অচেনা path

অচেনা path অচেনা পথ সব সময় মানুষের পাশে মানুষের সাথে
হিংসা নয় চেষ্টা করে এগিয়ে যাও।

শিল্প না শিল্পীশ্যামল পটুয়া বসে আছে তার ভাঙা চালাঘরে, যেখানে সূর্যের আলো ঢুকতেও যেন ইতস্তত করে। আজ তার মন বিষাদে ভরা। সা...
14/12/2025

শিল্প না শিল্পী

শ্যামল পটুয়া বসে আছে তার ভাঙা চালাঘরে, যেখানে সূর্যের আলো ঢুকতেও যেন ইতস্তত করে। আজ তার মন বিষাদে ভরা। সামনে পড়ে আছে একটি প্রায়-সম্পূর্ণ মাটির ঘোড়া—তার জীবনের শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে অন্যতম। কিন্তু কালকের মেলাতেই সে বিক্রি হবে কি না, তা নিয়ে সন্দেহ।

শ্যামল জানে, এই মাটির ঘোড়া, যা তার হাতের সূক্ষ্ম কারুকার্যে জীবন্ত হয়ে উঠেছে, তা একদিন ভেঙে যাবে। কালের ধুলোয় মিশে যাবে। হয়তো কেউ কৌতূহলবশে একবার ধরবে, তারপর ফেলে দেবে কোনো এক অব্যবহৃত কোণে। এটাই তার শিল্পের পরিণতি। তার তৈরি সরাচিত্র, মাটির পুতুল, পটের ছবি—সবকিছুরই একটি মৃত্যু আছে।

বহু বছর আগে তার গুরুমশাই তাকে বলেছিলেন,
“শ্যামল, আমাদের কাজ হলো ক্ষণস্থায়ী জিনিস তৈরি করা। যা একদিন শেষ হবেই। তুই যতই যত্ন করিস, মাটির তৈরি জিনিস তোকে ছেড়ে যাবেই।”

গুরুদেব একটি শুকনো তালপাতার ওপর লিখে ছিলেন—
“শিল্পের মৃত্যু আছে।”

শ্যামল প্রতিবাদ করেছিল,
“কিন্তু গুরুদেব, তবে আমরা কেন এত কষ্ট করে শিল্প গড়ব, যদি তা শেষ হয়ে যায়?”

গুরুমশাই তখন হাসলেন। তিনি শ্যামলের হাতে একটি মাটির দলা তুলে দিলেন।
“এই মাটিটা দেখছিস? এটা এখন প্রাণহীন। কিন্তু যখন তোর হাত এতে ছোঁয়া দেবে, তখন এই মাটি অমর হয়ে উঠবে।”

তিনি বললেন,
“শিল্পের রূপের মৃত্যু আছে। তোর ঘোড়াটা হয়তো ভেঙে যাবে। কিন্তু তোর হাতের স্পর্শ, তোর মনের ভাবনা, যে আবেগ দিয়ে তুই এর চোখ এঁকেছিস—সেটা কখনও মরবে না। যে দেখবে, তার মনে ওই ঘোড়াটার অস্তিত্ব গেঁথে থাকবে। তোর শেখানো কৌশল বেঁচে থাকবে তোর নাতির হাতে। তুই সেই অমরত্বের স্রষ্টা।”

গুরুদেব তালপাতার লেখাটায় একটি নতুন অংশ যোগ করলেন—
“শিল্পীর মৃত্যু নেই।”

শ্যামল আজ সেই সত্য উপলব্ধি করছে। তার হাতের ঘোড়াটা হয়তো দু’দিন পর ভেঙে যাবে, কিন্তু এই শিল্পের প্রতি তার যে গভীর প্রেম, তা তার প্রতিটি নিঃশ্বাসে, তার প্রতিটি বংশধরের হাতের কাজে বেঁচে থাকবে।

আজ তার শরীর দুর্বল, তুলি ধরতে কষ্ট হয়। কিন্তু তার ভেতরে শিল্পীসত্তাটা এখনও জেগে আছে। সে জানে, এই ঘোড়াটা বিক্রি হোক বা না হোক, সে নিজের মৃত্যু দিয়েও তার শিল্পকে অমর করে তুলবে, কারণ শিল্পীর আত্মা কখনও ধ্বংস হয় না—তা প্রজন্মের পর প্রজন্ম ধরে কেবল রূপ পরিবর্তন করে বেঁচে থাকে।

শ্যামল তখন মুচকি হেসে তার ঘোড়াটির ওপর শেষ স্পর্শটুকু বুলিয়ে দিল।

✍️
কলমে -ইন্দ্রানী পালিত কর্মকার
পেনোগ্রাফি - দীপ
সৌজন্যে অচেনা path

।। ডিগ্রি বনাম ভোজ ।।শক্তিপদ কাকু — (হাত-পা ছুঁড়ে) অনি! অনি! তুই এখানে দাঁড়িয়ে কী করছিস? তোর তো এখন বাড়িতে থাকা উচিত! ত...
14/12/2025

।। ডিগ্রি বনাম ভোজ ।।

শক্তিপদ কাকু — (হাত-পা ছুঁড়ে) অনি! অনি! তুই এখানে দাঁড়িয়ে কী করছিস? তোর তো এখন বাড়িতে থাকা উচিত! তোর ফ্যামিলির সাথে জরুরী মিটিং চলছে নিশ্চয়ই! আমি তো ভাবলাম, এতক্ষণে তোর বাড়িতে ক্যাটরিং-এর দাম নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে!

অনির্বাণ — (ফোন থেকে চোখ তুলে, বিরক্ত হয়ে) কাকু, আপনি এত 'ওভার-অ্যাক্টিং' করছেন কেন? বাড়িতে কোনো মিটিং চলছে না। আর ক্যাটরিং! কী বলছেন আপনি? আমার হবে মাত্র B.A. কমপ্লিট হয়েছে, বিয়ে নয়!

শক্তিপদ কাকু — B.A.! ওইটাই তো গন্ডগোল! আমার কানে ওইটা ঢোকে না! আমি পরিষ্কার শুনেছি বিয়ে! বিয়ে কমপ্লিট! আর যখনই শুনি 'বিয়ে', আমার ব্রেনের ভেতরের 'ফুড অ্যালার্ম' টা পুরো ফুল ভলিউমে বেজে ওঠে!

অনির্বাণ — (কপালে হাত দিয়ে) আপনার অ্যালার্ম সিস্টেমটা তো দেখি টোটালি গেছে যে! কাকু, B.A. হলো ব্যাচেলর অফ আর্টস! আর আপনার ওই 'বিয়ে'র বিরিয়ানি পেতে এখনও অনেক দেরি!

শক্তিপদ কাকু — দেরি! সেটাই তো আমার মেন ক্রাইসিস। তুই জানিস, গত সাত দিন ধরে আমার লাঞ্চে শুধু ডাল-ভাত! আমার তো মনে হচ্ছিল, এবার একটা নেমন্তন্ন আসবে, যেখানে চিকেন রেজালার গ্রেভি দিয়ে ভাত মাখবো! আর তুই কী করলি? সব বরবাদ! আমার সপ্তাহ'টা একদম স্পয়েল করে দিলি!

অনির্বাণ‌ — (একটু হেসে) কাকু, আপনার এই খাওয়ার টেনশন—এটা তো আমার পরীক্ষার টেনশনের চেয়েও বেশি! আমি ভাবছি, আপনার এই বিরিয়ানি লভ‌ নিয়ে একটা রিল বানাব। খুব ভাইরাল হবে!

শক্তিপদ কাকু — রিল-টিল বুঝি না রে বাবা! তুই আগে আমার পেটের ক্রাইসিস বোঝ! তুই B.A. পাশ করেছিস, তোর উচিত ছিল আমার এই দুর্বলতার কথা মাথায় রাখা! তুই তোর রেজাল্ট হাতে পাওয়ার পর অন্তত একটা ট্রিট পার্টির নেমন্তন্ন তো দিতে পারতিস! আমার তো মনে হচ্ছে, আমি তোর B.A.-এর চেয়ে তোর বিয়ের জন্য বেশি ওয়েট করছি!

অনির্বাণ — আচ্ছা, বাবাহ! আপনার এত ফুড ট্রমা হয়েছে কেন? শুধু একবারের ইনভাইটেশনের জন্য আপনি এত অস্থির?

শক্তিপদ কাকু — একবার? একবার না রে! বিয়েবাড়ির ভোজ হলো আমার কাছে বছরের শ্রেষ্ঠ পারফরম্যান্স! ওখানে আমি নিজেকে ফুল ক্যাপাসিটিতে চার্জ করি! আর তোর মতো একটা ছেলের বিয়ে মানে তো ভিআইপি এন্ট্রি! ফার্স্ট রো-তে বসে প্লেট পরিষ্কার করার সুযোগ! তুই আমার সেই চান্স'টা ক্যান্সেল করে দিলি!

অনির্বাণ — (হাসি চেপে) ঠিক আছে, ঠিক আছে! আপনার বিরিয়ানি ড্রিমস আমি ব্যর্থ হতে দেব না। আমি চাকরি খুঁজছি। ভালো স্যালারি পেলে আমি আপনাকে একটা স্পেশাল বিগ ট্রিট দেবো। যেখানে আপনি যতক্ষণ খুশি খাবেন। কোনো লিমিট নেই!

শক্তিপদ কাকু‌ — লিমিট নেই!এইটা হলো কথা! এইটা একটা সলিড কমিটমেন্ট! তুই সত্যি বলছিস? (অনির্বাণের হাত ধরে) চল বাবা, তাহলে আজ থেকে তোর চাকরির জন্য আমিও শনি মঙ্গলবার উপোস করব—যাতে আমার পেটটা ওই লিমিটলেস ট্রিটের জন্য রেডি থাকে! এখন যা, তাড়াতাড়ি সিভি বানা! আমার পেটের ফাইনাল ইভেন্ট তোর হাতে! চলি রে!

শক্তিপদ কাকু আনন্দের আতিশয্যে একটু নেচে সেখান থেকে চলে গেলেন। অনির্বাণ হাসতে হাসতে বন্ধুদের মেসেজ করে, "আমার চাকরির মোটিভেশন এখন শুধু কাকুর বিরিয়ানি বাকেট লিস্ট!

কলমে -✍🏿ছিন্ন সেপাই
ছবি -সংগৃহীত
সৌজন্যে অচেনা path

13/12/2025

কিছু প্রশ্নের উতর দর্শক এর উপর এর ছেড়ে দিলাম!!

*এতো বড়ো খেলোয়ার মাঠে ছিল নিরাপত্তা কোথায়????*
পুলিশ পারমিসান নিশ্চিত ছিল। যেখানে ক্রীড়ামন্ত্রী নিজে মাঠে মধ‍্যমণী হয়ে ছিল। সফল হলে নিজেও তো ফোকাস নিতেন। হালচাল তো তাই দেখাচ্ছিল।
দমকলমন্ত্রী সুজিত বসুর উদ্যোগে মূর্তি তৈরী হয়েছে।
তিনি কি মেসি আসার সঙ্গে যুক্ত না। এর সঙ্গে যুক্ত না?
সরকার নানান সম্মান নিশ্চিত দিতো। বা দিয়েছে...।

*এখন পুলিশ নাকি বলছে আয়োজক কে টাকা ফিরত দিতে হবে। তবুও নিজেরা দায় নেমে না।*
এই পুলিশই, নিয়োগ না হওয়ার জন‍্য, যথাযথ পুলিশ না থাকালেও। অতি তৎপরতার সঙ্গে, কতো অভিযান রুখে দেয়।
যাই হকো কোলকাতা যদিনা এর পরে খেলা পায়। তখন বৈশম্য হচ্ছে এই কথাটা আর খাটবে না।
বলাও উচিত না।
* #দায় সবাই কে নিতে হবে।*
পুলিশ, সরকার, আয়োজক, এমনকি *এই নোংরা কাজ যারা করেছে তাদেরও।*

ছি ছি..

আবার হয়তো দেখা হতে পারে কোনো অন্য উপমহাদেশে
২০২৬ এর ওয়ার্ল্ড কাপ এর জন্য শুভেচ্ছা।

゚viralシfypシ゚viralシalシfollowers #অচেনাপথ ゚

Like comment share please 🥺
12/12/2025

Like comment share please 🥺

রোশনাই ১.o 🌸💫

নাম:- প্রীতি ধর
বিষয়:- অঙ্কন
পেজ:- শিল্পের সাতকাহন

িনগরের_ঐতিহ্য_ #রোশনাই

Online competition post like comment share please 🥺
12/12/2025

Online competition post like comment share please 🥺

রোশনাই ১.o 🌸💫

নাম:- অর্পিতা সমাদ্দার
বিষয়:- ক্যালিগ্রাফি
পেজ:- অচেনা পথ

িনগরের_ঐতিহ্য_ #রোশনাই

12/12/2025

আমিই আমার সবচেয়ে প্ৰিয় ফুল।🌸🤍

লেখা- মেহেদী হাসান শুভ্র
কন্ঠে - পৌলমী মজুমদার
ভিডিও সম্পাদনায় Rahul Dutta
সৌজন্যে অচেনা path

゚viralシfypシ゚viralシalシfollowers #অচেনাপথ

hhttps://chat.whatsapp.com/CA79QTX0oxb9nxO5oJ7mV6?mode=hqrt1✨ অচেনা পথ পরিবারে নতুন প্রতিভাদের খোঁজ চলছে ✨আপনি কি নিজের ...
12/12/2025

hhttps://chat.whatsapp.com/CA79QTX0oxb9nxO5oJ7mV6?mode=hqrt1

✨ অচেনা পথ পরিবারে নতুন প্রতিভাদের খোঁজ চলছে ✨

আপনি কি নিজের প্রতিভাকে আরও বড় পরিসরে তুলে ধরতে চান?
তাহলে অচেনা পথ পরিবার আপনাকেই খুঁজছে! ❤️

আমাদের সাথে যুক্ত হয়ে—
🎭 নাচ,
🎨 আর্ট অ্যান্ড ক্র্যাফট,
🎬 মুভি রিভিউ,
📚 মিথোলজি,
🎥 VFX – অ্যানিমেশন,
📸 ফেনোগ্রাফি,
✒️ ডিজিটাল আর্ট,
🖼️ পোস্টার এডিটিং,
🎶 ইনস্ট্রুমেন্টাল,
🎞️ ভিডিও এডিটিং—
আপনার ট্যালেন্টকে পৌঁছে দিন হাজারো মানুষের কাছে!

👉 এই সুযোগ সম্পূর্ণ NON PAID, কিন্তু আপনার ট্যালেন্টকে আমরা দেবো প্ল্যাটফর্ম, পরিচিতি ও সম্মান।

📢 যারা সত্যিই কাজ করতে আগ্রহী এবং আমাদের পরিবারের অংশ হতে চান তারা দ্রুত যোগাযোগ করুন👇
📞 9330114901

💙 চলুন একসাথে একটা সুন্দর পরিবার গড়ে তুলি—অচেনা পথ পরিবার!

সারদা মা, যিনি মা সারদা নামে বিশ্বজোড়া পরিচিত, শান্তি, প্রেম ও মাতৃত্বের এক অনন্য প্রতীক। মানবজীবনের প্রতিটি স্তরে তিনি...
11/12/2025

সারদা মা, যিনি মা সারদা নামে বিশ্বজোড়া পরিচিত, শান্তি, প্রেম ও মাতৃত্বের এক অনন্য প্রতীক। মানবজীবনের প্রতিটি স্তরে তিনি ছিলেন ধৈর্য, সহনশীলতা ও নিঃস্বার্থ সেবার আদর্শ। তাঁর জন্মতিথি আমাদের শুধু স্মরণ করায় না—আমাদের জীবনে সত্য, সরলতা ও সহমর্মিতার গুরুত্বও গভীরভাবে অনুভব করায়।

দৈনন্দিন জীবনের ছোট্ট ছোট্ট কাজে তিনি মানুষকে শিখিয়েছিলেন—কোনো ভেদাভেদ তাঁর কাছে ছিল না। ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ বা ধনী-গরিব—সবাইকে তিনি একই মমতায় বুকে টেনে নিতেন। তাঁর কোমল বচন, “যাকে ভালোবাসো, তাকে দোষ দিও না”—আজও হৃদয়ে চিরস্মরণীয়।

সারদা মা শুধু ঠাকুর শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী ছিলেন না; তিনি ছিলেন তাঁর আধ্যাত্মিক শক্তির আধার। ঠাকুরের দেহাবসানের পর মানবতার সেবাই তিনি জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন। নিজের কঠিন জীবনসংগ্রামের মাঝেও তিনি সকলকে পথ দেখিয়েছেন অসীম সহানুভূতি ও ভালোবাসায়।

তাঁর জন্মতিথি আমাদের মনে করিয়ে দেয়—বিশ্বকে বদলাতে বড় বড় কাজের দরকার নেই; দরকার হৃদয়ের বিশুদ্ধতা, সৎকর্ম এবং অপরের প্রতি সহমর্মিতা। সারদা মায়ের শিক্ষা আজও আমাদের জীবনে আলোকবর্তিকা হয়ে থাকে।

এই শুভ দিনে আমরা তাঁর শান্তিময় পথ অনুসরণ করার অঙ্গীকার করি—মানুষকে ভালোবাসা, ক্ষমা করা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, আর প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দেখার অনুভূতি জাগ্রত রাখা।

কলমে: Chandrika Dutta
ছবি -সংগৃহীত
সৌজন্যে অচেনা path

শ্রদ্ধাঞ্জলিআমি শুনেছি সেই ডাক,যে ডাকে এক নারী করেছিলেন—মাতৃত্বের প্রকৃত প্রকাশ।বলেছিলেন,“আমি সত্যিকারের মা,পাতানো মা নই...
11/12/2025

শ্রদ্ধাঞ্জলি

আমি শুনেছি সেই ডাক,
যে ডাকে এক নারী করেছিলেন—
মাতৃত্বের প্রকৃত প্রকাশ।
বলেছিলেন,
“আমি সত্যিকারের মা,
পাতানো মা নই,
নই গুরু-পত্নী।
আমি সবারই মা।”

আমি শুনেছি সেই ডাক,
যখন ভেদাভেদের বেড়া ভেঙে
এক ব্রাহ্মণ রমণী
পরিষ্কার করছেন শরৎ আর
আমজাদের এঁটো নিজ হাতে,
আর বলছেন,
“শরৎ আমার ছেলে,
আমজাদও তাই।”

সেই ডাক—যে ডাক
শেখায় সব বিভেদ ভুলে
এক মন্ত্রে আপন হতে।

আমি সেই মাকে দেখেছি,
যিনি স্বামীর মৃত্যুর পর
ফিরিয়ে দিয়েছিলেন বৈধব্যবেশ,
আর করেছিলেন
মানবতার জয়গান।

আমি সেই মায়েরই করি পূজা,
হৃদয়ের কুসুম আর ত্যাগের আগুনে—
প্রতিদিন জানাই শ্রদ্ধার্ঘ্য তাঁকে
অন্তরের অন্তঃস্থল থেকে।
সরস্বতীর নামাঙ্কিতা তিনি,
সাক্ষাৎ অন্নপূর্ণা।

সেই মা-ই যে আমার প্রাণের জননী।

কলমে— সৌমী
ছবি -সংগৃহীত
সৌজন্যে অচেনা path

11/12/2025

ভোরের আলোটা থেমে যায় ভাড়ের চায়ের ধোঁয়ায়,
অন্তরের ক্লান্তিগুলো গলে যায় এক চুমুকেই।
দুধ চায়ের মিষ্টি উষ্ণতায় জন্মায় নতুন সাহস,
নিঃশব্দ সকালও তখন কথা বলতে শেখে।
এক কাপ চা যেন ছোট্ট শান্তির প্রতিশ্রুতি,
আজকের দিনটা ভালো যাবে—এমনই আশ্বাস দেয়।

কলমে- বনলতা ভট্টাচার্য
ভিডিও এডিটিং - Rahul Dutta
সৌজন্যে অচেনা path

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Sathi Kundu
11/12/2025

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Sathi Kundu

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when অচেনা path posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share