Rater Golpo Guchcho

Rater Golpo Guchcho Wellcome to "Rater Golpo Guchcho". This is an interesting YouTube channel, where mysterious audio stories are told. Thanks!

Here you will find stories that will thrill you and give you a unique experience of getting lost in the silence of the night.

আজিমগঞ্জ রহস্য------------------আজিমগঞ্জ থানার দারোগা ইন্দ্রজিত লাহিড়ী, এলাকার সমাজবিরোধীদের কাছে এক ভয়ঙ্কর নাম। তার দৃঢ়...
15/01/2025

আজিমগঞ্জ রহস্য
------------------
আজিমগঞ্জ থানার দারোগা ইন্দ্রজিত লাহিড়ী, এলাকার সমাজবিরোধীদের কাছে এক ভয়ঙ্কর নাম। তার দৃঢ় নেতৃত্বে আজিমগঞ্জে ফিরে এসেছিল শান্তি। একসময় তিনি কুখ্যাত সমাজবিরোধী বাপিকে এক রাতে এনকাউন্টার করে শেষ করেন।

কিন্তু বাপির মৃত্যুর পর শুরু হয় অন্যরকম রহস্য। এক রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ইন্দ্রজিত বাবুর জিপের সামনে হঠাৎ এক মহিলার উপস্থিতি। দুর্ঘটনায় আহত হওয়া এই অচেনা মহিলাকে তিনি বাধ্য হয়ে বাড়ি নিয়ে আসেন।

মহিলাটি কে..? কোন নতুন রহস্যের সুত্রপাত, না কি অন্য কিছু ..?

"একটি অপরিচিত মুখ—ইন্দ্রজিত লাহিড়ীর জীবনে কী পরিবর্তন আনবে? জানতে হলে শুনুন 'রাতের গল্প-গুছ', শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে!"

** আজিমগঞ্জ রহস্য। … আসছে আগামী বুধবার, ২২ তারিখ ঠিক সন্ধ্যে ৬:২০ মিনিট। **

#আজিমগঞ্জরহস্য

"২০২৪ কে বিদায় জানিয়ে এগিয়ে চলুন নতুন স্বপ্ন আর সম্ভাবনায় ভরা ২০২৫-এর দিকে। নতুন বছর হয়ে উঠুক সাহসী উদ্যোগ, আনন্দের মুহূ...
31/12/2024

"২০২৪ কে বিদায় জানিয়ে এগিয়ে চলুন নতুন স্বপ্ন আর সম্ভাবনায় ভরা ২০২৫-এর দিকে। নতুন বছর হয়ে উঠুক সাহসী উদ্যোগ, আনন্দের মুহূর্ত আর সাফল্যের গল্পে পূর্ণ। জীবনের প্রতিটি মুহূর্ত হোক এমন যা হৃদয়ে থেকে যায়। নতুন বছরের উজ্জ্বল আলোয় শুরু হোক নতুন অধ্যায়। শুভ নববর্ষ ২০২৫!"
#রাতেরগল্পগুচ্ছ , , , , , , , , ,

🌟 শুভ বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা! 🎄প্রিয় দর্শকবৃন্দ,"রাতের গল্পগুচ্ছ" চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরি...
24/12/2024

🌟 শুভ বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা! 🎄

প্রিয় দর্শকবৃন্দ,
"রাতের গল্পগুচ্ছ" চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই বছর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের প্রতিটি গল্পকে জীবন্ত করে তুলেছে।

নতুন বছরে আমরা আরও রোমাঞ্চকর এবং ভৌতিক গল্প নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।
আশা করি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের গল্পগুলো উপভোগ করবেন।

🌌 শুভ বড়দিন এবং ২০২৫ সালের জন্য শুভকামনা।

✨ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় আমাদের সঙ্গে থাকুন।
রাতের গল্পগুচ্ছ - যেখানে প্রতিটি রাত এক রহস্য।

ভাদুড়ী বাড়ীর রহস্য II Vaduri Barir Rahasya II Bangoli Horror Audio Story II Rater Golpo Guchchoগৌতম ভাদুড়ী, এক সময়ের স্ক...
18/12/2024

ভাদুড়ী বাড়ীর রহস্য II Vaduri Barir Rahasya II Bangoli Horror Audio Story II Rater Golpo Guchcho

গৌতম ভাদুড়ী, এক সময়ের স্কুল শিক্ষক ছিলেন, বাস করতেন জৌগ্রামে। এক দুর্ঘটনায় তাঁর প্রিয় স্ত্রী কমলা দেবী পৃথিবী ছেড়ে চলে যান। বিশাল এই ভাদুড়ী বাড়ীতে এখন শুধুই ভাদুড়ী বাবু এবং পুরনো কাজের লোক নিমাই দা। কমলা দেবীর মর্ত্যুর পর, নিমাই দাই সবকিছু দেখাশোনা করতেন, কিন্তু ভাদুড়ী বাবু যেন আগের মতো কষ্ট পাচ্ছেন না—কমলা দেবীর ছবি পর্যন্ত তিনি ঘরে টাঙাননি। তাই নিয়ে নিমাই দা ভাদুড়ী বাবু কে জিজ্ঞেস করে কোন সদুত্তর পায় নি। একদিন রাতে নিমাই দা দেখে, ভাদুড়ী বাবুর ঘরে আলো জ্বলছে। কৌতূহলী হয়ে সে বাড়ির উপরের তলায় চলে যায়, কিন্তু সেখানে ভাদুড়ী বাবু এবং এক নারীর কণ্ঠস্বর শুনে তার বুক ধড়ফড় করে। ভয় পেয়ে, নিমাই দা ঘর থেকে বের হতে চায়, কিন্তু হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। এখন, বিশাল ভাদুড়ী বাড়ীটি শূন্য, তবে প্রতিরাতে এক নির্দিষ্ট ঘরের জানালা খোলা এবং আলো জ্বলতে দেখা যায়।"

🖤 ভাদুড়ী বাড়ীর অন্ধকারে কিছু ভয়ানক রহস্য অপেক্ষা করছে। কেন রাতের অন্ধকারে খুলে যায় সেই ঘরের জানালা? শুনুন সেই ভীতিকর কণ্ঠস্বরের গল্প! 🕯️

সম্পূর্ণ শুনতে ২৫শে ডিসেম্বর আসছে আমাদের ইউটিউব চ্যানেলে—‘ভাদুড়ী বাড়ীর অন্ধকারে’। ভয় আর রহস্যের এক অনন্য অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনার জন্য।

👉 এখনই সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/

#ভাদুড়ীবাড়ী #ভয়েরগল্প #রহস্য #রাতেরগল্প #মিস্ট্রি

অন্ধকারে ঘেরা স্টেশন, শূন্য ট্রেন, আর এক রহস্যময় মেয়ে—ভাস্করের সামনে কী ঘটতে চলেছে? উত্তরের জন্য অপেক্ষা করুন  " ১১ই ডিস...
04/12/2024

অন্ধকারে ঘেরা স্টেশন, শূন্য ট্রেন, আর এক রহস্যময় মেয়ে—ভাস্করের সামনে কী ঘটতে চলেছে? উত্তরের জন্য অপেক্ষা করুন " ১১ই ডিসেম্বর", আর এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল "Raater Golpo Guchcho"! এবং শুনুন পুরো গল্পটি ১১ই ডিসেম্বর, বুধবার! ভয় আর রোমাঞ্চে ভরা সেই রাত মিস করবেন না।
Channel Link: 👉(https://www.youtube.com/)

"শিউলী"একটি নিরিবিলি গ্রাম, যেখানে শিউলী নামে এক মেয়ের গল্প শুরু। সরলতা আর মায়ায় ভরা সেই মেয়ে, যার একফোঁটা হাসিতেই গ...
27/11/2024

"শিউলী"
একটি নিরিবিলি গ্রাম, যেখানে শিউলী নামে এক মেয়ের গল্প শুরু। সরলতা আর মায়ায় ভরা সেই মেয়ে, যার একফোঁটা হাসিতেই গ্রাম জুড়ে খুশির ঢেউ ছড়িয়ে পড়ে। এই গ্রামেই বিক্রমের মামার বাড়ি—তার ছেলেবেলার সবচেয়ে প্রিয় স্মৃতির জায়গা।
বিক্রম, আঠেরো বছরের এক উদ্যমী তরুণ। আর শিউলী, ষোলো বছরের এক প্রাণোচ্ছল মেয়ে। সময়ের পথচলায় তারা ধীরে ধীরে একে অপরের কাছে আসে। কিন্তু তাদের সম্পর্কের গভীরতা কী? এটা কি শুধুই বন্ধুত্ব, নাকি গোপনে লুকিয়ে থাকা ভালোবাসা?
বিক্রম এখন দূর কলকাতায়, কিন্তু শিউলীর স্মৃতি যেন তার হৃদয়ে চিরকালীন সঙ্গী।

তাহলে, এই সম্পর্ক কি ভালোবাসায় পূর্ণতা পাবে? নাকি হারিয়ে যাবে সময়ের স্রোতে?
জানতে এখনই পুরো অডিও গল্পটি শুনুন আমাদের ইউটিউব চ্যানেলে। এক মনোমুগ্ধকর প্রেমকাহিনী আপনাকে অপেক্ষা করছে।

গল্পটি শুনতে ক্লিক করুন এখানে: https://youtu.be/6u0NfcrUE84

#রাতেরগল্পগুচ্ছ #শিউলি #ভৌতিকগল্প #অডিওস্টোরি #সাসপেন্স_হরর #বাংলাগল্প #হরর #সাসপেন্স

একটি মায়াবী গ্রাম, যেখানে শিউলি নামে এক সরল মিষ্টি মেয়ে বাস করত। এই গ্রামেই বিক্রমের মামার বাড়ি—যেখানে বিক্রমের হৃদয়...
20/11/2024

একটি মায়াবী গ্রাম, যেখানে শিউলি নামে এক সরল মিষ্টি মেয়ে বাস করত। এই গ্রামেই বিক্রমের মামার বাড়ি—যেখানে বিক্রমের হৃদয়ের টান সবচেয়ে বেশি।
বিক্রমের বয়স আঠেরো, আর শিউলীর ষোলো। কিন্তু ভালবাসা কি কখনও বয়স মানে?
না, ভালবাসা সবসময় বয়সের সীমা ছাড়িয়ে যায়। তাই তো বিক্রম আর শিউলীর মধ্যে তৈরি হয়েছিল এক অনন্য ভালোবাসার গল্প।
বিক্রম এখন কলকাতায় থাকে, দূরে থেকেও তার হৃদয়ে শিউলীর জায়গা অপরিসীম।

এই অনন্য প্রেমের গল্প আরও জানতে হলে শুনতে হবে আমাদের সঙ্গে।
আসছে বুধবার, "শিউলি" নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে। অপেক্ষা করবেন!

#শিউলি

*"আসছে রাতের গল্প গুচ্ছ-তে নতুন রহস্য, নতুন আতঙ্ক!"আপনাদের জন্য আসছে এক নতুন এবং রোমাঞ্চকর গল্প - **"ছায়াঘেরা আমডাঙ্গা"...
06/11/2024

*"আসছে রাতের গল্প গুচ্ছ-তে নতুন রহস্য, নতুন আতঙ্ক!"

আপনাদের জন্য আসছে এক নতুন এবং রোমাঞ্চকর গল্প - **"ছায়াঘেরা আমডাঙ্গা"**! আমাদের ইউটিউব চ্যানেল "রাতের গল্প গুচ্ছ"-এ এমন একটি গল্প নিয়ে হাজির হবো, যেখানে প্রত্যেক মুহূর্তে লুকিয়ে আছে রহস্য, আর প্রতিটি শব্দে যেন ছড়িয়ে আছে ভয়ের স্পন্দন।

একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে দিনের আলোয় সব কিছু স্বাভাবিক দেখালেও রাতের অন্ধকারে চারপাশে ঘটে ভয়ানক কিছু ঘটনা। "আমডাঙ্গা" গ্রামের মানুষদের বিশ্বাস, রাত হলে প্রতিটি বাতাসের ঝাপটায় লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য, কিছু অশুভ শক্তি, যারা নিজেদের অস্তিত্ব জানান দেয়। কী এই রহস্য? কে বা কারা লুকিয়ে আছে সেই ছায়ার আড়ালে? এই সব অজানা প্রশ্নের উত্তর খুঁজতে চলেছেন আমাদের গল্পের চরিত্ররা।

এই সাসপেন্স হরর অডিও স্টোরি, আপনার কল্পনাকে নিয়ে যাবে অজানা রহস্যের জগতে, যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে থাকবে এক অদ্ভুত শিহরণ। আর তার সাথে থাকবে এক অজানা আতঙ্ক, যা ধীরে ধীরে জমাট বাঁধবে "ছায়াঘেরা আমডাঙ্গা"-তে।

**এ গল্পে কি আপনি খুঁজে পাবেন সব প্রশ্নের উত্তর?**
**নাকি আরও কিছু প্রশ্নের জন্ম দেবে এই ছায়াঘেরা আমডাঙ্গা?**

অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন এই গল্পের মুক্তির সাথে সাথেই প্রথমে শুনতে পারেন আপনি। অপেক্ষা করুন, "ছায়াঘেরা আমডাঙ্গা" খুব শীঘ্রই আসছে!

Channel link: https://bit.ly/3zruGVP

#রাতেরগল্পগুচ্ছ #ছায়াঘেরা_আমডাঙ্গা #সাসপেন্স_হরর #অডিওস্টোরি #ভৌতিকগল্প

30/10/2024

Today's Episode : এক বৃষ্টির রাতে- (রাতের গল্প গুচ্ছ) | Bengali Audio Story.

Submit Your Story: [email protected]

Ideas & Plans: Kuntal Bose

𝗖𝗥𝗘𝗗𝗜𝗧𝗦:
===========
Starring:
Narrator: Kollol Basu
Sujoy: Sk. Halim
Anima & Animar Maa: Chondona Basu

Sound, Poster, Special Effects, Edit: Rana

Special Thanks: Goutam Bhaduri

#রাতেরগল্পগুচ্ছ #একবৃষ্টিররাতে #বাংলাগল্প #হররসাসপেন্সঅডিওগল্প

লক্ষ্মী পূজার পবিত্র দিনে সবাইকে জানাই শুভেচ্ছা ও প্রার্থনা। মা লক্ষ্মীর কৃপায় আমাদের জীবন ভরে উঠুক সুখ, সমৃদ্ধি ও শান্...
16/10/2024

লক্ষ্মী পূজার পবিত্র দিনে সবাইকে জানাই শুভেচ্ছা ও প্রার্থনা। মা লক্ষ্মীর কৃপায় আমাদের জীবন ভরে উঠুক সুখ, সমৃদ্ধি ও শান্তিতে। আজকের এই পূর্ণিমা রাত যেন সকলের ঘরে আলো ও আশীর্বাদের বার্তা নিয়ে আসে। শুভ লক্ষ্মী পূজা!

"📢 **আসছে... এক ভৌতিক অভিজ্ঞতা!**  এই বৃষ্টি ভেজা রাতে রহস্যের মোড় খুলতে চলেছে "এক বৃষ্টির রাতে" সাসপেন্স হরর অডিও স্টোর...
09/10/2024

"📢 **আসছে... এক ভৌতিক অভিজ্ঞতা!**

এই বৃষ্টি ভেজা রাতে রহস্যের মোড় খুলতে চলেছে "এক বৃষ্টির রাতে" সাসপেন্স হরর অডিও স্টোরি! 🌧️👻

আপনার মনের গভীরে লুকিয়ে থাকা ভয়কে জাগিয়ে তুলবে এমন এক রাত, যা আপনি ভুলতে পারবেন না! 🖤
তাই তৈরি হন, গল্পের প্রতিটি শব্দ আপনাকে নিয়ে যাবে এক নতুন অজানা পথে।

🔜 শীঘ্রই মুক্তি পাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল **'রাতের গল্প গুচ্ছ'**-তে!
আপনার সাহস আছে তো? 😈

সাবস্ক্রাইব করে রাখুন আর প্রস্তুত থাকুন কাঁপিয়ে দেওয়া গল্পের জন্য!

"

রাতের অতিথি - (রাতের গল্প গুচ্ছ) | Bengali Audio Storyবাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন গল্পগুলোর পাশাপাশি, আজ থেকে শুরু ...
30/09/2024

রাতের অতিথি - (রাতের গল্প গুচ্ছ) | Bengali Audio Story

বাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন গল্পগুলোর পাশাপাশি, আজ থেকে শুরু হচ্ছে আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ সেগমেন্ট ‘রাতের গল্প গুচ্ছ’। এই সেগমেন্টে আমরা আপনাদের শোনাতে চলেছি আমাদের নিজস্ব লেখা, নতুন নতুন রহস্য-রোমাঞ্চ কর সব গল্প। এটি শুধুমাত্র স্বাদের পরিবর্তনই নয়, বরং কিছুটা নিজেদের মনের কথা বলার সুযোগও। নতুন এই উদ্যোগে আমাদের চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু বিশেষ এবং রহস্যময় রাতের গল্প।

#রাতের_অতিথি

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Rater Golpo Guchcho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share