Satabdiz

Satabdiz This is a page where I am going to talk about some activities whether very special or ordinary. I will try to update different events as they evolves ...

09/07/2025
"আমার ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক, যত্ন করুক, শুধু 'আমার মানুষ' হয়ে থাকুক। ভালোবাসার ...
28/06/2025

"আমার ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক, যত্ন করুক, শুধু 'আমার মানুষ' হয়ে থাকুক। ভালোবাসার বেলায় এর চেয়ে বেশি চাওয়া আমার ছিলো না।

আমি ভাবতাম, পৃথিবীটা অনেক সহজ, সুন্দর। আমি কারো জন্য এফোর্ট দিলে তার বিনিময়ে আমার জন্যও সে এফোর্ট দিবে। কাউকে আমি ভরসা করলে, সেই মানুষটাও আমার ভরসার মূল্য দিবে। আমি চোখ বুজে বিশ্বাস করতাম, আমি কারো সাথে অন্যায় না করলে আমার সাথেও কেউ অন্যায় করবে না।

পৃথিবী আমাকে খুব নিষ্ঠুরভাবে বুঝিয়েছিলো, জীবনটা আসলে ভয়ংকর রকমের আনফেয়ার। এখানে নিজের সবটুকু উজাড় করে দিয়েও কারো ভালোবাসা পাওয়া যায় না, এখানে অন্যায় না করলেও বিনিময়ে যাবজ্জীবন সাজা পেতে হয়, এখানে অনেক ভরসার ভালোবাসার মানুষও ভীষণ ঠাণ্ডা মাথায় অমানবিক কষ্ট দেয়, দিতেই থাকে।

একটা সময় আমি আফসোস করতাম, অভিযোগ করতাম। তারপর বুঝলাম, আফসোস কিংবা অভিযোগে নিয়তি বদলায় না। আমাদের জীবনে কোনো UNDO বাটন নাই, কোনো টাইম মেশিন নাই। আমাদের অতীত বদলানো যায় না, চাইলেও কোনো ভুল মুছে দেওয়া যায় না।

হাজারো কান্না, হাজারো শাস্তি, নিরন্তর আফসোস, অপরাধবোধ, আক্ষেপ কিংবা অভিযোগেও কোনো কিছু এক বিন্দু বদলানো যায় না।

শেষমেশ জীবন আমাকে শীতল কণ্ঠে বলেছে মেনে নিতে। আমি মেনে নিয়েছি। কোনো প্রকার যদি, কিন্তু, কেন - ছাড়াই মেনে নিয়েছি।

আমি মেনে নিয়েছি, হলুদ খামে স্থায়ী ঠিকানার জায়গাতে যে ঠিকানা লেখা হয় - সেই ঠিকানা ছেড়েও মাঝে মাঝে চলে আসতে হয়; জীবনের প্রয়োজনে, নিয়তির স্ক্রিপ্ট মেনে কিংবা অসুখে ধুঁকে ধুঁকে নিঃশেষ হয়ে যাওয়া ঠেকাতে।

আমার এক বিন্দু অভিযোগ কিংবা আফসোস নেই। কারণ আমার খুব প্রিয় একটা লেখাতে আমি লিখেছিলামঃ

দিনশেষে আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে জীবনের সমস্ত ঠিকঠাক হিসেব নিকেশের ভুলভাল মরে যাওয়া দেখি। ডিঙি নৌকাটা ঘুরে যায় অন্য দিকে, আমরা শুধু দেখি। আমরা দর্শক, আমরা অসহায় যাত্রী। আমরা নিজেকে মাঝি ভাবি। আমরা আসলে মাঝি নই, আমরা কখনোই মাঝি ছিলাম না।

নিজের জীবনটাকে প্রায়শই দর্শকের সারিতে বসে দেখতে হয়। দর্শকের চাওয়াতে জীবনের কোনো দৃশ্য থেমে যায় না, কোনো কাহিনী বদলায় না, চলতে থাকে নিয়তির স্ক্রিপ্ট মেনে।

আমার জীবনের একটা বড় অধ্যায় শেষ হয়েছে। সেই অধ্যায়টা চাইলেই অনেক লম্বা হতে পারতো। হ্যাঁ, 'চাইলেই'। কিন্তু স্রষ্টা কিংবা স্রষ্টার তৈরি করা মানুষ - কেউই তা চায় নি। বছরের পর বছর যন্ত্রণা টেনে নিয়ে হ্যাপি এন্ডিং নামক মরীচিকার পিছু ছুটে যাওয়ার মতো বোকামি আর হয় না। তাই কোনো কোনো উপন্যাস মাঝপথেই শেষ হয়, শেষ করে দিতে হয়।

দিনশেষে অমোঘ সত্যি আসলে ওটাইঃ

No matter how much we try, no matter how much we want, no matter how much we pray for it... Some things are not meant to be! Some things are not meant to be!

And that's okay. That's absolutely okay.

আমার গোটা জীবন আমি ফ্রাঞ্জ কাফকার একটা কথা বুকে ধারণ করে বেঁচে আছি এবং বেঁচে থাকবো। সেই কথাটা দিয়েই লেখাটা শেষ করি।

“Everything you love will probably be lost but in the end, love will return in another way."

Dear Kafka, I believe you. I will always believe you!"

🖊️এম রেহমান আশিক

22/06/2025

মধুবনী আর্ট ফর্ম টাই সুন্দর।

22/06/2025

We are ready for Shaky Shaky dance

মা হওয়া মানেই সার্থক নারী? শাঁখা-পলা না পরলে ভালবাসা কম?আজকাল অনেকেই বলে, “মা হওয়া একটা এচিভমেন্ট।” যেন এটা একটা ট্রফি...
20/06/2025

মা হওয়া মানেই সার্থক নারী? শাঁখা-পলা না পরলে ভালবাসা কম?

আজকাল অনেকেই বলে, “মা হওয়া একটা এচিভমেন্ট।” যেন এটা একটা ট্রফি,যেটা না পেলে নারীজীবন অসম্পূর্ণ! কিন্তু প্রশ্ন হচ্ছে,যাঁরা মা হতে পারেননি? বা যাঁরা হতে চাননি? তাঁরা কি নারী নন? তাঁদের জীবন কি কম সম্পূর্ণ?
নারী হওয়ার মানে শুধু একজনের মা হওয়া নয়। নারী হওয়া মানে একজন সম্পূর্ণ মানুষ হওয়া, নিজের মতো করে বাঁচা, নিজের সিদ্ধান্তে চলা, নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়া।

মা হওয়া গর্বের হতে পারে, ঠিক যেমন না হওয়াটাও হতে পারে সচেতন, সম্মানযোগ্য একটি সিদ্ধান্ত। দুই অবস্থাতেই নারী সম্পূর্ণ, সম্মানযোগ্য। কাউকে ছোটো করে, কাউকে বড়ো করে দেখার মানেই নেই।

আর শাঁখা-পলা? সেটা একটা অলংকার। একে ঘিরে এমন একটা সমাজ বানানো হয়েছে যেন ওটা না পরলে তুমি কম বিবাহিতা, কম গৃহিণী।
শাঁখা-পলা পরা না-পরার সঙ্গে কারও স্বামীর ভালোবাসার কোনও সম্পর্ক নেই। সম্পর্ক নির্ভর করে ভালোবাসার ওপর, আস্থার ওপর, বিশ্বাসের ওপর , পারস্পরিক সম্মানের ওপর।

আজকের সমাজে এই দুই জিনিস.. মা হওয়া আর শাঁখা-পলা, দুটোকেই মেয়েদের বিচার করার মাপকাঠি বানিয়ে ফেলা হয়েছে। কিন্তু নারীর ক্ষমতা, নারীজীবনের অর্থ এগুলোর অনেক গভীর মানে আছে।
একজন নারী কেবল তাঁর সন্তান বা শাঁখা-পলার পরিচয়ে সীমাবদ্ধ নন, তিনি একজন মানুষ, তার শিক্ষা, তার জীবনবোধ, তার সিদ্ধান্ত, তার অর্জন, এটাই তার পরিচয়।

Copy

আমি নিখুঁত না, মানুষ পুরোপুরি নিখুঁত হয়না। আমি পরিপূর্ণ না, পুরোপুরি পূর্ণতা খুব কম মানুষের জীবনেই আসে। আমি খুব বেশি ভাগ...
17/06/2025

আমি নিখুঁত না, মানুষ পুরোপুরি নিখুঁত হয়না। আমি পরিপূর্ণ না, পুরোপুরি পূর্ণতা খুব কম মানুষের জীবনেই আসে। আমি খুব বেশি ভাগ্যবান, বা দূর্ভাগা কোনোটাই না।

আমি ভুল করি, আমি অনেক সময় অন্যায় ও করে বসি। কিছু কিছু সময় আমার অপরাধবোধের ওজন অপরাধের চেয়ে বেশি হয়ে যায়। আমি অনুভব করতে পারি, করি।

তবে এইসকল হিসেবনিকেশ শেষে আমি নিজেকে ভালবাসতে পারি। কারণ আমি গিল্টি ফিল করি; আমি মন খারাপ করি, অনুতপ্ত হই। নিজের ভুল মেনে নেই, ভুল সংশোধন করার চেষ্টা করি।

আমি আমাকে জানি, আমি আমাকে বুঝি। তাই সবশেষে নিজের প্রতি সন্তুষ্ট থাকতে পারি, মন খুলে হাসতে পারি।

Writer - Ashraf Ahmed 🙏





Address


Alerts

Be the first to know and let us send you an email when Satabdiz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satabdiz:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share