23/08/2025
সংগ্রহ করুন ২০% ছাড় সহ
ওস্তাদ কাহিনী
গেন্ডারিয়ার পোলা’ সাহিত্যিক অজিত কৃষ্ণ বসু শৈশবকালেই গানের তালিম নিয়েছিলেন ‘কানা কেষ্ট’ নামে পরিচিত প্রখ্যাত সংগীতশিল্পী কৃষ্ণচন্দ্র দের কাছে। আর রাগসংগীতের সঙ্গে তাঁর প্রত্যক্ষ সংযোগ ঘটে ঢাকা শহরে, ওস্তাদ গুল মহম্মদ খাঁর সান্নিধ্যে আসার পর। যে গুল মহম্মদ খাঁ মেঘমল্লার গেয়ে খরতাপময় ঢাকায় বৃষ্টি নামাতে পারতেন! হিন্দুস্থানি সংগীতের জগতের সঙ্গে তিনি তারপর থেকেই রীতিমতো একাত্ম। ঢাকা ছেড়ে কলকাতা আসার পর সান্নিধ্য পান ওস্তাদ বড়ে গুলাম আলি খাঁ, তারাপদ চক্রবর্তী, ভীষ্মদেব চট্টোপাধ্যায় প্রমুখ কিংবদন্তিতুল্য সংগীতগুরুর। হিন্দুস্থানি সংগীতের স্তম্ভপ্রতিম একাধিক ব্যক্তিত্বের সান্নিধ্যে থেকে লব্ধ আপন আশ্চর্য অভিজ্ঞতা অজিত কৃষ্ণ বসু লিপিবদ্ধ করেছেন ওস্তাদ কাহিনী বইতে। আর সমান্তরালে রসসিক্ত ভঙ্গিতে জানিয়েছেন হিন্দুস্থানি সংগীতজগতের চমকে দেওয়া নেপথ্য-ইতিহাস। সংগীতসম্রাট তানসেন, সর্বশ্রী বৈজু বাওরা, আবদুল করিম খাঁ, ফৈয়াজ খাঁ, খলিফা বদল খাঁ, কেশর বাঈ কেরকর, হীরাবাঈ বরোদেকর, রাধিকাপ্রসাদ গোস্বামী, জ্ঞানেন্দ্রপ্রসাদ গোম্বামী, সাতকড়ি দাস মালাকার, গিরিজাশংকর চক্রবর্তী, শচীন দেব বর্মণ, আলাউদ্দিন খাঁ, আলি আকবর খাঁ, বিমলাকান্ত রায়চৌধুরী থেকে শুরু করে রবিশংকর—কার কথা নেই এখানে? বিখ্যাত সব সংগীতসাধকের শিল্পীজীবন ও ব্যক্তিজীবনের নানা চমকপ্রদ কী অশ্রুতপূর্ব আখ্যান এই বইয়ের এক মূল্যবান সম্পদ। মজলিশি ঢঙে লেখা সুখপাঠ্য-সরস ওস্তাদ কাহিনী বাংলা সংগীতসাহিত্যে যেমন, তেমনি স্মৃতিসাহিত্যেও এক অনবদ্য সংযোজন। এ বই সংগীতপ্রেমীদের জন্য তো বটেই, যেকোনো রসিক পাঠকেরও অবশ্যপাঠ্য।
ওস্তাদ কাহিনী
অজিত কৃষ্ণ বসু
মুদ্রিত মূল্য – ৪০০ টাকা
বিক্রিত মূল্য –৩২০ টাকা
এছাড়াও বাংলাদেশের আরও অন্যান্য প্রকাশনীর বই পাবেন একই ছাদের তলায়, চলে আসুন আমাদের স্টোরে, হাতে নিয়ে বই দেখুন আর কিনে ফেলুন আপনার পছন্দের সমস্ত বই।
আমাদের ঠিকানা - ১৭/১ ডি সূর্য সেন স্ট্রিট, কলেজ স্কোয়ার, কলকাতা
অথবা ঘরে বসে ফোনে অর্ডার করুন বাতিঘর কলকাতা : +91 90623 04344 (সকাল ১১টা থেকে সন্ধ্যা ৮টা)