27/04/2025
sarkar লেখা।
জন্মসূত্রে আমি হিন্দু!! আমার সংস্কৃত নাম আমার সামাজিক পরিচয়!!
যে পাড়ায় বড় হয়ে উঠেছি, সেটি হিন্দু-প্রধান এলাকা!! সেখানে ধর্মীয় অনুশাসন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ!!
আমার পাড়ার অধিকাংশ মানুষ আধুনিক শিক্ষার ছোঁয়া পাননি!! ধর্মীয় আচার, মন্দির, পূজো - এসবই জীবনের মূল বিষয়!! প্রশ্ন করা পাপ!!
ফলাফল—একটা অদ্ভুত গোঁড়ামি!! আধুনিকতা মানেই 'পশ্চিমা সংস্কৃতির প্রভাব', সন্দেহের চোখে দেখা!!
বর্ণব্যবস্থা, জাতপাত—এখনো বাস্তবতা!! নিম্নবর্ণের কেউ যদি প্রশ্ন তোলে, তাকে চুপ করানো হয়!! কুপমণ্ডূকতা যেন অভিজাত এক ঐতিহ্য!!
যেখানে বৈদিক যুগের বিজ্ঞান ছিল গর্বের বিষয়, আজ সেখানে WhatsApp ইউনিভার্সিটির ‘গরু-বিজ্ঞান’ নীতিই বাস্তবতা হয়ে উঠছে!!
যদিও আমি ভাগ্যবান!! আমার পরিবার কখনও ধর্মকে অন্ধ অনুসরণে পরিণত করেনি!! মা-বাবা সবসময় মানবতাকেই প্রাধান্য দিয়েছেন, ধর্ম নয়!!
বড় হয়েছি মুসলিম ও খ্রিস্টান বন্ধুদের সাথে!! ওদের বাড়িতে গিয়েছি, খেয়েছি, থেকেছি!! তাই যেমন নিজের ধর্ম চিনেছি, তেমনই বুঝেছি অন্যের বিশ্বাসও!!
কিন্তু বেশিরভাগ হিন্দু পরিবারের বেড়ে ওঠা এমন নয়!! সেখানে সংখ্যালঘুদের প্রতি অবিশ্বাস জন্ম থেকেই শিখিয়ে দেওয়া হয়!!
'তারা আমাদের দেশ দখল করতে চায়'—এই মিথ্যে গল্পে অন্ধ বিশ্বাস!! ইতিহাসকে বিকৃত করে পড়ানো হয়!!
প্রতিবেশী মুসলিমদের দিকে আজও সন্দেহের চোখে তাকানো হয়!! “পাকিস্তানে চলে যা”—এই বাক্য এখনো জীবন্ত!!
আপনি যখন মন্দিরে দান করেন, সেটা কি কোনো দরিদ্র শিশুর ভবিষ্যতের চেয়ে বেশি জরুরি?
আপনার প্রণামির টাকায় সোনার সিংহাসন তৈরি হচ্ছে, অথচ পাশের বস্তিতে শিশুরা না খেয়ে আছে!!
আপনি আজীবন নিজেদের ‘ধর্ম বিপন্ন’ বলে ভিক্টিম কার্ড খেলেছেন!!
কখনো মুঘলদের দোষ দিয়েছেন, কখনো মিশনারিদের!! অথচ নিজের ধর্মীয় গোঁড়ামি বা দমননীতি নিয়ে একবারও প্রশ্ন তোলেননি!!
যখন উগ্র হিন্দুত্ববাদীরা ধর্মের নামে মানুষ পুড়িয়ে মারছে, তখন আপনি চুপ!! কারণ 'তারা আমার ধর্মের লোক'!!
আপনি গাজায় মুসলমানদের মৃত্যুতে উদাসীন থাকেন, অথচ দিল্লির দাঙ্গায় হিন্দুদের মৃত্যু নিয়ে ব্যথিত!!
একটা পক্ষপাতদুষ্ট মনোভাব!!
এখন যদি মুসলিমরা নিজেদের আত্মরক্ষার চেষ্টা করেন, তাহলে তাদের প্রতি আপনার ভয় কেন??
আপনার ধর্মের উগ্রবাদীরা সন্ত্রাস করতে পারে, আর অন্য ধর্ম রক্ষার চেষ্টা করলেই আপনি তাকে 'দেশদ্রোহী' বলেন??
আপনার ঘৃণা, রাগ, ক্রোধ—সবই স্বাভাবিক!!
কিন্তু নিজের আয়নায় কি একবারও তাকিয়েছেন??
প্রশ্ন করুন নিজের ধর্মগুরুদের!!
নিজের চারপাশের তরুণ প্রজন্মকে জানুন!! তারা কিসে বিশ্বাস করছে, কী শিখছে, কোন সমাজে বড় হচ্ছে!!
আপনি যদি পরিবর্তন চান, শুরু করুন নিজের ঘর থেকে!!
পড়াশোনা করুন, যুক্তিবাদী হন, মানবতাকে গ্রহণ করুন!!
জানি আমাকে অনেকেই ‘দেশদ্রোহী’ বলবে!!
তবুও আমি বলবো!! কারণ অন্ধকার থেকে আলোয় যাওয়ার পথ কখনোই সহজ ছিল না!!
আজ না বললে কাল আর বলার সুযোগ থাকবে না!!