
27/07/2025
An open letter to Mr Indranil Bhattacharyya regarding property fruad
নমস্কার
আপনি অনেক কথা লিখেছেন আপনার (Indranil Bhattarcharya MB 9830776843) সমর্থনে এটি অবশ্যি আপনাদের পারিবারিক ব্যাপার কিন্তু শান্তনু ভট্টাচার্য্য আমাদের কনসাল্টিং এডিটর তিনি যে কথাগুলি আমাদের বলেছেন এবং যে ডকুমেন্টস দেখিয়েছেন তার ভিত্তিতে বলি তিনি কিন্তু 2021 থেকে wait করার পর আপনাকে বলেছেন আর তখন থেকেই গন্ডগোল শুরু প্রথমে কিন্তু ফ্লাট যেখানে তিনি থাকেন সেটি তার নামে করে দেওয়ার জন্য প্রতিবেশীরাই বলেছিলো কারণ মনেহয় আপনার ওয়াইফ এই ফ্ল্যাটে অফিস করার সময় কিছু অপ্রীতিকর ব্যাপার হয়েছিল তাতে তারা অসন্তুষ্ট ছিলেন তাই আপনাদের বাবা আপনার দাদার নাম উইল করেছিলেন
তাই আপনাদের বাবা উইলের ড্রাফট করে স্পষ্ট মেনশন করলেন যে বাবা জীবিত অবস্থাতে তার বোরো ছেলে বিক্রি করতে পারবে না আর টাকাপয়সা সম্পর্কে শান্তনু কিছুই বলেন নি আপনাদের বাবা তার ইচ্ছেমতো তা লিখেছিলেন কিন্তু আপনার তা পছন্দ হয় নি আপনি আপনার দাদাকে বললেন ড্রাফট দেখানো হবে ফ্লাট বিক্রি করা যাবে না
কিন্তু ড্রাফট তো দেখালেন না আপনি তা সত্বেও তিনি ভবানী ভবনে গিয়েছিলেন এই কারণে যে যাক একটা ফ্লাট তার নাম হবে কিন্তু যা আপনার 2021 সালে যে বছর ড্রাফট হয়েছিল সেই বছরেই দেওয়ার কথা না দিয়ে তাকে মিথ্যে কথা যেমন বাবা রং করবে বলে interior decorator ke দিয়ে ফ্লাট ফার্নিশ করার চেষ্টা করলেন আর একবার আপনার ওয়াইফ ব্যাংকার কারেন্ট একাউন্ট করা হবে বলে ব্যাঙ্ক এর লোক দিয়ে ফ্ল্যাটের নাম লোন পাওয়ার চেষ্টা করেছিলেন ব্যাঙ্কের লোকেরাই পরে বলেছিলো
আর একবার আপনার ওয়াইফ ব্যাংকার কারেন্ট একাউন্ট করা হবে বলে ব্যাঙ্ক এর লোক দিয়ে ফ্ল্যাটের নাম লোন পাওয়ার চেষ্টা করেছিলেন ব্যাঙ্কের লোকেরাই পরে বলেছিলো যদি তখন গিফট এর কপি তাকে দিয়েদিতেন তাহলে কোনো কথা ছিল না তা না করে কিছু না বলার ফলে তাকে সব মেইনটেনেন্স থেকে শুরু করে কথা নতুন পামপ কেনার টাকা আউটসাইড এ pipe layouter টাকা এপার্টমেন্ট এর বাইরে পাচওয়ার্ক করার টাকা এমনকি এই ফ্ল্যাটের 2017 থেকে 2024 পর্যন্ত পেনাল্টির টাকা অথচ আপনার দাদার বক্তব্য হলো যখন এই ফ্লাট তারা ক্ল্যাম করছে tokhon কিছু takato আপনাদের দেওয়া উচিত
যখন আপনি উচ্চ বাচ্য করছেন না তখন 2023এ তিনি Tini akhon jekhane thaken tar deed কপি বার করে দেখেন এই ফ্ল্যাটটি বিক্রি করা যাবে না আপনি বলেছিলেন কিন্তু গিফট দীদ এ পুরোটাই এখন আপনার টেকনিক্যালি অয়নের আপনি তাহলে তার বক্তব্য আপনি মিথ্যে কথা বলেছেন কেন আর সেই সময় যদি আপনি তাকে যে ফ্লাট দেওয়ার কথা বলছেন তার deed কপি দিলে তো তিনি কিছুই বলতেন না
যেহেতু আপনার দাদার মনে হয়েছে প্রপার্টি তাকে না জানিয়ে এবং মিনিমাম রেস্পেক্ট না দিয়ে করা হয়েছে so he declined it.
Thanking You
humanitynewsworld.com Team
Keeping in mind the increasing crime against humanity, public interest journalism can educate and aware people about these social menace.