15/02/2025
🟠🟠 Netherlands Open Air Museum 🟠🟠
নেদারল্যান্ডের Arnhem শহরের সবচেয়ে unique এবং immersive experience-গুলোর মধ্যে একটা হলো Netherlands Open Air Museum। এখানে Dutch history and culture যেন জীবন্ত। পুরনো windmills, farmhouses, workshops, and historic trams-এর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মনে হবে যেন তুমি time travel করে ফেলেছো। এটা শুধু একটা museum নয়, বলতে পারো ডাচ history and heritage-এর একটা living, breathing snapshot.
কথা না বাড়িয়ে, চলো সেই গল্পটাই তোমাদের সাথে share করি।
🟠🟠 লিংক: https://youtu.be/inW4PS6RPqU
🟠🟠 কীভাবে যাবে?:
Arnhem সেন্ট্রাল station থেকে 4 কিলোমিটার মতো দূরত্ব। স্টেশন থেকে bus number 3 আর 8 যায় মিউজিয়ামের একদম সামনে অবধি। 302-ও যায়, তবে ওতে একটু বেশি হাঁটতে হয়। বাসের connection গুলো ns or 9292 থেকে দেখে নিতে পারো। বাস কতক্ষন পড়ে আছে, কোন stop-এ নামতে হবে, সব জানতে পেরে যাবে।
🟠🟠 কী কী দেখার আছে মিউজিয়ামে?
মিউজিয়ামে নেদারল্যান্ডের বিভিন্ন regions থেকে 80-টিরও বেশি historic buildings relocate and reconstruct করা আছে। এটা বলতে পারো একটা মিনি নেদারল্যান্ডস।
🟠 Historic Buildings and Houses:
এখানে 17th এবং 18th century-র farmhouses থেকে শুরু করে 19th century-র luxury homes—সবই দেখতে পাবে। প্রতিটি বাড়ি তার নিজস্ব গল্প বলে। যেমন, একটি বাড়িতে দেখবে কীভাবে মানুষ এবং animals একই ছাদের নিচে থাকতো, আবার অন্য একটা বাড়িতে দেখবে কীভাবে Industrial Revolution-এর পরে একটা farmhouse-কে luxurious home-এ transform করা হয়েছিল।
🟠 Windmills and Drainage Mills:
নেদারল্যান্ডের ইতিহাস windmills ছাড়া incomplete. মিউজিয়ামে 250 বছরেরও বেশি পুরোনো একটা operational flour mill আছে। এছাড়াও drainage mills দেখতে পাবে, যা নেদারল্যান্ডের lowland areas-এ জল pump out করে farming-এর জন্য নতুন জমি তৈরি করতো। এই mills গুলোই নেদারল্যান্ডের landscape-কে shape করেছে।
🟠 Traditional Crafts and Workshops:
মিউজিয়ামে traditional crafts-এর live demonstrations দেখতে পাবে। যেমন, একটা ship repair workshop-এ craftsmen-রা কীভাবে জাহাজ মেরামত করতো, তার tools and techniques দেখাবে। আবার একটা 17th-century bakery-তে wood-fired oven-এ এখনও fresh bread বেক করা হয়।
🟠 Historic Tram Ride:
পুরো মিউজিয়াম explore করার সবচেয়ে মজার উপায় হলো historic tram-এ চেপে পড়া। মিউজিয়ামের প্রতিটা section-এ tram halt আছে, তাই তোমার পছন্দের জায়গায় নেমে ঘুরে আবার tram-এ চেপে পড়তে পারো। এই tram ride শুধু convenient-ই নয়, এটা একইসাথে nostalgic experience-ও বটে।
🟠 Indonesian Barracks:
মিউজিয়ামে Dutch colonial history-র একটা darker chapter-ও দেখতে পাবে। Indonesia থেকে লোকজনকে এখানে নিয়ে আসা হয়েছিল army-তে serve করার জন্য, কিন্তু পরে তাদের আর দেশে ফিরতে দেওয়া হয়নি। তাদের barracks-এ দেখবে কীভাবে 8-16 জন একসাথে একটা ছোট room-এ থাকতো। দেওয়ালে তাদের ছবি এবং stories দেখে বুঝতে পারবে তাদের struggle এবং resilience.
🟠 Fruit Garden and Nature:
Plant lovers-দের জন্য মিউজিয়ামে রয়েছে সুন্দর fruit gardens, medicinal plant sections, and vegetable gardens. July-তে গেলে গাছে apples and pears ভরে থাকে। একটা pear tree-এর archway দিয়ে হাঁটার সময় আলো-ছায়ার খেলা দেখে মনে হবে যেন প্রকৃতির কোলে চলে এসেছো। দারুন ছিল ওই জায়গা টা।
🟠 Events and Celebrations:
মিউজিয়ামে বিভিন্ন cultural events and celebrations-ও হয়। যেমন, আমরা Indonesia-র Independence Day celebration-এ গেছলাম। ওখানের traditional music, food and community vibe-টা আমার অসাধারণ লেগেছিলো।
🟠🟠 ট্রাভেল টিপস:
1. নেদারল্যান্ডের মিউজিয়াম কার্ডে entry free.
2. বাসে খুব easily accessible.
3. পুরো মিউজিয়াম জুড়ে এদিক ওদিক অনেক toilet আছে।
4. যারা ইউরোপ এসেছো জানোইতো যে এখানে tap water-ই drinking water. তাছাড়াও আলাদা করেও drinking water point আছে।
5. এক বন্ধুর থেকে শোনা, এদের brewery-র beer গুলো নাকি খুব ভালো। আমাদের এখনো taste করা হয়নি, but তাও বলে রাখলাম।
6. মিউজিয়াম cafe-টা একদম ঢুকে ঢুকেই মিউজিয়াম শপটার কাছে। ওখানেও খেতে পারো plus একটা Poffertjes মানে Dutch mini pancakes-এর দোকান/মিউজিয়াম আছে, ওখানেও খেতে পারো।
7. আমার ইউটিউব চ্যানেল A Wayfarer's Tale | Dipa's Vlog এ নেদারল্যান্ড সাথে ইউরোপের আরো বিভিন্ন জায়গার ট্রাভেল সংক্রান্ত তথ্য পেয়ে যাবে, চাইলে দেখতে পারো। ইউটিউবে গিয়ে awstale লিখলেই পেয়ে যাবে। চাইলে Instagram বা Facebook-এও awstale লিখলে আরো অনেক ছবি দেখতে পাবে।
•
Date: Jul & Aug'2024
Place: Arnhem, The Netherlands
•