Sangeeta Maity

Sangeeta Maity Singer

06/06/2025

তোমার আলোয় নাই তো ছায়া,আমার মাঝে পায় সে কায়া🙏🙏

24/04/2025

#আজযেমন #রবীন্দ্রসঙ্গীত

24/04/2025

#আজযেমনকরে #রবীন্দ্রসঙ্গীত

03/02/2025

অনন্ত ব্রহ্মাণ্ড ,এক সুবৃহৎ কর্মশালা। সুগভীর বিশালতা নিয়ে, যে বিরাজমান। তার তল নেই অন্ত নেই! বড় বিস্ময় জাগে নিজেকে এই...
12/01/2025

অনন্ত ব্রহ্মাণ্ড ,এক সুবৃহৎ কর্মশালা। সুগভীর বিশালতা নিয়ে, যে বিরাজমান। তার তল নেই অন্ত নেই! বড় বিস্ময় জাগে নিজেকে এই অনন্ত ব্রহ্মাণ্ডের অংশ ভাবলে...সংশয় হয় এই ব্রহ্মাণ্ডের এক ক্ষুদ্র অংশ কী আমি?!নাকি ব্রহ্মাণ্ডই বিরাজমান অন্তরে, বিরাজমান বিশ্বেশ্বর।
অনুভূত হয় না,জীবনের জটিলতায় সেই সারল্য কোথায় হারিয়েছে...আশ্রয় হয়ে ওঠা হয়নি কখনও, কারোর।

স্বামী বিবেকানন্দ পেরেছিলেন। বটবৃক্ষ হয়ে উঠতে...আশ্রয় হয়েছিলেন....তিনি আসলেই তাঁর অন্তর বাহিরে বিশ্ব ব্রহ্মান্ডকে ধারণ করেছিলেন।

Song - মহাবিশ্বে মহাকাশে Mohabiswe mohakasheRabindra SangeetSinger - Sangeeta Maity ...

04/01/2025

বছর শুরু হলো রবিঠাকুরের গান সঙ্গী করে.....

সঙ্গীত মেলা 2024-25

02/12/2024

রাগ: কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন মিছে ভালবাসা
মন দিয়ে মন পেতে চাহি
ওগো, কেন মিছে এ দুরাশা॥

হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,
নয়নে সাজায়ে মায়ামরীচিকা
শুধু ঘুরে মরি মরুভূমে।
ওগো, কেন মিছে এ পিপাসা॥

আপনি যে আছে আপনার কাছে,
নিখিল জগতে কী অভাব আছে।
আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,
কোকিলকূজিত কুঞ্জ
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়--
এ কী ঘোর প্রেম অন্ধরাহু-প্রায়
জীবন যৌবন গ্রাসে।
তবে কেন মিছে এ কুয়াশা॥

তালবাদ্য- Kanchan Pramanik

শরৎ আসে নদীর পাড়ে কাঁশের ঝাড়ে শুভ্রতায় শরৎ আসে চাঁদনি রাতে  জোছনামাখা মত্ততায় । শরৎ আসে ধবল মেঘে  স্নিগ্ধ ছায়ার মুগ্ধতায়...
03/10/2024

শরৎ আসে নদীর পাড়ে
কাঁশের ঝাড়ে শুভ্রতায়
শরৎ আসে চাঁদনি রাতে
জোছনামাখা মত্ততায় ।

শরৎ আসে ধবল মেঘে
স্নিগ্ধ ছায়ার মুগ্ধতায়
শরৎ আসে দিন যাপনে
সহজ সরল শুদ্ধতায়।

শরৎ আসে অরুণ আলোয়
হংস মিথুন বলাকায়
শরৎ আসে মর্ত্যলোকে
বদলে দিয়ে অলকায়।

শরৎ আসে বিলে ঝিলে
শাপলা শালুক পদ্মকায়
শরৎ আসে উঠোন জুড়ে
শিউলী ফুলের গালিচায়।

শরৎ আসে ঢাকের বাদ্যে
হিন্দোলে প্রাণ মন্দিরায়
শরৎ আসে শুভ্র সূচি
মন উদাসী ছন্দিতায়।......🌿🌿

কোনো এক শরতে গাওয়া গানটি আবার share করলাম বন্ধুদের জন্য।

26/08/2024

I gained 303 followers, created 5 posts and received 117 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Sangeeta Maity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share