24/03/2024
২৩ ও ২৪ মার্চ কলকাতা ময়দানে অনুষ্ঠিত হল ,,কলকাতা বসন্ত উৎসব ২০২৪। তারী প্রস্তুতি কয়েক দিন ধরেই চলছিল ময়দান মাঠে, সুন্দর একটি পরিবেশকে কেন্দ্র করে এই বসন্ত উৎসব পালিত হলো আগামীকাল সকাল থেকেই, তাই চলছে পুরোদমে ব্যস্ততা মাঠ সাজানোর কাজ, বিভিন্ন জেলা থেকে ফটোগ্রাফার ,মডেল এবং কনটেস্টরা উপস্থিত ছিলেন ,তার সাথে সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন নামিদামী অতিথিবৃন্দ ৷ তারাএইসকল কনটেস্ট দের হাতে সম্মান তুলে দিলেন ৷ এই সম্মান চলেছে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৷এই বৎসর ১১তম বছরে পদার্পণ করল এই উৎসব৷দর্শকদের জন্য একটু অন্য রূপ দিলেন কর্ণধার জয়ন্ত দাস গুপ্ত দা তিনি একটা কথাই বারবার বলেন, এই কাজ আমার একার পক্ষে করা সম্ভব নয় ,আমার সাথে আমার সহকর্মীরা যদি না থাকে তাহলে এই অনুষ্ঠান সম্পূন্ন করা সম্ভব নয় তাদেরকে ধন্যবাদ জানাই ,তারা সব সময় আমার পাশে থাকার জন্য, আর ধন্যবাদ জানাই এখানকার প্রশাসনকে, যারা আমাকে অতপ্রত ভাবে সহযোগিতা করে চলেছেন ১০ বছর ধরে ৷ সকাল থেকেই ময়দান মাঠ ভরে উঠেছে রংবে রঙের আবির আর তার সাথে সাথে কন্টেস্টের আনাগোনা , বসন্ত উৎসবের সুন্দর মুহূর্ত গুলো সবার সামনে তুলে ধরার জন্য। থাকল নাচ, গান র্যাম্প শো, ডান্স,পুরুলিয়ার ছৌ নাচ,বাউল গানের আসর দর্শকদের মন ভরিয়ে তুলেছে এই ময়দান মাঠ। আর রং এর মাধ্যমে ফুটে উঠেছে বসন্তের ফুল।
....... রিপোর্টার দেবব্রত কোঁচ ........