
31/05/2022
।। প্রয়াত বিখ্যাত সঙ্গীতশিল্পী KK। নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে আচমকা মৃত্যু গায়কের ।।
নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা এসেছিলেন এই গায়ক। ৩০ এবং ৩১ মে কলকাতায় শো ছিল KK-র। ৩১ তারিখ গুরুদাস মহাবিদ্যালয়ের জন্য শো করতে এসেছিলেন। এদিন অনুষ্ঠানে সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ তিনি মঞ্চে ওঠেন। এদিন অনুষ্ঠানের শুরুতে গন্ডোগোল শুরু হয়। প্রবেশের সময় ছাত্রদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এরপর ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয় বলেই জানা গিয়েছে।
সূত্রের খবর, অনুষ্ঠানের সময়ই অসুস্থ হয়ে পড়েন KKI জানা গিয়েছে, মঞ্চে থাকাকালীন স্পটলাইট বন্ধ করতে বলেন তিনি। কিন্তু, অত্যন্ত অসুস্থ বোধকরায় তিনি হোটেলে ফিরে যান। সেখানেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, সেখানেই তাঁর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্পী মহলে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যদিও এই বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না। হাসপাতাল সূত্রে খবর, আগামীকাল তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে। এরপরেই তাঁর মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে বলে মনে হচ্ছে।