Kolkata bus-o-pedia

Kolkata bus-o-pedia Explore Kolkata with Kolkata Bus-O-Pedia. Stay tuned for more.
(1)

One of the best pandel in Kolkata. Can you guess the name of the pandal/location? Mention in comments.
01/10/2025

One of the best pandel in Kolkata.
Can you guess the name of the pandal/location? Mention in comments.

Kolkata Stn to Shapoorji via Chinar Park
01/10/2025

Kolkata Stn to Shapoorji via Chinar Park

আজও evergreen, একডালিয়া এভারগ্রীন এর পুজো। শুভ মহানবমীর প্রণাম নেবেন সকলে 🙏গড়িয়াহাট, কলকাতা।
01/10/2025

আজও evergreen, একডালিয়া এভারগ্রীন এর পুজো।

শুভ মহানবমীর প্রণাম নেবেন সকলে 🙏

গড়িয়াহাট, কলকাতা।

সুরুল রাজবাড়ির দুর্গাপূজা, বোলপুরPic Credits: Subhadeep Mukherjee
01/10/2025

সুরুল রাজবাড়ির দুর্গাপূজা, বোলপুর
Pic Credits: Subhadeep Mukherjee

বাঙালি জনজীবনের অপূর্ব উৎসব দুর্গাপুজোর ইতিহাস শুরু হয়েছিল পুরোহিত-রাজবংশীদের ব্যক্তিগত পুজোরূপে—শুরুতে শুধু জমিদার বাড়ি...
01/10/2025

বাঙালি জনজীবনের অপূর্ব উৎসব দুর্গাপুজোর ইতিহাস শুরু হয়েছিল পুরোহিত-রাজবংশীদের ব্যক্তিগত পুজোরূপে—শুরুতে শুধু জমিদার বাড়িতে, পরিবারের মধ্যেই, রাজকীয় বা বিশিষ্ট লোকদের সৌখিন ভাবনা ও ধর্মীয় কর্তব্যের মেলবন্ধনে।

শাস্ত্র মতে, ‘মার্কান্ডে পুরাণে’ উল্লেখ পাওয়া যায় যে রাজা সুরথ ও বৈশ্য সামধান দুর্গার বসন্ত কালের পুজো করেছিলেন বনে—যেখানে এক আদ্য যুগে দুর্গাপূজার প্রাকৃতিক উৎস ঘটেছিল।

তবে, বর্তমান সংস্কৃতিতে শারদীয়া দুর্গাপূজোরূপে যা দেখা যায়, তার রূপ তৈরি হয়েছিল বাংলায়—রামায়ণ, দেবীচরিত, দাসগুপ্ত-গান ও স্থানীয় লোকাচার মিলিয়ে—যেখানে মা দুর্গার মহিষাসুর বধের কাহিনী “ভ্রাতৃত্ব, ভালোবাসা, ন্যায়-মর্যাদার জয়” হিসেবে উদযাপিত হতো।

ধীরে ধীরে এই উৎসব বড় হয়—অনেক পল্লী-বাসী, সাধারণ মানুষ, পণ্ডাল, শিল্প, সাংস্কৃতিক রীতি ও সংগীতীয় প্রয়াস এর সঙ্গে যুক্ত হয় এবং আজ দুর্গাপুজো শুধুমাত্র ধর্মীয় আয়োজন নয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলনক্ষেত্র; নবজাগরণ, সৃষ্টিশীল পথচলা ও বাঙালের আত্মপরিচয়ের উৎসব।

আমরা, Kolkata Bus-o-pedia, অত্যন্ত আনন্দিত যে আমরা Lions Club of Calcutta Circular আয়োজিত দুর্গাপূজা পরিক্রমা-র অংশ হতে...
01/10/2025

আমরা, Kolkata Bus-o-pedia, অত্যন্ত আনন্দিত যে আমরা Lions Club of Calcutta Circular আয়োজিত দুর্গাপূজা পরিক্রমা-র অংশ হতে পেরেছি। এই মহোৎসবের যাত্রাপথে বিভিন্ন প্যান্ডেলে ঘুরে বেড়ানোর সময় আপনি লক্ষ্য করবেন, Lions Club of Calcutta Circular-এর ব্যানারে আমাদের Kolkata Bus-o-pedia-এর লোগো শোভা পাচ্ছে। এটি আমাদের জন্য সত্যিই এক গর্বের মুহূর্ত।

এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করার জন্য বিশেষ ধন্যবাদ জানাই Lion Amal Banerjee, Lion Avijit Ghosh এবং Lion Biswajit Ghosh-কে।

Baguiati Dakshinpara
01/10/2025

Baguiati Dakshinpara

📢 EXCLUSIVE UPDATE 📢শুরু হলো OSRTC এর আরো এক নতুন পরিষেবাউড়িষ্যা রাজ্যের ব্রহ্মপুর থেকে সরাসরি মায়াপুর যাওয়ার বাস পরি...
01/10/2025

📢 EXCLUSIVE UPDATE 📢

শুরু হলো OSRTC এর আরো এক নতুন পরিষেবা

উড়িষ্যা রাজ্যের ব্রহ্মপুর থেকে সরাসরি মায়াপুর যাওয়ার বাস পরিষেবা

জগন্নাথ এক্সপ্রেস • OSRTC

ব্রহ্মপুর 🧡 মায়াপুর

ভায়া - চাতরাপুর, খুরদা, ভুবনেশ্বর, কটক, পানিকৌলি, ভদ্রক, বালাসোর, জলেশ্বর, সোনাকোনিয়া, বেলদা, খড়গপুর বাইপাস, কোলাঘাট, সাঁতরাগাছি, ধর্মতলা, এয়ারপোর্ট, বারাসাত, শান্তিপুর বাইপাস, কৃষ্ণনগর বাইপাস

⏰ সময়সূচী ⏰

মায়াপুর যাওয়ার সময়
ব্রহ্মপুর ছাড়বে - 4:00 p.m.
ভুবনেশ্বর ছাড়বে - 7:56 p.m.
কটক ছাড়বে - 8:21 p.m.
বালাসোর ছাড়বে - 11:58 p.m.
খড়গপুর ছাড়বে - 2:58 a.m.
কোলকাতা ছাড়বে - 6:00 a.m.
কৃষ্ণনগর ছাড়বে - 8:30 a.m.
মায়াপুর পৌঁছাবে - 9:06 a.m.

ব্রহ্মপুর যাওয়ার সময়
মায়াপুর ছাড়বে - 4:00 p.m.
কৃষ্ণনগর ছাড়বে - 4:30 p.m.
কোলকাতা ছাড়বে - 7:26 p.m.
খড়গপুর ছাড়বে - 10:28 p.m.
বালাসোর ছাড়বে - 1:18 a.m.
কটক ছাড়বে - 4:55 a.m.
ভুবনেশ্বর ছাড়বে - 5:30 a.m.
ব্রহ্মপুর পৌঁছাবে - 9:06 a.m.

2/1 Full Sleeper

ছবি ও তথ্য - নীলাদ্রি শর্মা

VOLVO B8R 9600S Euro6
Reg No. OD 02DD 2807

Follow Kolkata Bus-o-Pedia for more.
For more checkout comment section 👇

মহা নবমী দুর্গাপূজার এক বিশেষ দিন, যা বীরত্ব ও শক্তির পূজার জন্য বিখ্যাত। পুরাণ মতে, এই দিনেই দেবী দুর্গা মহিষাসুরের বির...
01/10/2025

মহা নবমী দুর্গাপূজার এক বিশেষ দিন, যা বীরত্ব ও শক্তির পূজার জন্য বিখ্যাত। পুরাণ মতে, এই দিনেই দেবী দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে শেষ ও সর্বশক্তিমান রূপে আবির্ভূত হয়ে অসুরবাহিনীকে ধ্বংস করেন। মহা নবমীর দিনে দেবীর চণ্ডী রূপে পূজা হয় এবং মহারথযাত্রার মতো আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। ঐতিহাসিকভাবে নবমীকে "অপরাজিতা পূজা"-র দিনও ধরা হয়, যেখানে শক্তির চূড়ান্ত রূপকে আহ্বান জানানো হয়। তাই এই দিনটিকে বিজয়ের প্রাক্কাল বা “চূড়ান্ত লড়াইয়ের দিন” হিসেবেই মান্য করা হয়, যা মহা নবমীকে দুর্গোৎসবের ইতিহাসে অনন্য ও বিখ্যাত করেছে।

বিজ্ঞপ্তি: হারানো ব্যাগ সম্পর্কিত।আজ দুপুর ২ টায় করুণাময়ী → শ্রীরামপুর রুটের বাসে (আলিয়া – চিনার পার্ক) একটি Dell কোম...
30/09/2025

বিজ্ঞপ্তি: হারানো ব্যাগ সম্পর্কিত।

আজ দুপুর ২ টায় করুণাময়ী → শ্রীরামপুর রুটের বাসে (আলিয়া – চিনার পার্ক) একটি Dell কোম্পানির ব্যাগ বাসে ভুল বসত ছাড়া পড়েছে।
ব্যাগের ভিতরে: কিছু টাকা 💵, চার্জার 🔌, ছাতা ☂️, বোতল 🥤 এবং কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিলো। 📄।

যদি কেউ ব্যাগটি খুঁজে পান, অনুগ্রহ করে [ AMINUL -8927661353, Aliah University, Newtown, Kolkata] এ যোগাযোগ করুন।আপনার সাহায্যের জন্য আগাম ধন্যবাদ! 🙏

Via: Aminul Islam, Kolkata Bus-o-Pedia Facebook group.

Newtown Sarbojonin Durga Puja
30/09/2025

Newtown Sarbojonin Durga Puja

এবারের সব থেকে সেরা পুজো গুলোর মধ্যে একটি।৪১ পল্লী, হরিদেবপুর।
30/09/2025

এবারের সব থেকে সেরা পুজো গুলোর মধ্যে একটি।

৪১ পল্লী, হরিদেবপুর।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Kolkata bus-o-pedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kolkata bus-o-pedia:

Share