13/07/2025
বিরিয়ানির রহস্য,,
শেফ রাশেদের বিরিয়ানির খ্যাতি দেশজুড়ে। একদিন এক যুবক চ্যালেঞ্জ ছুঁড়ল: "আপনার বিরিয়ানিতে *১০০টা* বাদাম দেওয়ার কথা, গুনে মাত্র ৯৯টি পেলাম!"
শেফ হেসে বললেন, "ভুল বলছো।"
যুবক জিদ ধরে: "গুনে দেখুন!"
শেফ প্লেট নিয়ে হাঁপিয়ে গেলেন। ৯৮... ৯৯... হঠাৎ চিৎকার: **"এই যে! ১০০ নম্বরটা তো..."**
সবাই তাকিয়ে—শেফের হাত থেকে প্লেট পড়ে ভেঙে গেল! যুবক হাসতে হাসতে বলল: **"আমার মজা! আসলে বিরিয়ানি এত সুস্বাদু ছিল যে বাদাম গোনাই ভুলে গিয়েছিলাম!"**
শেফ মাথা চুলকিয়ে বললেন, **"তাহলে এই প্লেট ভাঙার দাম দেবে নাকি? *১০০টা* বাদামের বদলে *১০০টা* প্লেট কিনে দাও!"**
যুবকের মুখ হাঁ হয়ে গেল—সবাই হেসে লুটোপুটি!