Sangita Mahapatra Pati

Sangita Mahapatra Pati Digital Creator

14/10/2025

অনেকদিনের ইচ্ছে ছিল iphone নেবার। finally আজ নিয়ে নিলাম।🤩

14/10/2025

Good night

মেয়েরা  কুড়ি তে বুড়ি না, আসলে নতুন কুঁড়ি, সবে ফুটতে শুরু করে, কিন্তু ত্রিশের পর মেয়েরা দু'ধারি ছু*রি। যেতেও কাটে আসতেও ক...
14/10/2025

মেয়েরা কুড়ি তে বুড়ি না, আসলে নতুন কুঁড়ি, সবে ফুটতে শুরু করে, কিন্তু
ত্রিশের পর মেয়েরা দু'ধারি ছু*রি। যেতেও কাটে আসতেও কাটে। অসাধু, সাবধান!
ত্রিশের পর মেয়েরা সুপার ম্যাচিওর হয়।

ত্রিশের পর মেয়েরা নিজেকে ভালোবাসতে শেখে।
ত্রিশের পর মেয়েদেরকে আর ন্যাকা ন্যাকা আবেগ দিয়ে ভাসানো যায় না।

ত্রিশের পর মেয়েরা নিজেকে গোছায়।
ত্রিশের পর মেয়েদের মেইক আপ স্কিল( নিজের মুখে এবং সম্পর্কে) আসে।

ত্রিশের পর মেয়েরা ক্যারিয়ারে এগিয়ে যায়।
ত্রিশের পর মেয়েরা নিজেকে ফিট রাখে।
ত্রিশের পর মেয়েরা জীবনের প্রায়োরিটি শেখে।
ত্রিশের পর মেয়েরা আবেগকে ফিল্টার করতে শেখে।

ত্রিশের পর মেয়েরা "না" বলতে শেখে।
জীবন থেকে কি এবং কাকে এক্সট্রা মেদের মতো ঝরিয়ে ফেলতে হবে মেয়েরা শিখে যায়, আর কাকে সুগন্ধী সাবানের মতো গায়ে মাখতে হবে, মেয়েরা জেনে যায়।

ত্রিশের পর মেয়েরা মেয়ে থেকে মানুষ হতে শেখে।
আমার চোখে ত্রিশের পর মেয়েরা
বেশি সুন্দর, সহজ এবং বেশি এট্রাক্টিভ 🫰

ত্রিশের পর মেয়েরা জানে এবং বোঝে তারা কতটা গুরুত্বপূর্ণ।
যে সুন্দর নিজে নিজের সৌন্দর্য্য এবং মূল্য বুঝতে শেখে, নিজেকে প্রোটেক্ট করতে শেখে সে বড় বেশি সুন্দর।

প্লিজ পুরনো চিন্তার শ্যাওলা পড়া দড়ি দিয়ে মেয়েদের বাঁধবেন না, বয়সের বোঝা চাপিয়ে তাদেরকে দাবানোর চেষ্টা করবেন না 🙂

সংগৃহীত

লেখা সংগৃহীত





゚viralシfypシ゚viralシal





14/10/2025

সবুজে ভরা আমাদের ছাদ🍀যেতে হবে গ্ৰামের শ্বশুরবাড়ি।

আমাকে দেখতে পেলে আর কারও কাছে থাকবে না। সারাদিন আমার সাথেই থাকে।এখন আবার মাম্মা মাম্মা বলতে শিখেছে।তোর থেকে বেশি ভালো হয...
13/10/2025

আমাকে দেখতে পেলে আর কারও কাছে থাকবে না। সারাদিন আমার সাথেই থাকে।এখন আবার মাম্মা মাম্মা বলতে শিখেছে।তোর থেকে বেশি ভালো হয়তো আমাকে কেউ বাসে না।

❤অবিবাহিত মেয়েদের বলছি, বিয়ের পরে তোমরা যখন মা হবে, তখন বুঝবে স্বামী মানে শুধু টাকা-পয়সা বা হ্যান্ডসাম চেহারা নয়।রাত ৩ ...
13/10/2025

❤অবিবাহিত মেয়েদের বলছি,
বিয়ের পরে তোমরা যখন মা হবে, তখন বুঝবে স্বামী মানে শুধু টাকা-পয়সা বা হ্যান্ডসাম চেহারা নয়।

রাত ৩ টায় বাচ্চা কাঁদছে। তুমি ক্লান্ত, প্রসব পরবর্তী দুর্বলতায় বিধ্বস্ত! সেই মুহূর্তে স্বামীর চেহারা বা ব্যাংক ব্যালান্স নয়, তার দায়িত্বশীলতা ও ভালোবাসাই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান।

"তুমি ঘুমাও, বাচ্চাকে আমি দেখছি।" এই বাক্যের চেয়ে মধুর "ভালোবাসা" পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই!

তোমারা বিয়ের আগে কি দেখবে? যদি কেউ জিজ্ঞেস করে "কেমন স্বামী বেছে নেবে?" তুমি কি উত্তর দেবে?

❤তুমি বলবে:
যে তোমার সন্তানের শ্রেষ্ঠ পিতা হবে।
যে তোমাকে সম্মান করবে, তোমার পরিবারকে ভালোবাসবে।
যে তোমাকে কখনো ধোঁকা দেবে না।
যে তোমাকে আগলে রাখবে কঠিন সময়ে, তোমাকে ছেড়ে যাবে না কোনো কিছুর বিনিময়ে।

মনে রেখো, দায়িত্ববান পুরুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ। তাই তোমরা চেহারা না, চরিত্রের প্রেমে পড়ো।

লেখাটি সংগৃহীত

゚ ゚viral

আমার বর, আমার সবসময়ের বন্ধু, আমার কথা বলার একমাত্র সঙ্গী, আমার সব বদমেজাজি সহ্য করেও আমাকে অনেক ভালোবাসে।তুমি পাশে থাকল...
12/10/2025

আমার বর, আমার সবসময়ের বন্ধু, আমার কথা বলার একমাত্র সঙ্গী, আমার সব বদমেজাজি সহ্য করেও আমাকে অনেক ভালোবাসে।তুমি পাশে থাকলে আমার আর কাওকে লাগে না ।একদিকে তুমি আর একদিকে পুরো পৃথিবী। তোমার সাহসেই আমি সাহসী। আমার পাশে সদা সর্বদা থাকো তুমি,সেই কারনেই আমি কখনও কোনো পরিস্থিতিতে হেরে যাই না। আমি জানি তোমার কাছে আমি অনেক গুরুত্বপূর্ণ 💗

অনেকদিন পর একটা Selfie তুললাম।ছবিটা অত সুন্দর হয়নি ঠিকই কিন্তু রোদটা সুন্দর ছিল।এখন আমাদের বাড়িতে অশৌচ চলছে তাই খাওয়া...
12/10/2025

অনেকদিন পর একটা Selfie তুললাম।ছবিটা অত সুন্দর হয়নি ঠিকই কিন্তু রোদটা সুন্দর ছিল।এখন আমাদের বাড়িতে অশৌচ চলছে তাই খাওয়া দাওয়া নিয়ম মেনে হচ্ছে আর তাই কাজও কম, দুপুরে বেসিনের সামনে মুখ ধুতে গিয়ে রোদটা মুখের উপর পড়ল তাই ভাবলাম একটা ছবি তুলে রাখি।😊



Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sangita Mahapatra Pati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share