিলি দেখে তোর নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম আর সেই তুই কি না আমাকে আজ প্রেমের প্রস্তাব দিস...

সেই শ্রাবণীর খুব বড়লোক ছেলের সাথেই বিয়ে হয়েছিলো। কিন্তু বিয়ের ৩ বছর পর সে আজ আমার সামনে বসা। শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে এক একটা নির্যাতনের কথা বলছে আর আমি এস আই পিয়াস সুন্দর করে নোট করছি।

কথাবলার এক পর্যায়ে শ্রাবণী আমায় বললো, সেদিন যদি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আমার কপালে আজ এত কষ্ট থাকতো না।
আমি কিছু না বলে শুধু উপর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি হেসেছিলাম।

আজ একটা কথা খুব মনে পড়ছে,
দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও সৃষ্টিকর্তা কাউকে ক্ষমা করে না। সৃষ্টিকর্তা সব হিসাব করে মানুষকে ফিরিয়ে দেন...

সংগৃহীত

PRJ Salutes FATHERHOOD!!!কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান,...
31/05/2025

PRJ Salutes FATHERHOOD!!!

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাকে ❤️❤️

Address

Kolkata
711111

Alerts

Be the first to know and let us send you an email when PRJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PRJ:

Share