
18/09/2025
*।।সদগুরু একই সময় বহু থাকেন কিনা।।*
একজন জিজ্ঞাসা করলেন:- সদগুরু কি একই সময় বহু থাকতে পারেন?
_শ্রীশ্রীঠাকুর:-_ ওঁদের মধ্যেও স্তরভেদ আছে। World teacher (জগৎগুরু), divin teacher (ভাগবত গুরু), divin man (ভাগবত পুরুষ) অর্থাৎ পুরুষোত্তম বা অবতার মহাপুরুষ যিনি তিনি এককই থাকেন। তবে তাঁর জীবদ্দশায় realised man (সিদ্ধপুরুষ) আরো অনেকে থাকতে পারেন। যে-কোন realised man (সিদ্ধপুরুষ)-ই গুরু হ'তে পারেন। তবে যিনি যে-গুরুর আশ্রিত হয়েই সিদ্ধ হউন না কেন, তিনি প্রকৃত সিদ্ধ কিনা তার পরখ হচ্ছে— তিনি ওই যুগপুরুষোত্তমে সশ্রদ্ধ নতিপরায়ণ কিনা। তাঁর দীক্ষায় দীক্ষিত না হলেও, তাঁর গুরুত্ব-সম্বন্ধে তাঁর সোচ্চার স্বীকৃতি থাকবেই। এইটে যদি ঠিক থাকে, তবে প্রত্যেকে তার গুরুনিষ্ঠা বজায় রেখেও পরমগুরু যিনি তাঁর সম্বন্ধে অবহিত হ'য়ে চলতে পারবে। এতে প্রত্যেকেরই মঙ্গল এবং integration (সংহতি)-ও স্বত হ'য়ে ওঠে। Realised man (সিদ্ধপুরুষ) যাঁরা, তাঁরা বিভিন্নপন্থী হ'লেও তাঁদের মধ্যেও পারস্পরিক সৌহার্দ্দ্য ও স্বীকৃতি থাকা একান্ত বাঞ্ছনীয়। সিদ্ধপুরুষ ব'লে পরিচিত কোন ব্যক্তি যদি অন্য সিদ্ধপুরুষ বা যুগপুরুষোত্তমকে নিন্দা করেন, তবে বুঝতে হবে তাঁর মধ্যে খাঁকতি আছে। মনুষ্যত্বের পর্যায়ে যারা দাঁড়ায়, তাদের বুদ্ধিই হয় আদর্শকে বা নীতিকে অবনমিত না ক'রে—প্রত্যেককে যথাযোগ্য মর্য্যাদা দিয়ে চলা। অপরকে বড় করেই তারা সুখ পায়।
আলোচনা প্রসঙ্গে:- ৯ খন্ড
ইং:- ৪.৯.১৯৪৭
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।