Rebel Radio

Rebel Radio Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rebel Radio, Radio Station, KOLKATA.

Join us on YouTube and Facebook as we explore the resilience of the human spirit, to discover the rays of light breaking through deepest darkness, hope amidst adversity.

প্রকাশিত হয়েছে আমাদের নতুন ভিডিও--সোনম ওয়াংচুকের ডাকে প্রাণ-প্রকৃতি-পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কোলকাতায় অনশন | Hunger Strik...
22/10/2024

প্রকাশিত হয়েছে আমাদের নতুন ভিডিও--

সোনম ওয়াংচুকের ডাকে প্রাণ-প্রকৃতি-পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কোলকাতায় অনশন | Hunger Strike in Kolkata

ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হল।

Disclaimer: চ্যানেলের irregularity-র জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আশা রাখি ভবিষ্যতে নিয়মিত ভিডিও প্রকাশ করতে পারব। পাশে থাকবেন।

Description: শুধু জুনিয়র ডাক্তারদের অনশন নয়, গত ২রা অক্টোবর গান্ধী-জন্মজয়ন্তী থেকে ভারতের রাজধানীতে আরো একটি অনশন চলছে। সোনম ওয়াংচুক('থ্রি ইডিয়টস' সিনেমার 'ফুংশুক ওয়াংড়ু')-সহ লাদাখবাসী প্রাণ-প্রকৃতি-পরিবেশরক্ষা, হিমালয় পর্বত বাঁচানো ও লাদাখের বাসিন্দাদের স্বনিয়ন্ত্রণের অধিকার নিয়ে অনশনরত। এই অনশনমঞ্চ থেকে গত রবিবার ছিল সারা দেশব্যাপী নিজ-নিজ পদ্ধতিতে নিজ-নিজ দাবীতে প্রকৃতি-পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী পালনের ডাক।

শুধু লাদাখসহ হিমালয় নয়, আন্দামান-নিকোবরে সাড়ে ছ' লক্ষ গাছ-কাটা (আদানি গোষ্ঠীর বন্দর তৈরীর জন্য), ভারতের অন্যতম বড়ো ও প্রাচীন হাসদেওঁ অরণ্য কেটে সাফ-করা (আদানী গোষ্ঠীর হাতে কয়লা উত্তোলনের জন্য তুলে দিতে) ইত্যাদি প্রকৃতি-ধ্বংসের প্রোজেক্ট সরকারী পৃষ্ঠপোষকতায় নিশ্ছিদ্র পুলিশী পাহারায় এখন, এই মুহূর্তে হয়ে চলেছে। আর এদিকে প্রত্যেক বছর ঘূর্ণিঝড়-খরা-বন্যা- ভূমিকম্প-প্রজাতির বিলুপ্তি সবই বাড়ছে। প্রত্যেকদিন বাস্তুহারা হচ্ছেন অসংখ্য মানুষ। আদিবাসী অরণ্যচারী মানুষদের জীবন-সংস্কৃতি-ভাষা ধ্বংস হচ্ছে।

এসবই হয়ে চলেছে কিছু মুনাফাখোর বড়োলোকের মুনাফার যোগান অক্ষুণ্ণ রাখতে, সরকারপক্ষীয় বা বিরোধী সমস্ত ক্ষমতাশীল রাজনৈতিক কর্তাব্যক্তিদের সাথে তাদের যোগসাজশে। এর মধ্যে বর্তমান কেন্দ্রীয় সরকারের ভূমিকা সবথেকে জীবনবিরোধী, প্রকৃতিবিরোধী।

এত ধ্বংসের মাঝেও প্রকৃতিলগ্ন মানুষদের নাছোড়বান্দা লড়াই-ই নতুন করে বাঁচার সাহস জোগাচ্ছে। তা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় রক্ষার জন্য জড়ো হওয়া আদিবাসী মানুষের লড়াই-ই হোক, বা হাসদেওঁর আন্দোলন থেকে লাদাখের আন্দোলন। নির্মল জল-বাতাস-শৈশব তাদের দাবী।

সেই দাবীর সাথে সঙ্গতিপূর্ণভাবে সোনম ওয়াংচুকদের ডাকে সাড়া দিয়ে কোলকাতার কলেজ স্কোয়ারের সামনে প্রকৃতি আন্দোলনের সাথে যুক্ত কর্মী, সাধারণ শিক্ষার্থী থেকে প্রকৃতিপ্রেমী মানুষরা ২০শে অক্টোবর, রবিবার, ১২ ঘন্টার প্রতীকী অনশনে সামিল হলেন। তাদের কন্ঠে যেমন ধ্বংস রোখার অঙ্গীকার শোনা গেল, তেমনই শোনা গেল জীবনচর্যা বদলের আহ্বান, প্রকৃতিলগ্ন জীবন-সংস্কৃতি গড়ে তোলার ডাক।

স্বাধীনতার পর যে স্বাধীন ভারত রাষ্ট্র তৈরী হয়েছিল, সেই রাষ্ট্র পিতৃতান্ত্রিক ও পুরুষপ্রভুত্ববাদীই ছিল। আমাদের সংবিধানেও ...
31/05/2024

স্বাধীনতার পর যে স্বাধীন ভারত রাষ্ট্র তৈরী হয়েছিল, সেই রাষ্ট্র পিতৃতান্ত্রিক ও পুরুষপ্রভুত্ববাদীই ছিল। আমাদের সংবিধানেও পিতৃতান্ত্রিক নানা প্রবণতা স্পষ্ট। কিন্তু তবু আংশিক কিছু অধিকার, সুযোগ-সুবিধা ও নারী-পুরষ সমানাধিকারের সহায়ক কিছু আইনকানুন এদেশে চালু ছিল মোটামুটি ২০১৪ সাল পর্যন্ত। গত দশ বছরের ভারতবর্ষ কিন্তু সেই জায়গা থেকে নেমে গিয়েছে। আজকের ভারতরাষ্ট্র ও তার প্রধান শাসক শক্তি 'ফ্যাসিস্ট, পিতৃতান্ত্রিক, নারীবিদ্বেষী, হিংস্র ও যৌন হিংসাপরায়ণ' --- বললেন গত দশ বছর ধ'রে লিঙ্গবৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যুক্ত... বর্তমানে অর্থনীতির গবেষিকা... Mekhla Meghbalika।

আজ প্রকাশিত হয়েছে রেবেল রেডিও-র ভিডিও -- "ফ্যাসিবাদের মুখে ভারত : কেমন আছেন মেয়েরা?"

ভিডিওটি প্রয়োজনীয় মনে করলে আত্মীয়-বন্ধু-সহকর্মী ও অন্যান্য পরিচিত মানু্ষদের কাছে পৌঁছে দিন। আপনার সমালোচনা, বিরোধিতা, প্রশ্ন, পরামর্শ আমাদের পাথেয়। লিঙ্গবৈষম্যহীন, যৌন হিংসামুক্ত সমসমাজের দিকে দ্রুত পায়ে সবাই মিলে এগিয়ে চলব আমরা... এই আশা রাখি...

রেবেল রেডিও চ্যানেলটি সাবস্ক্রাইব ক'রে পাশের বেল আইকনটি প্রেস ক'রে দেবার অনুরোধ রইল।

ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে।

রেবেল রেডিও ইউটিউব চ্যানেলে দুটি পর্বে প্রকাশিত হয়েছে "প্রকৃতি-পরিবেশ ধ্বংসের বিপরীতে | বিশ্বপ্রাণের মুক্তির খোঁজে | পর্...
17/05/2024

রেবেল রেডিও ইউটিউব চ্যানেলে দুটি পর্বে প্রকাশিত হয়েছে "প্রকৃতি-পরিবেশ ধ্বংসের বিপরীতে | বিশ্বপ্রাণের মুক্তির খোঁজে | পর্ব-১, পর্ব-২"

পর্ব-১: https://youtu.be/xRIVrT4axW8?si=PQf_6ylv-al5oIRB

পর্ব-২: https://youtu.be/Xavl8tmpTcc?si=wppaoG_9cAEiaIsn

দক্ষিণপন্থার উত্থান ও প্রকৃতি ধ্বংসের গতিবৃদ্ধি কি সম্পর্কিত? দেশের বিভিন্ন প্রান্তের প্রকৃতি-পরিবেশরক্ষার আন্দোলনগুলি কি বার্তা দিচ্ছে? গণতন্ত্রের দাবির সাথে কেমন ভাবে জড়িয়ে প্রাণপ্রকৃতি রক্ষার দাবি? সমাজ রূপান্তরের রাজনীতিতে প্রকৃতি কি অক্ষ হয়ে উঠছে? এই সমস্ত প্রশ্ন নিয়ে রেবেল রেডিওর সাথে কথোপকথনে উপস্থিত ছিলেন Sourav Prokritibadi ।

কেমন লাগলো আপনাদের ভিডিওটি? দেখে অবশ্যই জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, সমালোচনা, পরামর্শ ছাড়া আমরা এগোতে পারব না।

আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন।

চ্যানেল লিঙ্ক: https://youtube.com/?si=ftCMGpGu6bm5EPuo

প্রকাশিত হয়েছে 'যোগগুরুর মুখোশে জালিয়াতি : রামদেব কেলেঙ্কারী | Patanjali Scam'ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হল।ভিডিওটি ...
08/05/2024

প্রকাশিত হয়েছে 'যোগগুরুর মুখোশে জালিয়াতি : রামদেব কেলেঙ্কারী | Patanjali Scam'

ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হল।

ভিডিওটি কেমন লাগলো আমাদের জানান। প্রয়োজনীয় মনে হলে মতামত দিন, আত্মীয়-পরিজন-বন্ধুদের পাঠান। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত, সমালোচনা, পরামর্শ আমাদের পাথেয়।

এরকম আরো কন্টেন্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন -- https://youtube.com/

"এই পৃথিবীতে যা কিছু বিদ্যমান, আমি চাই তার নির্মম সমালোচনা। নির্মম দু’টি অর্থে— সমালোচনা করে যা বেরিয়ে আসবে, সেখান থেকে ...
06/05/2024

"এই পৃথিবীতে যা কিছু বিদ্যমান, আমি চাই তার নির্মম সমালোচনা। নির্মম দু’টি অর্থে— সমালোচনা করে যা বেরিয়ে আসবে, সেখান থেকে সমালোচনা পিছিয়ে যাবে না; আর অবশ্যই সমালোচনা করতে গিয়ে ক্ষমতাশালীদের সঙ্গে অনিবার্য ভাবে যে সংঘাত ঘটবে, সেই সংঘাতে সে ভয় পাবে না"

গতকাল ৫ মে ছিল কার্ল হাইনরিখ মার্ক্সের ২০৭তম জন্মদিন। সেই উপলক্ষ্যে প্রকাশিত হল রেবেল রেডিও-র নতুন ভিডিও "২০৭তম জন্মদিনে মার্ক্স : ফিনিক্স ফিরে ফিরে আসে"

ভিডিও লিঙ্ক কমেন্টে।

আজ প্রকাশিত হল আমাদের নতুন ভিডিও"ধ্বংস আসন্ন? এসো ফিরে দেখি | Great Deluge Approaching? Let us Revisit"কেমন লাগলো মতামত ...
30/04/2024

আজ প্রকাশিত হল আমাদের নতুন ভিডিও

"ধ্বংস আসন্ন? এসো ফিরে দেখি | Great Deluge Approaching? Let us Revisit"

কেমন লাগলো মতামত জানান আমাদের। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই।

ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে।

ওষুধ না মৃত্যুফাঁদ? দায় কার? । Drug or Death Trap? Pharma Scam"প্রকাশিত রেবেল রেডিওর নতুন ভিডিও। আলোচ্য বিষয় কিন্তু আমার...
28/04/2024

ওষুধ না মৃত্যুফাঁদ? দায় কার? । Drug or Death Trap? Pharma Scam"

প্রকাশিত রেবেল রেডিওর নতুন ভিডিও। আলোচ্য বিষয় কিন্তু আমার-আপনার বেঁচে থাকার আশু প্রশ্ন...

দেখতে ভুলবেন না। প্রয়োজনীয় মনে হলে মতামত দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

ভিডিও লিঙ্ক কমেন্টবক্সে।

আপনি রাজনীতিতে আগ্রহী? হতে পারেন, নাও পারেন! কিন্তু আমাদের মাতৃভূমির নীতি-সংহতি আজ যেভাবে প্রশ্নের মুখে পড়েছে, স্বাধীনতা...
25/04/2024

আপনি রাজনীতিতে আগ্রহী? হতে পারেন, নাও পারেন! কিন্তু আমাদের মাতৃভূমির নীতি-সংহতি আজ যেভাবে প্রশ্নের মুখে পড়েছে, স্বাধীনতা-পরবর্তী ৭৭ বছরে তা আগে কখনো হয়নি...

প্রকাশিত হল রেবেল রেডিওর দ্বিতীয় ভিডিও "আসল বিচারক ভারতের জনগণ । People of India will give actual justice"।

দেখতে ভুলবেন না। প্রয়োজনীয় মনে হলে মতামত দিন... শেয়ার করুন... চ্যানেলটি সাবক্রাইব করুন।

ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে।

তপ্ত এই গ্রীষ্মে যখন শীতের দেশে তাপপ্রবাহ আর মরুরাজ্যে অতিবর্ষণের উল্টো নিয়মে ঘুরতে চলেছে ক্রুদ্ধ প্রকৃতি, তখন 'সুসভ্য' ...
24/04/2024

তপ্ত এই গ্রীষ্মে যখন শীতের দেশে তাপপ্রবাহ আর মরুরাজ্যে অতিবর্ষণের উল্টো নিয়মে ঘুরতে চলেছে ক্রুদ্ধ প্রকৃতি, তখন 'সুসভ্য' 'উন্নয়ন'-এর পাপে পাপী আমরা মুক্তি খোঁজার শুরুতে একবারও কি প্রশ্ন তুলবো না?

প্রকাশিত হল আমাদের নতুন ভিডিও "ধ্বংসের মুখে পৃথিবী - উদাসীন রাজনীতি। Apocalypse now - do politicians listen?"

ভিডিওটি দেখুন, প্রয়োজনীয় মনে হলে শেয়ার করুন, মতামত দিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

ভিডিও লিঙ্ক কমেন্টবক্সে দেওয়া হল।

Address

Kolkata

Telephone

+918918186699

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rebel Radio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rebel Radio:

Share

Category