24 Ghanta Khobor

  • Home
  • 24 Ghanta Khobor

24 Ghanta Khobor 24 GHANTA KHOBOR
( Digital Media )
Under Register Government Of India Ministry of Micro, Small & Medium Enterprises.

24 GHANTA KHOBOR
( Digital Media ) Since 2016

"24 Ghanta Khobor" একটি স্বাধীন নিউজ পোর্টাল এবং কোনো টিভি চ্যানেল বা বৃহৎ মিডিয়া হাউসের সাথে সংযুক্ত নয়। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করি এবং আমাদের সকল কনটেন্ট নিরপেক্ষতার ভিত্তিতে প্রকাশ করা হয়। Since 2016


আমাদের সম্পর্কে

24 Ghanta Khobor একটি স্বাধীন ডিজিটাল নিউজ পোর্টাল, যা ২০১৬ সাল থেকে বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে নিরপেক্ষ ও তথ্য

নির্ভর সংবাদ পৌঁছে দিচ্ছে। আমাদের মূল লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে বিশ্বস্ত ও প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা এবং দর্শকদের সর্বশেষ আপডেটের সঙ্গে যুক্ত রাখা।

আমরা ভারত সরকারের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (MSME) মন্ত্রণালয়ে নিবন্ধিত একটি স্বতন্ত্র মিডিয়া প্ল্যাটফর্ম। আমাদের কার্যক্রম কোনো নির্দিষ্ট মিডিয়া চ্যানেল, টিভি নেটওয়ার্ক বা বহুজাতিক সংস্থার অধীনে পরিচালিত নয়।

চ্যানেলের বৈশিষ্ট্য

বিষয়ভিত্তিক কভারেজ:

দেশ-বিদেশের আলোচিত খবর:
জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর যা দর্শকদের সর্বশেষ আপডেট দেয়।

সংবাদ বিশ্লেষণ:
ঘটনা বা খবরের গভীরতর বিশ্লেষণ।

লাইফস্টাইল ও বিনোদন:
প্রতিদিনের জীবনযাত্রা, ফ্যাশন, স্বাস্থ্য, এবং বিনোদন সংক্রান্ত তথ্য।

খেলাধুলার আপডেট:
তাৎক্ষণিক স্কোর আপডেট, খেলার খবর, এবং খেলোয়াড়দের নিয়ে তথ্য।

নিরপেক্ষতা ও দায়বদ্ধতা:

এই চ্যানেল বক্তার ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা প্রদান করে।

২৪ ঘন্টা খবরে প্রকাশিত সমস্ত বক্তব্য বক্তার একান্ত নিজস্ব মতামত। এই চ্যানেলের কর্তৃপক্ষ উক্ত মতামতের জন্য কোনো প্রকার দায়বদ্ধ থাকবে না।

ডিজিটাল প্ল্যাটফর্ম:
ফেসবুক, ইউটিউব, এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এর উপস্থিতি রয়েছে।

তাত্ক্ষণিক আপডেট:
নিউজ ও তথ্য তাৎক্ষণিকভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়।


বিশেষ বৈশিষ্ট্য

উপলব্ধি:
সংবাদ দ্রুত ও সহজলভ্য করে তোলা, যাতে সাধারণ মানুষ যেকোনো সময় খবর পেতে পারেন।

ইউজার-কেন্দ্রিক যোগাযোগ:
অভিযোগ বা মতামত পাঠানোর জন্য ই-মেইল সাপোর্ট ([email protected]) উপলব্ধ।

বিশ্বস্ততা:
২০১৬ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি আস্থাশীল ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা:

নতুন টেকনোলজি:
২৪ ঘন্টা খবর তাদের প্ল্যাটফর্মে নতুন প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করতে পারে, যেমন লাইভ নিউজ স্ট্রিমিং বা মোবাইল অ্যাপ।

বহুভাষিক সম্প্রসারণ:
বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় কন্টেন্ট তৈরি।

আঞ্চলিক খবর সম্প্রসারণ:
আরও বেশি স্থানীয় খবর কভারেজে ফোকাস।

যোগাযোগের জন্য:
যদি 24 GHANTA KHOBOR-এ প্রকাশিত কোনো নিউজ বা পোস্ট সম্পর্কিত কোনো অভিযোগ বা বিরোধ থাকে, তাহলে আপনি আমাদের সম্পাদকমণ্ডলীর প্রধান এর কাছে সরাসরি আবেদন পাঠাতে পারেন। ই-মেইল: [email protected]

বলা হয়, বিয়ে স্বর্গে হয়। কিন্তু কেরালার সিনু ও সুনন্দার ক্ষেত্রে তা হয়েছে বাসে! কেএসআরটিসি বাসচালক সিনুর সঙ্গে নিয়মিত যা...
11/07/2025

বলা হয়, বিয়ে স্বর্গে হয়। কিন্তু কেরালার সিনু ও সুনন্দার ক্ষেত্রে তা হয়েছে বাসে! কেএসআরটিসি বাসচালক সিনুর সঙ্গে নিয়মিত যাত্রী শিক্ষিকা সুনন্দার আলাপ থেকে প্রেম। দীর্ঘ দশক ধরে চলা এই যাত্রার পরিণতি হয় বিয়েতে। যারা সেই প্রেমের শুরু দেখেছিলেন, চেয়েছিলেন বিয়েটাও হোক বিশেষভাবে। তাই অনুরোধে কেএসআরটিসি একই বাসেই আয়োজন করে বিয়ের আসর। বাসই হয়ে ওঠে তাদের প্রেমের প্রকৃত সাক্ষী।

বেঙ্গালুরুর রাস্তায় থাকা প্রায় ৫ হাজার পথকুকুরের জন্য এবার প্রতিদিন দেওয়া হবে মাংস, ভাত ও পুষ্টিকর খাবার। ব্রুহাত বেঙ্গা...
11/07/2025

বেঙ্গালুরুর রাস্তায় থাকা প্রায় ৫ হাজার পথকুকুরের জন্য এবার প্রতিদিন দেওয়া হবে মাংস, ভাত ও পুষ্টিকর খাবার। ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকা (BBMP) এই মানবিক উদ্যোগ নিচ্ছে, যার বার্ষিক খরচ হবে প্রায় ২.৮৮ কোটি টাকা।

রেস্তরাঁ ও হোটেল থেকে খাবার সংগ্রহ করে আগে থেকেই কিছুটা ব্যবস্থা ছিল, তবে এবার আরও পরিচ্ছন্ন ও সংগঠিত উপায়ে কুকুরদের খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। BBMP-র মতে, খাবারের অভাবে পথকুকুরদের আচরণ আক্রমণাত্মক হতে পারে, তাই সঠিক খাবার দেওয়া জরুরি।

এদিকে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম। তাঁর মতে, "পথকুকুরদের আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে থাকা, খাওয়া ও টিকাকরণ করানো উচিত।" তিনি আরও বলেন, ভারতে ৬.২ কোটিরও বেশি পথকুকুর রয়েছে এবং জলাতঙ্কে মৃত্যুর এক-তৃতীয়াংশ ঘটে এই দেশে।

জ্যোতিষ মতে, মীন রাশিতে প্রবেশ করেছে শনি। ওই রাশিতে ২০২৭ সাল পর্যন্ত থাকবেন শনিদেব। যার ফলে তৈরি হবে কেন্দ্র ত্রিকোণ রাজ...
11/07/2025

জ্যোতিষ মতে, মীন রাশিতে প্রবেশ করেছে শনি। ওই রাশিতে ২০২৭ সাল পর্যন্ত থাকবেন শনিদেব। যার ফলে তৈরি হবে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। এর প্রভাবে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। কপাল খুলবে মকর রাশির জাতকদের। কোনও সুখবর পেতে পারেন। চাকরি-ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। লাভের মুখ দেখবেন মিথুন রাশির জাতকরা। আয় বাড়বে। ব্যবসায়ীরা লাভবান হবেন। শনির কৃপায় কপাল খুলবে মীন রাশির জাতকদেরও।

Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে ২৪ ঘন্টা খবর বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷

আমেরিকায় তথ্যপ্রযুক্তির পীঠস্থান সিলিকন ভ্যালির শীর্ষস্থানে জায়গা করে নিতে চলেছেন আরও এক ভারতীয়। মঙ্গলবার অ্যাপল তাদের চ...
11/07/2025

আমেরিকায় তথ্যপ্রযুক্তির পীঠস্থান সিলিকন ভ্যালির শীর্ষস্থানে জায়গা করে নিতে চলেছেন আরও এক ভারতীয়। মঙ্গলবার অ্যাপল তাদের চিফ অপারেটিং অফিসারের (সিওও) নাম ঘোষণা করেছে। জেফ উইলিয়ামসের স্থলাভিষিক্ত হতে চলেছেন সাবিহ খান। আইফোন নির্মাতা বিশ্বখ্যাত সংস্থাটি জানিয়েছে, চলতি মাসের শেষেই সিওও-র দায়িত্ব নেবেন সাবিহ। বর্তমানে অ্যাপেলের অন্যতম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনি।

নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে খুব শীঘ্রই পৃথিবীতে ফিরছেন Axiom-4 মিশনের চার মহাকাশচারী। এদের মধ্য...
11/07/2025

নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে খুব শীঘ্রই পৃথিবীতে ফিরছেন Axiom-4 মিশনের চার মহাকাশচারী। এদের মধ্যেই রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী শুভাংশু শুক্লা।

এই মিশনের অংশ হিসেবে ২৫ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ‘ড্রাগন’ মহাকাশযানে যাত্রা শুরু করেন তাঁরা। ২৬ জুন ISS-এ পৌঁছে সফলভাবে ডক করে যান তারা। তারপর প্রায় ১৮ দিন মহাকাশে অবস্থান করেন।

Axiom-4 মিশনে শুভাংশুর সঙ্গে আছেন পেগি হুইটসন, স্লাভোস উজনানস্কি-উইসনিয়েস্কি এবং টিবর কাপু। এই চার নভোচারী ১৪ জুলাই ড্রাগন ক্যাপসুলে করে ISS থেকে বিচ্ছিন্ন (undock) হয়ে পৃথিবীর পথে রওনা দেবেন।

এই সময়ের মধ্যে তাঁরা পৃথিবীকে ঘুরেছেন প্রায় ২৩০ বার এবং সম্পন্ন করেছেন ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা — যার মধ্যে রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ক্যানসারের চিকিৎসা, কৃষি প্রযুক্তি, নিউরোসায়েন্স এবং মানবদেহের কর্মক্ষমতা সংক্রান্ত গবেষণা।

এটি Axiom Space-এর ইতিহাসে সর্বাধিক বৈজ্ঞানিক গবেষণাসমৃদ্ধ বেসরকারি স্পেস মিশন। নাসা জানিয়েছে, এই গবেষণাগুলি ভবিষ্যতের মহাকাশ অভিযান ছাড়াও পৃথিবীর চিকিৎসা ও প্রযুক্তিতে দারুণ প্রভাব ফেলতে পারে।

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম — জিলিংসেরেং। ২০২০ সালে এই গ্রামেই বিয়ের পর পা রাখেন মালতী মুর্মু। উচ্...
11/07/2025

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম — জিলিংসেরেং। ২০২০ সালে এই গ্রামেই বিয়ের পর পা রাখেন মালতী মুর্মু। উচ্চ মাধ্যমিক পাস করা মালতী তখন দেখেন, গ্রামের শিশুরা স্কুলে গেলেও পড়াশোনার প্রতি নেই কোনও আগ্রহ। ছিল না উপযুক্ত শিক্ষক, অভিভাবকও শিক্ষায় সচেতন নন। তখনই স্বামীকে পাশে নিয়ে নিজেই পড়ানো শুরু করেন একটি ঝুপড়ি ঘরে।

দেখতে দেখতে কেটে গেছে পাঁচ বছর। আজ সেই স্কুলের পড়ুয়া ৪৫ জন! সাঁওতালি ভাষায়, অলচিকি লিপিতে মালতীর পাঠশালা এখন পাহাড়ি গ্রামের গর্ব। শুধু অলচিকি নয়, বাংলা আর ইংরেজিরও পাঠ দেন মালতী। সকালে দুই সন্তানের মা, আর সেই সময়েই পূর্ণ সময়ের এক শিক্ষক তিনি।

গ্রামবাসীরাই বলেন, মালতীর স্কুলেই বাচ্চারা বেশি শিখছে। কেউ আর স্কুলছুট হচ্ছে না। ছোট ছোট শিশুরাও এখন মুখস্থ বলছে নামতা, বলছে ইংরেজি শব্দ। মালতীর পাশে আছেন তাঁর স্বামী বাঙ্কা মুর্মু — যিনি সংসারের সব দায়িত্ব নিয়ে মালতীকে সময় দেন পড়ানোর জন্য। যদিও এখনও স্কুলে নেই আধুনিক যন্ত্রপাতি, নেই কম্পিউটার বা ঠিকমতো বইখাতাও। তবু মালতী দমে যাননি।

পুরুলিয়ার এক শিক্ষাবিদের কথায়, “এই মহিলার কাজ সারা দেশের জন্য অনুপ্রেরণা।” পাহাড়ের কোলে দাঁড়িয়ে মালতীর স্কুল যেন একটা নিঃশব্দ বিপ্লব — যা বদলে দিচ্ছে ভবিষ্যৎ।

মেষ – পেশাদারদের কর্মের প্রসার।বৃষ- লেখাপড়া এবং কর্মে অগ্রগতি।মিথুন- শত্রু সংখ্যা বাড়বে।কর্কট-মনে অস্থিরতা।সিংহ- সাহিত...
11/07/2025

মেষ – পেশাদারদের কর্মের প্রসার।
বৃষ- লেখাপড়া এবং কর্মে অগ্রগতি।
মিথুন- শত্রু সংখ্যা বাড়বে।
কর্কট-মনে অস্থিরতা।
সিংহ- সাহিত্যিকদের পক্ষে দিনটি উত্তম।
কন্যা- দেহে আঘাত যোগ আছে।
তুলা- মনে অস্থিরতা।
বৃশ্চিক- চিন্তাবৃদ্ধি।
ধনু- পেটের সমস্যা ও সর্দি কাশিতে ভোগান্তি হতে পারে।
মকর- কর্মে সাফল্য।
কুম্ভ- ব্যবসায় লাভ বৃদ্ধি।
মীন- কাজকর্ম কমবেশি।

“যেখানে ভূতাত্ত্বিকরা হার মেনেছিল, সেখানে আমি জিতেছি” — গোয়ার পাথুরে জমিতে কূপ খুঁড়ে জল তুললেন এক বৃদ্ধ!গোয়া: পাথুরে, শু...
10/07/2025

“যেখানে ভূতাত্ত্বিকরা হার মেনেছিল, সেখানে আমি জিতেছি” — গোয়ার পাথুরে জমিতে কূপ খুঁড়ে জল তুললেন এক বৃদ্ধ!

গোয়া: পাথুরে, শুকনো জমি। নাম মাড্ডি-টলপ — যার অর্থই 'পাথরের এলাকা'। এমন এলাকায় যেখানে ভূতাত্ত্বিকরাও আশা হারিয়ে বসেছিলেন, সেখানেই ৭৬ বছরের এক প্রাক্তন শিক্ষক বালকৃষ্ণ আইয়া নিজে হাতে কূপ খুঁড়ে জল তুলে দেখালেন অসম্ভবকে সম্ভব করে।

ভূগর্ভস্থ কঠিন পাথরের স্তর, তার নিচে কাদা, আর সবার মাথায় ‘অসম্ভব’। কিন্তু বৃদ্ধ বলেছিলেন, “আমি দিনের পর দিন পড়াশোনা করেছি... তারপর এমন এক উপায় বের করলাম, যা কেউ ভাবেনি!”

নিজের উদ্ভাবিত সিঁড়ি-নির্ভর নিরাপদ খনন পদ্ধতিতে গভীর কূপ বানিয়ে জল পেয়ে গেল গোটা গ্রাম। শুধু জল তোলা নয় — পাইপের মাধ্যমে ২৫টি পরিবারেও পৌঁছে দিলেন সেই জল।

আজ গোয়ার জীববৈচিত্র্য বোর্ড এবং কলা গৌরব পুরস্কার-এ সম্মানিত বালকৃষ্ণ, আমাদের শেখালেন — জেদ আর জ্ঞান থাকলে পাহাড়ও সরে যায়!

IAS হতেই হবে – এই স্বপ্নেই চায়ের কেটলি হাতে নিয়েছে ১৯ বছরের এক মেয়ে!ওড়িশার ঢেঙ্কানাল জেলার উদাগাঁও গ্রামের শুভলক্ষ্মী প...
10/07/2025

IAS হতেই হবে – এই স্বপ্নেই চায়ের কেটলি হাতে নিয়েছে ১৯ বছরের এক মেয়ে!
ওড়িশার ঢেঙ্কানাল জেলার উদাগাঁও গ্রামের শুভলক্ষ্মী পারিদা একজন দিনমজুরের কন্যা। স্বপ্ন দেখেন IAS অফিসার হওয়ার।

পড়াশোনার পাশাপাশি, তিনি খুলেছেন নিজের জৈব চায়ের দোকান—যেখানে থেকে সংগ্রহ করছেন UPSC প্রস্তুতির টাকা।

তিনি বলেন, “আমার বাবার দৈনিক আয় মাত্র ২৫০ টাকা। মায়ের ডায়াবেটিস আছে, ওষুধ আনাও আমার দায়িত্ব। আমার পরিবারই আমার অনুপ্রেরণা।”

বর্তমানে তিনি স্নাতকের তৃতীয় বর্ষে। ক্লাসের পর দোকান চালান, চা বিক্রি করেন, আবার রাত জেগে পড়েন IAS-এর জন্য।

শুভলক্ষ্মীর দোকান মহাত্মা গান্ধী মার্গে, যেখানে তিনি নিজেই তৈরি করেন অর্গানিক চা। শুধু নিজের জন্য নয়, সকল আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস জোগাতে চান তিনি।

❝ কনটেন্ট নয়, কনসেন্ট্রেশন আমার শক্তি। IAS-ই আমার একমাত্র লক্ষ্য ❞ – শুভলক্ষ্মী পারিদা

বিহারে ঘটল চরম নাটকীয় ও বিতর্কিত ঘটনা!স্ত্রীর সঙ্গে ভাইপোর অ/বৈধ সম্পর্কের সন্দেহে ভাইপোকে বে/ধড়/ক পে/টা/লেন কাকা, এরপর...
10/07/2025

বিহারে ঘটল চরম নাটকীয় ও বিতর্কিত ঘটনা!

স্ত্রীর সঙ্গে ভাইপোর অ/বৈধ সম্পর্কের সন্দেহে ভাইপোকে বে/ধড়/ক পে/টা/লেন কাকা, এরপর জোর করে স্ত্রীর সঙ্গে তার বিয়ে দিলেন!

ঘটনাটি ঘটেছে বিহারের সুপল জেলার জীবচ্ছাপুরে।
২ জুলাই, ২৪ বছরের মিথিলেশ কুমার মুখিয়ার সঙ্গে তার কাকিমা রিতা দেবীর জো/র করে বিয়ে দেন গ্রামবাসীরা। পুরো ঘটনা পরিচালনা করেন স্বামী শিবচন্দ্র মুখিয়া, যিনি নিজেই স্ত্রী ও ভাইপোর সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন।

গ্রামবাসীদের ডেকে এনে মিথিলেশকে লা/ঠিপে/টা করা হয়, এবং পরে জোর করে রিতার সঙ্গে বিয়ে দেওয়া হয়—এই পুরো ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

অভিযোগ ও তদন্ত:

মিথিলেশের বাবা রামচন্দ্র মুখিয়া অভিযোগ করেছেন, তাঁকেও এবং তাঁর স্ত্রীকেও মা/রধ/র করা হয়েছে।

মিথিলেশকে অ/প/হর/ণ করে মা/রধর করা হয়, এবং বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি।

ভীমপুর থানায় ৫ জনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে।

এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গেছে, শিবচন্দ্র ও রিতা দেবীর চার বছরের একটি সন্তানও রয়েছে।

সত্যিই প্রেমে সব কিছুই সম্ভব!দিল্লির এক যুবক নিজের প্রেমিকার UPSC সফলতা কামনায় ১২১ লিটার গঙ্গাজল কাঁধে নিয়ে যাত্রা করেছে...
10/07/2025

সত্যিই প্রেমে সব কিছুই সম্ভব!

দিল্লির এক যুবক নিজের প্রেমিকার UPSC সফলতা কামনায় ১২১ লিটার গঙ্গাজল কাঁধে নিয়ে যাত্রা করেছেন কানওয়ার যাত্রায়।

শুধু এই বছর নয়—প্রতিবছরই তিনি প্রেমিকার জন্য গঙ্গাজল নিয়ে কাঁধে বাঁক বেঁধে হাঁটেন। গত বছর তিনি ১০১ লিটার জল নিয়ে রওনা দিয়েছিলেন। এই বছর সেটা বাড়িয়ে করলেন ১২১ লিটার।

❝"ওই মেয়েটা UPSC পাশ করলেই আমরা বিয়ে করব,"❞ – বলছেন সেই যুবক, যিনি নিজে মাত্র মাধ্যমিক পাস। কিন্তু প্রেমিকার স্বপ্নপূরণই এখন তাঁর একমাত্র তপস্যা।

ভক্তি আর প্রেম মিলিয়ে এক অনন্য বলিদান, যা গঙ্গা আর গন্তব্য দুই পথেই পবিত্রতা ছড়াচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই কাহিনি ছড়িয়ে পড়েছে আগুনের মতো। অনেকেই বলছেন,
"এটাই আসল কানওয়ার যাত্রা – ভক্তিও আছে, প্রেমও আছে!"

মেষ – সাফল্যের যোগ। বৃষ- শরীর-স্বাস্থ্যে ক্রমোন্নতি। মিথুন- মনে চঞ্চলতা। কর্কট- কল্যাণকর্মে সুনাম।সিংহ- বিদ্যায় বাধা।কন...
10/07/2025

মেষ – সাফল্যের যোগ।
বৃষ- শরীর-স্বাস্থ্যে ক্রমোন্নতি।
মিথুন- মনে চঞ্চলতা।
কর্কট- কল্যাণকর্মে সুনাম।
সিংহ- বিদ্যায় বাধা।
কন্যা- গবেষণায় সাফল্য।
তুলা- বিলম্বিত ভাগ্যোদয়।
বৃশ্চিক- ক্ষতির আশঙ্কা।
ধনু- বিতর্ক এড়িয়ে চলুন।
মকর- প্রগতি বজায় থাকবে।
কুম্ভ- চলাফেরায় সাবধান হন।
মীন- অর্থাগমের যোগ।

Address


Telephone

+919051177333

Website

https://24ghantakhobor.com/

Alerts

Be the first to know and let us send you an email when 24 Ghanta Khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24 Ghanta Khobor:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share