Golpo Kutir

Golpo Kutir Do whatever u want to do...don't look back otherise u will be fallen.

মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত এবং নীতির গুরুত্ব অপরিসীম।..........✍️মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে সঠি...
18/02/2025

মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত এবং নীতির গুরুত্ব অপরিসীম।..........
✍️মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত এবং নীতির গুরুত্ব অপরিসীম। সঠিক নীতি অনুসরণ করলে জীবনের মান উন্নত হয়, আর ভুল নীতি আপনাকে বিপদে ফেলতে পারে। নিচে কিছু মূল্যবান নিয়ম এবং জীবনব্যবস্থা উল্লেখ করা হলো যা আপনাকে জীবনে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে:

---

**১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না।**
নিজেকে বড় করে তুলে ধরা আত্মবিশ্বাস নয়, অহংকার। এটি অন্যের চোখে আপনাকে ছোট করে তোলে। বিনয়ী এবং নম্র আচরণ মানুষের মন জয় করার চাবিকাঠি।

---

**২. ভুল স্বীকার করুন এবং "Thank you", "Please" বলুন।**
ভুল স্বীকার করা দুর্বলতা নয় বরং আত্মজ্ঞান এবং সাহসিকতার পরিচয়। ছোট কথাগুলো যেমন "ধন্যবাদ" বা "অনুগ্রহ করে" মানুষকে সম্মানিত করে এবং সম্পর্ক উন্নত করে।

---

**৩. নিজের গোপন কথা কাউকে বলবেন না।**
গোপন বিষয় শেয়ার করা ঝুঁকিপূর্ণ। কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে আপনাকে বিপদে পড়তে হতে পারে। সবসময় সতর্ক থাকুন।

---

**৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় ঝাঁপ দেবেন না।**
অর্থ এবং সময়ের অপচয় এড়াতে যেকোনো ব্যবসায় নামার আগে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করুন।

---

**৫. পর্নোগ্রাফিতে আসক্ত হবেন না।**
পর্ন আসক্তি আপনাকে সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে আপনার আত্মবিশ্বাস, সম্পর্ক এবং মনস্তাত্ত্বিক স্থিতি নষ্ট করে দেয়।

---

**৬. পরচর্চা করবেন না।**
যে অন্যের নিন্দা করে, সে আপনার পেছনেও নিন্দা করবে। নিজের সময় এবং মানসিক শক্তি নষ্ট না করে ইতিবাচক কাজে মনোযোগ দিন।

---

**৭. গাধার সঙ্গে তর্ক করবেন না।**
তর্কের শুরুতেই সে আপনাকে তার স্তরে নামিয়ে আনবে এবং আপনাকে অপদস্থ করবে। তাই, যুক্তিহীন তর্ক এড়িয়ে চলুন।

---

**৮. কোনো কাজ পরে করার জন্য ফেলে রাখবেন না।**
যদি কাজ ফেলে রাখেন, তা আর কখনোই সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। "এখনই" কাজ শেষ করার অভ্যাস তৈরি করুন।

---

**৯. ‘না’ বলতে শিখুন।**
সবসময় অন্যকে খুশি করার জন্য নিজেকে বোঝার মধ্যে ফেলবেন না। প্রয়োজনে দৃঢ়ভাবে ‘না’ বলুন। এটি আত্মসম্মান রক্ষার অংশ।

---

**১০. বাবা-মা এবং জীবনসঙ্গীকে সমান গুরুত্ব দিন।**
কোনো সম্পর্কের কারণে অন্য কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ককে উপেক্ষা করবেন না। পরিবার হলো জীবনের মূল শক্তি।

---

**১১. সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না।**
আপনি যদি সবসময় অন্যকে সন্তুষ্ট করার জন্য নিজেকে পরিবর্তন করেন, তবে নিজের ব্যক্তিত্ব হারাবেন। নিজের মূল্য বুঝতে শিখুন।

---

**১২. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না।**
সফল হতে হলে জীবনে হিসাব করা ঝুঁকি নিতে হবে। সঠিক পরিকল্পনা এবং সাহসিকতার মাধ্যমে এগিয়ে যান।

---

**১৩. স্মার্টফোনে আসক্ত হবেন না।**
স্মার্টফোন জীবন সহজ করে, তবে অতিরিক্ত ব্যবহার আপনার সময় এবং মনোযোগ নষ্ট করে। গুগলে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, তাই বাস্তব জীবনেও অভিজ্ঞতা অর্জন করুন।

---

**১৪. ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না।**
নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পাবেন না। দেরি করার ফলে হয়তো কখনোই তা আর প্রকাশ করা হবে না, যা সারা জীবনের আফসোস হয়ে থাকতে পারে।

---

**১৫. মানসিক শান্তি নষ্ট করে এমন সম্পর্ক থেকে সরে আসুন।**
যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয়, তা আঁকড়ে ধরা উচিত নয়। মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

---

**১৬. লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না।**
আপনি কখনোই জানেন না যে সাফল্য ঠিক কতটা কাছাকাছি। তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান। বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় সাফল্যের ঠিক আগে।

---

**১৭. অকারণে শত্রু তৈরি করবেন না।**
অকারণে কারো সঙ্গে শত্রুতা তৈরি করা নিজের ক্ষতি ডেকে আনে। সম্পর্ক রক্ষা করতে যতটা সম্ভব কৌশলী থাকুন।

---

**১৮. কারো ধর্মবিশ্বাসে আঘাত করবেন না।**
ধর্ম এবং বিশ্বাস মানুষের অন্তরের গভীরে থাকে। এটি নিয়ে কটূক্তি করা বা সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট দেওয়া সমস্যার সৃষ্টি করতে পারে।

---

**১৯. একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না।**
ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও রেকর্ড করা ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে। এ ধরনের ভুল থেকে দূরে থাকুন।

---

**২০. সম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখবেন না।**
যে জায়গায় আপনার সম্মান নেই, সেখানে থাকা নিজের আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে। নিজেকে মূল্য দিন।

---

**২১. টাকার পেছনে দৌড়ে প্রিয়জনদের উপেক্ষা করবেন না।**
টাকা গুরুত্বপূর্ণ, তবে তা যেন প্রিয়জনদের সময় এবং ভালোবাসার বিকল্প না হয়। ব্যালান্স বজায় রাখুন।

---

**২২. যা হারিয়েছেন তা নিয়ে আফসোস করবেন না।**
হারানো জিনিস বা সময় নিয়ে আফসোস করা কেবল আপনাকে পেছনে টানে। ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

---

এই নিয়মগুলো অনুসরণ করলে জীবন আরও সমৃদ্ধ, শান্তিময় এবং সফল হয়ে উঠবে। জীবনের প্রতিটি মুহূর্তে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন।

এক পর্যটক মেক্সিকোতে বেড়াতে গেছেন। ঘুরতে ঘুরতে সমুদ্রে গিয়ে মাছ ধরা দেখে তিনি খুব আনন্দ পেলেন। জেলেদের কাছে গিয়ে বললে...
29/10/2024

এক পর্যটক মেক্সিকোতে বেড়াতে গেছেন। ঘুরতে ঘুরতে সমুদ্রে গিয়ে মাছ ধরা দেখে তিনি খুব আনন্দ পেলেন। জেলেদের কাছে গিয়ে বললেন, "আচ্ছা, প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”

“বেশিক্ষণ না!” জেলেদের ঝটপট জবাব।

“তাহলে আপনারা বেশি সময় ধরে আরো বেশি মাছ ধরেন না কেন?” পর্যটক প্রশ্ন করেন।

"আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়।" জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলেন।

“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” পর্যটক জিজ্ঞাসা করেন।

জেলেরা উত্তর দেয়, “আমরা ঘুমাই, বাচ্চাদের সাথে খেলা করি, স্ত্রীর সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই, জীবনকে উপভোগ করি।"

পর্যটক তাদেরকে থামিয়ে দিয়ে বলেন, “আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনবেন।"

“তারপর?” জেলেদের প্রশ্ন।

“আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় কয়েকটা নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বড় কোনো শহর, আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন।" পর্যটক বলতে থাকেন।

“এসব করতে আমাদের কত সময় লাগবে?” জেলেরা জানতে চান।

“কুড়ি পঁচিশ বছর তো লাগবেই।” একটু ভেবে জবাব দেন পর্যটক।

"তারপর?" জেলেদের চোখে কৌতূহল।

লোকটা হেসে বলেন, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা অবাক দৃষ্টিতে প্রশ্ন ছুঁড়ে দেন।

পর্যটক তখন কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন।"

জেলেরা উদাসভাবে বলেন, “সেই কাজটাই তো আমরা এখন করছি! তাহলে বিশ পঁচিশ বছরের কষ্টের জীবনের মানে কি?”

প্রকৃতপক্ষে সন্তুষ্টির মাঝেই প্রকৃত সুখ নিহিত।

সংগৃহীত

28/08/2024
আমার বয়স ২৮ আর আমার স্বামীর বয়স ৩০। আমাদের বিয়ে হয়েছে ২ বছর হলো । এখনও কোনো বাচ্চা নেই নি। বিয়ের আগে আমার স্বামী বল...
20/08/2024

আমার বয়স ২৮ আর আমার স্বামীর বয়স ৩০। আমাদের বিয়ে হয়েছে ২ বছর হলো । এখনও কোনো বাচ্চা নেই নি। বিয়ের আগে আমার স্বামী বলেছিল তোমাকে চাকরি করতে হবে না আমি এতে রাজি হয়ে যাই কিন্তু এত পড়াশোনা করে আমি শুধু ঘর সংসার করতে চাই নি।তাই স্বামীকে বলি যে আমি চাকরি করবো।সে প্রথম প্রথম রাজি ছিল না। পরে অনেক জোর করার পর রাজি হয়।সে বলছিলো চাকরি করলেও রান্নার আর ঘরের মেইন দায়িত্ব আমাকে করতে হবে।আমি এতে রাজি হয়ে যাই।

আলহামদুলিল্লাহ ৭ মাস আগে আমার একটি প্রাইভেট কোম্পানিতে জব হয়। প্রথম প্রথম ঘর আর চাকরি একসাথে সামলাতে পারলেও ২ মাস পর হাপিয়ে উঠি।তাই আমি হাসব্যান্ড কে বলি রান্নার দায়িত্ব অর্ধেক নিতে।সে এতে রাজি হয় এবং আমরা সপ্তাহে তিন দিন আমি এবং সপ্তাহে তিনদিন উনি আর শুক্র বার আমরা দুই জন এই রান্না করি। কিন্তু সে যেইদিন থেকে এই কাজটি করতে শুরু করে ওইদিন থেকেই আমার কাছ থেকে অর্ধেক বাসা ভাড়া আর অর্ধেক বাজারের খরচ চায়। আমি দেই সাথে আমাকে মাঝে মাঝে বাজারে পাঠায়।কিন্তু অর্ধেক খরচ করতে গিয়ে আমার আর তেমন টাকা বাকি থাকেনা।আজকেও কাচাবাজার করে এনেছি, যে দাম জিনিসের। উনি আমার থেকে অনেক টাকা কামাই করেন কিন্তু কোনো কম্প্রোমাইজ করেন না।আমাকে অর্ধেক খরচ এই দিতে হয়।এখন আমি কি করবো?

উনাকে যদি বলি ভরণ পোষণের দায়িত্ব আপনার তাহলে উনি বলেন তুমি ত চাকরি করই। এই সামান্য বেতনে আমার অর্ধেক খরচ চালানো অনেক দুর্বিসহ অবস্থা। আমার ক্রিম আর ফেস ওয়াশ সাবান শ্যাম্পু কেনার টাকাও দেয় না বলে যে ওগুলো তো আমি ব্যবহার করবো না তাহলে কিনে দেবো কেনো। ওনার থেকে সাবান শ্যাম্পু ব্যবহার করতে দেয় কিন্তু আমার পছন্দের shampoo আমি কিনতে পারি না । শুধু এই না আমার কসমেটিকস গুলাও আমার নিজের টাকা তেই কিনতে হয়।আমি কিভাবে আমার হাসব্যান্ড কি ঠিক করতে পারবো? বাজে মন্তব্য না করে ভালো উপদেশ দিন।

--- ইনবক্স থেকে

💚 আলহামদুলিল্লাহ। ইয়া রব্বী, কি অপরুপ, সূক্ষ্ম সৃষ্টি তোমার প্রভু !    আমাদের দেহে যে DNA আছে তার মোট দৈর্ঘ্য ২০০০০০০০০০...
14/07/2023

💚 আলহামদুলিল্লাহ। ইয়া রব্বী, কি অপরুপ, সূক্ষ্ম সৃষ্টি তোমার প্রভু !

আমাদের দেহে যে DNA আছে তার মোট দৈর্ঘ্য ২০০০০০০০০০০ কি.মি.। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত ৫০ বারেরও বেশি আসা যাওয়া করলে যে দূরত্ব অতিক্রান্ত হবে, তার সমান।

আর DNA তে যে ইনফরমেশন আছে তা যদি লিপিবদ্ধ করা হয়, তবে তা হবে ৯০০ খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান। যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠা সংখ্যা হবে ৫০০।

আমাদের দেহে মোট কোষের সংখ্যা হলো ৩৭.২ ট্রিলিয়ন। সেন্সরি রিসেপ্টর আছে ১১০ মিলিয়ন। লৌহিত রক্ত কণিকা (RBC) আছে ৩০ ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কেই নিউরন সংখ্যা ১০০ বিলিয়ন।

ছবিটি ঠিক চামড়ার নিচের অংশ। এভাবেই যদি দুনিয়াতে পাঠাতেন, সুন্দর চামড়ার আবরণ না থাকতো কেমন হতো তখন? কাউকে দেখে মায়া ভালবাসা তৈরি হতো না। থাকতো না হাসি কান্নার এই অভিব্যক্তি।

দেহে মোট ব্লাড ভেসেল আছে ৪২ বিলিয়ন, যা ৯৭০০০ কি.মি. লম্বা।

একটু চিন্তা করুন তো! এক হাত লম্বা একটা হেডফোন অতি যত্ন করে রেখে দিলেও জট পাকিয়ে যায়। কিন্তু আপনার দেহের ৯৭০০০ কি.মি. ব্লাড ভেসেল কখনোই জট পাকিয়ে যায় নি।
দীর্ঘ এই ব্লাড ভেসেলগুলো কী অদ্ভুত সুক্ষ্মভাবে তৈরি। নেই কোন কম্প্লিকেশন বা জটিলতা।
সুবহানআল্লাহ

"এভাবে আমি আমার নিদর্শনগুলোকে বিশদভাবে বর্ণনা করি ঐ সম্প্রদায়ের জন্যে, যারা চিন্তাভাবনা করে।"
(সূরা ইউনুস, আয়াত : ২৪)

পৃথিবীর কোন কারখানা অন্ধকারে চলে না। কোন প্রোডাক্ট অন্ধকারে তৈরি হয় না। কিন্তু আমাদের সৃষ্টি যে কারখানায়, সেই মায়ের পেটে, তিন স্তর বিশিষ্ট অন্ধকারে ঘেরা। অথচ সেই সৃষ্টি কত নিখুঁত, কত অদ্ভুত সুন্দর!

আশেপাশের সব পুড়ে যাওয়ার পর মসজিদ বা কুরআন পুড়লো কিনা, আল্লাহর অস্তিত্বের প্রমাণ সেখানে খোঁজার প্রয়োজন নেই। পশু পাখির গায়ে তাঁর নাম অংকিত রয়েছে কিনা, মেঘের ভাঁজে তাঁর নাম ফুটে উঠেছে কিনা, প্রয়োজন নেই তা দেখার।

তাঁর অস্তিত্বের প্রমাণ আমরা নিজেরাই। তিনি আল্লাহ ❤️ আমাদের এই শরীরের নির্মাতা।

“আর তোমাদের মধ্যেই রয়েছে নিদর্শন, তোমরা কি দেখো না?”

(সূরা যারিয়াত,আয়াত : ২১)

#কপি

Address

Kolkata
700001

Alerts

Be the first to know and let us send you an email when Golpo Kutir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category