Priya's Travel Diary- প্রিয়ার ভ্রমনকথা

  • Home
  • India
  • KOLKATA
  • Priya's Travel Diary- প্রিয়ার ভ্রমনকথা

Priya's Travel Diary- প্রিয়ার ভ্রমনকথা Hello friends. I am a researcher residing in Paris, France. I make interesting and informative travel videos based on all around the Europe.
(5)

Grindelwald সুইজারল্যান্ডের অন্যতম সেরা এক গ্রাম । এখানকার পরিবেশ আপনাকে বার বার প্রকৃতির সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ করবে...
31/08/2025

Grindelwald সুইজারল্যান্ডের অন্যতম সেরা এক গ্রাম । এখানকার পরিবেশ আপনাকে বার বার প্রকৃতির সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ করবে । আসুন আমাদের সাথে এই গ্রামের সৌন্দর্য আপনারাও উপভোগ করুন । ভিডিও লিঙ্ক নিচে দিলাম 😊🙏🇨🇭
#সুইজারল্যান্ড #সুইজারল্যান্ডগ্রাম

Grindelwald Switzerland CH | Most beautiful swiss village | আল্পস পর্বতের কোলে স্বর্গীয় এক গ্রাম 🏔️ Grindelwald Switzerland Vlog | সুইস Alps-এর স্বপ্নের গ্...

28/08/2025

প্যারিসের গণেশ মন্দিরে গণেশ পুজো | Ganesh Chaturthi in Paris | Priya's Travel Diary 2025

প্যারিসের হৃদয়ে অবস্থিত গণেশ মন্দিরে এই বছরও ধুমধাম করে পালিত হলো গণেশ চতুর্থী। মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ভক্তদের ভিড়, সবাই একসাথে প্রার্থনা, ভক্তিমূলক গান ও সাংস্কৃতিক পরিবেশে মাতোয়ারা। দূরে থাকলেও বিদেশের মাটিতে ভারতীয় ঐতিহ্যকে এভাবেই একত্রে উদযাপন করেন প্রবাসী বাঙালি ও ভারতীয়রা। রঙিন সাজসজ্জা, মিষ্টি বিতরণ আর আনন্দমুখর পরিবেশ যেন মুহূর্তের মধ্যেই সবাইকে নিজের ঘরের মতো করে তোলে। এই ভিডিওতে আপনাদের দেখাবো প্যারিসে কীভাবে গণেশ চতুর্থী পালিত হয় এবং কীভাবে সবাই ভক্তি ও আনন্দের মাধ্যমে গণেশ ঠাকুরকে বরণ করে নেয়।

27/08/2025

Lauterbrunnen Valley, Switzerland | সুইজারল্যান্ডের স্বর্গ যে জায়গায় ! Lauterbrunnen Travel Guide 4K

স্বর্গ সত্যি কি পৃথিবীতেই আছে? 😍 সুইজারল্যান্ডের Lauterbrunnen (লাউটারব্রুনেন) গ্রামে পা রাখার পরেই এই প্রশ্নটা মাথায় আসবে আপনার! 72টি ঝরনা, নিবিড় সবুজ উপত্যকা আর আল্পসের অত্যাশ্চর্য দৃশ্য—এই জায়গাটাকে সত্যিই স্বর্গের খণ্ডেক মনে হয়।

এই ভ্লগে আপনাকে নিয়ে যাব এই অদ্বিতীয় সুন্দর গ্রামের প্রতিটি কোণে। দেখাবো কি কি করতে পারেন, কিভাবে ঘুরবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—কেমন করে কম খরচে এই ট্রিপ প্ল্যান করতে পারেন।

ভিডিওতে যা যা দেখবেন:

Lauterbrunnen Valley এর ম্যাজিক
Staubbach Falls (ইউরোপের অন্যতম highest waterfall)
Trümmelbach Falls ভিতরে (গুহার ভিতরের 10টি জলপ্রপাত!)
Where to stay (রাত্রি যাপনের best options)
Travel Tips & Total Budget

If you are new to our channel, please Subscribe and join our travel family. আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে একটা Like দিতে ভুলবেন না! 👍

“দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে…”সুইজারল্যান্ডের প্রকৃতির লাবণ্যময়ী রূপ দর্শন করে এমনটাই মনে হয়েছিল আর মনে পড়...
24/08/2025

“দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে…”

সুইজারল্যান্ডের প্রকৃতির লাবণ্যময়ী রূপ দর্শন করে এমনটাই মনে হয়েছিল আর মনে পড়েছিল আমার প্রাণের রবি ঠাকুরের এই দু কলি গানের ভাষা । আর রন্ধ্রে রন্ধ্রে অনুভব করেছিলাম কেন এই দেশটিকে ভূস্বর্গ বলা হয়! 🇨🇭

স্বপ্নপূরণ বুঝি এইভাবেই হয় । অপ্রত্যাশিত ভাবে কখনও । অনেক অপেক্ষার পর আমাদের এবারের গন্তব্য অবশেষে তোমাতে গিয়ে বিলীন হলো সুইজারল্যান্ড আর মনে প্রাণে চাক্ষুষ করলাম তোমার অপার্থিব সৌন্দর্য ।

আজ এই রূপকথার দেশেরই এক সবচেয়ে সুন্দর গ্রামের অন্দরে আপনাদের নিয়ে যাই চলুন …

ইউরোপের হৃদয়ে ছোট্ট স্বর্গরাজ্য হলো সুইজারল্যান্ড । আর এই সুইজারল্যান্ডের বুকের ভিতর লুকিয়ে থাকা এক রূপকথার গ্রাম হলো Lauterbrunnen. এটি সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রামগুলির মধ্যে একটি ।
Lauterbrunnen নাম শুনলেই ঝরে পরে জলপ্রপাতের সুর, কারণ একে ডাকা হয় ৭২ টি জলপ্রপাতের উপত্যকা নামে । চারদিকে খাঁড়া পাহাড় , তার গায়ে বেয়ে নেমে আসা জলপ্রপাত, আর নিচে ছুটে চলা স্রোতস্বিনীদের ধারা, সব মিলিয়ে এই গ্রামের চিত্র যেন একটুকরো স্বর্গের রূপ । বড় বড় সবুজ চারণভূমি ও গবাদিপশুর চড়ুইভাতি এই সব মিলিয়ে এখানকার প্রকৃতি হয়ে উঠেছে আরও রূপসী । মাঝে মাঝে মনে হবে পরীদের কাহিনিগুলির উৎপত্তি বুঝি এখান থেকেই । তাই তো একে fairytale village ও বলা হয় ।

এখানে সকাল শুরু হয় ঝকঝকে সূর্যের আলোয় আর সন্ধ্যা নামে নীরবতার আবরণে ।

যাদের ছেলেবেলার ও মেয়েবেলার অধিক সময়ই অতিক্রান্ত হয়েছে রূপকথার গল্পে বুঁদ হয়ে থেকে , তাদের এই Lauterbrunnen গ্রামটি হবে শৈশবের স্মৃতিচারণের ঠিকানা । আমরা দুজনে আবার আমাদের ছোটবেলাটা কাটিয়ে এলাম বলতে পারেন ।

যে কথাটি না বললেই নয়, যখন সুইজারল্যান্ডের প্রকৃতির এত প্রসংশা হচ্ছে, সেটি হলো এখানকার মানুষের সৃজনশীলতা ও রুচিশীলতা । প্রকৃতি পৃথিবীর সব জায়গায়ই সুন্দর তবে এখানকার মানুষের অনেক অবদান রয়েছে এখানকার প্রকৃতিকে বিশ্ব ঐতিহ্যের আসনে অধিষ্ঠিত করার নিরিখে । রাস্তায় কোনও নোংরা আপনার চোখে পড়বে না , চোখে পড়বে না কোনও পরিপাটিহীনতা । সুন্দরভাবে প্রকৃতিকে সংরক্ষণ করে, তাকে তার মতো সুন্দর করে লালন করাই তাদের আসল উদ্দেশ্য । তাই এত এত মানুষ বছরের পর বছর ছুটে যায় এর মায়ার টানে ।

এবার আসি কিভাবে পৌঁছবেন ?

লওটারব্রুনেন যেতে হলে প্রথমে ভারত থেকে জুরিখ, জেনেভা বা বাসেল বিমানবন্দরে নামতে হবে। সেখান থেকে ট্রেনে ইন্টারলাকেন হয়ে সরাসরি লওটারব্রুনেন গ্রাম পৌঁছানো যায়।

লওটারব্রুনেনে দেখার মতো কিছু অসাধারণ জায়গা হলো

স্টাউববাখ জলপ্রপাত (Staubbach Falls) – গ্রামের পাশের উঁচু পাহাড় থেকে নামা মনোমুগ্ধকর জলপ্রপাত।

ট্রুমেলবাখ জলপ্রপাত (Trümmelbach Falls) – পাহাড়ের ভেতরে লুকানো শক্তিশালী গ্লেসিয়ার জলপ্রপাত।

লওটারব্রুনেন ভ্যালি – ৭২টি জলপ্রপাত, সবুজ প্রাকৃতিক দৃশ্য আর ছবির মতো গ্রাম।

এই Lauterbrunnen কে আপনার আপনাদের base করতে পারেন এই সুইজারল্যান্ড ঘোরার জন্য । এখান থেকে আপনারা ট্রেন বা কেবল কার করে অনেক অন্যান্য জায়গায়ও ঘুরে নিতে পারেন যেমন Wengen, Murren, Gimmelwald ইত্যাদি ।

কোথায় থাকবেন?
এখানে হোটেল , AIR BNB, হোস্টেল বা ক্যাম্পিং করেও থাকার ব্যবস্থা আছে ।

সবশেষে বলি এখানকার আকাশে বাতাসে এত প্রশান্তি আছে যে, ছেড়ে আসতে মন চাইবে না । আজীবন মনে রাখব তোমায় Lauterbrunnen. তুমি মুক্ত করেছো আমাদের, প্রদান করেছো প্রাণশক্তি ।

তাই সবশেষে বলি …

“আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে …”

এই সংক্রান্ত আরও তথ্য জানতে আর সুইজারল্যান্ড ভ্রমণ পরিকল্পনা করতে আমাদের YouTube চ্যানেল দেখতে পারেন - Priya’s Travel Diary.

লিঙ্ক : https://youtu.be/4E9VogFQiSI?si=AWRfmFONXKfaWbR7

Lauterbrunnen গ্রাম 🇨🇭সুইজারল্যান্ড এই গ্রামটি সুইজারল্যান্ড তথা পৃথিবীর অন্যতম সুন্দর একটি গ্রাম । একে ঝর্ণার উপত্যকাও ...
24/08/2025

Lauterbrunnen গ্রাম 🇨🇭সুইজারল্যান্ড

এই গ্রামটি সুইজারল্যান্ড তথা পৃথিবীর অন্যতম সুন্দর একটি গ্রাম । একে ঝর্ণার উপত্যকাও বলা হয় কারন এখানেই রয়েছে ৭২ টি জলপ্রপাত!
আপনি যদি পৃথিবীতে কোথাও রূপকথার খোঁজ করেন তাহলে এই lauterbrunnen আপনার জন্য সেই স্থান । চলুন আমাদের সাথে আপনারও ঘুরে নিন এই সুন্দর গ্রামটি ও উপভোগ করুন এর অপার্থিব সৌন্দর্য 🥰

আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন ।

#সুইজারল্যান্ড #সুইজারল্যান্ডভ্রমণ

://youtu.be/4E9VogFQiSI?si=3xPiLAQHPP2BANHL

Lauterbrunnen Valley, Switzerland | সুইজারল্যান্ডের স্বর্গ যে জায়গায় ! Lauterbrunnen Travel Guide 4Kস্বর্গ সত্যি কি পৃথিবীতেই আছে? 😍 সুইজারল্যান্ডের Lauterb...

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priya's Travel Diary- প্রিয়ার ভ্রমনকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share