অরিজিনাল মন্ত্রী মশাই

  • Home
  • India
  • KOLKATA
  • অরিজিনাল মন্ত্রী মশাই

অরিজিনাল মন্ত্রী মশাই একদম ভেতর থেকে গণিত শেখার জন্য গণিতের রাজ্য- Math Definition এপস টা ইন্সটল করে দেখতে পারেন। ইন্সটল করার জন্য Play Game এ ক্লিক করুন।
(2)

20/09/2025

বন্ধুত্বের প্রতিদান হিসেবে আজ কোন ক্যাচ না
ধরার সিদ্ধান্ত বাংলাদেশ দলের,সাধুবাদ জানাই।🤍

20/09/2025

গার্লফ্রেন্ডকে যারা বউ বলে 🤔

তারা প্রেমিক না,জ্যোতিষী 😂

20/09/2025

টাকা দিয়া মোবাইল কিনছি
যা ইচ্ছা তাই পো-স্ট করুম
Happy New year 2072🙂

প্লেনে উঠেই গার্লফ্রেন্ড বললো,“তুমি নাকি আমার জন্য সব করতে পারবা।”আমি বললাম,“অবশ্যই।”গার্লফ্রেন্ড বললো,“তাহলে এই প্লেনের...
20/09/2025

প্লেনে উঠেই গার্লফ্রেন্ড বললো,“তুমি নাকি আমার জন্য সব করতে পারবা।”
আমি বললাম,“অবশ্যই।”
গার্লফ্রেন্ড বললো,“তাহলে এই প্লেনের মধ্যে হকারি করো দেখি।”

গার্লফ্রেন্ডের কথা শুনে বেলুনের মতন গর্বে যেমন বুক ফুলে উঠেছিলাম, প্লেনে হকারির কথা শুনে ঠিক সেইভাবেই চুপসে গেলাম। জীবনে কেউ শুনেছে প্লেনে হকারি করা যায়?

গার্লফ্রেন্ডকে বললাম,“ইয়ে মানে এর থেকে কঠিন কিছু থাকলে বলো (ভাব নিয়ে)। এটা তো খুব সহজ কাজ।”

গার্লফ্রেন্ড বললো,“আগে এটাই করে দেখাও। যতো সুন্দর করে করবা ততোই বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় এগিয়ে আসবে। নাহলে কিন্তু অন্য কাউকে নিয়ে গিয়ে বাবার সাথে পরিচিত করিয়ে দিবো।”

সম্রাট শাহজাহান যদি প্রেমের জন্য তাজমহল বানাইতে পারে। আমি প্রেমের জন্য হকারি করলে কি দোষ?
এছাড়া গার্লফ্রেন্ড সরাসরি কলিজাতে হাত দিয়েছে। নিজের সম্মান বাঁচাতে সীট থেকে উঠে হকারি করতে যাবো এমন সময় মনে হইলো ঢাকার বাসে যারা হকারি করে তারা নানা রকম জিনিস বিক্রি করে। কিন্তু এই প্লেনে আমি কি বিক্রি করবো??
গার্লফ্রেন্ড কে বললাম,“ইয়ে মানে হকারি করতে তো জিনিসপাতি লাগে। আমার কাছে তো কিছুই নেই।”

গার্লফ্রেন্ড আমার কথা শুনে ওর হাতের ব্যাগটা থেকে একটা ব্রাশের পাতা বের করে দিলো। গুণে দেখলাম সেখানে ১২ টা ব্রাশ। ব্রাশ গুলো হাতে নিয়ে উঠে যেই দাঁড়াতে যাবো ঠিক তখনি গার্লফ্রেন্ড বললো,“যদি ঠিকমতন হকারি না করতে পারো কি হবে বলেছি তো, মনে আছে??”

আমি হকারদের মতন হাতে ব্রাশের পাতা পেঁচিয়ে বললাম,“হ্যাঁ হ্যাঁ মনে আছে।”

কিছুটা সময় নিয়ে ভাবতে লাগলাম কিভাবে লোকাল বাসে হকাররা হকারি শুরু করে। তারপর ব্রাশ গুলো হাতে নিয়ে হকারি শুরু করে দিলাম।
“ডিয়ার ভাই ও বোনেরা, আপনাদের কি দাঁতের সমস্যা? ঠিকমতন দাঁত ব্রাশ করেন না বলে দাঁতে ময়লা জমে গেছে? দাঁতের গোড়ায় পোকা হয়ে দিন দিন দাঁত নষ্ট হয়ে যাচ্ছে? মুখের দুর্গন্ধে চারপাশের মানুষের সাঠে ঠিকমতন কথা বলতে পারছেন না?
তাহলে এক্ষুনী সংগ্রহ করুন বাংলাদেশের নাভানা কোম্পানির এই মূল্যবান ব্রাশ। সকালবিকাল দুবার এই ব্রাশ করে দাঁত মাজলে আপনার দাঁত হবে চকচকে ফকফকে।”
তারপর ব্রাশের পাতা থেকে একটা ব্রাশ বের করে হাত উঁচু করে সবাইকে দেখিয়ে বললাম,“দাম মাত্র দশ টাকা দশ টাকা।”
প্লেনের মানুষজন আমার দিকে এলিয়েন দেখার মতন করে তাকিয়ে আছে।

গার্লফ্রেন্ডের মুখের দিকে তাকিয়ে দেখি আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। গার্লফ্রেন্ডের ভয়ে আবার বলা শুরু করলাম,“আমার দাদা ছিলেন বিখ্যাত হকার কালু শেখ। তিনি সারাজীবন ট্রেনে হকারি করেছেন। তারপর তার ছেলে লাল শেখ ছিলো আমার বাবা। উনি সারাজীবন বাসে হকারি করছে। আমি লাল শেখের ছেলে ধলা শেখ তাই প্লেনে হকারি করি।”

দেখি পিছন থেকে একটা বয়স্ক মহিলা আমাকে ডাকছে। কাছে যাবার সাথে সাথে উনি আমাকে দশ টাকা দিয়ে হাতের ব্রাশ টা নিয়ে নিলো।

তারপর এক বয়স্ক সাদা লোক আমাকে ডাকলো। উনার কাছে এগিয়ে যেতেই উনি বললো,“হ্যালো মিঃ ধলা শেইখ (ইংরেজরা বাংলা উচ্চারণ করলে যেমন হয়)।
আমি বললাম,“ইয়েস স্যার।”
উনি বললেন,“টোমার আইডিয়া আমার খুব পছন্দ হইয়াছে। টুমি একমাত্র হকার যে প্লেন হকারি সূচনা করিয়াছো। যদি নোবেল কমিটি এইরকম মানব সেবায় নোবেল দিতো। টাহলে আমি টোমার নামে ওদের কাচে সুপারিশ করতাম।”
আমি খুশিতে বললাম,“থ্যাংক ইউ স্যার।”
তারপর উনি বললেন,“আমাখে দুইটা নাভানা কোম্পানির ব্রাশ দেও।”
সাথে সাথে ব্রাশের পাতা থেকে দুইটা ব্রাশ খুলে উনার হাতে দিয়ে দিলাম।

এরমধ্যে দেখি দুইজন এয়ার হোস্টেজ আমার দিকে দৌড়ে আসছে। ভয়ে কলিজা শুকিয়ে গেলো। আল্লাহ! আজ নিশ্চিত ওরা আমাকে প্লেন থেকে নিচে ফেলে দিবে। ঠিক তখনি হঠাৎ করে আমার গার্লফ্রেন্ড এগিয়ে এসে ছোট বাচ্চার মতন করে আমাকে বললো,“লক্ষী সোনা এমন করে না, চলো চলো সীটে বসো। মানুষ খারাপ বলবে বাবু।”

গার্লফ্রেন্ডের এতো সুন্দর ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম। কিন্তু সেই অবাক আর বেশিক্ষণ থাকলো না যখন সে প্লেনের সবাইকে উদ্দেশ্য করে ইংরেজিতে বললো,“আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার স্বামী একজন মানসিক রোগী। উন্নত চিকিৎসার জন্য ওকে আমেরিকা নিয়ে যাচ্ছি।”

এবার দেখি প্লেনের সবাই আমার দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে আছে। এয়ার হোস্টেজ গুলার মুখও দেখার মতন ছিলো। একজন এয়ার হোস্টেজ এগিয়ে এসে আমার হাতে একটা ললিপপ দিয়ে বললো,“এটা খাও, অনেক মিষ্টি।”

তারপর প্লেনে আমার আর কোনো সমস্যা হয়নি। গার্লফ্রেন্ডও খুশি আমিও খুশি।

কিন্তু বাংলাদেশে ফিরবার পর এয়ারপোর্টে বিশাল ভিড় দেখে ভয় পেয়ে গেলাম। পাশের একজন কে বললাম,“ভাই এতো ভিড় কিসের?”
লোকটি বললো,“বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি কোন দেশ থেকে বাংলাদেশে এসেছে তাই এতো ভিড়।”
আমি নিজের মতন একা একা হেঁটে যেইনা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। দেখি সবার হাতে আমার ছবি। কেউ কেউ আমার ছবিতে মালা দিয়েছে। কেউ কেউ আমার ছবির নিচে লেখেছে দেশের গর্ব, জাতীর গর্ব মিঃ ধলা হকার। চোরের মতন এয়ারপোর্ট থেকে পালিয়ে বাসায় এসে শুনি কোন হা*রা*ম*জা*দা যেন আমার প্লেনে হকারির ভিডিও নেটে ছেড়ে দিয়েছে। তাই বাংলাদেশের হকাররা আমাকে স্বাগতম জানাতে এয়ারপোর্ট গিয়েছিলো।

প্লেনের হকার
ফলো বাংলা মজার গল্প-funny status এপস পেইজটা।

20/09/2025

আমার যে তোমাকেই লাগবে বিষয়টা এমন না তোমার বান্ধবী হলেও চলবে! 😉

20/09/2025

মাদারগঞ্জ হাওয়ার রোড।

20/09/2025

৪ বছর ধরে law পড়ে উকিল হয়ে নিজের "বাপ দাদার" সম্পত্তির কেস হেরে যাওয়ার ব্যাপার টা🙂

মা তার ছেলেকে ১০০ টাকা দিয়ে বললেন,"যাও বাবা বাজার থেকে একটা মুরগি নিয়ে এসো!!"ছেলে বাজার থেকে মুরগি কিনে আনলে মা মুরগি ...
20/09/2025

মা তার ছেলেকে ১০০ টাকা দিয়ে বললেন,"যাও বাবা বাজার থেকে একটা মুরগি নিয়ে এসো!!"

ছেলে বাজার থেকে মুরগি কিনে আনলে মা মুরগি দেখে বললেন,"এতো রোগা পটকা মুরগি! রোগা পটকা মুরগি আমি নিব না! যাও ফেরত দিয়ে এসো!!"

ছেলে মুরগি ফেরত দিতে গিয়ে দেখে দোকানে লেখা,"বিক্রিত মাল ফেরত নেয়া হয় না।"

এখন সে কি করবে??
বাসায় গেলেতো মা আচ্ছা মত বকা দেবেন! ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হল, তার এক খালাতো বোন আছে! সে তাকে খুব আদর করেন, টাকা পয়সাও দেন! তার কাছে গেলে হয়তো একটা ব্যবস্থা হবে নিশ্চয়ই!

বোনের বাড়িতে ঢুকতে গিয়ে দেখে ড্রয়িং রুমে খুব অ/ন্তর/ঙ্গ অবস্থায় একটি ছেলের সাথে তার খালতো বোন বসে আছে!! ছেলে লজ্জা পেয়ে সেখানে না গিয়ে চুপচাপ স্টোর রুমে বসে রইল!!

একটু পর গাড়ির হর্ন এর শব্দ! অর্থাৎ খালু এসেছেন! ড্রয়িং রুমের সেই ছেলেটিও তারাহুরা করে সেই স্টোর রুমে ঢুকে তার বরাবর বসল!!

অন্ধকার ঘর, কেউ কারো মুখ দেখছে না! শুধু উপস্থিতি টের পাচ্ছে দুজনই! একটু পর ছেলেটি বললো,"ভাই, মুরগি নেবেন? মাত্র ১০০টাকা!!

ধুর,আছি বিপদে আর ইনি আসছে মুরগি বিক্রি করতে! না না মুরগি কিনব না!

ভাই,আপনি যদি মুরগিটা না নেন তবে আমি চিৎকার দেব! ভাল মুসিবতে ফেললো ছেলেটা! বাধ্য হয়ে মুরগি কিনতে হল ভদ্র লোকের!

তার ঠিক ৫ মিনিট পর ছেলেটি বলছে,"ভাই মুরগিটা ফেরত দেন, নইলে আমি চিৎকার দেব! কপাল খারাপ হলে যা হয়!! কি আর করা মুরগি ফেরত দিতে হল!!

তার কিছুক্ষণ পর ছেলেটি আবার বললো,"ভাই, মুরগি নেবেন? মাত্র ১০০ টাকা!!"

এইভাবে সে মুরগিটি ৫ বার বিক্রি করে মুরগি সহ ৫০০ টাকা নিয়ে বেড়িয়ে গেল! এলিফ্যন্ট রোড ধরে যখন সে আসছিলো তখন দেখল শো-রুমে একটা সুন্দর জিন্স প্যন্ট ঝোলান আছে! দাম লেখা ৬০০ টাকা! কিন্তু, তার কাছে আছে ৫০০ টাকা! অর্থাৎ ১০০ টাকা কম আছে! এখন এই ১০০ টাকা কোথায় পায়?? ভাবতে ভাবতে চলে গেল নিজের বাড়িতে। ঘরে গিয়ে দেখল তার বড় ভাই ড্রয়িং রুমে বসে মনযোগ সহকারে পেপার পড়ছেন, চুপচাপ তার কাছে গিয়ে বললো,"ভাইয়া মুরগি নেবে? মাত্র ১০০ টাকা।"

ভাইয়া: হা/রা/মজাদা বাটে ফালাইয়া ৫ বার বিক্রি করছিস। এখন আবার আসছিস? আজ তোর একদিন কি আমার একদিন!! 🤣
ফলো বাংলা মজার গল্প-funny status এপস পেইজটা।

উগান্ডার প্রেসিডেন্ট সাধারণ মানুষের অবস্থা নিজ চোখে দেখতে শহরের সবচেয়ে বড় কাঁচাবাজারে মাংসের দোকানে উপস্থিত হলেন।   🧑‍🦱 ...
20/09/2025

উগান্ডার প্রেসিডেন্ট সাধারণ মানুষের অবস্থা নিজ চোখে দেখতে শহরের সবচেয়ে বড় কাঁচাবাজারে মাংসের দোকানে উপস্থিত হলেন।

🧑‍🦱 প্রেসিডেন্ট (মাংসের দোকানের কসাইকে): কেমন আছো? বেচাকেনা ভালো তো?

দোকানদার: বেচাকেনা এমনিতে ভালো। তবে আজ বিক্রি একদম বন্ধ।

🧑‍🦱 প্রেসিডেন্ট (বিস্মিত কণ্ঠে): কেনো কেনো?
আজ বিক্রি বন্ধ কেনো?

দোকানদার: আপনি পরিদর্শনে আসছেন বলে কোনো ক্রেতাকে আজ বাজারে ঢুকতে দেওয়া হয়নি। আপনি চলে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হবে।

🧑‍🦱 প্রেসিডেন্ট (সহানুভূতির সুরে): মন খারাপ করো না। আজ আমিই হবো তোমার প্রথম কাস্টমার। ওই রানটা থেকে পাঁচ কেজি মাংস কেটে দাও দেখি।

দোকানদার: দুঃখিত স্যার! দিতে পারবো না।

🧑‍🦱 প্রেসিডেন্ট (হতবাক হয়ে): পারবে না, মানে?

দোকানদার: জ্বী মহামান্য। আপনার নিরাপত্তার কথা চিন্তা করে বাজারের সব ছোট বড় চাকু-ছোরা-বটি বাজেয়াপ্ত করা হয়েছে। তাই রান থেকে মাংস কাটার কিছু নেই।

🧑‍🦱 প্রেসিডেন্ট (কিছুটা সামলে নিয়ে): ঠিক আছে, কাটাকুটির ঝামেলায় গিয়ে লাভ নেই। আমাকে পুরো রানটাই দিয়ে দাও। তার আগে ওজনটা মাপো আর একটু পরিষ্কার করে দিয়ো।

দোকানদার: এসবের কিছুই আমি পারি না, স্যার!

🧑‍🦱 প্রেসিডেন্ট: কেনো?

দোকানদার: কারণ, আমি কসাই নই।

🧑‍🦱 প্রেসিডেন্ট (প্রচণ্ড রেগে গিয়ে): তুমি কসাই না, তবে মাংসের দোকানে বসে আছো কেনো?

দোকানদার: আপনার নিরাপত্তার কথা বিবেচনা করে বাজার থেকে সবাইকে বের করে দিয়ে প্রত্যেক দোকানে ইন্টেলিজেন্সের লোক বসানো হয়েছে, স্যার। আমি নিজেও তাদেরই একজন।

🧑‍🦱 প্রেসিডেন্ট (রাগের সাথে): আমার সঙ্গে ফাইজলামি! ডাকো তোমার কমান্ডারকে। এর কৈফিয়ত তাকে দিতে হবে।

দোকানদার: উনাকে ডেকে লাভ নেই, স্যার। উনি নিজে মাছের দোকানদার সেজে আপনার জন্য বড় বড় রুই-চিতল নিয়ে অপেক্ষা করছেন। 😁🤣😅
Follow বাংলা মজার গল্প-funny status এপস পেইজটা ‌ ।

20/09/2025

আইফোন কিনলে অ'হংকার বেড়ে যাবে, তাই ভা'ঙ্গা ফোন চালাই।

20/09/2025

আমার কাছে তো শুধুমাত্র তোমার একটা ফটো আছে 🫣
ভাগ্যবান তো সেই যার কাছে তুমি আছো 💔

20/09/2025

নতুন সিম কিনে আনছি ! মা-থা ন-ষ্ট !
লা-গা বন্ধুরে কল 'থানা‌ থেকে বলছি ' 🤓

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when অরিজিনাল মন্ত্রী মশাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share