নভোরজ

নভোরজ প্রাপ্তবয়স্কদের উপযোগী রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, অলৌকিক, কল্পবিজ্ঞান বিষয়ক পত্রিকা। জন্ম ২০১৯, ২রা জুন।

দুজন প্রেমিক, দুজন সময়যাত্রী। একজন অতীতে, একজন ভবিষ্যতে। মধ্যযুগীয় ইরান থেকে আধুনিক ফ্রান্স, সময়ের বাঁকে বাঁকে বোনা হতে ...
02/08/2025

দুজন প্রেমিক, দুজন সময়যাত্রী। একজন অতীতে, একজন ভবিষ্যতে। মধ্যযুগীয় ইরান থেকে আধুনিক ফ্রান্স, সময়ের বাঁকে বাঁকে বোনা হতে থাকে এক অসম্ভব প্রেম। কথা ছিল, ভবিষ্যতে আবার দেখা হবে। কিন্তু সময় কি ভালোবাসাকে রেহাই দেয়? লোভ কি হার মানাবে প্রেমকে?

ইরানের খ্যাতনামা স্পেকুলেটিভ ফিকশন, কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি লেখিকা জোহা কাজেমির কলমে রচিত এই গল্প আধুনিক কল্পবিজ্ঞান সাহিত্যের এক অনন্য নিদর্শন। গল্পটির অনুবাদ করেছেন যশোধরা রায়চৌধুরী এবং বাংলা নামকরণ করেছেন ‘সময়যাত্রী’। এই অনন্য অনুবাদ সাহিত্যটি প্রকাশিত হবে এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-এ।

অলংকরণ: মিশন মণ্ডল

এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-এর প্রচ্ছদ: সৃজনে অনন্যা চক্রবর্ত্তী
01/08/2025

এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-এর প্রচ্ছদ: সৃজনে অনন্যা চক্রবর্ত্তী

এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-এর পূর্ণাঙ্গ সূচিপত্র
26/07/2025

এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-এর পূর্ণাঙ্গ সূচিপত্র

কলকাতার বুকে একটা আবাসনের একটি ফ্ল্যাটে একজন খুন হয়েছেন। তেরো ফুট দূর থেকে দোষী গুলি চালিয়েছে। সেই গুলিতেই মৃত্যু। ঘটনার...
24/07/2025

কলকাতার বুকে একটা আবাসনের একটি ফ্ল্যাটে একজন খুন হয়েছেন। তেরো ফুট দূর থেকে দোষী গুলি চালিয়েছে। সেই গুলিতেই মৃত্যু। ঘটনার সাক্ষ্য-প্রমাণও আছে। তবুও ফরেনসিক সায়েন্টিস্ট ভার্গব নেমে পড়ে প্রমাণ জোগাড় করতে। কারণ দোষী তার চেনা এবং তাকে নির্দোষ প্রমাণ করতে হবে। অসম্ভব সেই কাজে ফরেনসিকের পদ্ধতিতে ভার্গব কি পারবে দোষীকে খুঁজে বের করতে? খুনের তদন্তের নেপথ্যে বন্দুক, গুলি ও রক্ত কী কী প্রমাণ রেখে যায়? ভার্গবের বুদ্ধি ও প্রসিডিওরে রহস্যের জাল কাটবে। আসছে নিখাদ বাঙালির লেখা ভার্গবের নতুন গল্প ‘শলাকা’, শুধুমাত্র এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-এ।

অলংকরণ: অনন্যা চক্রবর্ত্তী

বঙ্গ-তনয়া সাগরিকা অ্যামেরিকা যায় উচ্চশিক্ষার জন্য। শিক্ষান্তে ওখানকারই একটি স্কুলে স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজে যোগ দ...
22/07/2025

বঙ্গ-তনয়া সাগরিকা অ্যামেরিকা যায় উচ্চশিক্ষার জন্য। শিক্ষান্তে ওখানকারই একটি স্কুলে স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজে যোগ দেয় সে। তার পর এক সহকর্মীর সাহায্যে অতি সামান্য ভাড়ায় একা একটি দোতলা বাড়ি ভাড়া নিয়ে থাকতে আরম্ভ করে। প্রথম রাতেই সূত্রপাত অদ্ভুত ঘটনার। তার শোবার ঘরের দেওয়াল ঘড়িটি যে-সময়ে বন্ধ হয়েছিল, হঠাৎ ঘুম ভেঙে দেখে, সেই সময়ের চেয়ে আগের সময়ে কাঁটাগুলো থেমে আছে। পরদিন ঘড়িটার ব্যাটারি বদলেও শান্তি নেই; সেই একই সময়ে সেটার কাঁটাগুলো থেমে যেতে থাকে। অথচ পরে আবার নিজে নিজেই সচল হয় সেটা। এর সঙ্গে যোগ হয় আরেক উৎপাত। ভাড়া বাড়ির মৃতা মালকিনের আবছা প্রতিমূর্তি দেখা দিতে আরম্ভ করে সাগরিকাকে। সাইকোলজির ছাত্রী সাগরিকা এই সমস্ত ঘটনার যুক্তি সংগত ব্যাখা দাঁড় করায় নিজের মনে। তবুও কোথাও যেন একটা কাঁটা বিঁধে থাকে তার মনে।

সত্যিই কি বাড়ির মালকিনের প্রেতাত্মা দেখে সাগরিকা? ঘড়িটা কেন ওই নির্দিষ্ট সময়েই প্রতিরাতে থেমে যায়? অ্যামেরিকার ইউনিভার্সিটিতে সাইকোলজি পড়ার সময় যে-ছেলেটি তাকে প্রপোজ করেছিল, কেন তার খোঁজ মেলে না দীর্ঘদিন? সাগরিকা পারবে কি সব অলৌকিক ঘটনার ব্যাখ্যা দাঁড় করিয়ে নিজেকে বিপন্মুক্ত করতে? উত্তর রয়েছে পল্লব হালদার রচিত ‘দেওয়াল ঘড়ি’ বড় গল্পে। আসছে এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২।

অলংকরণ: চিন্ময় মুখোপাধ্যায়

স্বাদ বদলের জন্য আজ কমিকস নিয়ে এলাম। মোট চারটে রঙিন কমিকস থাকছে এবার এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-...
17/07/2025

স্বাদ বদলের জন্য আজ কমিকস নিয়ে এলাম। মোট চারটে রঙিন কমিকস থাকছে এবার এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-এর পাতায়।

কমিকস: পঞ্চশির
কাহিনি, চিত্রনাট্য ও অলংকরণ: Nirupam Majumder

"কন্ট্রোলরুমে বসে আছেন মাঝবয়েসী ভদ্রলোক, তার পাশে বসে আছে তাঁর টিমের হাতে গোনা পাঁচজন সদস্য। সবার চোখ সামনে রাখা স্ক্রিন...
16/07/2025

"কন্ট্রোলরুমে বসে আছেন মাঝবয়েসী ভদ্রলোক, তার পাশে বসে আছে তাঁর টিমের হাতে গোনা পাঁচজন সদস্য। সবার চোখ সামনে রাখা স্ক্রিনটার উপর।
একটু পরেই হেডফোনে ভেসে এলো পাইলটের কণ্ঠস্বর, “বি ইস নিয়ার দ্যা ফ্লাওয়ার… আই রিপিট বি ইস…”
অপারেটর কাঁধে একটা আলতো স্পর্শ পেলেন, অর্থ পরিষ্কার। ফুলের বাগানের খোঁজ দিতে হবে।
হেলিকপ্টারের কমিউনিকেশন স্ক্রিনে ভেসে উঠল কয়েকটা নম্বর, “বাগানের” কো-অরডিনেট!"

তার পর-

অর্ঘ্যজিৎ গুহ-র লেখা বড় গল্প ‘সবুজ মৌমাছি’তে আছে; আসছে এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ ১৪৩২-এর পাতায়। সঙ্গের অলংকরণ: তমোজিৎ দেব।

মামাবাড়িটা ছিল তপুর কাছে এক টুকরো খোলা আকাশ। অফুরন্ত আদর-যত্ন, ইচ্ছে মতো দৌরাত্ম্য আর মিলি'দি। নিঃসন্তান মামা-মামির পাল...
14/07/2025

মামাবাড়িটা ছিল তপুর কাছে এক টুকরো খোলা আকাশ। অফুরন্ত আদর-যত্ন, ইচ্ছে মতো দৌরাত্ম্য আর মিলি'দি। নিঃসন্তান মামা-মামির পালিতা কন্যা মিলি'দি। হঠাৎ মা মারা যাবার পর তপুকে মামাবাড়িতে রেখে তার বাবা ভিনরাজ্যে যান চাকরিতে বদলি নিয়ে। মামাবাড়ির গ্রামের স্কুলে ভরতি হয় তপু। শুরু হয় অন্য জীবন। কিন্তু এসবের মধ্যেই সে টের পায়, তার আবাল্যের সঙ্গীনীটি কেমন যেন বদলে গিয়েছে শরীরে, মনে। মিলি জানায়, সে সত্যিই বদলে গেছে। তার মধ্যে এখন বাস করে অন্য কেউ। বিশেষত অন্ধকার রাতগুলোয় যেন অন্ধকারটাই তার ভেতর জমাট বেঁধে ঘাপটি মেরে থাকে। শুনে চমকে ওঠে তপু।

সত্যিই কি অন্য কেউ বাসা বেঁধেছে মিলির ভেতর? কেন অমাবস্যার রাতগুলোয় মিলি অস্বাভাবিক আচরণ করে? সে কি তপুকে কিছু বলতে চায়? বিশেষ কিছু? উত্তর মিলবে তনিমা আহির রায়ের লেখা বড় গল্প ‘অন্ধকারের গল্প’তে; আসছে এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ ১৪৩২-এর পাতায়। সঙ্গের অলংকরণ: মিশন মণ্ডল।

Tanima Roy

চলছে আপামর বাঙালি পাঠকের কোলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা। এই বছর ৪৮তম। মেলা প্রাঙ্গণে আমাদের প্রকাশনার সমস্ত বই পাওয়া য...
03/02/2025

চলছে আপামর বাঙালি পাঠকের কোলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা। এই বছর ৪৮তম। মেলা প্রাঙ্গণে আমাদের প্রকাশনার সমস্ত বই পাওয়া যাবে এই তিন ঠিকানায়। সরস্বতী পূজর শুভেচ্ছা রইল সবার জন্য।

এবারত প্রকাশনী নিয়ে এল পাঠকদের জন্য সুখবর। আমাদের প্রকাশনা থেকে প্রকাশিত নভোরজ এবং এলাটিং বেলাটিং পত্রিকা দুটো এবার পেয...
30/09/2024

এবারত প্রকাশনী নিয়ে এল পাঠকদের জন্য সুখবর। আমাদের প্রকাশনা থেকে প্রকাশিত নভোরজ এবং এলাটিং বেলাটিং পত্রিকা দুটো এবার পেয়ে যান মাত্র সাড়ে চারশো টাকায়(₹450)। সমস্ত অনলাইন ও অফলাইন বিক্রেতা বন্ধুদের কাছেই পেয়ে যাবেন এই কম্বো অফারটি। বিস্তারিত জানতে পোস্টারে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। অফারটি শুধুমাত্র স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য।

শুভ সন্ধ্যা, পত্রিকা ছেপে, বাঁধাই হয়ে চলে এসেছে, এই খবর আগেই জানিয়েছি। প্রিবুক করেছিলেন পাঠক বন্ধুরা, আপনাদের পত্রিকাও...
03/09/2024

শুভ সন্ধ্যা, পত্রিকা ছেপে, বাঁধাই হয়ে চলে এসেছে, এই খবর আগেই জানিয়েছি। প্রিবুক করেছিলেন পাঠক বন্ধুরা, আপনাদের পত্রিকাও পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। আশা করছি আজ বা কালকের মধ্যে পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের, বিশ্বাস করে পাশে থাকার জন্য।

আজ থেকে কলেজ স্ট্রিটের বিভিন্ন বিপণি এবং অনলাইনেও পাওয়া যাচ্ছে। শুধু বাকি ছিল অ্যামাজন প্ল্যাটফর্মে আসা। আজ, ঠিক এখন থেকেই অ্যামাজনেও নভোরজ পত্রিকা পাওয়া যাচ্ছে। প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে।

আর দেরি নয়, আপনার কপিটি এখনই বুক করুন।

Address

Kolkata

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+917407194463

Website

Alerts

Be the first to know and let us send you an email when নভোরজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নভোরজ:

Share

Category