
25/05/2025
এক মা-কাক ও বাবা-কাক একটা বিশাল বড় বটগাছে তাদের একটা বাসা বেঁধেছিল।
গপ্পের ঠেক - Gopper Thek
ঐ বাসায় তারা অনেক বছর কাটিয়েছিল। ওখানে একে এক তাদের অনেকগুলো বাচ্চাও হয়েছিল।
একদিন হঠাৎ একটা বড় কালো সাপ সেই বটগাছের নীচে এল এবং বটগাছের নীচে একটা বড় গর্ত করে থাকতে লাগল। একটা বড় কালো সাপ তাদের প্রতিবেশী হবে মা-কাক এবং বাবা-কাকের এটা মোটেই পছন্দ হল না। কিন্তু তারা তাকে কোন কিছু বলতে পারল না।
মা-কাক আবার ডিম পাড়ল এবং শীগগীরই সেই ডিম ফুটে কাকের বাচ্চারা বেরিয়ে এল। এবার বাবা-কাক আর মা-কাক দুজন খুবই সাবধানে তাদের বাচ্চাদের বড় করতে শুরু করল।
একদিন বাবা-কাক আর মা-কাক খাবারের খোঁজে বেরোল। তখন সেই কালো সাপটা আস্তে আস্তে বুকে হেঁটে গাছে চড়ল তারপর বাসায় থাকা কাকের বাচ্চাগুলোকে মেরে খেয়ে ফেলল। যখন মা-কাক এবং বাবা-কাক বাসায় ফিরে এল, তাদের বাচ্চাদের বাসায় কোথাও দেখতে পেল না। তখন তারা খুবই আঘাত পেল। তারা তো জানত না তাদের বাচ্চাদের কি হয়েছে। কাজেই তারা আশেপাশে প্রতিবেশী যেসব পশুপাখি বাস করত তাদের সকলকেই জিজ্ঞাসা করল। কিন্তু তাদের বাচ্চারা কোথায় গেছে তা কেউই বলতে পারল না।
বাচ্চাদের শোকে তারা অনেকক্ষণ কা কা করে কাঁদল। তারপর তারা ঠিক করল এরপর থেকে বাচ্চা হলে তারা আরও সতর্ক হবে।
গপ্পের ঠেক - Gopper Thek
এরপর বেশ কয়েক মাস কেটে গেল। মা-কাক আবার ডিম পাড়ল আর তা থেকে সময়মত বাচ্চা-কাকও বেরোল। এইবারে কাকেরা আরও সতর্ক হয়ে তাদের বাচ্চাদের দেখাশোনা করতে লাগল। একজন যখন খাবারের খোঁজে বাইরে যাবে অন্যজন তখন বাসায় বাচ্চাদের পাহারায় থাকবে তারা এইস্থির করল।
একদিন মা-কাকটা দেখতে পেল যে সেই কালো সাপটা ধীরে ধীরে আবার গাছে উঠছে। সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগল এবং সাপটাকে বাধা দেবার যথাসাধ্য চেষ্টা করল। কিন্তু সে সফল ফল হল না। কালো সাপটা কাকেদের বাসায় এসে ঢুকে তাদের বাচ্চাদের মেরে খেয়ে ফেলল।
মা-কাক খুব কাঁদতে লাগল। অন্যান্য অনেক কাক যারা ওকে সান্ত্বনা দিতে এসেছিল তারাও সবাই খুব কাঁদল। তারা সাপটাকে আক্রমণ করতে চেষ্টা করেছিল কিন্তু কাকেরা কোন ক্ষতি করার আগেই সাপটা তার গর্তে ঢুকে গেল।
এরপর বাবা-কাক যখন বাড়ি ফিরল, অন্য সব কাকেরা তখনও কেঁদে চলেছে।
গপ্পের ঠেক - Gopper Thek
তার বাচ্চা কাকেদের ভাগ্যে কি ঘটেছে সেকথা শুনে তারও মনেও গভীর দুঃখ হল। তখন সে মা-কাককে সান্ত্বনা দেবার যথাসাধ্য চেষ্টা করল কারণ সে একেবারে ভেঙে পড়েছে। কিন্তু মা-কাক কান্নার মাঝখানে বলতে লাগল, "আমাদের এক্ষুনি এ জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত। যতক্ষণ ঐ কালো সাপটা এখানে আছে ততক্ষণ আমরা এ বাসায় মোটেই নিরাপদ নই। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব এবং সেখানে গিয়ে বাসা বাঁধব।"
বাবা-কাক অসুখী হল। সে তখন বলল, "আমরা অনেক বছর ধরে এখানে আছি, এখন যদি এ জায়গা ছেড়ে আমাদের চলে যেতে হয় তবে সেটা খুবই দুঃখের হবে।"
"যদি তাই হয়,” মা-কাক উত্তর দিল, "তবে এখানে এই দুষ্ট কালো সাপের হাত থেকে কে আমাদের রক্ষা করবে?”
বাবা-কাক উত্তর দিল, "সাপটাকে তাড়াবার জন্য আমাদের একটা উপায় বার করতে হবে। বুড়ো খেঁকশেয়াল আমাদের বন্ধু। সে খুব বুদ্ধিমান। চল তার সঙ্গে পরামর্শ করি। সে নিশ্চয় কোন উপায় বের করতে পারবে।"
গপ্পের ঠেক - Gopper Thek
মা-কাক তার কথায় রাজি হল। তখন তারা দুজনে বুড়ো খেঁকশেয়ালের কাছে গিয়ে সব কথা বলল। অনুনয় করে বলল, "আমাদের সাহায্য কর। নিষ্ঠুর সাপটার হাত থেকে আমাদের রক্ষা কর, নইলে বাসা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে।"
বুড়ো খেঁকশেয়াল কিছুক্ষণ চুপ করে থেকে চিন্তা করল, তারপর বলল, "তোমরা এ বাসাতে অনেক বছর ধরে আছ, তাই এ বাসা ছেড়ে চলে যাওয়া উচিত হবে না তোমাদের। সাপটাকে তাড়াবার একটা উপায় আমাদের অবশ্যই বার করতে হবে।
আমার মনে হয় এ বিষয়ে আমি তোমাদের সাহায্য করতে পারব। আমি তোমাদের যা যা বলব তোমরা যদি ঠিক ঠিক সেইমত কাজ কর, তাহলে সাপটার মরবার সম্ভাবনা খুব বেশি। অতএব এখন তোমরা মন দিয়ে শোন আমি কি বলছি। আগামীকাল সকালে রাজবাড়ির মেয়েরা নদীতে স্নান করতে যাবে। নদীর তীরে তারা তাদের মূল্যবান জিনিসপত্র অর্থাৎ কাপড়-চোপড় আর গয়না-গাঁচি নদীর পারে রেখে দিয়ে জলে নামবে। মূল্যবান জিনিসপত্রগুলো পাহারা দেবার জন্য তাদের লোকজন কিছুদূরে দাঁড়িয়ে থাকবে।
গপ্পের ঠেক - Gopper Thek
"তোমরা সকালে সেখানে গিয়ে খোঁজ কর যে, তারা তাদের মূল্যবান গয়না-গাঁটিগুলো কোথায় রাখছে। যখন কেউ কাছেপিঠে থাকবে না, তখন একটা হার কিংবা অন্য যে কোন মূল্যবান জিনিস তুলে নিয়ে উড়ে চলে আসবে। উড়ে আসার সময় জোরে জোরে চিৎকার করবে যাতে চাকরেরা দেখতে পায় যে তোমরা মেয়েদের মূল্যবান জিনিসপত্র নিয়ে উড়ে পালিয়ে যাচ্ছ। তখন জিনিসটা ফিরে পাবার জন্য তারা তোমাদের পেছনে দৌড়বে। তোমরা তখন সোজা উড়ে এসে কালো সাপের গর্তে গয়নাটা ফেলে দেবে। তারপর দেখ কি হয়।"
কাকরা বুড়ো খেঁকশেয়ালের কথামত কাজ করতে রাজি হল।
পরদিন সকালে তারা নদীর ধারে গিয়ে পৌঁছল এবং অপেক্ষা করতে লাগল।
রাজবাড়ির মেয়েরা এসে নদীর ধারে তাদের মূল্যবান সব কাপড়-চোপড় এবং গয়নাগাঁটি রেখে দিল তারপর জলে স্নান করতে নামল। তখন বুড়ো খেঁকশেয়াল যেমন যেমন বলেছিল কাকেরা ঠিক তাই করল। তারা মূল্যবান সব গয়নাগুলো খুব ভাল করে লক্ষ্য করতে লাগল। তখন মেয়েদের ঐ গয়নাগুলোর ভেতরে তারা একটা মুক্তার মালা দেখতে গেল। মা-কাক সাথে সাথে নীচে নেমে এল এবং ঐ মুক্তার মালাটা তুলে নিয়ে উড়ে পালিয়ে গেল। সেই সাথে বাবা-কাকও তার পিছনে সারাটা রাস্তা চিৎকার করতে করতে উড়ে যেতে লাগল।
রাজবাড়ির চাকরেরা কাকটাকে মুক্তার মালা নিয়ে উড়ে পালিয়ে যেতে দেখল এবং তারা তখন সেই কাকটার পিছনে দৌড়ালো। কাকেরা দুজনে সোজা সেই গর্তের কাছে গেল যেখানে ঐ দুষ্ট কালো সাপটা থাকত এবং মা-কাকটা গর্তের মধ্যে মুক্তার মালাটা ফেলে দিল।
গপ্পের ঠেক - Gopper Thek
চাকরেরা গর্তের ভিতর একটা লম্বা লাঠি ঢুকিয়ে হারটা খুঁজতে লাগল। তাতে সাপটা গেল রেগে। সে ফণা তুলে হিহিস্ শব্দ করে বেরিয়ে এল। চাকরেরা সাপটাকে ঘিরে ফেলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলল। তারপর তারা মুক্তার মালাটা নিয়ে চলে গেল।
বাবা-কাক ও মা-কাক কালো সাপটা মারা যাওয়াতে খুব আনন্দ পেল। তারা সবসময় বুড়ো খেঁকশেয়ালের কাছে কৃতজ্ঞ বোধ করত।
#গপ্পের_ঠেক