07/11/2025
২০% ছাড়ে সংগ্রহ করুন
তুষার খঞ্জর : অ্যান এলিট হান্টিং
ট্রটস্কি আর স্তালিনের চরিত্রের একটি বড়ো ফারাক হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নে: ট্রটস্কি এমন একজন মানুষ, তাঁকে ‘ম্যান উইথ ভিশন’ বললে, খুব বাড়িয়ে বলা হয় না। অন্য দিকে, স্তালিন হচ্ছেন ‘ম্যান অফ এক্সিকিউশান’। সুতরাং দু’জনের কাজ করা কিংবা রাজনৈতিক চিন্তার ধরনে ফারাক রয়েছে; যেটা ট্রটস্কির কাছে মনের খোরাক, চিন্তা, ভবিষ্যতের স্বপ্ন: সেটাই স্তালিনের কাছে একটা সাধারণ কাজ মাত্র। টাস্ক। খুব বেশি আবেগ সেই কাজে থাকে না। মানুষ নিজের স্বপ্নের জন্য প্রাণ অবধি দিতে পারে; কিন্তু টাস্কের জন্য সেই ধরনের কিছু আশা করা অন্যায়।
ইতিহাসের অমোঘ লিখনে, একই সময়ে একই প্ল্যাটফর্মে যখন এই দুই নেতা এসে দাঁড়ান, তখন তাদের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে ওঠে; অক্টোবর বিপ্লব পরবর্তী সময়ের রাশিয়ার গৃহযুদ্ধ হচ্ছে সেই মুহূর্ত, যেখান থেকে এই বারুদের স্তুপকে আগুনের স্ফুলিঙ্গ স্পর্শ করে, অদেখা বহ্নি শিখা ধিকিধিকি জ্বলতে থাকে, গল্পের শুরু সেখান থেকেই এবং লেনিনের মৃত্যুর পরে তা দাবানলে পরিণত হয়।
ট্রটস্কি বনাম স্তালিনের রাজনৈতিক লড়াইয়ের যে গল্প এই বইয়ে রয়েছে, সেটি পুরোপুরি সত্যি ঘটনা। তাত্ত্বিক আর মেঠো রাজনীতির পাশাপাশি বেশ কিছু রোমহর্ষক ঘটনার সূত্র অবশ্যই আছে, কিন্তু তা কখনোই কোনো কল্পনা নয়, বিশুদ্ধ বাস্তব: আর ঠিক সেই কারণেই, অন্য কাল্পনিক কাহিনীর প্রোটাগনিস্ট চরিত্রের মতো, এই গল্পের শেষে ট্রটস্কি বেঁচে যাবেন এমনটা ঘটে না, তাঁর মৃত্যু হয়। বাস্তবের এই গল্পে পুরোপুরি সাদা-কালো চরিত্র কেউই নয়, বরং ধূসর প্রলেপ প্রতিটি চরিত্রে লেগে আছে, রক্তের লাল দাগ সবার হাতেই রয়েছে: কোথাও কম, কোথাও হয়তো সামান্য বেশি।
গোটা গল্পে এসপিওনেজ, সিক্রেট সার্ভিস, গুপ্ত হত্যা সবই রয়েছে কিন্তু ইতিহাসের ঠিক করে দেওয়া গন্ডী মেনে; কোনো ফিকশন রচনা করার আবেগে, জরুরী আর সঠিক ঐতিহাসিক তথ্যকে পাল্টে দেওয়া এই গল্পের লক্ষ্য নয়। সময়রেখা এমন ভাবে ছোট-ছোট গল্পের কোলাজে সাজানো হয়েছে যে, শেষ পাতাতে না-পৌঁছানো অবধি পাঠককে বই থেকে আলাদা হতে দেবে না।
বইয়ের পাতায় উঠে এসেছে সোভিয়েত দেশের অভ্যন্তরীণ রাজনীতি, ভূ-রাজনীতি আর আন্তর্জাতিক কূটনীতির অনেক গোপন দিক: আর অবশ্যই সোভিয়েত সিক্রেট সার্ভিস।
তুষার খঞ্জর : অ্যান এলিট হান্টিং
শোভন চক্রবর্তী
মুদ্রিত মূল্য – 1000/- টাকা
বিক্রিত মূল্য – 800/- টাকা
চলে আসুন আমাদের স্টোরে, হাতে নিয়ে বই দেখুন আর কিনে ফেলুন আপনার পছন্দের সমস্ত বই। আমাদের ঠিকানা - ১৭/১ ডি সূর্য সেন স্ট্রিট, কলেজ স্কোয়ার, কলকাতা
অথবা ঘরে বসে ফোনে অর্ডার করুন বাতিঘর কলকাতা : +91 90623 04344 (সকাল ১১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত)
#বাতিঘর_কলকাতা
#নতুন_বই
#তুষার_খঞ্জর_অ্যান_এলিট_হান্টিং
#শোভন_চক্রবর্তী
#পুঁথি