Raise Of India

  • Home
  • Raise Of India

Raise Of India We will Raise your Voice

ধারাবাহিকের সেটে চ*ড়  মা*রেন পরিচালক! বর্ষীয়াণ অভিনেত্রীর বিরুদ্ধে চরম অশালীন আচরণের অভিযোগে বিস্ফোরক অভিনেত্রী দেবচন্...
30/08/2025

ধারাবাহিকের সেটে চ*ড় মা*রেন পরিচালক! বর্ষীয়াণ অভিনেত্রীর বিরুদ্ধে চরম অশালীন আচরণের অভিযোগে বিস্ফোরক অভিনেত্রী দেবচন্দ্রিমা॥📌

সকলের পরিচিত ও পছন্দের অভিনেত্রীদের তালিকায় অন্যতম মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। তিনি বাংলা ধারাবাহিক থেকে তাঁর কর্মজীবনের পথচলা শুরু করলেও, বাংলা ওয়েব সিরিজে ও টলিউডের বড়পর্দায় কাজ করছেন।

এমনকি বর্তমানে তিনি হিন্দি ধারাবাহিকেও কাজ করছেন। সেই সূত্রেই স্বপ্নের শহর মুম্বইতেও পাড়ি দিয়েছেন অভিনেত্রী। বর্তমানে দর্শকরা তাঁর অভিনয় দুই মাধ্যমেই বেশ উপভোগ করছেন।এমনকি তিনি তাঁর ডেইলি ব্লগের জন্যেও বিশেষ পরিচিত সমাজমাধ্যমে।

সম্প্রতি অভিনেত্রী নিজেই তাঁর সমাজমাধ্যমের পাতায় তুলে ধরে তাঁর অভিনয় জীবনের প্রথম দিকের কিছু তি*ক্ত অভিজ্ঞতা। তিনি তাঁর অনুরাগীদের সাথে ভাগ করে নেন তাঁর সাথে পরিচালকের করা শারী*রিক নি*গ্রহের কথা।

তিনি তাঁর সমাজমাধ্যমে একটি ভিডিও করে তাতে তাঁর জীবনের কিছু অভিজ্ঞতার গল্প করবেন বলে তিনি জানান, “তাঁর অভিনয় জীবনের শুরুর দিকে একটি ধারাবাহিকে কাজ করার সময় তাঁর পরিচালক শুটিংয়ের সেটেই তাঁকে চ*ড় মা*রেন।”

তিনি বলেন “প্রথম থেকে তাঁকে বিশেষ পছন্দ করতেন না তাঁর সহকর্মীরা। কিন্তু, এসব কিছু বোঝার পরেও সেই পরিবেশে রোজ কাজ করতে হচ্ছিল অভিনেত্রীকে।”

এমন একদিন এক রাতে প্রায় ২ টো বেজে গেছে, এক বৃষ্টির সিনের শ্যুটিং এ তিনি ভিজে গায়ে দাঁড়িয়ে শট দিচ্ছেন একজন বর্ষীয়ান সহ অভিনেত্রীর সঙ্গে। সেখানে তিনি তাঁর ডায়লগ ডেলিভারি বুঝতে পারেন না। সেখানে সেই সহ অভিনেত্রীকে জিজ্ঞেস করলে তিনি তাঁর সাথে চূড়ান্ত অসহযোগিতা করেন সেইসময়। কিছু ভুল বোঝাবুঝি হলে সেখানে শ্যুটিং কিছু সময় ব্যাহত হয়, ফলতই রাট বেড়ে যায়।সেই সময় সেই বর্ষীয়াণ অভিনেত্রীকে কিছু বলতে না পেরে পরিচালক তাঁর হাতে থাকা বোর্ড ছুঁড়ে মারে তাঁর গায়ে। অভিনেত্রী তাতে আরও ঘাবড়ে যায় ও অপমানিত বোধ করে। সেই কারণে তাঁর আরও ভুল হতে থাকে কাজে।

সেই সময় পরিচালক তাঁকে বোঝাতে যায় যা হয়ে গেছে হয়ে গেছে, অভিনেত্রী হাত দেখিয়ে জানান “ঠিক আছে”। কিন্তু এই ব্যবহার নাকি হঠাৎই তাঁর আত্মসম্মানে লাগে এবং তিনি হঠাৎই চ*ড় মেরে বসেন।

সেই রাতে অভিনেত্রী তাঁর বর্ষীয়াণ সহ অভিনেত্রী ও পরিচালকের দ্বারা বেশ নিগৃহীত হয়েছিলেন মানসিকভাবে ও শারীরিকভাবে। সেদিন তিনি শেষে শ্যুটিং সেটেই বলে আসেন সেই পরিচালক কাজ করবেন নয়তো তিনি।

তারপরে যদিও পরের দিন সকালে প্রযোজকের ফোন আসে তাঁর কাছে। তাঁর হস্তক্ষেপে মিটে যায় বিষয়টি।

কিন্তু সেই ঘটনার পর অভিনেত্রী ঠিক করেন “তিনি আর কাউকে তাঁর সঙ্গে এই ব্যবহার করতে দেবেন না। তাতে তিনি কাজ না পেলে না পাবেন।”

তাঁর কর্মজীবনের এই অন্ধকার দিক সবার সামনে তুলে ধরার জন্য অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন॥



ব্রেন টিউ*মার নিয়েই চালাল হার না মানা লড়াই! ভারতের সবথেকে বেশি উচ্চতার মেয়েটা, খেলার ময়দান ছাড়েনি শত প্রতিকূলতায়॥📌...
30/08/2025

ব্রেন টিউ*মার নিয়েই চালাল হার না মানা লড়াই! ভারতের সবথেকে বেশি উচ্চতার মেয়েটা, খেলার ময়দান ছাড়েনি শত প্রতিকূলতায়॥📌

বাস্কেট বল কোর্টের লাইমলাইট যে কেড়েছে, সে হল ভারতের আরও এক গর্বিত মুখ পুনম চতুর্বেদী। তাঁর উচ্চতা ৭ ফুট, যা ভারতীয় নারীদের তুলনায় অনেকটাই বেশি।যে কারণেই সবার চোখের মধ্যমণি যেন সেই।

পুনমের মাথায় ব্রেন টি*উমার। সেই টিউমার নিয়ে খেলে চলেছেন উত্তরপ্রদেশের কানপুরের পুনম চতুর্বেদী।তিনি যেন লড়াইয়ের আরও এক অন্যতম নাম। ২৮ বছরের পুনম বর্তমানে কর্মরত ইস্টার্ন রেলের হাওড়া সেকশনের ক্ল্যারিকাল পোস্টে।

তাঁর বড় চেহারা তাঁর কাছে খেলা বাদে সব কিছুতেই সমস্যার এক বড় কারণ। সাধারণ যাত্রীবাহী বাসে চড়তে পারেন না তিনি তাঁর এই উচ্চতার কারণে। এমনকি ট্রেনের বার্থগুলো তাঁর কাছে ভীষণই ছোট। তার থেকেও বড় কথা, সবাই তাঁর দিকে অবাক চোখে তাকায় বলে তিনি অস্বস্তিবোধও করেন।গাড়িতে বসলে মাথায় ছাদ ঠেকে যায় পুনমের।

হাওড়ায় চাকরি করলেও, তিনি থাকেন বেহালার ঘোলসাপুর রেল কোয়ার্টারে। তাঁর জন্য ব্যবস্থা করা হয়েছে রেলের তরফ থেকে বিশেষ খাট। তিনি তাঁর ব্যক্তিগত যাতায়াত ও খেলতে যাওয়ার জন্য ব্যবহার করেন স্কুটি।

২০১৩ সালে তাঁর বয়স যখন মাত্র ১৫ বছর, সেই কিশোরী বয়সেই ধরা পড়েছিল ব্রেন টি*উমার।তারপর শুরু হয় চিকিৎসা। চিকিৎসা চলাকালীনও খেলার মাঠ ছাড়েননি তিনি।

তাঁর বাবা পুলিশে কর্মরত মা গৃহবধূ। মধ্যবিত্ত পরিবারেই জন্ম ছিল পুনমের। নুন আনতে পান্তা ফুরানো অবস্থা ছিল তাদের।বড় পরিবারের তাঁর বাবাই ছিল একমাত্র আয়ের উৎস। সেই অবস্থাতেই মেয়ের চিকিৎসা করাচ্ছিলেন বাবা।

মাত্র ১১ বছর বয়স থেকে হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায় পুনমের শরীরে। নানা ডাক্তার দেখালেও আটকাতে পারেনি তার অস্বাভাবিক বৃদ্ধি।সম্ভবত তিনি হলেন বিশ্বে সব থেকে লম্বা মহিলা।

শুধু উচ্চতা নয়, আরও একটা শারীরিক সমস্যা ছিল পুনমের। তাঁর মাথায় একটা টি*উমার তাঁকে শ্বাসক*ষ্টে ভোগাত। তবে শুধু ওষুধ খেয়েই তিনি এখন সুস্থ। পুনম জানান, ‘আমি এখন পুরো সুস্থ। দেশের জার্সিতে ট্রফি জেতাই একমাত্র স্বপ্ন।’তার উচ্চতা দেখলে যে কেউ তাজ্জব হয়ে যায়। তবে তার বাড়ির কেউই তার মতন লম্বা নয়।শুধু অস্বাভাবিক বৃদ্ধি নয়,মাথায় টিউ*মার হওয়ায় দুবার অপারেশন হয় পুনমের। অপারেশন হওয়ার পরও বাস্কেট বলে পারদর্শী সে।

পুনম পাণ্ডের মতো মানুষেরা সাধারণ মানুষের রোজনামচার জীবনযাত্রার লড়াইয়ের ইচ্ছেশক্তি যেন বহুগুণ বাড়িয়ে দেয়।


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আড়াই বছর পর জামিন পেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ॥
13/12/2024

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আড়াই বছর পর জামিন পেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ॥


মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ শিল্পের কারিগরের॥
09/10/2024

মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ শিল্পের কারিগরের॥

19/09/2024

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে তলব বাম যুব নেত্রীকে॥




19/09/2024

মৌসুনি দ্বীপের ট্যুরিস্ট কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড॥



22/08/2024

তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে পথে নামলেন অধ্যাপকরা॥




22/08/2024

রাজ্যের ফের অ্যাসিড হামলার শিকার তরুণী, আতঙ্কে গোটা পরিবার॥



22/08/2024

শহর কোলকাতার বুকে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড!



চুরি করতে এলাহি কান্ড!
22/08/2024

চুরি করতে এলাহি কান্ড!



22/08/2024

নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস রাজ্যপালের॥




22/08/2024

তিলোত্তমার বিচার চাইতে জন সাধারণের সাথে পথে পা মেলালেন সৌরভ-পত্নী॥




Address


Telephone

+918583963701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raise Of India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share