অরিজিনাল মন্ত্রী মশাই

  • Home
  • India
  • KOLKATA
  • অরিজিনাল মন্ত্রী মশাই

অরিজিনাল মন্ত্রী মশাই একদম ভেতর থেকে গণিত শেখার জন্য গণিতের রাজ্য- Math Definition এপস টা ইন্সটল করে দেখতে পারেন। ইন্সটল করার জন্য Play Game এ ক্লিক করুন।
(2)

03/07/2025

প্রত্যেক মানুষের বিয়ে করা উচিত,
জীবনে সুখ টাই সব নয়, অশান্তির ও দরকার আছে ! ☺️

03/07/2025

আজ রাতে আবার ও বের হবো চু"রি করতে ☺️
আমার সাথে কে কে আছেন

এক বৃদ্ধ ভদ্রলোক খবরের কাগজে একদিন একটি বিজ্ঞাপন দিলেনঃ আমার বর্তমান বয়স ৮৯ বছর । মৃত্যুর সময় আগত । আমার ৫ কোটি টাকা আছে...
03/07/2025

এক বৃদ্ধ ভদ্রলোক খবরের কাগজে একদিন একটি বিজ্ঞাপন দিলেনঃ আমার বর্তমান বয়স ৮৯ বছর । মৃত্যুর সময় আগত । আমার ৫ কোটি টাকা আছে । আমার কোন উত্তরাধিকারী নেই । এই টাকাটি আমি চার প্রকার লোকের মধ্যে সমভাবে বন্টন করে দিতে চাই ।
১ । সৎ ও নির্লোভ ২৫%
২ । সৎ ও লোভী ২৫%
৩ । অসৎ ও নির্লোভ ২৫%
৪ । অসৎ ও লোভী ২৫%
প্রমাণসহ আগ্রহী ব্যক্তিদের সুভাষ প্রাথমিক বিদ্যাপীঠের মাঠে উপস্থিত হতে বলা হচ্ছে । ১ নং ব্যক্তিরা ডান হাত তুলে ২নং ব্যক্তিরা ডান পা তুলে ৩নং ব্যক্তিরা বাঁ হাত তুলে ও ৪ নং ব্যক্তিরা বাঁ পা তুলে উপস্থিত হবেন ১০ই জুলাই মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় ।
১০ই জুলাই সুভাষ বিদ্যালয়ের মাঠে কয়েক হাজার লোক উপস্থিত হতে দেখা গেল । তবে সকলেরই ডান হাত তোলা ।
বৃদ্ধ ভদ্রলোকটি সব দেখেশুনে বললেন, এত নির্লোভ মানুষ একসাথে দেখার সৌভাগ্য সকলের হয়না । আমার চোখে আনন্দাশ্রু প্লাবিত হচ্ছে । তবে কিনা কথাটা হল - নির্লোভ মানুষ টাকা নিতে আসবে কেন? আমি লোভীদেরই টাকাটা দেব স্থির করেছি । যারা ঐ জাতীয় তাঁদের দুই হাত তুলতে অনুরোধ করছি ।
দেখা গেল সিংহ ভাগ লোক চটজলদি দুই হাত তুলে ফেলল ।
বৃদ্ধ ভদ্রলোক হেসে বললেন, দুহাত তোলা চোখ পাল্টি করা মিথ্যুকরা বাড়ি যান । আর যে গুটিকয় ব্যক্তি চক্ষুলজ্জার খাতিরে দুহাত তুলতে পারেননি তাঁদের জানাই, অপরের টাকায় লোভ ভাল নয় । আর সত্যি কথা বলতে কি আমার ৫ কোটি তো দূরস্থান দশহাজার টাকাও নেই। আপনারা যদি একশো টাকা করে আমায় ডোনেট করেন তাহলে বর্তে যাই ।
পত্রপাঠ জায়গাটা শুনশান হয়ে গেল । কিন্তু একটা ছেলে এগিয়ে এল একশো টাকার নোট হাতে ।
বৃদ্ধ বললেন, সে কি! তুমি আবার কোন দলের হে?
ছেলেটি বলল, 'দাদু যেখানে ভীড় সেটাই আমার কর্মস্থল । আমি পকেটমার । আপনি আমার কাজের সুযোগ করে দিয়েছেন তাই বখশিস দিচ্ছি।।
©
লেখাটি রচনা করেছেন, হিরণ্ময় ভট্টাচার্য। গল্প টা সংগ্রহ করা হয়েছে বাংলা মজার গল্প-funny status এপস থেকে। এপস লিংক কমেন্টে

স্যার, আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না।কতক্ষণ ধরে খুঁজে পাচ্ছেন না?প্রায় তিনঘন্টা তিরিশ মিনিটের মতো হবে।এটা তো খুব অ...
03/07/2025

স্যার, আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না।

কতক্ষণ ধরে খুঁজে পাচ্ছেন না?

প্রায় তিনঘন্টা তিরিশ মিনিটের মতো হবে।

এটা তো খুব অল্প সময়। চব্বিশ ঘন্টার আগে তো আমরা আপনার অবজেকশন নিতে পারবো না।

স্যার, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। মেয়েটা একা একা কোথায় কী করছে কে জানে!

মাত্রই তো সন্ধ্যা হয়েছে। গভীর রাত তো আর না। এ-যুগের ছেলেমেয়েরা সন্ধ্যা হলেই বাহিরে ঘুরতে বের হয়। আপনি শুধু শুধু চিন্তা করছেন।

স্যার, আমার গার্লফ্রেন্ড সন্ধ্যায় কখনো বের হয় না ঘুরতে। সে শুধু দিনের বেলাতেই আমার সাথে ঘুরতে বের হয় বাহিরে।

হাজার-হাজার কপোত-কপোতী একে-অপরের সাথে সন্ধ্যার পরে ঘুরতে বের হয়। আপনারা কেন বের হন না?

কারণ স্যার, আমার গার্লফ্রেন্ড এর বাবা টাকলা একটা বদমাইশ টাইপ লোক। রাতে বাসায় ফিরে তার মেয়েকে দেখতে না পেলে বা যদি শুনে সন্ধ্যার পরে কোথাও বের হয়েছিলো, তাহলে দুনিয়া নামক বাগানটা টাকলা বাবায় ধ্বংস করে ফেলে। এজন্যই আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে সবসময়ই দিনের বেলা ঘুরতে বের হই। এতে করে গার্লফ্রেন্ড এর সাথে ঘুরতেও পারি এবং তার বাবার হাত থেকেও বাঁচতে পারি।

ওহ আচ্ছা, তাহলে এই ব্যাপার! আপনার তো খুব বুদ্ধি।

আমার গার্লফ্রেন্ডও এই কথা বলে, স্যার।

সে ঠিক আছে, এবার আপনার গার্লফ্রেন্ড এর নাম বলুন এবং তার কোনো ছবি আমাদেরকে দিন।

স্যার, তার নাম বলা যাবে না।

তাহলে ছবি দিন।

ছবি তো আরো আগে দেয়া যাবে না।

তাহলে আমরা আপনার গার্লফ্রেন্ডকে কিভাবে খুঁজে বের করবো?

এটা তো ডিজিটাল বাংলাদেশ, স্যার।

তো?

ডিজিটাল বাংলাদেশে নাম এবং ছবি ছাড়া একটা মানুষকে খুঁজে পাওয়া কি কোনো ব্যাপার নাকি, স্যার! আপনারা চাইলেই আমার গার্লফ্রেন্ডকে খুঁজে বের করে দিতে পারেন।

ফাইজলামি করেন আমার সাথে? ছবি দিন বা নাম বলুন তাড়াতাড়ি।

স্যার, সত্যি আমি নাম এবং ছবি কোনোটাই আপনাকে দেখাতে পারবো না।

তাহলে যেভাবে এসেছিলেন, সেভাবে বাসায় চলে যান। শুধু শুধু আমাদের সময় নষ্ট করবেন না।

প্লিজ স্যার, এমন করবেন না। আমি বিপদে পড়ে যাবো তাহলে।

আমাদের কিছু করার নেই। আপনি আপনার গার্লফ্রেন্ড এর নাম বা ছবি কোনোটাই আমাদের দিচ্ছেন না। সো, আপনি এখন আসতে পারেন।

স্যার, এমন করবেন...!

সেন্ট্রি, এই পাগলটাকে এখনই এখান থেকে বের করুন।

দুইজন সেন্ট্রি টাইপ অফিসার এসে ছেলেটাকে দুইপাশ থেকে ধরে টানতে টানতে থানার বাহিরে নিয়ে যেতে লাগলো। তখন ছেলেটা চিৎকার করে বলে উঠলো,

স্যার, বিশ্বাস করেন, আমি যদি আমার গার্লফ্রেন্ড এর নাম আপনাকে বলি বা তার ছবি আপনাকে দেখাই তাহলে আমি বড়ই বিপদে পড়ে যাবো।

অফিসার তার চেয়ার থেকে উঠে এসে ছেলেটার সামনে দাঁড়িয়ে বললো,

আমরা আপনাকে পুরপুরি সাপোর্ট দেবো যাতে করে আপনার গার্লফ্রেন্ড এর বাবা আপনার কোনো ক্ষতি করতে না পারে। আপনি যেহেতু প্রাপ্ত বয়স্ক, সেহেতু আপনার ভালোবাসার অধিকার সম্পূর্ণ আছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের বিয়ে দেবো। তারপর দেখবো কে আপনার একটা পশম বাকা করে?

সত্যি বলছেন, স্যার?

আমাকে বিশ্বাস করতে পারেন।

ছেলেটা সাথে সাথে পকেট থেকে তার মোবাইলটা বের তার গার্লফ্রেন্ড এর ছবি দেখিয়ে বললো,

স্যার, আমার গার্লফ্রেন্ড এর নাম হচ্ছে রুহি। এই দেখুন তার ছবি। আর রুহির বাবা হচ্ছেন আপনি। আপনার ছোট মেয়ে রুহি-ই আমার একমাত্র গার্লফ্রেন্ড।

পুলিশ অফিসারের চোখ র'ক্তে'র মতো লাল হয়ে গেল সাথে সাথে। মেজাজটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেল তার। নিজের রাগ সামলে রাখতে না পেরে সাথে সাথে একটা চড় বসিয়ে দিলো ছেলেটার গালে। আর দাঁত চিবোতে চিবোতে বললো,

বেয়াদব ছেলে, নিজের হবু শ্বশুরকে কেউ টাকলা বাবা বলে! আর আমি বদমাইশ টাইপ লোক, তাই না?

না মানে স্যার।

আবারও একটা চড় বসিয়ে দিলো তার গালে। চড় দিয়েই সাথে সাথে বললো,

বেয়াদব ছেলে, নিজের হবু শ্বশুরকে কেউ স্যার বলে!

সমাপ্ত।
গল্প টা সংগ্রহ করা হয়েছে বাংলা মজার গল্প-funny status এপস থেকে। এপস লিংক কমেন্টে

03/07/2025

ব‌উ কে ভালবাসুন,
তবে কার ব‌উকে ভালবাসবেন এটা দেখার বিষয় না ☺️

03/07/2025

সবাই বলে ছেলেরা আগে প্রেমে পড়ে !
তারপর সেই ছেলের পাগলামি দেখে মেয়েটি প্রেমে পড়ে যায় !!
আমার বিষয় টা কমেন্টে

ক্লাস নাইনের এক ছাত্র,,👨‍⚕️👨‍🔬ঐ ক্লাসের এক মেয়েকে,,"I LOVE YOU"লিখে চিঠি দিল?!!🙈মেয়েটি রেগে গিয়ে চিঠি,,স্যারকে দেখালো...
03/07/2025

ক্লাস নাইনের এক ছাত্র,,👨‍⚕️👨‍🔬
ঐ ক্লাসের এক মেয়েকে,,
"I LOVE YOU"
লিখে চিঠি দিল?!!🙈
মেয়েটি রেগে গিয়ে চিঠি,,
স্যারকে দেখালো,,🤬
চিঠি পড়ার পর স্যার,,
ছেলেটিকে অনেক পেটালো।😭
অভিমানী মেয়েটি কয়েক,,
দিন আর স্কুলেই গেলনা😒
ইতিমধ্যে ছেলেটির প্রতি,,
মেয়েটিরও মায়া হয়ে গেল।
আর সেও ছেলেটির,,
প্রেমে পড়ে গেল।
একদিন মেয়েটি ছেলেটির,,
একটি বই এর,,
শেষের পৃষ্ঠায়,,
"I Love You Too"
লিখে দিলো,,
কিন্তু ছেলেটির মন কিছু,,
তেই গলল না,
মেয়েটি ২ বছর ধরে রিপ্লাইয়ের,,
অপেক্ষায় থাকল,
কিন্তু ছেলেটি আর,,
রিপ্লাইই দিলনা,,
বলেনতো কেন...?
আসলে মেয়েটির বুঝা
উচিত ছিল.....,..
"কিছু কিছু ছেলেরা বই-
এর শেষের পৃষ্ঠা,,
খোলা তো দুরের কথা,
বই-ই খুলে দেখেনা,,🥰😁
গল্প টা সংগ্রহ করা হয়েছে বাংলা মজার গল্প-funny status এপস থেকে। এপস লিংক কমেন্টে

03/07/2025

এ দেশে মার্কশিটে কোনোদিন ভুল করে ২৯ এর জায়গায় ৯২ আসে না।
সব ভুল শুধু জন্ম নিবন্ধন আর ন্যাশনাল আইডি কার্ডে হয়🙂

বল্টু: এই শার্টটারদাম কত….?দোকানদার: ৭০০ টাকা।বল্টু: ২০০ টাকা হবেভাই?দোকানদার: কি যেবলেন, না এতেহবে না।বল্টু: তাহলে ২২০ট...
03/07/2025

বল্টু: এই শার্টটার
দাম কত….?
দোকানদার: ৭০০ টাকা।
বল্টু: ২০০ টাকা হবে
ভাই?
দোকানদার: কি যে
বলেন, না এতে
হবে না।
বল্টু: তাহলে ২২০
টাকা রাখবেন?
দোকানদার: না,
একদাম ৫০০ টাকা
নিবেন?
বল্টু: না, আমি ৩০০
দিবো
দোকানদার: শেষ দাম
৪০০ হলে নিয়ে
যান।
বল্টু: না ভাই, শেষ
দাম ৩৫০ হলে বলেন,
নাইলে আমি যাই।
দোকানদার: আচ্ছা
নিয়া যান।...
বল্টু শার্ট হাতে
নিয়া দিল এক দৌড়
দোকানদার: কিরে,
শার্ট যখন চুরিই
করবি তাহলে
এতক্ষণ
দামাদামি করলি
কেন?
বল্টু:
আরে, দামাদামি
না করলে
তোমার ৭০০ টাকা লস
হত, এখন
৩৫০ টাকা লস হইছে
গল্প টা সংগ্রহ করা হয়েছে বাংলা মজার গল্প-funny status এপস থেকে। এপস লিংক কমেন্টে

— বৌমা সমানে কেঁদে চলেছে...!😭শ্বাশুড়িঃ- বৌমা, তুমি কাঁদছো কেন…?😕বৌমাঃ- মা, আমি কি পে/ত্নীর🧟‍♀️ মতো দেখতে…?🥺শ্বাশুড়িঃ- ...
03/07/2025

— বৌমা সমানে কেঁদে চলেছে...!😭

শ্বাশুড়িঃ- বৌমা, তুমি কাঁদছো কেন…?😕

বৌমাঃ- মা, আমি কি পে/ত্নীর🧟‍♀️ মতো দেখতে…?🥺

শ্বাশুড়িঃ- না, একাবারেই না…!😘

বৌমাঃ আমার চোখ👀 দুটো কি আমড়ার মতো…?🤔

শ্বাশুড়িঃ- না তো…!😬

বৌমাঃ-আমার নাকটা 👃🏻 কি পকোড়ার মতো…?🤥

শ্বাশুড়িঃ- না না, কি বলছো এসব…! তা হতে যাবে কেন…!🤦🏻‍♀️

বৌমাঃ- আমি কি মোষের মতো মোটা আর কালো…?🌚

শ্বাশুড়িঃ- না বৌমা, এসব তোমাকে কে বলেছে বলো তো…?🤨

বৌমাঃ তাহলে পাড়ার সবাই আমাকে কেন বলে যে, তুমি তোমার শ্বাশুড়ির মতো'ই দেখতে…!!🙂

গল্প টা সংগ্রহ করা হয়েছে বাংলা মজার গল্প-funny status এপস থেকে। এপস লিংক কমেন্টে

02/07/2025

দুইটা নতুন চোখ লাগবে,
যে ২টা আছে এগুলো রাতে ঘুমাতে চায় না!🙄

😂😂😭😭গতকাল সন্ধাবেলা নিউমার্কেট পার্কিং এর সামনে প্রচন্ড ভিড়।😑একজন পুরুষ আর একজন মহিলা, সম্ভবত স্বামী-স্ত্রীই হবেন, তাঁদে...
02/07/2025

😂😂😭😭

গতকাল সন্ধাবেলা নিউমার্কেট পার্কিং এর সামনে প্রচন্ড ভিড়।😑

একজন পুরুষ আর একজন মহিলা,
সম্ভবত স্বামী-স্ত্রীই হবেন,
তাঁদের মধ্যে খুব ঝগড়া হচ্ছে,
গোটা চল্লিশ পঞ্চাশ জন মানুষ
পাশে দাঁড়িয়ে দেখছেন আর মজা নিচ্ছেন।

মহিলা বললোঃ-" যতদিন না কার কিনছো,
তোমার সঙ্গে যাবো না, বলে দিলাম।
তোমার বাইকে চড়ে চড়ে ক্লান্ত হয়ে পড়েছি,
ধূলা বালি আর ভাল লাগেনা।

মহিলার স্বামী বললো-
"এতো পাবলিকের সামনে
আমাকে বে/ই/জ্জ/তি করছো কেন ??
বাইকের চাবিটা দাও।"

মহিলা বললোঃ-" না, চাবি দেবো না,
কৃপণ কোথাকার।
তোমাকে বিয়ে করে আমার
পুরো জীবনটাই বরবাদ হয়ে গেলো।"

এতক্ষণ যারা পাশে দাঁড়িয়ে ঝগড়া দেখছিলেন,
তাদের কেউ কেউ মিলে মহিলাকে বোঝাতে লাগলেন,
কিন্তু কোন কাজ হলোনা।
ভীষন একগুঁয়ে আর জেদি মহিলা।

এবার লোকটা রেগে গিয়ে বললোঃ-
"তুমি চাবিটা দিবে!
না-কি আমি তালাটা ভা/ঙ/বো?"
মহিলা বললোঃ-
"যতক্ষন না কার কিনছো, চাবিও দেবোনা,
আর তোমার সঙ্গে বাড়িতেও যাবোনা।"

লোকটা বিরক্ত হয়ে
উপস্থিত জনগণের সাহায্য চাইলো।
দু-চারজন যুবকের সাহায্য নিয়ে
শেষমেশ তালা ভা/ঙা হলো।

ভদ্রলোক বাইকে চড়ে স্ত্রী-র উদ্দেশ্যে বললোঃ-
"শেষবারের মতো বলছি,
আজকের মতো বাইকে চড়ে নাও।
কাল সকালেই কার কিনবো,
এখন আর ঝা'মেলা করোনা।"

মহিলা গুটিগুটি পায়ে
বাইকের সামনে গিয়ে বললোঃ-
তাহলে আমি চালাই তুমি পিছনে বসো।
এর পর হাসি হাসি মুখে দুজনে চলে গেলো।

ভাবলাম, যাক- আপদ গেলো।
যে-যার নিজের কাজে চলে গেলাম।

"ঘন্টাখানেক পর, বাজার করে ফিরছি।
দেখলাম, একই জায়গায় তিরিশ-চল্লিশ জন লোকের ভীড়।
ভীড়ের মাঝখানে কদমতলির মনসুর সাহেব
মাথায় হাত দিয়ে চিৎকার করে কাঁদছেন,
আর বলছেনঃ-"
১ মাস হলো বাইকটা কিনলাম...
"এই ভর সন্ধ্যায় এরকম বাইক চুরি...!
এতো মজবুত তালা -- ভাঙলো কোন শালা??"
পরোপকারী পাবলিক -তখন,
*Silent Mode* এ...😂
গল্প টা সংগ্রহ করা হয়েছে বাংলা মজার গল্প-funny status এপস থেকে। এপস লিংক কমেন্টে

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when অরিজিনাল মন্ত্রী মশাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share