Cartoonist Titas Panda

Cartoonist Titas Panda কঠোর সতর্কতা : কোনো রাজনৈতিক দল তাদের প্রচারে আমার কার্টুন ব্যবহার করবেন না ?

সবার তো একই কথা মনে হয়।
07/11/2025

সবার তো একই কথা মনে হয়।

07/11/2025

ব্রাজিলিয়ান মডেল খারাপ,
কিন্তু ইটালিয়ান বার ড্যান্সার ভালো ।

07/11/2025

BLO এর পথপ্রদর্শক হয়ে তৃণমূল এলো। বিজেপি শুধু একটা কাজ করুক। ঘরে ঘরে গিয়ে ছবি তুলে, দুটো করে ছবি দিয়ে আসুক। এখন পর্যন্ত বিজেপি এর সংগঠনের খোঁজ নেই।

শিব শক্তি পয়েন্ট' হল চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং স্পটের নাম, যা চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অবস্থিত।
06/11/2025

শিব শক্তি পয়েন্ট' হল চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং স্পটের নাম, যা চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অবস্থিত।

05/11/2025

নূরুল নারায়ণ নামে ভোটার আধার কার্ড বানিয়েছে। এখন নারায়নের নাম sir থেকে বাদ গেলে প্রচার করা হবে একজন হিন্দুর নাম বাদ গেলো !!!

বলি বন্ধ করতে প্রচার করতে বললো আদালত? বাঃ
05/11/2025

বলি বন্ধ করতে প্রচার করতে বললো আদালত? বাঃ

05/11/2025

পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশীরা যদি অন্য রাজ্যে পালিয়ে যায় এবং SIR মিটে গেলে আবার ফেরত আসে তখন কি হবে?

01/11/2025

পাকিস্তানী নৌবাহিনী–পাকিস্তান সীমান্তবর্তী স্যার ক্রিক অঞ্চলের  ভিডিও সম্প্রতিক প্রকাশ করেছে। ভিডিও টিতে দেখা যায়, পাকি...
29/10/2025

পাকিস্তানী নৌবাহিনী–পাকিস্তান সীমান্তবর্তী স্যার ক্রিক অঞ্চলের ভিডিও সম্প্রতিক প্রকাশ করেছে। ভিডিও টিতে দেখা যায়, পাকিস্তান নৌবাহিনীর একাধিক অ্যামফিবিয়ান যান স্যর ক্রিক অঞ্চলে ঘোরা ফেরা করছে। তারা আট মাসের মধ্যে তার চার পাশে সামরিক শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে । তারা ইউনাইটেট কিংডম কাছ থেকে তিনটি আজব
হোভারক্রাফট কিনেছে ।
বলে রাখা ভালো
স্যার ক্রিক মূলত বান গঙ্গা নামে পরিচিত ছিল। এটি ব্রিটিশ রাজের প্রতিনিধি স্যার ক্রিক এর নামে নামকরণ করা হয়
• স্যার ক্রিক (স্যার খাঁড়ি), মূলত বান গঙ্গা,[১] ভারত ও পাকিস্তানের সীমান্তে সিন্ধু নদী বদ্বীপের জনশূন্য জলাভূমিতে একটি ৯৬ কিলোমিটার (৬০ মাইল) দীর্ঘ জোয়ারভাটাযুক্ত মোহনা বা খাঁড়ি। আরব সাগরের এই প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ অঞ্চল ভারতের গুজরাটকে পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে পৃথক করে। দীর্ঘদিনের ভারত-পাকিস্তান সীমান্ত বিরোধ রয়েছে। এখানে কোন জনবসতি নেই । ভাসমান সীমান্ত চৌকি, উভচর যানবাহন এবং ক্রিক ক্রোকোডাইল কমান্ডোদের পদব্রজে ভ্রমণের মাধ্যমে স্যার ক্রিক পর্যন্ত নদীর মাঝামাঝি পর্যন্ত টহল দেয়। স্যার ক্রিকের উপকূলীয় অঞ্চলটি ভারতীয় উপকূলরক্ষী দ্বারা পরিচালিত হয় এবং এর ওপারে বৃহত্তর উন্মুক্ত সমুদ্রটি ভারতীয় নৌবাহিনী দ্বারা টহল দেওয়া হয়।পাকিস্তান এই স্যার কিক অঞ্চল কে অন্যায় ভাবে দাবী করছে।প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান সির ক্রিক এলাকায় নতুন ঘাঁটি তৈরি করছে বা নৌবাহিনীর তৎপরতা বাড়াচ্ছে। এটি ভবিষ্যতে সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে।
বান গঙ্গা হলো কর্দমাক্ত জলাভূমি।সৈনিকদের পক্ষে পায়ে হেঁটে বা দাঁড়িয়ে টহল দেওয়া একে বারেই অসম্ভব। এখানে ট্যাংক বা পদাতিক বাহিনী একেবারেই অচল।এই স্থানে আবার অন্য সমুদ্র তটের মতো জাহাজ কিম্বা স্পিট বোর্টএর সাহায্যেও সম্পূর্ণ নজরদারী সম্ভব নয়। এই অংশে দুই দেশ যদি সম্মুখ সমরে আসে তা হবে একটি অভূতপূর্ব ঘটনা।

সামরিক দিক থেকে শক্তিশালী হবার জন্যে ও ভারতের নৌ শক্তি কে করার তারা ইউকে থেকে যে উভচরী যান টি কিনেছেন তার নাম হলো 'UK sourced Griffon 2400TD hovercraft ' । এখানে ট্রামপের চামচগিরি করে পাকিস্তান ভাবছে যতদিন ট্রাম্প আছে একটু এডভেঞ্চার করেই নি । কিন্তু ভারতীয়দের নৌ সামরিক শক্তির কাছে এটা কিছুই না । তারা ভুলে যাচ্ছে যে অপরেশন সিঁদুর চলার সময় ভারতের নৌবাহিনীর ভয়ে পাকিস্তানের নৌসেনা করাচি থেকে পালিয়ে গিয়ে ইরানের কাছে গদর বন্দরে গিয়ে লুকিয়ে বসেছিলো।

25/10/2025

নারায়ণ হালদারের পুরো পরিবার সম্পর্কে জানুন।

24/10/2025

মিথ্যে মামলায় গ্রেপ্তার ?

24/10/2025

একটা জিনিস খেয়াল করেছেন বন্ধুরা?
আগে ভারতে ঢুকতে গিয়ে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশী আর রোহিঙ্গা ধরা পড়তো। আর আজকাল ভারত থেকে বাংলাদেশে পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়ছে। ওষুধটা তার মানে ঠিক মতো কাজ করছে!

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cartoonist Titas Panda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share