07/01/2026
ভাঙড়ে তৃণমূলের অন্দরকোন্দলের আবহে কড়া পদক্ষেপ নিল দলীয় শীর্ষ নেতৃত্ব। বিধানসভা ভিত্তিক উন্নয়নের প্রচারের জন্য গঠিত দলের তালিকা থেকে বাদ পড়লেন আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম ও তৃণমূল নেতা কাইজার আহমেদ।
রবিবার হাকিমুলকে ঘিরে বিক্ষোভ ও তৃণমূল নেতা প্রদীপ মণ্ডলকে মারধরের ঘটনার পর থেকেই উত্তপ্ত ছিল এলাকা। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর। তবে তালিকায় আক্রান্ত প্রদীপ মণ্ডলের নাম বহাল থাকলেও শওকত মোল্লা ঘনিষ্ঠদের নাম অক্ষত রয়েছে।
রাজনৈতিক মহলের মতে, ভাঙড়ে বাড়তে থাকা অন্দরকোন্দল ঠেকাতেই আরাবুল ঘনিষ্ঠদের বিরুদ্ধে এই বার্তা দিল তৃণমূল।