ASCA FILM Production

ASCA FILM Production ★ A highlighted Creation ★
National and International Certified. Govt. of India Regd. may u contact us..

Welcome to touch your dreams... If you are interested about acting, direction, music play back, video or audio album, portfolio, produce, investment, any loan, job, legal advice, consult etc.

12/12/2023

আজ আমাদের আষ্কা কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্টের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাকালীন সময়কাল থেকে ও এখনও পর্যন্ত যাঁদের আমরা সাথে পেয়েছি, এবং আমাদের সাথে যুক্ত ও আমাদের সকল শুভাকাঙ্খীদের জানাই হার্দিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলকে সাথে নিয়ে ও সকলের শুভেচ্ছা, শুভকামনাকে পাথেয় করে আমরা দীর্ঘ পথ চলতে চাই। সাথে ও পাশে থাকবেন সকলে। ধন্যবাদ।

আষ্কা কর্তৃপক্ষ
১৩ই ডিসেম্বর, ২০২৩

 #আষ্কা_শারদ_সম্মান_২০২৩‘আষ্কা কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ আয়োজিত অনলাইন প্রতিযোগিতা - ২০২৩বিষয় : 1) শারদীয়ার সাজ...
29/09/2023

#আষ্কা_শারদ_সম্মান_২০২৩
‘আষ্কা কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ আয়োজিত অনলাইন প্রতিযোগিতা - ২০২৩
বিষয় : 1) শারদীয়ার সাজ, 2) Autumnal Photography

বিভাগ : শারদীয়ার সাজ প্রতিযোগিতায় পুরুষদের জন্য একটি ও মহিলাদের জন্য একটি বিভাগ থাকবে। Autumnal Photography Competition -এ আলাদা কোনো বিভাগ থাকবে না। দুটি প্রতিযোগিতার ক্ষেত্রেই যেকোন বয়সের পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করতে পারবেন। একই ব্যক্তি দুটি প্রতিযোগিতা তেও অংশগ্রহণ করতে পারবে।

প্রবেশ মূল্য : Free

নিয়মাবলী : শারদীয়ার সাজ প্রতিযোগিতার ক্ষেত্রে পুরুষ বা মহিলারা সেলফি অথবা নিজস্ব ফটোগ্রাফি পাঠাবেন, সেই ছবিটি দেখে যাতে শারদীয়া সমসাময়িক ছবি বলে চিহ্নিত করা যায় (দেবী দুর্গার সাজে / কুমোরটুলির সামনে / কাশবনে / ঢাকের সামনে / ধুনুচি হাতে / দুর্গা প্রতিমার সামনে / শিউলি ফুল তোলা / দুর্গা মন্ডপ প্রাঙ্গণে / প্রভৃতি)। ক্যামেরা / মোবাইলে তোলা ছবি উভয়ই গ্রহণযোগ্য। Autumnal Photography Competition -এর ক্ষেত্রে শারদীয়া সমসাময়িক (শরৎকালীন) যেকোনো ছবি পাঠাতে হবে। সেলফি বা নিজস্ব ফটোগ্রাফি বা কোনো ব্যক্তির স্বঃ প্রতিকৃতি পাঠানো যাবে না। ছবি বিশেষে ছবিতে একাধিক ব্যক্তিকে দেখা যেতেই পারে, তবে কাউকে highlight করা যাবেনা। দুর্গাপূজা, প্রতিমা, প্যান্ডেল, আলোকসজ্জা, দর্শনার্থী অথবা শরৎকালীন প্রাকৃতিক ছবি সকলই গ্রহণযোগ্য। তবে মোবাইল ফোনে তোলা ছবি হতে হবে। DSLR অথবা কোনো ক্যামেরায় তোলা ছবি গ্রহণযোগ্য নয়।

কিভাবে ও কোথায় পাঠাতে হবে : দুটি প্রতিযোগিতার ক্ষেত্রেই মেইলের মাধ্যমে ছবি পাঠাতে হবে। (WhatsApp -এ পাঠালে গ্রহণযোগ্য হবেনা।) সাথে একটি আবেদনপত্র পূরণ করে পাঠাতে হবে। (সেটি আমাদের থেকে সংগ্রহ করতে হবে।) মেইলে Subject লিখবেন : আষ্কা শারদীয়া প্রতিযোগিতা।
E-mail : [email protected]

পাঠানোর সময়সীমা : ১১ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত পাঠানো যাবে।
ফলাফল প্রকাশ : মহালয়ার দিন (১৪ অক্টোবর, ২০২৩) ফলাফল ঘোষিত হবে।

পুরস্কার : শারদীয়ার সাজ প্রতিযোগিতায় পুরুষ বিভাগ ও মহিলা বিভাগ থেকে ১জন বিজয়ী এবং Autumnal Photography Competition থেকে ১জনকে বিজয়ী হিসেবে পুরষ্কৃত করা হবে সার্টিফিকেট সহযোগে। তাঁকে “আষ্কা শারদ সম্মান - ২০২৩” -এ ভূষিত করা হবে। এছাড়াও তাঁর জন্য থাকবে আমাদের প্রোডাকশনে যুক্ত হওয়ার সুযোগ, অথবা ACE প্রযোজিত কোনো একটি ফিল্মে অভিনয়ের সুযোগ! বিজয়ী প্রার্থী ছাড়াও আমাদের ভালোলাগা বিশেষ কিছু ছবি (প্রতিযোগির নাম সহ) আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হবে।
Page Link : https://facebook.com/asca.wb

বিঃদ্রঃ উল্লিখিত কোনোপ্রকার নিয়মাবলী ব্যতিক্রম করে ছবি পাঠালে তা বাতিল বলে বিবেচিত হবে।

যোগাযোগ : আবেদনপত্রের জন্য, অথবা জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ACE authority বা আষ্কা কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা বিশেষ প্রয়োজনে WhatsApp -এ মেসেজ করতে পারেন (ফোন করবেন না)।
Managing Director : +91 7890400698 (WhatsApp)
ACE Official WhatsApp : +91 9007973683 (2pm - 9pm)

Opportunity for ACE Committee Members :
আষ্কা কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্টের কমিটি মেম্বারদের জন্যেও উক্ত দুটি প্রতিযোগিতার ব্যবস্থাই আলাদা ভাবে থাকবে। অর্থাৎ মেম্বারদের মধ্যে থেকেও দুটি প্রতিযোগিতার ক্ষেত্রেই ১জন বিজেতা ঘোষিত হবে। তবে সেক্ষেত্রে শারদীয়ার সাজ প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের জন্য আলাদা বিভাগ থাকবে না।

সকলকে আগাম শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই।

ধন্যবাদান্তে : Dr. Arunangshu Das (Managing Director) • Debosmita Ghosh (CEO)

সৌজন্যে : শ্রাবণী মন্ডল (আজীবন সদস্যা)

Media Partners : News Bengal, World News Bangla, The Virtual World News, Asca Film Production, Asca Movies, The Leo Creation, The Virtual Life..

01/05/2023
Happy Eid ul-fitr Mubarak
21/04/2023

Happy Eid ul-fitr Mubarak

Opportunity
16/03/2023

Opportunity

19/01/2023

বিশেষ বিজ্ঞপ্তি

গতকাল “কলতান” -এর এডমিন মাননীয়া দীপ্তশ্রী গাঙ্গুলী ঘোষণা করেছেন, যারা আষ্কা প্রোডাকশনের সাথে যুক্ত থাকবেন, তারা কলতানের সাথে যুক্ত থাকতে পারবেন না। এবং আমাদের প্রোডাকশনের উদ্দেশ্যে অনেক কুরুচিকর মন্তব্য করেছেন। তবে আমাদের প্রোডাকশনের পক্ষ থেকে আমরা তার কোনো প্রতিবাদ করতে চাইনা। কারণ, খারাপ মন্তব্য করলেই কেউ খারাপ হয়ে যায় না। কারা কেমন, সেটি বিচারের ক্ষমতা শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের আছে। তবে, কলতানের পক্ষ থেকে ঘোষিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আমাদের প্রোডাকশনের পক্ষ থেকে এটিই জানানো যাচ্ছে যে, শুধু “কলতান” কেন, যেকোন সংস্থার সাথে যুক্ত ব্যক্তিরাই আমাদের প্রোডাকশনের সাথে যুক্ত থাকতে পারবেন, আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু, কোনোরকম ঝুট ঝামেলা অশান্তি আমরা বরদাস্ত করবোনা। সুতরাং অন্য কোনো সংস্থার নির্দেশানুযায়ী আমাদের প্রোডাকশনের থেকে কেউ বাহির হতে চাইলে অবিলম্বে হতে পারেন, কোনো বাঁধা নিষেধ নেই। এমনিতেই কিছুদিনের মধ্যে নতুন কমিটি গঠন হতে চলেছে। আমরা সকলেই ভালোবেসে চলতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।

ম্যানেজিং ডিরেক্টর
আষ্কা কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট
২০ শে জানুয়ারী, ২০২৩

18/01/2023

NOTICE

We announce that “Kalatan” and “Sky Bangla News” will not be added as media partners of our production from today. However, as a well-wisher, there must be. thank you.

Managing Director
Asca Culture and Entertainment
Date : 19 January, 2023

Address

Kolkata
WESTBENGAL,

Alerts

Be the first to know and let us send you an email when ASCA FILM Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ASCA FILM Production:

Share