Soumalya mitra 2

Soumalya mitra 2 learning actor

আজও পৃথিবীর প্রায় ৯০ শতাংশ অ্যা😊সিড হামলার শিকার হন নারী, এবং বেশিরভাগ সময়েই কারণটা থাকে একটাই — নারীর 'না' বলা। আত্মসম্...
13/07/2025

আজও পৃথিবীর প্রায় ৯০ শতাংশ অ্যা😊সিড হামলার শিকার হন নারী, এবং বেশিরভাগ সময়েই কারণটা থাকে একটাই — নারীর 'না' বলা। আত্মসম্মানবোধ সম্পন্ন, স্বাধীনচেতা ও সুন্দরী নারীর প্রত্যাখ্যান পুরুষতান্ত্রিক সমাজের ‘মেল ইগো’–কে এমনভাবে আঘাত করে, যার পরিণতি হয় হিংস্রতায়।

রাধিকা যাদব–এর নির্মম মৃ😊ত্যু আমাদের আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল — একজন নারী যদি আত্মবিশ্বাসী, সুন্দরী ও স্বাবলম্বী হয়, তবে সমাজে তার শত্রুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকে — এমনকি নিজের ঘরেও।

রাধিকার ক্ষেত্রে ঘরের মানুষই হয়ে উঠেছিল সবচেয়ে বড় শত্রু। পরিচিতদের কেউ কেউ রাধিকার বাবাকে কটাক্ষ করে বলেছিল, তিনি নাকি মেয়ের টাকায় জীবনযাপন করেন। এই কথাগুলো এমনভাবে তার পুরুষ অহংবোধে আঘাত হেনেছিল যে, একসময় তিনি ঠান্ডা মাথায় নিজ কন্যাকে হত্যা করেন — রান্নাঘরে ঢুকে পরপর তিনটি গুলি করেন মেয়ের পেট ও ঘাড় লক্ষ্য করে।

এই হত্যাকাণ্ডের পেছনে "রিল ভিডিও" নয়, বরং ছিল রাধিকার বিকাশ ও সাফল্যকে সহ্য না করতে পারা। অভিযুক্ত বাবা নিজেই পুলিশের কাছে সে কথা স্বীকার করেছেন। এমনকি যে ভিডিও নিয়ে আপত্তির কথা শোনা যাচ্ছিল, সেটির শুটিং রাধিকাই করেছিল, এবং সেটিও তার মায়ের উপস্থিতিতে।

এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ইরানের সোমায়েহ মেহরি ও তার কন্যা রানা মেহরির মর্মান্তিক পরিণতি। সোমায়েহ তার মদ্যপ, চোর স্বামীকে ছেড়ে যেতে চেয়েছিলেন, আর তার জন্যই স্বামী অ্যাসিড ছুঁড়ে দেন শুধু স্ত্রীর উপরই নয়, মাত্র ৩ বছরের শিশু কন্যার দিকেও। বহু অস্ত্রোপচারের পরও সোমায়েহকে বাঁচানো যায়নি।

উপরের দুটি ঘটনায় আমরা দেখি — এক বাবা, সমাজ ও পুরুষতান্ত্রিক দম্ভে এতটাই অন্ধ হয়ে পড়ে যে সে নিজের রক্তের সম্পর্ককেও রেয়াত করে না।

সবচেয়ে ভয়ানক বাস্তবতা হলো, রাধিকার মৃত্যুতে যত মানুষ ব্যথিত হয়েছে, তার থেকেও অনেক বেশি মানুষ তার খুনিকে সমর্থন করছে — সামাজিক মাধ্যমে, কথাবার্তায়।

এই সমাজে একজন মেয়ে যত বেশি সাহসী, স্বাবলম্বী ও সফল হয় — ততই যেন তার বিপদ বাড়ে। আমরা হয়তো জানি না এর শেষ কোথায়, প্রতিকার আদৌ সম্ভব কিনা, কিন্তু এটুকু পরিষ্কার — এই সমাজে একজন নারীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, সে যদি নিজের মতো করে বাঁচতে চায়। Raise awarness post

12/07/2025

বাহ্ দেখো উনি কি বলছেন আমি bujhte পারলাম na🤔🤔🤔🤔 এটা কি করতে চাইলেন উনি this video is made for entertainment and education category

12/07/2025

সোমনাথ দার বাড়িতে অনেক মজা হলো সবাই কেমন লাগলো বলো

আমিও পুলিশ ছিলাম একটা সিনেমা তে অনেকদিন আগে 😊😊
12/07/2025

আমিও পুলিশ ছিলাম একটা সিনেমা তে অনেকদিন আগে 😊😊

11/07/2025

Somnath Biswas আজকে অনেক ভালোবাসা আরো এগিয়ে যাও সাকসেস পাও 😊😊😊১ মিলিয়ন মানুষ ভালোবাসা তোমার জন্য this is entertainment video

11/07/2025

জয় জগন্নাথ সোমনাথ dar বাড়িতে অনেক মজা হলো

❗আজকের পোস্টটা একটু আলাদা…না, আজ কোনও গ্ল্যামার, কোনও পার্সোনাল অ্যাচিভমেন্ট নিয়ে কিছু বলছি না।আজ কথা বলছি একটি অসহায় ...
11/07/2025

❗আজকের পোস্টটা একটু আলাদা…
না, আজ কোনও গ্ল্যামার, কোনও পার্সোনাল অ্যাচিভমেন্ট নিয়ে কিছু বলছি না।
আজ কথা বলছি একটি অসহায় মা ও তার ছোট্ট সন্তানের লড়াই নিয়ে।

🌸 প্রিয়াঙ্কা মদক, মুর্শিদাবাদের বাসিন্দা, বর্তমানে ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছেন।
আর তাঁর একমাত্র সম্বল – ১৩ বছরের ছোট্ট একটি মেয়ে।

⚠️ দুর্ভাগ্যজনক হলেও সত্য – রোগের খবর জানার পর, ওনার স্বামী ঘরবাড়ি বিক্রি করে তাঁদের ছেড়ে চলে গিয়েছেন।
একটা ছোট্ট মেয়ে আজ শুধুমাত্র তার মার জন্য বুক বেঁধে দাঁড়িয়ে আছে।
আর মা? তিনি জীবনযুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন…

💔 ভাবতে কষ্ট হয়, কীভাবে একজন মানুষ এতটা নির্মম হতে পারে!
কিন্তু তার থেকেও বড় প্রশ্ন – আমরা কি এই মা-মেয়েকে একে অপরের থেকে হারিয়ে যেতে দিতে পারি?

আজকের দিনে আমরা অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসে অর্থ ব্যয় করি।
তাই ছোট্ট একটা অনুরোধ –
🙏 আসুন, আমরা সকলেই যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি।
আপনার সাহায্য হয়তো একজন মেয়েকে তার মাকে আরও কিছুদিনের জন্য ধরে রাখার শক্তি দিতে পারে।

🧾 ওনার জন্য একটি QR কোড দেওয়া রয়েছে – আপনি চাইলে সরাসরি সাহায্য করতে পারেন।
আর যদি আর্থিকভাবে সাহায্য না-ও করতে পারেন, তাও অনুরোধ রইল – পোস্টটি অন্তত শেয়ার করুন।

✊ আমরা একসাথে হলে অনেক কিছু বদলাতে পারি।
একটা শেয়ার, একটা ছোট সাহায্য – বদলে দিতে পারে একটা ভবিষ্যৎ।

#আসুন_একসাথে_হই
this post is made for raise awarness

একসময় বলিউডে যাকে প্রায় শেষ বলেই ধরে নেওয়া হয়েছিল…সে-ই আজ কোটি কোটি টাকার সফল উদ্যোক্তা! বছরে 8600 কোটি টাকা রোজগার সালম...
11/07/2025

একসময় বলিউডে যাকে প্রায় শেষ বলেই ধরে নেওয়া হয়েছিল…

সে-ই আজ কোটি কোটি টাকার সফল উদ্যোক্তা! বছরে 8600 কোটি টাকা রোজগার সালমান কে কিনে নেবে পুরো

এক সময় ছিল, যখন বিবেক ওবেরয়ের ক্যারিয়ারে অন্ধকার নেমে এসেছিল।
বলিউডের প্রভাবশালী প্রযোজক-পরিচালকরা তার নাম নিতে চায়নি।
চুক্তি বাতিল, সিনেমা বন্ধ—সব কিছু যেন ধ্বংসের মুখে।
কারণ?
একটা সম্পর্ক, আর একটামাত্র প্রেস কনফারেন্স!

কিন্তু সময় বদলায়।
আজ সেই বিবেক ওবেরয় একজন সফল বিজনেস আইকন।
না, অভিনয়ের মাধ্যমে নয়।
তিনি এখন একজন সফল প্রযুক্তি বিনিয়োগকারী, ওয়েব সিরিজ নির্মাতা এবং স্টার্টআপ উদ্যোক্তা।
তার কোম্পানির কাছে আসে আন্তর্জাতিক বিনিয়োগ।
তিনি আজ চাকরি দিচ্ছেন শত শত মানুষকে—নতুন দিশা দিচ্ছেন নতুন প্রজন্মকে।



🔁 জীবনের পাঠ?

আজ যারা হেরে গেছে ভাবছো, কাল তারাই সামনে এগিয়ে যাবে।
কারো খারাপ সময়ে তার বিচার করো না—সময় সব বদলে দিতে পারে।



👏 স্যালুট সেই মানুষগুলোকে যারা থেমে না থেকে ঘুরে দাঁড়ায়!

❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️




11/07/2025

Dj অরুন সেলেব guest এখন cinemar premiur এ এসেগেছেন উনি

10/07/2025

dj অরুন কে দেব ph করলো 😮কিন্তু উনি কথা বল্লোনা দেব এর ph তুললোনা dj অরুন

10/07/2025

Jallad the warrior সিনেমা আর্টিস্ট premiur এ অনুষ্ঠান এ আমরা ছিলাম উপস্থিত সবাই 😮😮

Address

Ranaghat

Telephone

+91 75018 42713

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soumalya mitra 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category