16/12/2024
টেলি অভিনেত্রী পায়েল সরকারের প্রযোজনায় সম্প্রতি এক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল "বঙ্গ কৃতি সম্মান ২০২৪, সিজন ২" যেখানে সন্ধ্যা থেকে বসেছিল চাঁদের হাট । এই অনুষ্ঠানে মহানায়ক উত্তম কুমারের কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে "Life time achievement award বঙ্গ কৃতি সম্মান" তুলে দেওয়া হয় । এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে "Life time achievement award বঙ্গ কৃতি সম্মান" তুলে দেওয়া হয়। সুপারস্টার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে "Best leading Actress 2024 বঙ্গ কৃতি সম্মান" তুলে দেওয়া হয় ও জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা সরকারকে "Best prominent actress 2024 বঙ্গ কৃতি সম্মান" তুলে দেওয়া হয়।
Nussrat Jahan Priyanka Sarkar
Payel Mithai Sarkar
Nusrat Jahan Fan,s Club Nusrat Jahan | Mimi Chakraborty | Srabanti Chatterjee | Subhashree Ganguly