10/05/2025
অপারেশন সিঁদুরের পর থেকে ভারত অবিশ্বাস্য সহনশীলতা দেখিয়েছে। প্ররোচনায় পা দেয়নি। বার বার সিভিলিয়ানদের আক্রমণ করেছে ওরা। নিরীহ নিরস্ত্র মানুষকে ঢাল বানিয়েছে। ভারত ফাঁদে পা দেয়নি। তারা শুরু থেকে বলেছে আমরা শুধু জঙ্গীঘাঁটি ধ্বংস করেছি। এটা করার দরকার ছিল।
পাকিস্তান তাদের নিরস্ত্র নাগরিকদের ঢাল করেছিল আকাশপথেও। ভারত চুপ করেছিল। প্ররোচনা সত্ত্বেও সে আক্রমণ থেকে বিরত থেকেছে। ড্রোন আক্রমণ প্রতিহত করেছে শুধু। ভারতীয় সেনাবাহিনী স্টেটমেন্ট দিয়েছে যখন, তখন গোটা বিশ্বকে এ দেশ দেখিয়েছে ভারতের সাম্প্রদায়িক ঐক্য অটুট। ইচ্ছে করলে অনেক কিছু করা যেতো। করলে এসকেলেট করতো সিচুয়েশন। পাকিস্তান বিভিন্নভাবে ট্র্যাপে ফেলার চেষ্টা করে গেছে। নাকি কান্না কাঁদার জন্য বসেছিল, দেখো আমাদের নাগরিকদের মেরেছে।
ভারত আজ স্টেটমেন্ট দিয়ে বলেছে গণতান্ত্রিক দেশে সরকার বিরোধী কথা বলাই যায়, সেটা পাকিস্তান বুঝবে না।
প্রাপ্তি কম নয়।
আর ভারতের এটুকু আত্মবিশ্বাস আছে, বিভিন্ন বাবাদের থেকে অনেক অস্ত্র নিয়ে এলেও ভবিষ্যতে এই জঙ্গী দেশটাকে এভাবেই পায়ের তলায় রাখতে পারবে।
অ্যান্টিবায়োটিক ডোজ ঠিক যতটা দেবার, ততটা দিয়ে কোর্স শেষ করা হয়েছে। ব্যাকটেরিয়া নিজেই যুদ্ধবিরতি চেয়েছে।
আমার সেনাবাহিনীকে কুর্নিশ জানাই🙏
✍️ Abhik Arjun Dutta