
22/10/2024
প্রকাশিত হয়েছে আমাদের নতুন ভিডিও--
সোনম ওয়াংচুকের ডাকে প্রাণ-প্রকৃতি-পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কোলকাতায় অনশন | Hunger Strike in Kolkata
ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হল।
Disclaimer: চ্যানেলের irregularity-র জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আশা রাখি ভবিষ্যতে নিয়মিত ভিডিও প্রকাশ করতে পারব। পাশে থাকবেন।
Description: শুধু জুনিয়র ডাক্তারদের অনশন নয়, গত ২রা অক্টোবর গান্ধী-জন্মজয়ন্তী থেকে ভারতের রাজধানীতে আরো একটি অনশন চলছে। সোনম ওয়াংচুক('থ্রি ইডিয়টস' সিনেমার 'ফুংশুক ওয়াংড়ু')-সহ লাদাখবাসী প্রাণ-প্রকৃতি-পরিবেশরক্ষা, হিমালয় পর্বত বাঁচানো ও লাদাখের বাসিন্দাদের স্বনিয়ন্ত্রণের অধিকার নিয়ে অনশনরত। এই অনশনমঞ্চ থেকে গত রবিবার ছিল সারা দেশব্যাপী নিজ-নিজ পদ্ধতিতে নিজ-নিজ দাবীতে প্রকৃতি-পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী পালনের ডাক।
শুধু লাদাখসহ হিমালয় নয়, আন্দামান-নিকোবরে সাড়ে ছ' লক্ষ গাছ-কাটা (আদানি গোষ্ঠীর বন্দর তৈরীর জন্য), ভারতের অন্যতম বড়ো ও প্রাচীন হাসদেওঁ অরণ্য কেটে সাফ-করা (আদানী গোষ্ঠীর হাতে কয়লা উত্তোলনের জন্য তুলে দিতে) ইত্যাদি প্রকৃতি-ধ্বংসের প্রোজেক্ট সরকারী পৃষ্ঠপোষকতায় নিশ্ছিদ্র পুলিশী পাহারায় এখন, এই মুহূর্তে হয়ে চলেছে। আর এদিকে প্রত্যেক বছর ঘূর্ণিঝড়-খরা-বন্যা- ভূমিকম্প-প্রজাতির বিলুপ্তি সবই বাড়ছে। প্রত্যেকদিন বাস্তুহারা হচ্ছেন অসংখ্য মানুষ। আদিবাসী অরণ্যচারী মানুষদের জীবন-সংস্কৃতি-ভাষা ধ্বংস হচ্ছে।
এসবই হয়ে চলেছে কিছু মুনাফাখোর বড়োলোকের মুনাফার যোগান অক্ষুণ্ণ রাখতে, সরকারপক্ষীয় বা বিরোধী সমস্ত ক্ষমতাশীল রাজনৈতিক কর্তাব্যক্তিদের সাথে তাদের যোগসাজশে। এর মধ্যে বর্তমান কেন্দ্রীয় সরকারের ভূমিকা সবথেকে জীবনবিরোধী, প্রকৃতিবিরোধী।
এত ধ্বংসের মাঝেও প্রকৃতিলগ্ন মানুষদের নাছোড়বান্দা লড়াই-ই নতুন করে বাঁচার সাহস জোগাচ্ছে। তা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় রক্ষার জন্য জড়ো হওয়া আদিবাসী মানুষের লড়াই-ই হোক, বা হাসদেওঁর আন্দোলন থেকে লাদাখের আন্দোলন। নির্মল জল-বাতাস-শৈশব তাদের দাবী।
সেই দাবীর সাথে সঙ্গতিপূর্ণভাবে সোনম ওয়াংচুকদের ডাকে সাড়া দিয়ে কোলকাতার কলেজ স্কোয়ারের সামনে প্রকৃতি আন্দোলনের সাথে যুক্ত কর্মী, সাধারণ শিক্ষার্থী থেকে প্রকৃতিপ্রেমী মানুষরা ২০শে অক্টোবর, রবিবার, ১২ ঘন্টার প্রতীকী অনশনে সামিল হলেন। তাদের কন্ঠে যেমন ধ্বংস রোখার অঙ্গীকার শোনা গেল, তেমনই শোনা গেল জীবনচর্যা বদলের আহ্বান, প্রকৃতিলগ্ন জীবন-সংস্কৃতি গড়ে তোলার ডাক।