Satabdiz

Satabdiz This is a page where I am going to talk about some activities whether very special or ordinary. I will try to update different events as they evolves ...

সকাল থেকে কিছু মানুষের কীর্তি কলাপ দেখে আমি রীতিমত বিরক্ত। শোক প্রকাশ করির সময় ও এত লোকটার টানার ইচ্ছা। মেয়েটা কে ট্যাগ...
25/08/2025

সকাল থেকে কিছু মানুষের কীর্তি কলাপ দেখে আমি রীতিমত বিরক্ত। শোক প্রকাশ করির সময় ও এত লোকটার টানার ইচ্ছা। মেয়েটা কে ট্যাগ করে ছবি সহ হাজারো পোস্ট করেই চলেছেন। কেনো ভাই সমব্যথী হতে গেলে কি মেয়েটার ছবি দিয়ে ট্যাগ করতেই হবে? আচ্ছা
আপনারা কি ওকে একটু সুস্থ দেখতে চান না? ও বাড়ি ফিরে আপনাদের pic post গুলো দেখবে। আবার ভেঙে পড়বে। ওর মানসিক ও শারীরিক সুস্থতার কথা ভেবে ই এমন tag post করা থেকে বিরত থাকুন please.🙏🙏🙏

আমরা সবার সামনে পরকীয়া নিয়ে নাক সিঁটকোই। কিন্তু কাল ধূমকেতুর trailer launch event  আর তার পরবর্তীতে fbপোস্টের রমরমা দে...
05/08/2025

আমরা সবার সামনে পরকীয়া নিয়ে নাক সিঁটকোই। কিন্তু কাল ধূমকেতুর trailer launch event আর তার পরবর্তীতে fbপোস্টের রমরমা দেখে মনে হচ্ছে আজ ও কিছু মানুষ নস্টালজিয়া এর দোহাই দিয়ে পরকিয়া কেই যেন সমর্থন করছে।ওরে বাবা আপনারা কি বুঝেও বোঝেন না। কাল যা দেখলেন, বলা ভালো যতটুকু দেখানো হল এটা সব ই movie এর promotional part মাএ। নিজেদের মানসিক সুস্থতা কাম্য হলে অযথা অন্যের জীবন নিয়ে আদিখ্যেতা করা ব্ন্ধ করুন। কে কাকে block করল বা unblock করল । তাতে আমার আপনার মত সাধারণ মানুষের কী? মুভি তো সিনেমা হলে চলবে। সেটাই বরং enjoy করি।তার জন্য অন্য কারুর ব্যক্তিগত জীবনের নাটক নিয়ে এত হইচই করার কি আছে?

পুনশ্চ Past মানে ছিল
আর
Present মানে যা আছে।

💥 পরকীয়া: একটি আত্মঘাতী প্রতারণার নাম-একটি সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে—বিশ্বাস, সহানুভূতি, দায়িত্ব আর ভালোবাসার ভিত্তিতে গ...
04/08/2025

💥 পরকীয়া: একটি আত্মঘাতী প্রতারণার নাম-

একটি সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে—বিশ্বাস, সহানুভূতি, দায়িত্ব আর ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠে একটি সংসার। কিন্তু সেই সম্পর্ক ধ্বংস হতে সময় লাগে না। কখনো সেটা হয় চিৎকারে, কখনো নীরব বিশ্বাসঘাতে। পরকীয়া ঠিক তেমনই এক বিশ্বাসঘাতকতা, যা আসলে কোনো হঠাৎ ঘটে যাওয়া “ভুল” নয়। এটা একটি সম্পূর্ণ সচেতন সিদ্ধান্ত, যা কেউ ইচ্ছা করেই নেয়। অনেকে এটাকে আবেগের নাম দিয়ে ঢাকতে চায়, কেউ বলে ভুলে হয়েছে—কিন্তু আসলে এটি নিজের লালসা ও স্বার্থপরতার নগ্ন প্রকাশ।

প্রথমে আসে অজুহাত। "আমার স্ত্রী স্মার্ট না", "স্বামী সময় দেয় না", "বিয়েটা জোর করে হয়েছে", "মানসিক মিল নেই", "আমি ভালোবাসা পাচ্ছি না"—এসব কথা নিজের অন্তরের সান্ত্বনার জন্য বলা হয়, কিন্তু বাস্তবতা হলো, সম্পর্ক শুরুতে সেই মানুষটিকেই তো ভালোবেসে ঘর বেঁধেছিলেন। তার সাথেই কাটিয়েছেন অনেক সুন্দর মুহূর্ত, হয়তো একটি সন্তানও এসেছে এই সম্পর্কের ফসল হিসেবে। তাহলে এখন হঠাৎ কেন সেই মানুষটিকে অসহনীয় মনে হচ্ছে? সত্যি বলতে কি, এটি সম্পর্কের সমস্যা নয়, এটি নিজের মনের দুর্বলতা আর বিবেকের অসুস্থতা।

আধুনিক যুগে পরকীয়া এখন শুধু শারীরিক সম্পর্কেই সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম, ইনবক্স, গোপন চ্যাট, ভার্চুয়াল মেসেজ—এসবের মাধ্যমে শুরু হয় এক ধরনের ডিজিটাল পরকীয়া। অনেক সময় একজন মানুষ ঘরে তার সঙ্গীর সঙ্গে হাসিমুখে সংসার করছে, সন্তান নিয়ে ছবি দিচ্ছে, অথচ গোপনে তৃতীয় কারো সঙ্গে গড়ে তুলছে এক গভীর, অথচ অশুভ সম্পর্ক। এটি শুধু প্রতারণা নয়, এটি নিষ্ঠুরতা। কারণ আপনি তখন সেই মানুষটিকে ঠকাচ্ছেন, যে চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করে যাচ্ছে।

সবচেয়ে ভয়াবহ দিক হলো, এই মানুষগুলো দ্বিচারিতা করে—একদিকে সংসার বাঁচিয়ে রাখার মুখোশ পরে, অন্যদিকে নিজের সুবিধামতো গোপন আনন্দ খুঁজে বেড়ায়। অথচ যে জীবনসঙ্গী আপনাকে প্রতিদিনের রুটিনে সময় দেয়, যিনি অসুস্থ হলে রাত জাগেন, যিনি সংসার টিকিয়ে রাখেন, তাকে আপনি তার অজান্তে বিশ্বাসঘাতকতার চরম শাস্তি দিচ্ছেন। ভাবুন, যদি উল্টোটা হতো? আপনি সেই অবস্থানে থাকতেন, তখন কেমন লাগত?

পরকীয়া আসলে একটি মানসিক দুর্বৃত্ততা। এটি বোঝার মতো নয়, অনুভব করার মতো নয়—এটি প্রতিরোধ করার মতো। যদি একজন মানুষ সত্যিকার অর্থে তার সঙ্গীকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাহলে তিনি কখনোই এমন পথে হাঁটেন না। কারণ সম্পর্ক মানে শুধু ভালো লাগা নয়, এটি ত্যাগ, বোঝাপড়া, সংকটে পাশে থাকার অঙ্গীকার। আপনি যদি সেই অঙ্গীকার রাখতে না পারেন, তাহলে আপনিও সম্পর্কের যোগ্য নন।

সম্পর্ক পুরনো হয়ে গেলে ফেলে দেওয়া যায় না, যেমন পুরনো হয়ে যাওয়া মা-বাবা, ভাই-বোন, কিংবা শৈশব ফেলে দেওয়া যায় না। ভালোবাসা মানে "নতুন কাউকে খোঁজা" নয়, বরং "পুরোনোকে নতুনভাবে ভালোবাসা শেখা"। পরকীয়া সেই ভালোবাসাকে অসম্মান করে, সম্পর্কের পবিত্রতাকে কলুষিত করে। তাই পরকীয়াকে কোনো আবেগ দিয়ে ঢাকবেন না। এটিকে দেখুন যেমনটি এটি আসলে—একটি চরিত্রহীন আত্মঘাতী পাপ, যা একসময় নিজেকেই ধ্বংস করে দেয়।

পরকীয়া কারো জীবনে ‘হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা’ নয়—এটি একটি ‘ইচ্ছাকৃত অপরাধ’। যদি ভালোবাসতে না পারেন, তাহলে অন্তত ঠকাবেন না। কেউ যদি আপনাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখেন, তার সেই বিশ্বাসের মূল্য দিতে না পারলে আপনি শুধু একজন প্রতারক নন, আপনি একজন বিশ্বাসঘাতক। সম্পর্ক গড়ে তুলুন বিশ্বাসে, ভাঙবেন না নিজের খামখেয়ালিতে।

এই Post টি collected from facebook.. কিন্তু তাতে কি? কথা গুলো ভীষণ ভাবে প্রাসঙ্গিক।

আজকের পোস্ট টি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল 🙏😍❤️।

Subscribe my channel
👉https://www.youtube.com/c/satabdishee

Follow me on Facebook https://www.facebook.com/satabdishee

Follow me on Instagram,🙋 https://instagram.com/satabdiz








03/08/2025

বৃষ্টির দিনে PTM।বাড়ি ফেরার পথে একটু পেটপূজো আর অল্প pujo Shopping

সম্পর্কে ঝগড়া নয়, নীরবতা ভয়ঙ্কর:একটি সম্পর্কে ঝগড়া হওয়াটা অস্বাভাবিক নয়। বরং যেখানে ভালোবাসা আছে, সেখানে মতের অমিল, রাগ-...
31/07/2025

সম্পর্কে ঝগড়া নয়, নীরবতা ভয়ঙ্কর:

একটি সম্পর্কে ঝগড়া হওয়াটা অস্বাভাবিক নয়। বরং যেখানে ভালোবাসা আছে, সেখানে মতের অমিল, রাগ-অভিমান—এসব হতেই পারে। কিন্তু যে জিনিসটা বিপজ্জনক, তা হলো—ঝগড়ার পর একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়া। এই নিরবতা আসলে সম্পর্কের সবচেয়ে নীরব ঘাতক।

প্রথমদিকে হয়তো মনে হবে, "চুপ করে থাকলে পরিস্থিতি ঠান্ডা হবে"—কিন্তু আসলে সেটা ধোঁয়াশা তৈরি করে। যখন দু’জন মানুষ একে অপরের অভিমানে মুখ ফিরিয়ে নেয়, তখন তাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে যায়। এই দেয়াল হয়তো চোখে দেখা যায় না, কিন্তু তা প্রতিদিন একটু একটু করে দৃঢ় হতে থাকে।

আর এই দূরত্বই একসময় জন্ম দেয় অহংকারের—যেখানে নিজের দিক থেকে না এগিয়ে গিয়ে অপেক্ষা করা হয়, কে আগে কথা বলবে। সম্পর্ক তখন আর আবেগ দিয়ে নয়, ইগোর পর্দায় ঢাকা পড়ে যায়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, এই ফাঁকা জায়গায় মাঝে মাঝে তৃতীয় কেউ ঢুকে পড়ে, যাকে হয়তো আগে কেউ ভাবেইনি। সে শুধু সুযোগ খোঁজে—আপনার নীরবতার, আপনার দুর্বল মুহূর্তের।

তাই ভুল করে হলেও চুপ করে থাকবেন না। বরং কথা বলতে বলতে ঝগড়া করুন। রাগ হোক, অভিমান হোক—সবই প্রকাশ্যে আসুক কথার মধ্য দিয়ে। হয়তো ঝগড়া কিছুটা বাড়বে, কিন্তু সেই কথার মধ্যেই কখন যেন রাগ গলে গিয়ে ক্ষমা আসে, বোঝাপড়া গড়ে ওঠে। সম্পর্কের গভীরতা তখনই বাড়ে, যখন ঝগড়ার মাঝেও দু’জন একে অপরকে হারাতে না চাওয়ার চেষ্টা করে।

মনে রাখবেন, ভালোবাসা মানে কখনোই নিখুঁত হওয়া নয়, বরং ভুল বোঝাবুঝির মাঝেও হাতে হাত রেখে পথ চলা। আর সেই পথ চলার প্রথম শর্তই হলো—যোগাযোগ। কথা বন্ধ করে নয়, কথা বলেই সমস্যার সমাধান হয়। সম্পর্ক বাঁচে তখনই, যখন "চুপ থাকা" নয়, বরং "শোনার চেষ্টা" করা হয়।








❤️

নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো।মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে। ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গ...
30/07/2025

নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো।মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে। ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভাল হয়ে যাবে...







Insight cosmetic Glide On Lipliner Shade no-14 Glow upLike this shade..it's so pigmented.
29/07/2025

Insight cosmetic Glide On Lipliner
Shade no-14 Glow up

Like this shade..it's so pigmented.







It's Museum time..
24/07/2025

It's Museum time..

Address

Kolkata
700150

Alerts

Be the first to know and let us send you an email when Satabdiz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satabdiz:

Share