21/06/2025
বন্ধুরা নিজের প্রোফাইলে শেয়ার করুন ------
২০০৩ সালে ১৫ বছর বয়েসি মেয়ে আতেফা রাজাভি সাহলেহকে নামের একটি মেয়েকে একটি ছেলের সঙ্গে একটি গাড়িতে বসতে দেখা গিয়েছিল ইরানের নেকা শহরে। এই অপরাধে আতেফাকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যভিচারের অপরাধে ইরানের আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছিল। সে তার ঠাকুরমাকে বলেছিল তাকে নাকি জেলের রক্ষীরা নিয়মিত অত্যাচার ও ধর্ষণ করত। ২০০৪ সালের ১৫ আগস্ট তারিখে আতেফাকে প্রকাশ্য রাজপথে একটি ক্রেনে ফাঁসি দেওয়া হয়েছিল। ইরানে এরকম অজস্র ঘটনা ঘটেছে। তবে আতেফার ঘটনাটি পুরো ইরানবাসীদের মনে জোর ধাক্কা দিয়েছিল। আজও ইরানীয়রা মনে করেন এই সরকারের ওপর আতেফার অভিশাপ লেগে গিয়েছে। বর্তমানে আতেফার অভিশাপেই ব্যাংকারে লুকিয়ে আছেন ইরানের সর্বময় কর্তা আলি খামেনেই। একদিন আতেফার অভিশাপেই এই সরকারের পতন ঘটবে।
নারীর ওপর অত্যাচারের আরো কিছু তথ্য দিলাম।
নিচে ইরানের “Woman, Life, Freedom” আন্দোলনের সময় সরকারি বাহিনীর নির্যাতন ও গুলিতে প্রাণ হারানো বা অত্যাচারের শিকার হওয়া নারীদের বিস্তৃত সংখ্যার তালিকা দেওয়া হলো —
1. Mahsa Amini (22) – গ্রেফতার হন ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেন।
2. Nika Shakarami (17) – ২০ সেপ্টেম্বর ২০২২ তেহরানে নিখোঁজ, ৩০ সেপ্টেম্বর মরদেহ পাওয়া যায়, পরিবার অভিযোগ ভয়াবহ নির্যাতনের।
3. Sarina Esmailzadeh (16) – ২৩ সেপ্টেম্বর ২০২২ কারাজে গুলিবিদ্ধ/ধর্ষণ, পরে মৃত্যু।
4. Mino Majidi (62) – ২০ সেপ্টেম্বর ২০২২ কর্মানশাহে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত।
5. Ghazaleh Chalabi (33) – ২১ সেপ্টেম্বর ২০২২ আমলে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু, মর্মান্তিক দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।
6. Hananeh Kia (23) – ২১ সেপ্টেম্বর ২০২২ তিনি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
7. Hediyeh Naimani (25) – ২২/২৩ সেপ্টেম্বর ২০২২ ঘটনাগুলোর মাঝে Nowshahr‑এ নিহত।
8. Hadis Najafi (20) – ২২ সেপ্টেম্বর ২০২২ Karaj‑এ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ।
9. Mahsa Mogouii (16–18) – ২০–২২ সেপ্টেম্বর ২০২২ Fouladshahr‑এ গুলিতে নিহত।
10. Setareh Tajik (17) – ২২ সেপ্টেম্বর ২০২২ তেহরানে ব্যাটন আঘাতে মৃত ।
11. Shirin Alizadeh (35) – ২২ সেপ্টেম্বর ২০২২ Ramsar‑এ পুলিশের আঘাতে নিহত।
12. Bahar Khorshidi (22) – ২২ সেপ্টেম্বর ২০২২ Robat Karim‑এ নিহত ।
13. Asra Panahi (15) – ১২ অক্টোবর ২০২২ Ardabil‑এর একটি স্কুলে সরকারবাহিনীর আক্রমণে নিহত ।
14. Negin Abdolmaleki (21) – ১২ অক্টোবর ২০২২ Hamadan‑এ ব্যাটন আঘাতে নিহত।
15. Arnika (Armita) Qaem Maghami (17) – ২২ অক্টোবর ২০২২ তেহরানে ব্যাটন আঘাত ও কমা পর পরবর্তী মৃত্যু।
16. Sarina Saedi (16) – ২৬ অক্টোবর ২০২২ Sanandaj‑এ গুলিবিদ্ধ ও নির্যাতনের পর মৃত্যু।
17. Marzieh (Darya) Nazmdeh (26) – ৩ নভেম্বর ২০২২ Karaj‑এ হত, অঙ্গুলি নির্যাতনের শিকার।
18. Fereshteh Ahmadi (32) – ২৭ অক্টোবর ২০২২ Mahabad‑এ গুলিতে নিহত ।
19. Parisa Bahmani (52) – ২৮ অক্টোবর ২০২২ তেহরানে মৃত্যু ।
20. Yalda Aghafazli (19) – ১১ নভেম্বর ২০২২ তেহরানে গুলিবিদ্ধ হয়ে নিহত ।
21. Aylar Haghi (23) – ১৬ নভেম্বর ২০২২ Tabriz‑এ গুলিবিদ্ধ হত, দেহ উদ্ধার হয় ভবন থেকে ।
22. Atefeh Naami (37) – ২১ নভেম্বর ২০২২ Karaj‑এ নিখোঁজ, ২৬ নভেম্বর মরদেহ পাওয়া যায়; সরকার আত্মহত্যা দাবি করে।
23. Ma’edeh (Mahak) Hashemi (16) – ২৫ নভেম্বর ২০২২ Shiraz‑এ ব্যাটন আঘাতে মৃত্যুবরণ
24. Aida Rostami (36) – ১২ ডিসেম্বর ২০২২ তেহরানে আহত প্রতিবাদীদের চিকিৎসা করতে গিয়েই নিহত
25. Donya Farhadi (22) – ১৫ ডিসেম্বর ২০২২ Ahvaz‑এ নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত
Hengaw রিপোর্টে জানানো হয়েছে, প্রায় ৬৬ জন কুর্দি নারী (যাদের মধ্যে Minu Majidi, Negin Abdul Maleki, Kobra Sheikheh Saqqa, Sarina Saedi, Freshteh Ahmadi এবং Nasreen Ghaderi অন্তর্ভুক্ত) 2022‑এর আন্দোলনে নিহত হয়েছেন ।
IranWire অনুসারে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অন্তত ৮ জন নারী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ।
প্রসঙ্গত, ২০২৩–২৪ সালে আরও কয়েকশো নারী গ্রেফতার ও নির্যাতিত—তাঁদের অধিকাংশই অজানা বা মিডিয়ায় অপ্রকাশিত।
- তিতাস পন্ডা