
30/06/2025
শিশুদের ঘরের কাজ শেখানো কেন দরকার?
“শিশুদের দিয়ে ঘরের কাজ করালে তাদের মধ্যে নেতৃত্ব গুণ তৈরি হয় এবং তারা নিজেদেরকে পরিবারের কল্যাণকর অংশ হিসেবে নিজেকে মূল্যবান মনে করে। এতে তারা দায়িত্ব নিতে শেখে এবং বিভিন্ন বিষয়—যেমন মাপ, জায়গা, রং, সময় এবং কাজ কীভাবে হয়—এসব বুঝে নিতে শেখে।
ঘরের কাজ শেখানোর সময় ধৈর্য ধরাটা খুব জরুরি। প্রথম কয়েকবার শিশুর সঙ্গে মিলে কাজটা করুন। এরপর আপনি পাশে থেকে দেখবেন এবং সাহায্য করবেন, যাতে কোনো প্রশ্ন থাকলে উত্তর দিতে পারেন। এরপর ধীরে ধীরে শিশুকে একা কাজটা করতে দিন।”
—পরিবার শিক্ষা ও শিশু বিকাশ বিষয়ক প্রশিক্ষক ও পরামর্শক লরা ক্ল্যারির পরামর্শ