Cartoonist Titas Panda

Cartoonist Titas Panda কঠোর সতর্কতা : কোনো রাজনৈতিক দল তাদের প্রচারে আমার কার্টুন ব্যবহার করবেন না ?

30/06/2025

বন্ধুরা বয়স্ক কম্পিউটার ফের খারাপ হওয়ায় কার্টুন করতে পারছি না । দুঃখিত।

একদম সঠিক কথা
24/06/2025

একদম সঠিক কথা

রাজা হরিদাস ভৌমিক : প্রকাশিত হতে চলেছে - বঙ্গের বিস্মৃত এক রননায়কের কাহিনী।রাজা হরিদাস ভৌমিক জানতেন, এই লড়াই স্বাধীনতা...
22/06/2025

রাজা হরিদাস ভৌমিক :
প্রকাশিত হতে চলেছে - বঙ্গের বিস্মৃত এক রননায়কের কাহিনী।

রাজা হরিদাস ভৌমিক জানতেন, এই লড়াই স্বাধীনতা ও আত্মমর্যাদার।
তিনি ডাক দিলেন তাঁর সেনাপতিদের — মাহিষ্য যোদ্ধা, গৌড়ীয় তীরন্দাজ, ও পদাতিকদের। তার আসল শক্তি ছিল তাঁর নৌবাহিনী। নৌবাহিনী প্রস্তুত হলো শত্রুকে সলিল সমাধি দেওয়ার জন্য। জনপদ থেকে জনপদে ছড়িয়ে পড়ল ডাক—
“সুলতান আসছে, হিজলির হৃদয়ে আগুন জ্বলুক!”

তিন দিনের জন্য রসুলপুর নদী হয়ে উঠল রণক্ষেত্র।

প্রথম দিন— পাঠান বাহিনী নদী পার হয়ে আক্রমণ শুরু করল। হিজলির অশ্বারোহীরা তাদের মুখোমুখি হয়ে ঝাঁপিয়ে পড়ল। নদীর কাদা, ঢেউ আর বৃষ্টিতে যুদ্ধ কঠিন হয়ে উঠল।

দ্বিতীয় দিন— হরিদাস নিজে অগ্রভাগে ছিলেন। তাঁর চোখে আগুন। তাঁর তরবারি রক্তে রঞ্জিত, আর তাঁর ডাকে সৈন্যরা চিৎকার করে ঝাঁপিয়ে পড়ছিল:
“জয় হর শিব! জয় হরিদাস!”

তৃতীয় দিন— পাঠান সেনারা ক্লান্ত, বিভ্রান্ত, ভীত। একে একে পতন হতে থাকে তাদের ঘাঁটি। তখনই সিকান্দার শাহকে ঘিরে ফেলেন হরিদাসের সৈন্যরা। ...........

তারপর কি হলো - আদিনাথ মন্দির ভেঙে আদিনা মসজিদ নির্মাণকারী, হিন্দু নিপীড়নকারী বহিঃশত্রু সেই সিকান্দার শাহ এর।
কেনই বা এই যুদ্ধ হয়েছিলো ?
সময় উপযোগী শিশুকিশোরদের জন্য বীর রসের বইটি বাঙালির শৌর্য বীর্যের গল্প বলবে ।

- তিতাস পন্ডা

বন্ধুরা নিজের প্রোফাইলে শেয়ার করুন ------২০০৩ সালে ১৫ বছর বয়েসি মেয়ে আতেফা রাজাভি সাহলেহকে নামের একটি মেয়েকে একটি ছেলের...
21/06/2025

বন্ধুরা নিজের প্রোফাইলে শেয়ার করুন ------

২০০৩ সালে ১৫ বছর বয়েসি মেয়ে আতেফা রাজাভি সাহলেহকে নামের একটি মেয়েকে একটি ছেলের সঙ্গে একটি গাড়িতে বসতে দেখা গিয়েছিল ইরানের নেকা শহরে। এই অপরাধে আতেফাকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যভিচারের অপরাধে ইরানের আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছিল। সে তার ঠাকুরমাকে বলেছিল তাকে নাকি জেলের রক্ষীরা নিয়মিত অত্যাচার ও ধর্ষণ করত। ২০০৪ সালের ১৫ আগস্ট তারিখে আতেফাকে প্রকাশ্য রাজপথে একটি ক্রেনে ফাঁসি দেওয়া হয়েছিল। ইরানে এরকম অজস্র ঘটনা ঘটেছে। তবে আতেফার ঘটনাটি পুরো ইরানবাসীদের মনে জোর ধাক্কা দিয়েছিল। আজও ইরানীয়রা মনে করেন এই সরকারের ওপর আতেফার অভিশাপ লেগে গিয়েছে। বর্তমানে আতেফার অভিশাপেই ব্যাংকারে লুকিয়ে আছেন ইরানের সর্বময় কর্তা আলি খামেনেই। একদিন আতেফার অভিশাপেই এই সরকারের পতন ঘটবে।

নারীর ওপর অত্যাচারের আরো কিছু তথ্য দিলাম।

নিচে ইরানের “Woman, Life, Freedom” আন্দোলনের সময় সরকারি বাহিনীর নির্যাতন ও গুলিতে প্রাণ হারানো বা অত্যাচারের শিকার হওয়া নারীদের বিস্তৃত সংখ্যার তালিকা দেওয়া হলো —
1. Mahsa Amini (22) – গ্রেফতার হন ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেন।
2. Nika Shakarami (17) – ২০ সেপ্টেম্বর ২০২২ তেহরানে নিখোঁজ, ৩০ সেপ্টেম্বর মরদেহ পাওয়া যায়, পরিবার অভিযোগ ভয়াবহ নির্যাতনের।
3. Sarina Esmailzadeh (16) – ২৩ সেপ্টেম্বর ২০২২ কারাজে গুলিবিদ্ধ/ধর্ষণ, পরে মৃত্যু।
4. Mino Majidi (62) – ২০ সেপ্টেম্বর ২০২২ কর্মানশাহে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত।
5. Ghazaleh Chalabi (33) – ২১ সেপ্টেম্বর ২০২২ আমলে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু, মর্মান্তিক দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।
6. Hananeh Kia (23) – ২১ সেপ্টেম্বর ২০২২ তিনি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
7. Hediyeh Naimani (25) – ২২/২৩ সেপ্টেম্বর ২০২২ ঘটনাগুলোর মাঝে Nowshahr‑এ নিহত।
8. Hadis Najafi (20) – ২২ সেপ্টেম্বর ২০২২ Karaj‑এ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ।
9. Mahsa Mogouii (16–18) – ২০–২২ সেপ্টেম্বর ২০২২ Fouladshahr‑এ গুলিতে নিহত।
10. Setareh Tajik (17) – ২২ সেপ্টেম্বর ২০২২ তেহরানে ব্যাটন আঘাতে মৃত ।
11. Shirin Alizadeh (35) – ২২ সেপ্টেম্বর ২০২২ Ramsar‑এ পুলিশের আঘাতে নিহত।
12. Bahar Khorshidi (22) – ২২ সেপ্টেম্বর ২০২২ Robat Karim‑এ নিহত ।
13. Asra Panahi (15) – ১২ অক্টোবর ২০২২ Ardabil‑এর একটি স্কুলে সরকারবাহিনীর আক্রমণে নিহত ।
14. Negin Abdolmaleki (21) – ১২ অক্টোবর ২০২২ Hamadan‑এ ব্যাটন আঘাতে নিহত।
15. Arnika (Armita) Qaem Maghami (17) – ২২ অক্টোবর ২০২২ তেহরানে ব্যাটন আঘাত ও কমা পর পরবর্তী মৃত্যু।
16. Sarina Saedi (16) – ২৬ অক্টোবর ২০২২ Sanandaj‑এ গুলিবিদ্ধ ও নির্যাতনের পর মৃত্যু।
17. Marzieh (Darya) Nazmdeh (26) – ৩ নভেম্বর ২০২২ Karaj‑এ হত, অঙ্গুলি নির্যাতনের শিকার।
18. Fereshteh Ahmadi (32) – ২৭ অক্টোবর ২০২২ Mahabad‑এ গুলিতে নিহত ।
19. Parisa Bahmani (52) – ২৮ অক্টোবর ২০২২ তেহরানে মৃত্যু ।
20. Yalda Aghafazli (19) – ১১ নভেম্বর ২০২২ তেহরানে গুলিবিদ্ধ হয়ে নিহত ।
21. Aylar Haghi (23) – ১৬ নভেম্বর ২০২২ Tabriz‑এ গুলিবিদ্ধ হত, দেহ উদ্ধার হয় ভবন থেকে ।
22. Atefeh Naami (37) – ২১ নভেম্বর ২০২২ Karaj‑এ নিখোঁজ, ২৬ নভেম্বর মরদেহ পাওয়া যায়; সরকার আত্মহত্যা দাবি করে।
23. Ma’edeh (Mahak) Hashemi (16) – ২৫ নভেম্বর ২০২২ Shiraz‑এ ব্যাটন আঘাতে মৃত্যুবরণ
24. Aida Rostami (36) – ১২ ডিসেম্বর ২০২২ তেহরানে আহত প্রতিবাদীদের চিকিৎসা করতে গিয়েই নিহত
25. Donya Farhadi (22) – ১৫ ডিসেম্বর ২০২২ Ahvaz‑এ নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত

Hengaw রিপোর্টে জানানো হয়েছে, প্রায় ৬৬ জন কুর্দি নারী (যাদের মধ্যে Minu Majidi, Negin Abdul Maleki, Kobra Sheikheh Saqqa, Sarina Saedi, Freshteh Ahmadi এবং Nasreen Ghaderi অন্তর্ভুক্ত) 2022‑এর আন্দোলনে নিহত হয়েছেন ।

IranWire অনুসারে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অন্তত ৮ জন নারী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ।

প্রসঙ্গত, ২০২৩–২৪ সালে আরও কয়েকশো নারী গ্রেফতার ও নির্যাতিত—তাঁদের অধিকাংশই অজানা বা মিডিয়ায় অপ্রকাশিত।

- তিতাস পন্ডা

20/06/2025

যদি কোনো দিন বঙ্গে হিন্দুরা ক্ষমতায় আসেন তাহলে সংস্কৃতিক স্তরে দুটি অবশ্য কর্তব্য হলো -
১) কোলকাতা,পূর্বপাকিস্তান ও পরে বাংলাদেশ , অধুনা মুর্শিদাবাদে এ হিন্দু বাঙালি নিধন যজ্ঞ নিয়ে একটি সংগ্রহশালা তৈরি ।
২) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায় এর দুটি বৃহৎ মূর্তি যথাক্রমে ধর্মতলা ও যাদবপুর বা নিউটাউনে স্থাপন করা।

টিট ফর ট্যাট
19/06/2025

টিট ফর ট্যাট

হিন্দু পুরুষদের বিয়ে করা অপরাধ। বন্ধুরা সহমত হলে নিজের একাউন্টে শেয়ার করুন।
17/06/2025

হিন্দু পুরুষদের বিয়ে করা অপরাধ।

বন্ধুরা সহমত হলে নিজের একাউন্টে শেয়ার করুন।

একটা সত্যি কথা হলো একপেশে পুরুষ বিদ্বেষী   হিন্দু ম্যারেজ ল পরিবর্তন না করলে হিন্দু পুরুষরা আর বিয়ে করতে চাইছে না। মিথ্...
16/06/2025

একটা সত্যি কথা হলো একপেশে পুরুষ বিদ্বেষী হিন্দু ম্যারেজ ল পরিবর্তন না করলে হিন্দু পুরুষরা আর বিয়ে করতে চাইছে না। মিথ্যে আইপিসি ৪৯৮এ, ফলস ডাউরি কেস, যথেষ্ট শিক্ষিত হয়েও চূড়ম্ত অনৈতিক ভাবে খোরপোষ পাওয়ার আইনি হক, যদিও বিবাহের পূর্বে দুজনেই রোজগারের অঙ্গীকার করেছিলো, এই সব জটিলতায় জড়ানোর চেয়ে বিয়ে না করাটাই ভালো নয় কি? এতে হিন্দু জনসংখ্যা চূড়ান্ত ভাবে কমে যাবে। বেকার লাভ জিহাদ বলে চেঁচিয়ে চেঁচিয়ে কোনো লাভ নেই। গোড়ায় নজর না দিয়ে আগায় জল ঢেলে লাভ নেই।

ওই যে দেখ ইসরায়েল
14/06/2025

ওই যে দেখ ইসরায়েল

ওই দেখ ইসরায়েল

কচ্ছপদের বাঁচাও
13/06/2025

কচ্ছপদের বাঁচাও

দুয়ারে মহেশতলা।
12/06/2025

দুয়ারে মহেশতলা।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cartoonist Titas Panda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share