Abdullah Al Mamun Sheikh

Abdullah Al Mamun Sheikh Tech • AI • Tutorials • Stories — shared by Abdullah Al Mamun Sheikh. Simple, helpful, and real I create fast, helpful, and relatable content for everyone.

I’m Abdullah Al Mamun Sheikh, a content creator who explains Tech News, AI Tools, Editing Tutorials, and Real-Life Stories in a simple and easy style.

26/11/2025
23/11/2025

“প্রথমবার কক্সবাজারে এসে সমুদ্রের নীরবতা যেন সবকিছু বদলে দিলো।
একজন জিজ্ঞেস করলো—
‘এই জায়গাটা তোমার কেমন লাগছে?’
আর অপরজন মৃদু হাসি দিয়ে বললো—
‘সমুদ্রের এই শান্ত পরিবেশ আমার ভেতরের সব ভয় দূর করে দিচ্ছে…’

ঢেউয়ের শব্দ, হাওয়ার ছোঁয়া আর স্বাভাবিক পরিবেশ—দু’জনের মাঝে জন্ম দিলো এক অদেখা অনুভূতি।
কক্সবাজার সবসময়ই এমন জাদুময় মুহূর্ত তৈরি করে দেয়।
আপনার কি কখনো সমুদ্রের ধারে এমন স্মৃতি হয়েছে? মন্তব্যে জানাতে ভুলবেন না। 🌅❤️”


“এক মায়ের কান্না, ২৬টি ‘না’, আর একটি সাহসী ‘হ্যাঁ’”তুমি কি কখনও ভেবেছ, কেন একটা মসজিদ একটি মাকে তার শিশুর জন্য দুধ দিতে ...
23/11/2025

“এক মায়ের কান্না, ২৬টি ‘না’, আর একটি সাহসী ‘হ্যাঁ’”

তুমি কি কখনও ভেবেছ, কেন একটা মসজিদ একটি মাকে তার শিশুর জন্য দুধ দিতে রাজি হলো, যখন অনেক খ্রিস্টান গির্জা না করে দিয়েছিল? একজন মা, যার কাছে কিছুই ছিল না, তার ছোট্ট শিশু কাঁদছিল ক্ষুধায়। সেই মা ২৬টি গির্জায় ফোন করেছিল সাহায্যের জন্য। সবাই তাকে ফিরিয়ে দিয়েছিল। কেউ বলল, "আমরা শুধু নিজেদের লোকদের সাহায্য করি", কেউ ফোন কেটে দিল। কেউ বলল, "আমাদের কাছে ফর্মুলা নেই।" কিন্তু তারপর সেই মা একটা অন্যরকম জায়গায় ফোন করল — একটা মসজিদে। মসজিদের লোকজন জিজ্ঞেস করল না, “তুমি কোন ধর্মের?” তারা শুধু বলল, “তুমি কোথায় আছো? কী ধরনের ফর্মুলা দরকার? চলে এসো, আমরা সাহায্য করব।” এই মায়ের নাম ছিল নিকলি। সে আসলে একা মা ছিল না। সে ছিল একজন সমাজকর্মী, যে দেখতে চেয়েছিল কে সত্যি সাহায্য করে। সে মিথ্যা বলে একটা পরীক্ষা করছিল — কিন্তু তার কথা ছিল সত্যিকারের মায়েদের কণ্ঠস্বর। রাসুল মুহাম্মদ (সা.) আমাদের শিখিয়েছেন: "যে নিজের পেট ভরে খায়, অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে — সে প্রকৃত মুমিন নয়।" বিশ্বাস কেবল মুখের কথা নয় — বিশ্বাস বোঝা যায়, আমরা যখন কারো কষ্ট দেখি, তখন কী করি। একটি ছোট্ট সহানুভূতির কাজ অনেক মানুষের হৃদয়ে আলো জ্বালাতে পারে।

22/11/2025

⭐ আপনি কি মাসে $700 সেভ করতে চান? সেলফ-হোস্টিংই হতে পারে সমাধান!

মাসে মাসে হোস্টিং বিল দেখে টেনশনে পড়ে যান? অনেকেই জানেন না—সেলফ-হোস্টিংয়ে বদলে গেলে আপনি সহজেই $700 পর্যন্ত বাঁচাতে পারেন!

👇 দেখুন কিভাবে—

💡 কেন সেলফ-হোস্টিং?

✔ বড় হোস্টিং কোম্পানির লুকানো চার্জ — বাদ!
✔ মাসে মাত্র $6 থেকে VPS!
✔ নিজের সার্ভারের উপর পুরো ১০০% নিয়ন্ত্রণ।
✔ বাজেট বাঁচিয়ে মার্কেটিং বা অন্য ইনভেস্টমেন্টে খরচ করতে পারবেন।

⚡ ৫ মিনিটে সার্ভার রেডি!

Termius দিয়ে IP + root লিখে লগইন করুন, নাম দিন — আর আপনার সার্ভার তৈরি।
সেটআপ এখন আগের যেকোনো সময়ের চাইতে দ্রুত ও সহজ।

🚀 Koolifi: এক ক্লিকে WordPress/Apps ডিপ্লয়

✔ ১ মিনিটে WordPress
✔ অটো SSL
✔ অটো ডোমেইন লিঙ্ক
✔ API, DB সব এক জায়গা

টেকনিক্যাল নলেজ না থাকলেও সহজেই হোস্টিং ম্যানেজ করতে পারবেন।

🤖 N8N: সীমাহীন অটোমেশন — প্রায় ফ্রি!

✔ ড্র্যাগ-ড্রপ workflow
✔ Gmail, Sheets, API কানেকশন
✔ কাস্টম ডোমেইন
✔ Zapier-এর মতো কিন্তু খরচ নেই প্রায়!

🎓 শিখুন এবং আরও সেভ করুন

SMTP সার্ভার থেকে শুরু করে উন্নত ডিপ্লয়মেন্ট—মাসিক কোর্সে সব শেখা যায়।
জ্ঞান বাড়লে খরচ কমে, কাজও দ্রুত হয়!

✅ শেষ কথা

আজই সেলফ-হোস্টিং শুরু করুন।
খরচ কমান—কন্ট্রোল বাড়ান—ব্যবসাকে এগিয়ে নিন!

এই দুনিয়াটা আমাদের মনে হয় চিরস্থায়ী…কিন্তু সত্যি বলতে—এটা মাত্র কয়েক দিনের অতিথিশালা।আমরা প্রতিদিন দৌড়াচ্ছি—টাকা, নাম, স...
22/11/2025

এই দুনিয়াটা আমাদের মনে হয় চিরস্থায়ী…
কিন্তু সত্যি বলতে—এটা মাত্র কয়েক দিনের অতিথিশালা।

আমরা প্রতিদিন দৌড়াচ্ছি—
টাকা, নাম, সাফল্য, মানুষের প্রশংসার পিছনে।
কিন্তু যে পথে দৌড়াচ্ছি,
সেই পথের শেষ রয়েছে একটি ছোট অন্ধকার ঘর—
কবর।

সেদিন কেউই পাশে থাকবে না।
না মোবাইল,
না টাকা,
না বড় বড় স্বপ্ন…
সাথে থাকবে শুধু নিজের আমল।

আজকের দিনে একটু থেমে ভাবুন—
আমি কাকে খুশি করার জন্য জীবন কাটাচ্ছি?
মানুষকে, নাকি আমার রবকে?

নশ্বর দুনিয়ার ঝলকে চোখ ধাঁধিয়ে গেলে
পরপারের আলো অন্ধকার হয়ে যায়।
আর অন্ধকার বুঝতে বুঝতে
কত দেরি হয়ে যায়…

🌙 আসুন, আজ থেকেই নিজেদের ঠিক করি।
একটি ছোট সাদাকাহ,
একটি ক্ষমা চাওয়া,
একটি গুনাহ ত্যাগ—
হয়তো এটাই আমাদের শেষ সুযোগ।

দুনিয়া শেষ হবে,
কিন্তু আমাদের হিসাব শেষ হবে না।
🖤✨

22/11/2025

মরণ নিশ্চিত…
কবর নিশ্চিত…
হিসাব-নিকাশও নিশ্চিত।

কিন্তু নিশ্চিত জিনিসগুলোর জন্য
কিছুই করলাম না—
আর সন্দেহভরা দুনিয়ার পেছনে
সব সময়টাই নষ্ট করলাম।

এটাই মানুষের সবচেয়ে বড় ভুল।
🖤✨

🇧🇩🔥 ভারত A বনাম বাংলাদেশ A — থ্রিলারে ভরপুর সেমিফাইনাল, সুপার ওভারে বাংলাদেশ A-এর জয়!এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫–এর সেম...
22/11/2025

🇧🇩🔥 ভারত A বনাম বাংলাদেশ A — থ্রিলারে ভরপুর সেমিফাইনাল, সুপার ওভারে বাংলাদেশ A-এর জয়!

এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫–এর সেমিফাইনাল ম্যাচে এক অবিশ্বাস্য উত্তেজনার জন্ম দিল বাংলাদেশ A দল। ম্যাচটি টাই হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয়া হয় সুপার ওভারে, যেখানে একটি ওয়াইড বলেই জয়ের হাসি হাসে বাংলাদেশ!

🏏 প্রথম ইনিংস

বাংলাদেশ A তোলে ১৯৪/৬

হাবিবুর রহমান সোহান— ৪৬ বলে ৬৫ রান, দুর্দান্ত ব্যাটিং

শেষ ৫ ওভারে আসে ৭৫ রান — অসাধারণ ফিনিশিং

রিপন মন্ডলের ১৯তম ওভার এবং সুপার ওভারের বল ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট

🏏 ভারতের ব্যাটিং

দারুণ শুরু: বৈভব সুর্যवंশী — ১৫ বলে ৩৮ রান

তবে শেষের দিকে চাপ সামলাতে না পেরে ম্যাচটি টাইয়ে গড়ায়

🔥 সুপার ওভার ড্রামা

ভারত A সুপার ওভারে একটি রানও করতে পারেনি

রিপন মন্ডলের মারাত্মক সুপার ওভার

ব্যাট করতে নেমে বাংলাদেশ A একটি ওয়াইড বলেই জিতে নেয় ম্যাচ!

🏆 ফলাফল

সুপার ওভারে বাংলাদেশ A-এর শ্বাসরুদ্ধকর জয়
ফাইনালে উঠে গেলো বাংলাদেশের তরুণরা — দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে!

📱 Android Speed Boost (5 Seconds Trick)Settings → Developer Options →👉 “Animation Scale” → OFF👉 “Transition Scale” → OFF...
21/11/2025

📱 Android Speed Boost (5 Seconds Trick)

Settings → Developer Options →
👉 “Animation Scale” → OFF
👉 “Transition Scale” → OFF
👉 “Animator Scale” → OFF

ফোন হবে 2x faster 🔥
Save this post!

21/11/2025

“প্রবাসে টাকা আসে… কিন্তু মানুষ ফাঁকা হয়ে যায়।”

বাড়ির সবাই ভাবে 👉 বাইরে মানে আরাম।
কিন্তু সত্যি হলো 👉 বাইরে মানে একাকিত্ব + দায়িত্ব + চাপ।

Respect every Prabashi. ❤️
More real-life stories coming.

21/11/2025

Microsoft finally admits major Windows 11 features are broken!

Recent reports show:

⚠️ Start Menu lag
⚠️ Settings panel freeze
⚠️ Search bar not responding
⚠️ Taskbar icons stuck

Microsoft confirmed a fix is coming soon.
আরও টেক আপডেট পেতে পেজটি Follow করে রাখুন। 🔔

Hello Everyone! 👋I’m Abdullah Al Mamun Sheikh, and this is my official page.From today, you’ll get:🔹 Daily Tech News🔹 AI...
21/11/2025

Hello Everyone! 👋
I’m Abdullah Al Mamun Sheikh, and this is my official page.

From today, you’ll get:

🔹 Daily Tech News
🔹 AI Tools & Grok Tutorials
🔹 CapCut Editing Tips
🔹 Smartphone Tricks
🔹 Emotional & Real Prabashi Stories
🔹 Helpful short videos (Bangla + English)

Tech Made Simple — By Abdullah.
Stay connected. ❤️
More content coming today!

Address

Kolkata
734103

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Al Mamun Sheikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdullah Al Mamun Sheikh:

Share