21/06/2025
🥰অবশেষে বাঁচার আশায় আলো! ১৬ কোটি টাকার ইঞ্জেকশন পেলো রানাঘাটের অস্মিকা!🥰
রানাঘাট, নদিয়া:
বাংলা আবার প্রমাণ করলো — একসঙ্গে লড়লে অসম্ভবকেও সম্ভব করা যায়! SMA (Spinal Muscular Atrophy)-তে আক্রান্ত ছোট্ট অস্মিকা সাহা, অবশেষে পেয়েছে বিশ্বের সবচেয়ে দামি ইঞ্জেকশন Zolgensma, যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা! এই ঐতিহাসিক মুহূর্তে সারা বাংলা ও বাঙালির হৃদয় এক হয়ে উঠেছে।
মাত্র ১৮ মাস বয়সী অস্মিকা, দীর্ঘদিন ধরেই SMA-র সঙ্গে লড়াই করছিল। এই রোগে সময়মতো চিকিৎসা না হলে শিশুর পেশি ধীরে ধীরে বিকল হতে শুরু করে এবং মৃত্যুর আশঙ্কা থাকে প্রবলভাবে। তবে এই রোগের চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে অনেকেই মাঝপথে হাল ছেড়ে দেন।
কিন্তু অস্মিকার বাবা-মা হাল ছাড়েননি। সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন, সংবাদমাধ্যমে প্রচার, এবং মানুষের উদার সহযোগিতায় একে একে জমা পড়ে লক্ষ লক্ষ টাকা। অবশেষে দেশের এবং প্রবাসের অগণিত বাঙালির সাহায্যে ১৬ কোটির লক্ষ্যমাত্রা পূরণ হয়। কেউ দিলেন ১০ টাকা, কেউ দিলেন হাজার – কিন্তু একজোট হয়ে বাংলা দেখিয়ে দিল, এখনো হৃদয় আছে, আবেগ আছে, এবং একতা আছে।
📌 কীভাবে পেল এই ‘জীবনের ইঞ্জেকশন’?
Zolgensma নামক এই জিন থেরাপির ইনজেকশনটি সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়। এটি একবার শরীরে প্রয়োগ করলেই SMA-র মূল জিনগত সমস্যাটিকে সারাতে সাহায্য করে।
গতকাল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে অস্মিকার শরীরে ইনজেকশনটি প্রয়োগ করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত অবস্থা স্থিতিশীল এবং আগামী কিছুদিন অস্মিকাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
💬 বাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ — সকলে পাশে
এই লড়াইয়ের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন বহু তারকা, সমাজকর্মী ও রাজনৈতিক নেতা। অস্মিকার সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে প্রার্থনায়।
❤️ একতা থাকলে, অসম্ভবও সম্ভব!
এই ঘটনা শুধুই একটি শিশুর জীবনরক্ষা নয় — এটি বাংলার একতার জয়গান। একবিংশ শতকের এই যুগেও, যেখানে অনেক কিছুই অর্থ আর ক্ষমতার উপর নির্ভর করে, সেখানে মানুষের ভালোবাসা আর উদ্যোগে একটি প্রাণ বাঁচানো যায় — তার প্রমাণ অস্মিকা।
---
📢 আপনারাও হতে পারেন কারও বাঁচার কারণ! এই গল্প হোক প্রেরণা — আজ না পারলে কাল কেউ আপনার জন্যও লড়বে।
---
#অস্মিকা #বাংলারগর্ব #১৬কোটি_ইঞ্জেকশন #মানবিকতা #উনিটিফোড়হিউম্যানিটি