25/11/2025
ঘটনাটা খুব দুঃখজনক 😔😭
শোলে সিনেমাটা কতবার দেখেছি ঠিক বলতে পারবো না । সেখানে লাস্ট সিনে জয় মারা যায়, ভীরু বেঁচে থাকে। একা ভীরু ফিরে যায় । কিন্তু আজকের বাস্তবে ঠিক উল্টো টা হলো । ভীরু চলে গেলো, জয় কে একা ফেলে রেখে । জয় কি ভয় পাচ্ছে? এবার কি জয়ের পালা?
আমরা যারা জয়, ভীরু দের সিনেমা দেখে বড় হয়েছি, আমাদের কাছে সেটা একরকম নস্টালজিয়া । আমার কিন্তু ভীরু কে সবসময় বেশী রোমান্টিক লাগতো । এখনও আমার প্রিয় গান “পল পল দিল কে পাস, তুম রহেতে হো “ গানটার নায়ক ও গায়ক দুজনেই আমার খুব প্রিয় ।
মানুষ আসে চলে যায়, তারই মদ্ধে কতই না ঝগড়া, মন কষা কষি, দম্ভ, মিথ্যাচার । কেউ আমরা ভালো কর্ম করি, কেউ বা খারাপ কর্ম করি, কিন্তু খারাপ কর্ম করবার কি কোনও দরকার আছে? আছে হয়ত, আমরা কখনও ভাবি না, হাতে সময় বড়ও কম । এইতো সেদিন স্কুলে যেতাম, কলেজ, বিয়ে, ছেলে পুলে, তাদের লেখাপড়া, এই করতে করতে কখন যে আমাদের সময় ফুরিয়ে আসে বুঝতেই পারি না । বুঝতে পারি যখন পৃথিবী থেকে এক এক করে প্রিয় মানুষগুলো চলে যেতে শুরু করে।
নস্টালজিয়া বড়ই বেশি করে মনে খোঁচা মারে। বার বার কি এক বেদণাদায়ক কষ্ট খোঁচা মারতে শুরু করে ।
আমাদের দম্ভ, আমাদের অহংকার, আমাদের রাগ, বিদ্বেশ সবই তো সাময়িক, কারণ “ চিতাতেই সব শেষ “।