25/05/2025
২ রাত ৩ দিনের জন্য শান্তিনিকেতনে বর্ষা মঙ্গল ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বন্ধুদের সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সঙ্গে থাকছে সম্পূর্ণ গ্ৰাম্য পরিবেশে খাওয়া দাওয়ার ব্যাবস্থা। থাকা শান্তিনিকেতনে নন্ এসি। শিশুদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা - ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান --- প্রথম দিন -- আপনাদের সঙ্গে নিয়েই সাংস্কৃতিক সন্ধ্যা কাটবে আর
দ্বিতীয় দিন -- নাটক ।
প্যাকেজ মূল্য-- ২০০০/- নন্ এসি জনপ্রতি ( নূন্যতম ৩ জন শেয়ারে)
এসির ব্যবস্থা আমরা করে দিতে পারি খরচ আপনাদের। ভ্রমন-- শান্তিনিকেতন আশ্রম, সোনাঝুরি , কোপাই নদী -- টোটো / গাড়ি।
যোগাযোগ -- ৯৮৭৪৬৩৭৭৮৪
৯৪৩৩২৫১৫৯৬
একটি অনুরোধ -- পুরনো জামা কাপড় কাউকে দিতে চান সঙ্গে নিয়ে আসবেন আপনারাই হাতে করে তুলে দিয়ে যাবেন ঐ প্রান্তিক মানুষজনের হাতে।
এটি সম্পূর্ণ একটি ভিন্ন উদ্যোগ সকলের সাড়া পেলে আরো উদ্যোগী হতে পারবো।
গাছের চারা আমরা দেব ।
উদ্যোগটি সফল করতে সকলে এগিয়ে আসুন -- কিছু তো করে যায় এ জীবনে।