হে রাজন, তুমি আমাদের একান্ত মূহুর্তে হত্যা করলে, রাজধর্ম কি একান্ত সময়ে হত্যা শেখায় ? #পাণ্ডুর দ্বিতীয় বিবাহের ভাবন...
07/08/2025
ভারতীয় সংস্কৃতির গরিমা রক্ষার্থে আপনিও সামিল হোন। শুধুমাত্র ফেসবুক পোস্টে লাইক না দিয়ে, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
#আশীর্বাদেই সন্তানের জন্ম, #কুমারী মা, সন্তান জন্মের পর ভাসিয়ে দিলেন গঙ্গায় #পাণ্ডুর বিবাহের জন্য উপযুক্ত কন্যার খ.....
05/08/2025
শুধু কি তাই- স্বামী জন্মান্ধ হওয়ার কারণেই কি গান্ধারী নিজের চোখদুটোতে কাপড় বেঁধে নিলেন?
শকুনি এলেন হস্তিনাপুরে, বোন গান্ধারীর সঙ্গে।
ছবিতে ক্লিক করলেই দেখা যাবে-
স্বামী নেই, বংশরক্ষা করবে কেমন করে? কী সেই প্রাচীন ধর্মসম্মত পরামর্শ, যা ভীষ্ম রাজমাতা সত্যবতীকে শোনালেন কুরুবংশ রক্ষার জন্য। কেমন করে জন্ম নিলেন তিন পুত্র ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর! দেখুন- 'মহাভারত'
#কাম, লালসা বা রমণ নেই, শুধু তপোবলের দ্বারা গর্ভস্থ সন্তান দান করলেন ব্যাসদেব। জন্ম নিলেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদ.....
31/07/2025
এখন থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার, দুপুর ২টোতে দেখুন- 'মহাভারত'
ভীষ্ম-সত্যবতীর গোপন পরামর্শ : স্বামী না থাকলেও বংশরক্ষার পথ দেখালেন ভীষ্ম
#ভীষ্মের সঙ্গে সত্যবতীর গোপন পরামর্শ #স্বামী না থাকলেও বংশরক্ষার পথ দেখালেন ভীষ্ম #বিচিত্রবীর্যের বিবাহের আয়োজন #.....
29/07/2025
এখন থেকে দু'দিন নয়, সপ্তাহে তিন দিন- মঙ্গল, বৃহস্পতি ও শনিবার, দুপুর ২টো।
কণ্ঠে : মানিক রায়
#তিন রাজ কন্যাকে রথে চড়িয়ে আনছেন ভীষ্ম, পথে শাল্বরাজের সঙ্গে যুদ্ধ #রাজা শান্তনুর মনের দ্বন্দ্ব #সত্যবতীর মনে টান.....
27/07/2025
কণ্ঠে : মানিক রায়
হস্তিনাপুরে প্রবেশের আগে আমি তোমাকে একবার প্রণাম করতে চাই। কারণ, হস্তিনাপুরে প্রবেশ করলে যে আমি তোমার মা হয়ে যাব। তখন আর তোমকে প্রণাম করা শোভা পাবে না। --এ কথা বলেই মাতা সত্যবতী ভীষ্মকে প্রণাম করতে এগিয়ে গেলেন।
ভীষ্ম অবাক।
হস্তিনাপুরের পথে ভীষ্ম ও সত্যবতী,ভীষ্মকে প্রণাম করতে চাইলেন মাতা সত্যবতী,শান্তনুর হৃদয়বিস্ফোরণ ও ইচ্ছামৃত্যুর ...
25/07/2025
যমুনার পারে রহস্যময়ী নারী, তাঁর দেহ থেকে বেরোচ্ছে অদ্ভুত এক কস্তুরীর সুবাস, যা শুধু শরীর নয়, মনেও ছড়িয়ে পড়ে। রাজা জিজ্ঞেস করেন, তুমি কে? এই গন্ধ! এই দীপ্তি! তুমি কি মানবী না দেবী?
একজন মা কি করে পারেন, জন্মের পর তাঁর সন্তানকে গঙ্গায় বিসর্জন দিতে! তাও আবার একটি দুটি নয়, সাত-সাতটি সন্তান বিসর্জন! -মহাভারতের এই অংশে এসে বিস্ময়ে থমকে যেতে হয় আমাদের।
দেখুন 'হিন্দু সংস্কৃতি' ইউটিউব চ্যানেলে ধারাবাহিক 'মহাভারত'। ছবিতে ক্লিক করুন-
Episode : 8,একজন মা... সাত-সাতটি সন্তানকে জন্ম দিয়েই গঙ্গায় বিসর্জন দিলেন! কেন? কেমন সেই অভিশপ্ত প্রতিজ্ঞা? মহাভারতের এই অধ....
Be the first to know and let us send you an email when চিরকালের ছেলেবেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Want your business to be the top-listed Media Company?
Share
আমাদের কথা
যাঁরা বড়ো, তাঁদের বলি-
।। লেখা প্রকাশের ক্ষেত্রে কারোর সঙ্গেই নেই কোনো আড়ি, নেই কোনো ভাব ।।
--------------------------------------------------------------------------------------------------------------------
ছোটোদের ভালো-লেখা প্রকাশের জন্যই আমরা মুখিয়ে থাকি। আপনার লেখা যদি সেই দাবি রাখে, অবশ্যই তা প্রকাশ পাবে। লেখক পরিচিত না অপরিচিত, ওটা ব্যাপার নয়। প্রখ্যাত নাকি অখ্যাত, সেটাও দেখা জরুরী নয়। লেখাটা ছোটোদের কিছু দেবে। হতে পারে তা শুধুই আনন্দ, চলার পথের দিশা কিংবা মানুষ হয়ে ওঠার মন্ত্র নতুবা আরো অমূল্য কিছু। ছোটো বন্ধুদের ভালো কিছু দেবার মতো লিখুন, আর লিখেই পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়-
--------------------------------------------------------------------------------------------------------------------
ছোটোবন্ধুদের বলছি-
তোমাদের জন্য রযেছে অনেক বিভাগ। তোমরা ছড়া-কবিতা, গল্প আর আঁকা ছবি তো পাঠাতেই পারো, পারো খবর লিখতেও, তোমরাই আমাদের পত্রিকার রিপোর্টার। বিদ্যালয়ে বা অন্য কোথাও তেমন কিছু দেখলে খবর লিখে পাঠাতে পারো, প্রয়োজনে বড়োদের সাহায্য নিও, খবরের সঙ্গে খবর সংক্রান্ত ছবিও দিও সম্ভব হলে। নিজেকে নিয়েই কলম ধরতে পারো- "আমি" বিভাগে। তুমি কে, কী হতে চাও, কে বা কারা তোমায় ভালোবাসে, কার সঙ্গে একদম বনে না--- এমন নানাকিছু। নিজের স্কুলটা কী সেরা বলে মনে হয় তোমার ? লেখ তবে "সেরার সেরা আমার স্কুল" বিভাগে। এছাড়াও তোমার যা মন চায় লিখে পাঠাতে পারো। যদি তোমার বয়স অনধিক ৮ বছর হয়- তবে তো "রঙ করে পাঠাও"-তেও অংশ নিতে পারো।
লেখা ও আঁকার সঙ্গে তোমার একটা ছবি দিও কিন্তু আর দেবে তোমার জন্ম তারিখ, অভিভাবকের নাম, সম্পূর্ণ ঠিকানা, যোগাযোগ নম্বর, স্কুলের নাম, শ্রেণি, অবস্থান।
লেখা পাঠানো যায় কীভাবে-
যাঁরা ডাকে বা কুরিয়ারে লেখা পাঠাতে চান, তারা পরিস্কার হস্তাক্ষরে বা টাইপ করে লেখা পাঠাবেন। অপরিচ্ছন্ন বা জেরক্স লেখা গ্রহণযােগ্য নয়। ই-মেল-এ লেখা পাঠাতে হলে ইউনিকোড-এ টাইপ করে Doc এবং PDF দুটো ফাইলই পাঠাবেন। ওখানেই লিখবেন আপনার ঠিকানা ও যোগাযোগ নম্বর ।সরাসরি ই-মেল-এ লিখবেন না। হাতে লেখা কপি ই-মেল করবেন না। ** ফেসবুক ইনবক্সে লেখা পাঠালে গ্রহণযোগ্য নয়।
ছােটোদের ক্ষেত্রে এসব প্রযােজ্য নয়, তারা যেমনটি পারে তেমনটি করেই লেখা পাঠাক।
লেখা পাওয়ার ৬ মাসের মধ্যে মনোনীত হলে জানিয়ে দেওয়া হয়, অমনোনীত লেখার খবর জানানো সম্ভব নয়। লেখা পাঠানোর পর ফোন না করাই ভালো।
প্রয়ােজনে লেখা পাঠানাের পূর্বে ফোনে কথা বলতে পারেনঃ ৯০৫১৬ ২৫৯৯২ বা ৯০৫১৬ ২৫৯৯৩ নম্বরে।
--------------------------------------------------------------------------------------------------------------------
ঠিকানা :
“চিরকালের ছেলেবেলা”
প্রাণ বাগিচা, সোদপুর রবীন্দ্র নগর, ডাক্তার বাগান, কলকাতা- ৭০০ ০৮২
e-mail : [email protected]
Mob. : 90516 25992/3
--------------------------------------------------------------------------------------------------------------------
"চিরকালের ছেলেবেলা" পাওয়া যাবে পশ্চিমবঙ্গের সর্বত্রই। আপনারা স্টলে বলুন, অথবা বাড়িতে যিনি কাগজ দেন তাঁকে। পাবেন, অবশ্যই পাবেন।
--------------------------------------------------------------------------------------------------------------------