Sangita Mahapatra Pati

Sangita Mahapatra Pati Digital Creator

মানুষ চায় খারাপ থেকে ভালো হতে,তবে আমি একটু আলাদা চাই, আমি চাই ভালো থেকে খারাপ হতে।এরকম অদ্ভুত চাওয়ার কারণটা এবার বলি।য...
01/08/2025

মানুষ চায় খারাপ থেকে ভালো হতে,তবে আমি একটু আলাদা চাই, আমি চাই ভালো থেকে খারাপ হতে।এরকম অদ্ভুত চাওয়ার কারণটা এবার বলি।যদি কেউ কাউকে বাজে কথা বলে ;মনে আঘাত দিয়ে কথা বলে তাহলে তার ওপর প্রচণ্ড রাগ হয় কিন্তু আমার বেলায় যদি আমাকে কেউ বাজে কথা বলে তাহলে আমার খারাপ তো লাগে অবশ্যই তার সাথে সাথে যে বাজে কথাটা বলেছে তার জন্যেও ভাবনা হয় ,আমাকে খারাপ কথা বলে হয়তো তার মনে মনে খারাপ লাগছে এটা ভেবে।তার জন্যেও মনের কোণায় কোথাও যেন একটু চিন্তা হয়।এই আর কি 😔
শুভ দুপুর

31/07/2025

30/07/2025

তালের বড়া বানাচ্ছি.....

30/07/2025

আজ দুপুরে কী কী রান্না করলাম

28/07/2025

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোন ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না।
আগামীকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল ৮:১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ।

এই বার্তার যেকোনো স্থানে আঙুল দিন, “কপি” দেখা যাবে। “কপি” তে ক্লিক করুন। এরপর নিজের পেজে যান, একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন, “পেস্ট” দেখাবে – “পেস্ট” এ ক্লিক করুন। এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে। যারা কিছু করেন না, তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।

৬০ মিনিটস শো অনুযায়ী: যদি আপনি এটি মিস করে থাকেন, তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে।

নোট: ফেসবুক (মেটা) এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন, তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন।

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

28/07/2025

সকাল সকাল সবজি বাজার থেকে ঘুরে এলাম
#মিনি ভ্লগ

যাকে তুমি ভাবো তোমার খুব আপন আসলে সে তা নয়,সময় আসলে সবাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তোমার নিজের জায়গা।যাকে খুব ভালো...
27/07/2025

যাকে তুমি ভাবো তোমার খুব আপন আসলে সে তা নয়,সময় আসলে সবাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তোমার নিজের জায়গা।যাকে খুব ভালোবাসো আর মনে মনে ভেবে খুব খুশি হও যে সেও তোমাকে ততটাই ভালোবাসে তাহলে সেটা তোমার চরম ভুল।যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুল থেকে বেরিয়ে আসাই ভালো। তোমার কষ্ট, তোমার মন খারাপ শুধুমাত্র তোমারই তাতে অন্য কারও কিচ্ছু যায় আসে না।মন খারাপের সময় কাওকে পাশে পাবে না। তাই নিজেকে ভালোবাসো, নিজে নিজের বন্ধু হও ।
শুভ রাত্রি

25/07/2025

Good morning

বিয়েটা মেয়েদের জীবনে একটা অনেক বড় সিদ্ধান্ত তাই একটু ভেবে চিন্তে করা উচিত।যদি শ্বশুরবাড়ি ভালো হয় বর ভালো হয় তাহলে ...
24/07/2025

বিয়েটা মেয়েদের জীবনে একটা অনেক বড় সিদ্ধান্ত তাই একটু ভেবে চিন্তে করা উচিত।যদি শ্বশুরবাড়ি ভালো হয় বর ভালো হয় তাহলে জীবন অনেক সুখের আর যদি সেটা না হয় তাহলে জীবনটা শেষ। অনেককে দেখেছি স্কুল কলেজের টাইমে কী স্টাইলিশ ছিল,সব ধরনের সুন্দর সুন্দর জামাকাপড় পরতো বিয়ের পর সেই মেয়েটাই সুতোর শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে রান্না ঘরের কোণায় বসে তিনবেলা রান্না করে জীবন পার করে দেয়। পছন্দের জামাকাপড় গুলো ইচ্ছে হলেও পরতে পারে না শ্বশুরবাড়িতে allow করবে না বলে। online এ সুন্দর সুন্দর dress গুলো দেখে দেখে পার করে দিতে হয় । কখনও কখনও বা পরা হয় যখন বরের সাথে কোথাও বেড়াতে যায় তাও সেটা হয়তো পাঁচ বছরে একবার। মাঝে মাঝে বন্ধ ঘরে নিজের পছন্দের পোশাক পরে দুটো ছবি তুলে রাখে। সত্যি বলতে এরকম জীবনের কথা ভাবলেই ভয় লাগে।ওরকম ভাবে জীবন পার করতে পারবো না তাই বিয়ের আগে বাবা মা কে বলেছিলাম একটু দেখে ,ভেবে সিদ্ধান্ত নেবে তারা তাই করেছে। বিয়ের করে নিজের স্বাধীন জীবনটাকে পরাধীন করতে পারবো না , একটাই তো জীবন একটু সুন্দর করে থাকার ইচ্ছে তো সবার হয় ।তাই নয় কী ???

(সঙ্গীতা)
শুভ রাত্রি

24/07/2025

পরেশনাথ পাহাড়, মুকুট মনিপুর

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sangita Mahapatra Pati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share