11/06/2025
আপনারাও থাকতে পারেন কোলকাতার এই জমিদারবাড়িতে ! 🏰
কলকাতার বুকেই এমন এক রাজবাড়ি - যেখানে প্রতিটি কোনায় মিশে আছে ইতিহাসের গন্ধ, জমিদারদের ববুয়ানা, আর ব্রিটিশ আমলের ছোঁয়া।
এইবার জন্মদিনটা কাটালাম একটু অন্যরকম ভাবে – Raajkutir - IHCL SeleQtions এ, যা এক সময় ছিল জমিদার কালীপ্রসন্ন সিংহ-র বাড়ি। এখন কিন্তু এটি এক চমৎকার বুটিক ৫-তারকা হোটেল, যেখানে আধুনিক বিলাসিতা আর অতীতের রোমাঞ্চকর সময় আর বাঙালীর আটপৌরে সংস্কৃতি সুন্দর সহাবস্থান করে।
📍 লোকেশন – সল্টলেক ফুলবাগান, EM বাইপাসের পাশে
🏛️ এক্সপেরিয়েন্স – কলকাতার একদম প্রাণকেন্দ্রে হলেও শহরের কোলাহল থেকে বহু দূরে, এ যেন টাইমমশিনে করে রাজবাড়ির courtyard এ এসে পড়া। আধুনিকতার সাথে Taj এর হেরিটেজ স্বাদের স্পর্শ, ঢোকার সাথে সাথে দূর্বা-চন্দন দিয়ে আমাদের সুস্বাস্থ্য ও prosperity র প্রার্থনা করে অভ্যর্থনা করা, ওনাদের আতিথেয়তা, East India Room restaurant এর দারুণ বাঙালি খাবারের গন্ধ, সন্ধ্যারতির পর চা-ঝালমুড়ি – সব মিলিয়ে এবারে দেবশ্রীর জন্মদিন টা বেশ হলো !
💰 খরচ - ৫ তারকা luxury staycation হিসেবে খরচ বেশ সাধ্যের মধ্যেই।
Superior Room - অতিথি - ₹৬০০০/- থেকে শুরু
এর পর Deluxe, Premium Room (with or without balcony), Premium Suite Room - এর খরচ রুম ক্যাটাগরির উপর নির্ভর করে ₹১৪,৪৫০/- পর্যন্ত হতে পারে।
আপনার সাধ ও সাধ্যমত।
Taj members অবশ্যই এর উপর discount ও অন্যান্য benefits ও পেয়ে যাবেন 🌟😍
আমরা book করেছিলাম Deluxe Room with Balcony যেটা ওনারা auto-upgrade করে দেন Premium room with Balcony!
Booking এর খরচ ছিলো ₹৭,৬০০/- (tax নিয়ে with members’ discount )
এছাড়াও food, beverages , spa বা অন্য যেকোনো service এ ২৫% ডিসকাউন্ট ছিলো ।
🍽️ In-house restaurants :
East India Room - serves Colonial Bengali Cuisine
The Swig - Lounge & Oriental
Loafer’s Cafe - bakery items & casual cafe ☕️
✨ Recommendations : আমাদের এর recommendation অবশ্যই East India Room এর
Kolkata Bhetki Fish Fry
Dhakai Morog Polao
Mutton Dakbunglow
Avocado Salad
Complimentary breakfast তো আছেই - কব্জি ডুবিয়ে ভুরিভোজ 🤩😍
আরো ভালো ব্যাপার হলো এখানে daycation বা lunch/dinner ও প্ল্যান করতে পারেন ।
📸 আমাদের কিছু ভালোলাগার মুহূর্ত আর সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করছি -
https://youtu.be/9YEGjX_t7Rc?si=9Ql17ahz01DeeOrO
বাকি গল্প ছবির caption এ 🤩
👇 কেমন লাগল জানাবেন ! এরকম আরও অনেক অভিজ্ঞতার জন্যে follow our page & subscribe to our YouTube channel ❤️