10/08/2025
৮ আগস্ট আন্তর্জাতিক সাহিত্য- সাংস্কৃতিক সংগঠন ' খোলা চিঠির ' আয়োজিত বাইশে শ্রাবণের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক ড: সমীর শীল । সকল অতিথিবর্গকে উত্তরীয় পরিয়ে ও মেমেন্ট দিয়ে সম্মানিত করা হয়। প্রধান অতিথি ড: সমীর শীল মহাশয় কে খোলা চিঠির তরফ থেকে কৃত্তিবাস পুরস্কারে সম্মানিত করা হয়। সকালের রাখি বন্ধন উৎসব থেকে শুরু করে গান কবিতা বসেছিল জমজমাটি আসর । তার সাথে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে কাটানো শেষ কিছু দিনের স্মৃতিচারণ । উপস্থিত ড: সমীর শীল মহাশয় বলেন, রবীন্দ্র নাথ ছিলেন আলোর মানুষ। তিনি তাঁর অজস্র অমৃত সমান সাহিত্য সৃষ্টি কবিতা গান নৃত্য নাট্য প্রভৃতি স্বতঃ আলোক বিচ্ছুরিত উপাদান আমাদের বাংলা ভাষার জন্য বাঙালির জন্য রেখে গেছেন। এই বাইশে শ্রাবণ তাই আলোকে আলোকিত হবার দিন, উত্তরনের দিন। তিনি বলেন আসুন আমরা সবাই আলোয় থাকি,ভালোয় থাকি, বাংলায় থাকি, বাঙালিয়ানায় থাকি এবং অবশ্যই রবীন্দ্রনাথে থাকি। তিনি আরো বলেন,রবি ঠাকুরের জীবনের শেষ দিন গুলোর কথা। । রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাইশে শ্রাবণ এই দিনটিকে তাকে স্মরণ করে তার কথা বলে খোলা চিঠির আয়োজকরা যে দায়িত্ব পালন করলেন তা সত্যি প্রশংসা দাবি রাখে ।