01/10/2025
সুধীজন, নভোরজ পত্রিকার পক্ষ থেকে শারদ শুভেচ্ছা জানবেন। নবমী নিশী সমাগত প্রায়, তাই পূর্ব প্রতিশ্রুতি মতো আগামী শারদীয় সংখ্যার জন্য লেখা আহ্বান করছি এই পোস্টের মাধ্যমে।
♦আমরা লেখা চাইছি মূলত তিনটি বিভাগের ওপর: কল্পবিজ্ঞান, ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক। এই তিন ধরনের বিষয়বস্তু নিয়ে লেখা থ্রিলার গল্প চাইছি।
♦লেখা পাঠানোর আগে নীচের নির্দেশিকাটি খুব মন দিয়ে পড়ে তবেই পাঠাবেন গল্প।
★ নভোরজ হলো প্রাপ্তবয়স্ক উপযোগী রহস্য-রোমাঞ্চ পত্রিকা। আমরা ছড়া বা কবিতা ছাপি না। লেখা পাঠানোর আগে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন।
★ লেখা পাঠানোর শেষ দিন হলো ৩১ ডিসেম্বর ২০২৫। শত অনুরোধেও এই সময়সীমা অপরিবর্তনীয়। যাঁরা তিন মাসের মধ্যে লেখা পাঠাতে পারছেন না, তাঁরা একদিন অতিরিক্ত পেলেই বা কী করবেন!
★ নির্বাচিত লেখক তালিকা ৩১ মার্চ ২০২৬-এ প্রকাশিত হবে। এই সময়সীমার আগে অযথা ইনবক্স, হোয়াটসঅ্যাপ, কমেন্ট করে আমাদের এবং আপনার মূল্যবান সময় অপচয় করবেন না।
★ লেখক তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের লেখাটি অমনোনীত হয়ছে বলে ধরে নিতে হবে। আলাদা করে ইমেইল বা মেসেজে জানানো সম্ভব নয়।
★ মনোনীত লেখকরা সাম্মানিক এবং সৌজন্য সংখ্যা পাবেন।
★ লেখা পাঠাবেন সর্বোচ্চ আট হাজার(৮০০০) শব্দের মধ্যে। তবে এই সংখ্যাটি সংকোচনশীল। গল্পের খাতিরে শব্দ সংখ্যা দু'-পাঁচশ এদিও-ওদিক হলেও কিছু এসে যায় না।
★ লেখা পাঠাবেন মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে অথবা মেইল বডিতে পেস্ট করে। এ ছাড়া অন্য কোনও ফরম্যাট গ্রাহ্য নয়।
★ ইমেইলের সাবজেক্ট অংশে অবশ্যই নভোরজ ১৪৩৩ এবং আপনার গল্প কোন বিষয়ের, সেটি লিখবেন। উদাহরণ: শারদীয় নভোরজ ১৪৩৩: কল্পবিজ্ঞান।
★ লেখার শুরুতে শিরোনাম এবং নীচে আপনার নাম অবশ্যই লিখবেন। লেখার শেষে আপনার পূর্ণাঙ্গ ঠিকানা ও ফোন নম্বর দেবেন।
★ লেখা পাঠাবেন এই ইমেইল আইডিতে: [email protected]
#ওপরের_নির্দেশিকাটি_ভালো_করে_পড়ে_তবেই_লেখা_পাঠাবেন
এবারত প্রকাশনী এবং নভোরজ পত্রিকার পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন রইল।