
02/08/2025
দুজন প্রেমিক, দুজন সময়যাত্রী। একজন অতীতে, একজন ভবিষ্যতে। মধ্যযুগীয় ইরান থেকে আধুনিক ফ্রান্স, সময়ের বাঁকে বাঁকে বোনা হতে থাকে এক অসম্ভব প্রেম। কথা ছিল, ভবিষ্যতে আবার দেখা হবে। কিন্তু সময় কি ভালোবাসাকে রেহাই দেয়? লোভ কি হার মানাবে প্রেমকে?
ইরানের খ্যাতনামা স্পেকুলেটিভ ফিকশন, কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি লেখিকা জোহা কাজেমির কলমে রচিত এই গল্প আধুনিক কল্পবিজ্ঞান সাহিত্যের এক অনন্য নিদর্শন। গল্পটির অনুবাদ করেছেন যশোধরা রায়চৌধুরী এবং বাংলা নামকরণ করেছেন ‘সময়যাত্রী’। এই অনন্য অনুবাদ সাহিত্যটি প্রকাশিত হবে এবারত প্রকাশনী নিবেদিত শারদীয় নভোরজ পত্রিকা ১৪৩২-এ।
অলংকরণ: মিশন মণ্ডল