
29/05/2025
নতুনভাবে-নতুন করে এলাম আমরা ওয়েবসাইটে- আজ থাকল : ছোটোদের জন্য লিখতে হলে। ক্লিক করলেই পড়া যাবে
ছোটোদের জন্য লিখতে হলে
ছোটোদের অপূর্ব মাসিক পত্রিকা, প্রকাশনা, অ্যাপ, ইউটিউব
Pran Bagicha, 713, Brick Field Road, Daktar Bagan
Kolkata
700082
Be the first to know and let us send you an email when চিরকালের ছেলেবেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to চিরকালের ছেলেবেলা:
যাঁরা বড়ো, তাঁদের বলি-
।। লেখা প্রকাশের ক্ষেত্রে কারোর সঙ্গেই নেই কোনো আড়ি, নেই কোনো ভাব ।। -------------------------------------------------------------------------------------------------------------------- ছোটোদের ভালো-লেখা প্রকাশের জন্যই আমরা মুখিয়ে থাকি। আপনার লেখা যদি সেই দাবি রাখে, অবশ্যই তা প্রকাশ পাবে। লেখক পরিচিত না অপরিচিত, ওটা ব্যাপার নয়। প্রখ্যাত নাকি অখ্যাত, সেটাও দেখা জরুরী নয়। লেখাটা ছোটোদের কিছু দেবে। হতে পারে তা শুধুই আনন্দ, চলার পথের দিশা কিংবা মানুষ হয়ে ওঠার মন্ত্র নতুবা আরো অমূল্য কিছু। ছোটো বন্ধুদের ভালো কিছু দেবার মতো লিখুন, আর লিখেই পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়- --------------------------------------------------------------------------------------------------------------------
ছোটোবন্ধুদের বলছি-
তোমাদের জন্য রযেছে অনেক বিভাগ। তোমরা ছড়া-কবিতা, গল্প আর আঁকা ছবি তো পাঠাতেই পারো, পারো খবর লিখতেও, তোমরাই আমাদের পত্রিকার রিপোর্টার। বিদ্যালয়ে বা অন্য কোথাও তেমন কিছু দেখলে খবর লিখে পাঠাতে পারো, প্রয়োজনে বড়োদের সাহায্য নিও, খবরের সঙ্গে খবর সংক্রান্ত ছবিও দিও সম্ভব হলে। নিজেকে নিয়েই কলম ধরতে পারো- "আমি" বিভাগে। তুমি কে, কী হতে চাও, কে বা কারা তোমায় ভালোবাসে, কার সঙ্গে একদম বনে না--- এমন নানাকিছু। নিজের স্কুলটা কী সেরা বলে মনে হয় তোমার ? লেখ তবে "সেরার সেরা আমার স্কুল" বিভাগে। এছাড়াও তোমার যা মন চায় লিখে পাঠাতে পারো। যদি তোমার বয়স অনধিক ৮ বছর হয়- তবে তো "রঙ করে পাঠাও"-তেও অংশ নিতে পারো।