30/08/2025
ধারাবাহিকের সেটে চ*ড় মা*রেন পরিচালক! বর্ষীয়াণ অভিনেত্রীর বিরুদ্ধে চরম অশালীন আচরণের অভিযোগে বিস্ফোরক অভিনেত্রী দেবচন্দ্রিমা॥📌
সকলের পরিচিত ও পছন্দের অভিনেত্রীদের তালিকায় অন্যতম মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। তিনি বাংলা ধারাবাহিক থেকে তাঁর কর্মজীবনের পথচলা শুরু করলেও, বাংলা ওয়েব সিরিজে ও টলিউডের বড়পর্দায় কাজ করছেন।
এমনকি বর্তমানে তিনি হিন্দি ধারাবাহিকেও কাজ করছেন। সেই সূত্রেই স্বপ্নের শহর মুম্বইতেও পাড়ি দিয়েছেন অভিনেত্রী। বর্তমানে দর্শকরা তাঁর অভিনয় দুই মাধ্যমেই বেশ উপভোগ করছেন।এমনকি তিনি তাঁর ডেইলি ব্লগের জন্যেও বিশেষ পরিচিত সমাজমাধ্যমে।
সম্প্রতি অভিনেত্রী নিজেই তাঁর সমাজমাধ্যমের পাতায় তুলে ধরে তাঁর অভিনয় জীবনের প্রথম দিকের কিছু তি*ক্ত অভিজ্ঞতা। তিনি তাঁর অনুরাগীদের সাথে ভাগ করে নেন তাঁর সাথে পরিচালকের করা শারী*রিক নি*গ্রহের কথা।
তিনি তাঁর সমাজমাধ্যমে একটি ভিডিও করে তাতে তাঁর জীবনের কিছু অভিজ্ঞতার গল্প করবেন বলে তিনি জানান, “তাঁর অভিনয় জীবনের শুরুর দিকে একটি ধারাবাহিকে কাজ করার সময় তাঁর পরিচালক শুটিংয়ের সেটেই তাঁকে চ*ড় মা*রেন।”
তিনি বলেন “প্রথম থেকে তাঁকে বিশেষ পছন্দ করতেন না তাঁর সহকর্মীরা। কিন্তু, এসব কিছু বোঝার পরেও সেই পরিবেশে রোজ কাজ করতে হচ্ছিল অভিনেত্রীকে।”
এমন একদিন এক রাতে প্রায় ২ টো বেজে গেছে, এক বৃষ্টির সিনের শ্যুটিং এ তিনি ভিজে গায়ে দাঁড়িয়ে শট দিচ্ছেন একজন বর্ষীয়ান সহ অভিনেত্রীর সঙ্গে। সেখানে তিনি তাঁর ডায়লগ ডেলিভারি বুঝতে পারেন না। সেখানে সেই সহ অভিনেত্রীকে জিজ্ঞেস করলে তিনি তাঁর সাথে চূড়ান্ত অসহযোগিতা করেন সেইসময়। কিছু ভুল বোঝাবুঝি হলে সেখানে শ্যুটিং কিছু সময় ব্যাহত হয়, ফলতই রাট বেড়ে যায়।সেই সময় সেই বর্ষীয়াণ অভিনেত্রীকে কিছু বলতে না পেরে পরিচালক তাঁর হাতে থাকা বোর্ড ছুঁড়ে মারে তাঁর গায়ে। অভিনেত্রী তাতে আরও ঘাবড়ে যায় ও অপমানিত বোধ করে। সেই কারণে তাঁর আরও ভুল হতে থাকে কাজে।
সেই সময় পরিচালক তাঁকে বোঝাতে যায় যা হয়ে গেছে হয়ে গেছে, অভিনেত্রী হাত দেখিয়ে জানান “ঠিক আছে”। কিন্তু এই ব্যবহার নাকি হঠাৎই তাঁর আত্মসম্মানে লাগে এবং তিনি হঠাৎই চ*ড় মেরে বসেন।
সেই রাতে অভিনেত্রী তাঁর বর্ষীয়াণ সহ অভিনেত্রী ও পরিচালকের দ্বারা বেশ নিগৃহীত হয়েছিলেন মানসিকভাবে ও শারীরিকভাবে। সেদিন তিনি শেষে শ্যুটিং সেটেই বলে আসেন সেই পরিচালক কাজ করবেন নয়তো তিনি।
তারপরে যদিও পরের দিন সকালে প্রযোজকের ফোন আসে তাঁর কাছে। তাঁর হস্তক্ষেপে মিটে যায় বিষয়টি।
কিন্তু সেই ঘটনার পর অভিনেত্রী ঠিক করেন “তিনি আর কাউকে তাঁর সঙ্গে এই ব্যবহার করতে দেবেন না। তাতে তিনি কাজ না পেলে না পাবেন।”
তাঁর কর্মজীবনের এই অন্ধকার দিক সবার সামনে তুলে ধরার জন্য অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন॥