24/08/2025
“দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে…”
সুইজারল্যান্ডের প্রকৃতির লাবণ্যময়ী রূপ দর্শন করে এমনটাই মনে হয়েছিল আর মনে পড়েছিল আমার প্রাণের রবি ঠাকুরের এই দু কলি গানের ভাষা । আর রন্ধ্রে রন্ধ্রে অনুভব করেছিলাম কেন এই দেশটিকে ভূস্বর্গ বলা হয়! 🇨🇭
স্বপ্নপূরণ বুঝি এইভাবেই হয় । অপ্রত্যাশিত ভাবে কখনও । অনেক অপেক্ষার পর আমাদের এবারের গন্তব্য অবশেষে তোমাতে গিয়ে বিলীন হলো সুইজারল্যান্ড আর মনে প্রাণে চাক্ষুষ করলাম তোমার অপার্থিব সৌন্দর্য ।
আজ এই রূপকথার দেশেরই এক সবচেয়ে সুন্দর গ্রামের অন্দরে আপনাদের নিয়ে যাই চলুন …
ইউরোপের হৃদয়ে ছোট্ট স্বর্গরাজ্য হলো সুইজারল্যান্ড । আর এই সুইজারল্যান্ডের বুকের ভিতর লুকিয়ে থাকা এক রূপকথার গ্রাম হলো Lauterbrunnen. এটি সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রামগুলির মধ্যে একটি ।
Lauterbrunnen নাম শুনলেই ঝরে পরে জলপ্রপাতের সুর, কারণ একে ডাকা হয় ৭২ টি জলপ্রপাতের উপত্যকা নামে । চারদিকে খাঁড়া পাহাড় , তার গায়ে বেয়ে নেমে আসা জলপ্রপাত, আর নিচে ছুটে চলা স্রোতস্বিনীদের ধারা, সব মিলিয়ে এই গ্রামের চিত্র যেন একটুকরো স্বর্গের রূপ । বড় বড় সবুজ চারণভূমি ও গবাদিপশুর চড়ুইভাতি এই সব মিলিয়ে এখানকার প্রকৃতি হয়ে উঠেছে আরও রূপসী । মাঝে মাঝে মনে হবে পরীদের কাহিনিগুলির উৎপত্তি বুঝি এখান থেকেই । তাই তো একে fairytale village ও বলা হয় ।
এখানে সকাল শুরু হয় ঝকঝকে সূর্যের আলোয় আর সন্ধ্যা নামে নীরবতার আবরণে ।
যাদের ছেলেবেলার ও মেয়েবেলার অধিক সময়ই অতিক্রান্ত হয়েছে রূপকথার গল্পে বুঁদ হয়ে থেকে , তাদের এই Lauterbrunnen গ্রামটি হবে শৈশবের স্মৃতিচারণের ঠিকানা । আমরা দুজনে আবার আমাদের ছোটবেলাটা কাটিয়ে এলাম বলতে পারেন ।
যে কথাটি না বললেই নয়, যখন সুইজারল্যান্ডের প্রকৃতির এত প্রসংশা হচ্ছে, সেটি হলো এখানকার মানুষের সৃজনশীলতা ও রুচিশীলতা । প্রকৃতি পৃথিবীর সব জায়গায়ই সুন্দর তবে এখানকার মানুষের অনেক অবদান রয়েছে এখানকার প্রকৃতিকে বিশ্ব ঐতিহ্যের আসনে অধিষ্ঠিত করার নিরিখে । রাস্তায় কোনও নোংরা আপনার চোখে পড়বে না , চোখে পড়বে না কোনও পরিপাটিহীনতা । সুন্দরভাবে প্রকৃতিকে সংরক্ষণ করে, তাকে তার মতো সুন্দর করে লালন করাই তাদের আসল উদ্দেশ্য । তাই এত এত মানুষ বছরের পর বছর ছুটে যায় এর মায়ার টানে ।
এবার আসি কিভাবে পৌঁছবেন ?
লওটারব্রুনেন যেতে হলে প্রথমে ভারত থেকে জুরিখ, জেনেভা বা বাসেল বিমানবন্দরে নামতে হবে। সেখান থেকে ট্রেনে ইন্টারলাকেন হয়ে সরাসরি লওটারব্রুনেন গ্রাম পৌঁছানো যায়।
লওটারব্রুনেনে দেখার মতো কিছু অসাধারণ জায়গা হলো
স্টাউববাখ জলপ্রপাত (Staubbach Falls) – গ্রামের পাশের উঁচু পাহাড় থেকে নামা মনোমুগ্ধকর জলপ্রপাত।
ট্রুমেলবাখ জলপ্রপাত (Trümmelbach Falls) – পাহাড়ের ভেতরে লুকানো শক্তিশালী গ্লেসিয়ার জলপ্রপাত।
লওটারব্রুনেন ভ্যালি – ৭২টি জলপ্রপাত, সবুজ প্রাকৃতিক দৃশ্য আর ছবির মতো গ্রাম।
এই Lauterbrunnen কে আপনার আপনাদের base করতে পারেন এই সুইজারল্যান্ড ঘোরার জন্য । এখান থেকে আপনারা ট্রেন বা কেবল কার করে অনেক অন্যান্য জায়গায়ও ঘুরে নিতে পারেন যেমন Wengen, Murren, Gimmelwald ইত্যাদি ।
কোথায় থাকবেন?
এখানে হোটেল , AIR BNB, হোস্টেল বা ক্যাম্পিং করেও থাকার ব্যবস্থা আছে ।
সবশেষে বলি এখানকার আকাশে বাতাসে এত প্রশান্তি আছে যে, ছেড়ে আসতে মন চাইবে না । আজীবন মনে রাখব তোমায় Lauterbrunnen. তুমি মুক্ত করেছো আমাদের, প্রদান করেছো প্রাণশক্তি ।
তাই সবশেষে বলি …
“আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে …”
এই সংক্রান্ত আরও তথ্য জানতে আর সুইজারল্যান্ড ভ্রমণ পরিকল্পনা করতে আমাদের YouTube চ্যানেল দেখতে পারেন - Priya’s Travel Diary.
লিঙ্ক : https://youtu.be/4E9VogFQiSI?si=AWRfmFONXKfaWbR7