নভোরজ

নভোরজ প্রাপ্তবয়স্কদের উপযোগী রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, অলৌকিক, কল্পবিজ্ঞান বিষয়ক পত্রিকা। জন্ম ২০১৯, ২রা জুন।

প্রাপ্তিস্থান জানকী বুক ডিপো ▶ শ্যামাচরণ দে স্ট্রিটদে বুক স্টোর, শ্যামাচরণ দে স্ট্রিট বিমলা বুক স্টল, শ্যামাচরণ দে স্ট্র...
04/09/2025

প্রাপ্তিস্থান

জানকী বুক ডিপো ▶ শ্যামাচরণ দে স্ট্রিট
দে বুক স্টোর, শ্যামাচরণ দে স্ট্রিট
বিমলা বুক স্টল, শ্যামাচরণ দে স্ট্রিট
সময়, বিদ্যাসাগর টাওয়ার, শ্যামাচরণ দে স্ট্রিট
রায় বুক স্টল, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট
প্ল্যাটফর্ম, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট
মাথামোটার দপ্তর, সূর্য সেন স্ট্রিট
অরণ্যমন প্রকাশনী, সূর্য সেন স্ট্রিট
শব্দ প্রকাশন, সূর্য সেন স্ট্রিট
বইবন্ধু, সূর্য সেন স্ট্রিট
Read Bengali Books, সর্দার শঙ্কর রোড (লেক মল-এর পাশে)
বইবিশ্ব, বেহালা
কথক, বারাসাত
মনমোহিনী বুক স্টল, রাণাঘাট
বর্ণমালা, বর্ধমান টাউন
অন্য বই, দুর্গাপুর
বইপত্র, বাঁকুড়া

Boibishwa In +917980483011
Boiwala Express - বইওয়ালা এক্সপ্রেস +91 90738 84747
বইদেশিক +918583865987
বুকলুক +918240308693
বইভূত +916291190071
ওপারের বই +917001539273
বুক মার্ক +919330915587
বিবলিওফাইল বুক স্টোর +91 90516 24219
বই টক খানা +91 80130 39886
ডোর লিঙ্ক +91 90620 32998
বইচিত্র.ইন +91 78908 81263
প্রিয় গ্রন্থদীপ +91 9875442189

আমাদের নিজস্ব বিপণিতে এসে গেছে এই বারের পত্রিকা। লেখক, শিল্পী, পাঠক, বিক্রেতা বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ।
01/09/2025

আমাদের নিজস্ব বিপণিতে এসে গেছে এই বারের পত্রিকা। লেখক, শিল্পী, পাঠক, বিক্রেতা বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ।

এই বছরের পত্রিকাটি যদি কলেজ স্ট্রিট থেকে নিতে আসেন, তবে এই সংখ্যাগুলোও দেখতে পারেন। যদি না অবশ্য আগেই কেনা হয়ে গিয়ে থা...
30/08/2025

এই বছরের পত্রিকাটি যদি কলেজ স্ট্রিট থেকে নিতে আসেন, তবে এই সংখ্যাগুলোও দেখতে পারেন। যদি না অবশ্য আগেই কেনা হয়ে গিয়ে থাকে। শর্ত একটাই, এই সংখ্যাগুলো কেবলমাত্র নিজস্ব বিপণি থেকেই সংগ্রহ করা যাবে। ঠিকানা জানেন তো? ৩/২, শ্যামাচরণ দে স্ট্রিট। কলকাতা— ৭৩। লালমাটি আর দে বুক স্টোরের গলিতেই। কফি হাউস থেকে এক মিনিট লাগে হেঁটে আসতে; ভিড় কম থাকলে ৩৫/৪০ সেকেন্ড।

I gained 3,956 followers, created 37 posts and received 1,162 reactions in the past 90 days! Thank you all for your cont...
28/08/2025

I gained 3,956 followers, created 37 posts and received 1,162 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

 #নভোরজ_প্রিবুকিংশারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-এর প্রিবুকিং শুরু হয়ে গেছে ১৫ই আগস্ট থেকে। গত বছরের তুলনায় দাম কমেছে ₹৮০ টা...
23/08/2025

#নভোরজ_প্রিবুকিং

শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-এর প্রিবুকিং শুরু হয়ে গেছে ১৫ই আগস্ট থেকে। গত বছরের তুলনায় দাম কমেছে ₹৮০ টাকা। ₹৩০০ মুদ্রিত মূল্যের পত্রিকাটি ২০% ছাড় দিয়ে পেয়ে যাবেন ₹২৪০-এ। যৎসামান্য ডেলিভারি চার্জের বিনিময়ে।
প্রিবুকিং চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। আর মাত্র ৩ দিন চলবে। ২৮শে আগস্ট থেকে পত্রিকা ডেলিভারি শুরু হবে। অন্যান্য বছরের মতো এই বছরেও সবার আগে পত্রিকা পাবেন প্রিবুকাররা।
পোস্টারে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন অথবা নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে গিয়েও পত্রিকাটি বুক করতে পারবেন।
https://boichitro.in/product/nabharaj-sharadiya-1432/

রিজেন্ট পার্ক থানায় সদ্য বদলি হয়ে এসেছেন মৈনাক বাগচী। বেশ রাশভারী মানুষ তিনি। ওসি হিসেবে দায়িত্ব নেবার পর মৈনাকবাবুর ...
17/08/2025

রিজেন্ট পার্ক থানায় সদ্য বদলি হয়ে এসেছেন মৈনাক বাগচী। বেশ রাশভারী মানুষ তিনি। ওসি হিসেবে দায়িত্ব নেবার পর মৈনাকবাবুর কাছে আসে অদ্ভুত একটি কেস। পূর্ব পুটিয়ারির বিবেকানন্দ পার্কের একটা বাড়িতে চারজন মেয়ে খুন হয়েছে। তারা বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে ভাড়ায় থাকত। বাড়ির মালকিন বিমলা বিশ্বাস স্বামীর মৃত্যুর পর অভাবের তাড়নায় ভাড়া দিয়েছিলেন বাড়িটি। ওই চারটি মেয়েই একই ল কলেজের বিভিন্ন বর্ষের ছাত্রী। তাদের গলার নলি কাটা মৃতদেহ পড়ে খাটে, অথচ দরজা তালা বন্ধ।

প্রোটোকল অনুযায়ী লালবাজার হোমিসাইডে খবর যায় ওসি অভিরাজ সেনের কাছে। তদন্তে নেমে তাঁরা জানতে পারেন, আইন বিষয়ের পড়ুয়া, ভবিষ্যৎ-উকিল মেয়ে চারটি মোটেই ‘লক্ষ্মী’ ছিল না। নিয়মিত বুজ পার্টির আসর বসাত তারা। একাধিক পুরুষ সঙ্গী ছিল তাদের, যারা মাঝে মাঝেই আসত পার্টিতে। গভীর রাত পর্যন্ত চলত সেই সব পার্টি। তা হলে খুনগুলো করল কে বা কারা? মোটিভ কী? ব্যক্তিগত শত্রুতা? কিন্তু তার জন্য চারজনকেই মারতে হলো কেন? যৌন ঈর্ষা? না কি আরও বৃহত্তর কোনও ষড়যন্ত্র আছে এই খুনগুলোর পিছনে?

অভিরাজ সেন এবং তাঁর ইনভেস্টিগেটিং টিমের সঙ্গে পাঠকও রওনা দেবেন এক অদ্ভুত যাত্রায়। অপরাধীর সন্ধানে রহস্যের গোলকধাঁধায় ঝাঁপিয়ে পড়তে হলে দ্বীপচক্র রচিত ‘ফাঁদ’ উপন্যাসটি পড়ে ফেলুন।

অলংকরণ: চিন্ময় মুখোপাধ্যায়

এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-এর প্রিবুকিং চলছে Boichitro India থেকে। ₹৩০০ মুদ্রিত মূল্যের পত্রিকাটি পেয়ে যান ২০% ছাড় দিয়ে মাত্র ₹২৪০-এ। যৎসামান্য শিপিং চার্জ লাগবে।

প্রিবুকিং চলবে ২৫ আগস্ট পর্যন্ত। ২৮ তারিখ থেকে পত্রিকা ডেসপ্যাচ হবে।

প্রিবুক করতে পারেন পোস্টারে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে। অথবা নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি পৌঁছে যান ওদের ওয়েবসাইটে।

https://boichitro.in/product/nabharaj-sharadiya-1432/

এসে গেল এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-এর প্রিবুকিং লিঙ্ক। ₹৩০০ মুদ্রিত মূল্যের পত্রিকাটি ২০% ছাড় দি...
16/08/2025

এসে গেল এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-এর প্রিবুকিং লিঙ্ক। ₹৩০০ মুদ্রিত মূল্যের পত্রিকাটি ২০% ছাড় দিয়ে পেয়ে যান ₹২৪০-এ। শিপিং চার্জ যৎসামান্য। গতকাল ১৫ আগস্ট থেকে শুরু হয়ে প্রিবুকিং চলবে আগামী দশদিন, অর্থাৎ ২৫ আগস্ট পর্যন্ত। ২৮ তারিখ থেকে পত্রিকা ডেসপ্যাচ হবে। প্রিবুকিং করতে পারবেন পোস্টারে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি পৌঁছে যান Boichitro India -র ওয়েবসাইটে।
https://boichitro.in/product/nabharaj-sharadiya-1432/

ভুবন দাদুকে মনে আছে? যাঁরা আগে নভোরজ পড়েছেন তাঁদের মনে থাকারই কথা। ‘ডাকিনিচক্র’ নামে একটি উপন্যাস বেরিয়েছিল পত্রিকায়।...
13/08/2025

ভুবন দাদুকে মনে আছে? যাঁরা আগে নভোরজ পড়েছেন তাঁদের মনে থাকারই কথা। ‘ডাকিনিচক্র’ নামে একটি উপন্যাস বেরিয়েছিল পত্রিকায়। এবারও ভুবন দাদু ফিরছেন এক নতুন আখ্যান নিয়ে। এটিও তাঁর যৌবনের গল্প। এক প্রাচীন বিদ্যা, কিছু নারকীয় পাপ এবং তার ভয়ংকরতম শাস্তি, চরম আত্মত্যাগ, সম্পর্কের টনাপোড়েন, সব শেষে প্রতিবিধান।

দূরের গ্রাম থেকে দু'জন লোক দেখা করতে আসে ভুবন ঠাকুরের সঙ্গে। তারা জানায়, অদ্ভুত ভাবে আঁতুড়ঘর থেকে উধাও হয়ে যাচ্ছে সদ্যোজাত শিশুরা। পরে তাদের ছিন্নভিন্ন মৃতদেহ আবিষ্কার করা যাচ্ছে বিভিন্ন ঝোপেঝাড়ে। অথচ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তা হলে আততায়ী আসছেই বা কী করে, আর বেরোচ্ছেই বা কোন পথে?

এই সমস্যার সমাধানে নেমে ভুবন দাদু এবং তাঁর ছায়াসঙ্গী দু্গাই বাউরি বহুস্তরীয় সমস্যার সম্মুখীন হন। এক অসহায় বোবা মেয়ের ওপর অত্যাচার হতে দেখে তাকে নিজের কন্যাস্নেহে ভুবন দাদু কাছে টেনে নেন। এদিকে গ্রামে আবারও খুন হয়। তবে এবার একজন পূর্ণবয়স্ক মহিলা। জট ছাড়তে ছাড়তেও আবার সব গুলিয়ে যায়। তার পর ধীরে ধীরে সামনে আসে এক করুণ কাহিনি। যার অন্তিম পরিণতি বড় মর্মান্তিক! কিন্তু সেই পথ ধরে সমাধানসূত্র মিললেও আবার খুন হয় এক মহিলা এবং যথারীতি বীভৎস ভাবে খুন।

ভুবন দাদু পারবেন কি এক অপরাজেয় শক্তিকে প্রতিহত করতে? কারণ যে তন্ত্র প্রয়োগ করা হয়েছে, তার একমাত্র প্রতিরোধ হলো প্রাণের বদলে প্রাণ। কাউকে বাঁচাতে গেলে অন্য আরেকজনের প্রাণের বলিদান চাই। কে আসল অপরাধী? কীসের আক্রোশ তার এত? জানতে হলে পড়ুন এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-এর পাতায় বিক্রমজিৎ মিশ্র প্রণিত ‘রক্তাভিষেক’ উপন্যাসটি।

অলংকরণ: Tamojit Dev

এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ ১৪৩২-এর চতুর্থ তথা অন্তিম রঙিন কমিকস। রেখায় এবং লেখায় Indranil Ghosh দাদা।
12/08/2025

এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ ১৪৩২-এর চতুর্থ তথা অন্তিম রঙিন কমিকস। রেখায় এবং লেখায় Indranil Ghosh দাদা।

চলছে আপামর বাঙালি পাঠকের কোলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা। এই বছর ৪৮তম। মেলা প্রাঙ্গণে আমাদের প্রকাশনার সমস্ত বই পাওয়া য...
03/02/2025

চলছে আপামর বাঙালি পাঠকের কোলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা। এই বছর ৪৮তম। মেলা প্রাঙ্গণে আমাদের প্রকাশনার সমস্ত বই পাওয়া যাবে এই তিন ঠিকানায়। সরস্বতী পূজর শুভেচ্ছা রইল সবার জন্য।

এবারত প্রকাশনী নিয়ে এল পাঠকদের জন্য সুখবর। আমাদের প্রকাশনা থেকে প্রকাশিত নভোরজ এবং এলাটিং বেলাটিং পত্রিকা দুটো এবার পেয...
30/09/2024

এবারত প্রকাশনী নিয়ে এল পাঠকদের জন্য সুখবর। আমাদের প্রকাশনা থেকে প্রকাশিত নভোরজ এবং এলাটিং বেলাটিং পত্রিকা দুটো এবার পেয়ে যান মাত্র সাড়ে চারশো টাকায়(₹450)। সমস্ত অনলাইন ও অফলাইন বিক্রেতা বন্ধুদের কাছেই পেয়ে যাবেন এই কম্বো অফারটি। বিস্তারিত জানতে পোস্টারে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। অফারটি শুধুমাত্র স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য।

Address

Kolkata

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+917407194463

Website

Alerts

Be the first to know and let us send you an email when নভোরজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নভোরজ:

Share

Category