
01/10/2025
মহানবমী শব্দের অর্থ এসেছে “মহা” অর্থাৎ মহান এবং “নবমী” অর্থাৎ নবম তিথি থেকে। এই তিথিতেই দেবী দুর্গা মহিষাসুরের সঙ্গে ভয়ংকর যুদ্ধের চূড়ান্ত রূপ ধারণ করেন। পুরাণে বলা হয়েছে, নবমীর দিনে দেবী চণ্ডিকা মহিষাসুরকে বধ করার জন্য সর্বশক্তি নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। এই কারণে নবমীর পূজা হয়ে উঠেছে দেবীর অপরাজেয় শক্তির প্রতীক, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার উৎসব।