Evva Tani

Evva Tani WELCOME TO MY PAGE....
Hey guyz, I am Taniya from india. take love support me

(1)

ফেসবুকে মডেলদের ডিমান্ড দেখে চালু হলো Gemini  Model magazine  shop😂🙏এখন সবাই মডেল 😁
15/09/2025

ফেসবুকে মডেলদের ডিমান্ড দেখে চালু হলো Gemini Model magazine shop😂🙏এখন সবাই মডেল 😁

ফেসবুকে model  ডিমান্ড দেখে চালু হলো GEMINI photographer Job 😂🙏 আর কেউ বেকার থাকবে না 😁
15/09/2025

ফেসবুকে model ডিমান্ড দেখে চালু হলো GEMINI photographer Job 😂🙏 আর কেউ বেকার থাকবে না 😁

ফেসবুকে শাড়ির ডিমান্ড দেখে চালু হলো GEMINI বস্ত্রালয় এর কোন শাখা নেই 😂🙏
15/09/2025

ফেসবুকে শাড়ির ডিমান্ড দেখে চালু হলো GEMINI বস্ত্রালয় এর কোন শাখা নেই 😂🙏

"অমুক মাছ কেটে দিনে দশ হাজার কামাচ্ছে""লাউয়ের বাগান করে কোটিপতি""চাকরি ছেড়ে গোবর আর কেঁচো নাড়াচাড়া"এসব গল্প এখন অনেকেই শ...
18/06/2025

"অমুক মাছ কেটে দিনে দশ হাজার কামাচ্ছে"
"লাউয়ের বাগান করে কোটিপতি"
"চাকরি ছেড়ে গোবর আর কেঁচো নাড়াচাড়া"
এসব গল্প এখন অনেকেই শোনায়।

তরুণদের জন্য, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা। আমাদের বয়সী একজন, ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেলো। এখন হাউমাউ করে ম*রছে।

১। আপনি যা-ই করেন, সেটার এক্সপান্ডিবিলিটি থাকতে হবে। ধরুন, একজন রিকশাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়ে বেশী। রিকশাওয়ালা ৩০ হাজার কামায় আর জবে নতুন হলে ১৫ হাজার বেতন - সবাই আপনাকে এটুকুই বলবে।

এবার পরের হিসাবটা, ধরুন ওই রিকশাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায়, বা ইভেন বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিকশা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে ১০ ঘন্টার জায়গায় ২০ ঘণ্টা রিকশা চালাতে হবে। এটা কী ফিজিকালি পসিবল? সাথে বৃষ্টি, রোদ, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই।
বা যে মাছ কাটছে তাকে ডাবল মাছ কাটতে হবে।

কিন্তু এন্ট্রি লেভেলের জবে ৪/৫ বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই।

২। আপনি যে কাজটা করতে চান সেটা তো ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইকখোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে মাছ কাটবেন, চাকরীর ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী ত্রিশ বছর আপনি বটি ঘাড়ে করে মাছবাজারে গিয়ে নোংরা জলের মধ্যে বসে মাছ নাড়াচাড়া করতে রাজি আছেন কিনা।

৩। লাইফস্টাইলের ব্যপার রয়েছে। আপনার যখন তেমন ইনকাম ছিলো না আপনি বাইক চালাতেন। সামনে টাকা হবে, গাড়ী কিনবেন। কিন্তু এসব কাজে তার কাজ কী? গাড়ী চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন?

৪। চাকরিজীবি বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুণ, আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে বিটুবি ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিতি হবে, কন্টাক্ট বিনিময় হবে।

কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় ঝুড়ি নিয়ে দাড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের বাদামওয়ালা, গান গাওয়া ভিক্ষুক। ওই বাদামওয়ালার এই মুহুর্তের সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে সব বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মত তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, দেশ-মানুষের উপকারে আসার খায়েশ নেই।

মনে রাখবেন, Your network is your net-worth

৫। আর এইসব পেশায় যে খুব বেশী ইনকাম হয় তাও কিন্তু না। শিরোনামে লেখা 'চাকরি ছেড়ে লাউ চাষে লাখপতি'। ভিতরে লিখেছে এক বছরে তার আয় তিন লাখ টাকা। মানে ওই লোক মাসে ২৫,০০০ টাকা কামায়, সেটা আবার নিউজ!

তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতিবছর নিউজ মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এরকম নিউজ করে। গত পাঁচ বছরে তো নিউজ কম দেখেন নি, আইফোন হাতে বাদামওয়ালা, ডিএসএলআর হাতে খিচুড়ি বিক্রেতা। প্রশ্ন হলো তারা এখন কোথায়? তারা এখনো কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে?

কোন কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়।
আপনার কাছে খুব ভালো একটা প্লান আছে, কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে, বাদাম বেঁচে ওই পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়।

✅পোস্টটা ক পি করা।কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে তাই শেয়ার করা ।।।চাকরি কিংবা ব্যবসা এটা কোনো বিষয় নয়। আপনার কোনটা ভাল লাগে কোনটা করলে আপনি সামাল দিতে পারবেন কিংবা সামাজিকতা রক্ষা করতে পারেন তা নিয়ে ভাবুন। কাজ করুন।টাকা আয় করুন।

#আয় #কাজ

আজকের এই দিনটা শুধুই নীরবতা চায় না, চায় জবাবদিহিতা…আজ ১২ জুন ২০২৫, একটা তারিখ হয়ে থাকবে যেটা হয়তো কোনো পরিবার আর ভুলতে প...
12/06/2025

আজকের এই দিনটা শুধুই নীরবতা চায় না, চায় জবাবদিহিতা…

আজ ১২ জুন ২০২৫, একটা তারিখ হয়ে থাকবে যেটা হয়তো কোনো পরিবার আর ভুলতে পারবে না।

Air India–র প্লেনটা আহমেদাবাদ থেকে উড়েছিল, গন্তব্য ছিল লন্ডন।
কিন্তু ২৪২ জন যাত্রী আর ক্রুর কেউই ভাবেননি, হয়তো এই আকাশ তাদের জীবনের শেষ আকাশ হবে।

মাত্র কিছু সেকেন্ড…
তারপর বিকট শব্দ… আগুনের লেলিহান শিখা… আর ভেঙে টুকরো হয়ে যাওয়া স্বপ্নগুলো।

একজন বাবা, হয়তো মেয়ের বিয়েতে যাচ্ছিলেন।
একজন মা হয়তো সন্তানকে জড়িয়ে ধরার অপেক্ষায় ছিলেন।
আর আজ…
সেই পরিবারগুলো শুধু পোড়া দেহ খুঁজে ফিরছে।
আমি ভাবতেও পারছি না, তাদের মনের অবস্থা কেমন!

আমার মন ভেঙে গেছে আজ।
আমি ভাষা খুঁজে পাচ্ছি না… চোখে জল আসে, বুকটা ধরে আসে।

আমরা সবাই প্লেনে চড়ি, আমরা সবাই ভরসা করি।
কিন্তু আজ মনে হচ্ছে, সেই আকাশটাই যেন বিশ্বাসঘাতক।
আরও ভয়াবহ, যদি এটা কোনও গাফিলতির কারণে হয়!

09/05/2025

আমাদের বাংলার কিছু শেয়ানা ইউটিউবার , অভিনেতা এদের মুখোশ টা খুলতে হবে মনে হচ্ছে শুধু মাত্র ফলোয়ার কমবে ভয়ে সেনাবাহিনী কে প্রশংসা করে পোস্ট করলো না , দেশ নিয়ে এদের কোন পোস্ট থাকে না । সব বুঝি ভাই সব বুঝি

08/05/2025

🌿 সকালটা ভালো তো? আমি Evva Tani… এক কাপ চা আর অনেকগুলো ভাবনা নিয়ে হাজির। 🌿

আজ সকালবেলা জানলা দিয়ে রোদটা ঢুকলেই মনে হল—"বাহ, আবার একটুকরো সময় পেলাম শুধু নিজের জন্য।"
ভাবলাম লিখেই ফেলি, যদি তোমার মনেও কেমন একটুখানি কথা জমে থাকে…

সবাই তো বলে ব্যস্ত থাকা ভাল।
কিন্তু আমি বলি—শান্ত থাকা দরকার।

আজ কিছু না লিখলেও, শুধু চুপ করে থাকো।
আকাশের দিকে তাকাও, অথবা গাছের পাতায় দোলা খাও হাওয়া গুনো।

🖊️ "নিজের সাথে সময় কাটানো মানে অলসতা নয়, ওটা আসলে একরকম সাহস।"

তোমার দিনটা কেমন শুরু হল?
আমারটা তো তোমায় বলেই দিলাম...

শুভ সকাল, তুমি যে এখনও লড়াই করছো — সেটাই তোমার শক্তি।হয়তো তুমি একা, হয়তো সবাই বুঝছে না,হয়তো অনেককিছু এখনো অসম্পূর্ণ...কি...
07/05/2025

শুভ সকাল, তুমি যে এখনও লড়াই করছো — সেটাই তোমার শক্তি।
হয়তো তুমি একা, হয়তো সবাই বুঝছে না,
হয়তো অনেককিছু এখনো অসম্পূর্ণ...
কিন্তু জানো?
তুমি এখনো হেরে যাওনি — কারণ তুমি এখনো চেষ্টা করছো।
আজকের সকালটা নিঃশব্দ হলেও,
তোমার ভেতরের আলোকে জ্বেলে তুলুক।
🌞
এক কাপ চা নিয়ে বলো নিজেকে:
“আজ একটু নিজের জন্য বাঁচবো।”
❤️ EvvaTani – তোমার কথাগুলো আমরা শুনি।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Evva Tani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share