24 Ghanta Khobor

24 Ghanta Khobor 24 GHANTA KHOBOR
( Digital Media )

Under Register Government Of India Ministry of Micro, Small & Medium Enterprises. Since 2016
(1)

24 GHANTA KHOBOR
( Digital Media )
Under Register Government Of India Ministry of Micro, Small & Medium Enterprises. Since 2016


"২৪ ঘন্টা খবর " ভারতীয় এবং আন্তর্জাতিক বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে জনপ্রিয় একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি একদিকে দ্রুত খবর পৌঁছে দেওয়ার কাজ করে, অন্যদিকে নিরপেক্ষ এবং প্রাসঙ্গিক কন্টেন্টের জন্য পরিচিত।

এই চ্যানেলটি ২০১৬ সালে কলকাতা থেকে চালু হয় এবং এটি ভারত সরকারের

মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (MSME) মন্ত্রণালয়ে নিবন্ধিত একটি ডিজিটাল মিডিয়া চ্যানেল।


চ্যানেলের বৈশিষ্ট্য

বিষয়ভিত্তিক কভারেজ:

দেশ-বিদেশের আলোচিত খবর:
জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর যা দর্শকদের সর্বশেষ আপডেট দেয়।

সংবাদ বিশ্লেষণ:
ঘটনা বা খবরের গভীরতর বিশ্লেষণ।

লাইফস্টাইল ও বিনোদন:
প্রতিদিনের জীবনযাত্রা, ফ্যাশন, স্বাস্থ্য, এবং বিনোদন সংক্রান্ত তথ্য।

খেলাধুলার আপডেট:
তাৎক্ষণিক স্কোর আপডেট, খেলার খবর, এবং খেলোয়াড়দের নিয়ে তথ্য।

নিরপেক্ষতা ও দায়বদ্ধতা:

এই চ্যানেল বক্তার ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা প্রদান করে।

২৪ ঘন্টা খবরে প্রকাশিত সমস্ত বক্তব্য বক্তার একান্ত নিজস্ব মতামত। এই চ্যানেলের কর্তৃপক্ষ উক্ত মতামতের জন্য কোনো প্রকার দায়বদ্ধ থাকবে না।

ডিজিটাল প্ল্যাটফর্ম:
ফেসবুক, ইউটিউব, এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এর উপস্থিতি রয়েছে।

তাত্ক্ষণিক আপডেট:
নিউজ ও তথ্য তাৎক্ষণিকভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়।


বিশেষ বৈশিষ্ট্য

উপলব্ধি:
সংবাদ দ্রুত ও সহজলভ্য করে তোলা, যাতে সাধারণ মানুষ যেকোনো সময় খবর পেতে পারেন।

ইউজার-কেন্দ্রিক যোগাযোগ:
অভিযোগ বা মতামত পাঠানোর জন্য ই-মেইল সাপোর্ট ([email protected]) উপলব্ধ।

বিশ্বস্ততা:
২০১৬ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি আস্থাশীল ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা:

নতুন টেকনোলজি:
২৪ ঘন্টা খবর তাদের প্ল্যাটফর্মে নতুন প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করতে পারে, যেমন লাইভ নিউজ স্ট্রিমিং বা মোবাইল অ্যাপ।

বহুভাষিক সম্প্রসারণ:
বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় কন্টেন্ট তৈরি।

আঞ্চলিক খবর সম্প্রসারণ:
আরও বেশি স্থানীয় খবর কভারেজে ফোকাস।

যোগাযোগের জন্য:
যদি 24 GHANTA KHOBOR-এ প্রকাশিত কোনো নিউজ বা পোস্ট সম্পর্কিত কোনো অভিযোগ বা বিরোধ থাকে, তাহলে আপনি আমাদের সম্পাদকমণ্ডলীর প্রধান এর কাছে সরাসরি আবেদন পাঠাতে পারেন। ই-মেইল: [email protected]

20/02/2025

মহাশিবরাত্রির ঠিক আগে উত্তরপ্রদেশের হাপুরে ঘটল অবিশ্বাস্য ঘটনা! খনন কাজের সময় মাটি থেকে উঠে এলো শিবলিঙ্গ! শিবরাত্রির বিশেষ মহিমায় এক অলৌকিক অনুভূতি, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন সকলে। এক নজরে দেখুন এই পবিত্র দৃশ্য!

20/02/2025

শান্তিপুরে পুলিশ কর্মীদের মানবিক উদ্যোগ, বৃষ্টিতে ভিজে এডমিট কার্ড পৌঁছে দিলেন পুলিশ কর্মীরা

বসন্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার দিনভর জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে প...
20/02/2025

বসন্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার দিনভর জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনও কোনও জেলায় হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। কোনও কোনও জেলায় শিলাবৃষ্টি হতে পারে।

এক বছরের জন্য তামাকজাত পানমশলা ও গুটখার উৎপাদন, মজুত, বিক্রি ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ করল ঝাড়খণ্ড সরকার। মঙ্গলবার ঝাড়খণ...
20/02/2025

এক বছরের জন্য তামাকজাত পানমশলা ও গুটখার উৎপাদন, মজুত, বিক্রি ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ করল ঝাড়খণ্ড সরকার। মঙ্গলবার ঝাড়খণ্ডের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে এই ঘোষণা করা হয়। এই নিষেধাজ্ঞা ২০০৬ সালের খাদ্য সুরক্ষা এবং মানোন্নয়ন আইন-এর ৩০ (২)(এ) ধারার আওতায় কার্যকর করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

20/02/2025

শহর কলকাতায় ভারী বৃষ্টি,
কালো মেঘে ছেয়ে আকাশ

দেশের রাজধানী দিল্লি চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে। কংগ্রেসের শীলা দীক্ষিত ছিলেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তা...
20/02/2025

দেশের রাজধানী দিল্লি চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে। কংগ্রেসের শীলা দীক্ষিত ছিলেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর মেয়াদ ছিল ১৫ বছর ২৫ দিন। এরপর বিজেপির সুষমা স্বরাজ ৫২ দিনের জন্য রাজধানীর মুখ্যমন্ত্রীর মসনদে বসেছিলেন। অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর আম আদমি পার্টি আতিশি মারলেনাকে দিল্লির মুখ্যমন্ত্রী করেছিল। তার মেয়াদকাল ৪ মাস ১৮ দিন ছিল। বিজেপি রেখা গুপ্তাকে দিল্লির CM করেছে।

মেষ – শিক্ষার্থীদের সাফল্য ও খ্যাতি লাভ।বৃষ- প্রেম-প্রণয় যোগ। মিথুন- আয় বৃদ্ধির যোগ।কর্কট- মাথা ঠান্ডা রেখে কাজ করুন।স...
20/02/2025

মেষ – শিক্ষার্থীদের সাফল্য ও খ্যাতি লাভ।
বৃষ- প্রেম-প্রণয় যোগ।
মিথুন- আয় বৃদ্ধির যোগ।
কর্কট- মাথা ঠান্ডা রেখে কাজ করুন।
সিংহ- কর্ম উন্নতি ও সাফল্যের যোগ।
কন্যা- কাজে সাফল্য।
তুলা- পদোন্নতি ও দূরে বদলির সম্ভাবনা।
বৃশ্চিক- ধর্মে মতি।
ধনু- আইনি কর্মে দিনটি শুভ।
মকর- ব্যয় যোগ।
কুম্ভ- আর্থিক দিকটি মোটামুটি।
মীন- মানসিক উত্তেজনায় লাগাম দিন।

মেষ – পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা।বৃষ- পুরনো বাতের ব্যথা বৃদ্ধি। মিথুন- স্ত্রী সূত্রে অর্থলাভের যোগ। কর্কট-ব্যবসায়িক প্...
19/02/2025

মেষ – পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা।
বৃষ- পুরনো বাতের ব্যথা বৃদ্ধি।
মিথুন- স্ত্রী সূত্রে অর্থলাভের যোগ।
কর্কট-ব্যবসায়িক প্ৰচেষ্টায় সাফল্য।
সিংহ- গৃহসুখ বৃদ্ধি পাবে।
কন্যা- প্রেমের ক্ষেত্রে অগ্রগতি।
তুলা- বিদ্যা ক্ষেত্ৰ শুভ।
বৃশ্চিক- কাজকর্ম ও বিদ্যার ক্ষেত্রে শুভ।
ধনু- স্বাস্থ্য মোটামুটি।
মকর- শত্রু বৃদ্ধি পাবে।
কুম্ভ- শারীরিক ভোগান্তি।
মীন- দাম্পত্য ও প্রেমে বাধা।

বাংলাদেশে হিংসা ও সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে যখন রাষ্ট্রপুঞ্জের বিবৃতিতে চাপে ইউনূস সরকার তখনই বড় ঘোষণা করলেন শেখ হাসিন...
18/02/2025

বাংলাদেশে হিংসা ও সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে যখন রাষ্ট্রপুঞ্জের বিবৃতিতে চাপে ইউনূস সরকার তখনই বড় ঘোষণা করলেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন PM জানিয়ে দেন দেশে ফিরবেন তিনি। তবে দিনক্ষণ জানাননি এখনই। সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্য ভার্চুয়াল ভাষণের পর গত জুলই-অগাস্টের আন্দোলনে নিহত পুলিশকর্মীদের পরিবারকে আশ্বাস দিয়ে বলেন, 'আমি আসব, এর বিচার করব একদিন।

কুম্ভমেলা জীবন বদলে দিল মোনালিসার।১৪ ফেব্রুয়ারি জীবনে প্রথম বার বিমানে চড়েন, থাকলেন সাত তারা হোটেলে। বিমানে চড়ে কোজিকোড়ে...
18/02/2025

কুম্ভমেলা জীবন বদলে দিল মোনালিসার।

১৪ ফেব্রুয়ারি জীবনে প্রথম বার বিমানে চড়েন, থাকলেন সাত তারা হোটেলে। বিমানে চড়ে কোজিকোড়ে যান। শীঘ্রই নায়িকা হিসাবে পর্দায় দেখা যাবে তাঁকে। সনোজ মিশ্র পরিচালিত 'দি মণিপুর ডায়েরি' ছবিতে ইতিমধ্যেই অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মোনালিসা। শোনা গিয়েছে, মোনালিসাকে প্রথম ছবির জন্য ২১ লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছেন পরিচালক। ইতিমধ্যেই ১ লাখ অগ্রিম দিয়ে ফেলেছেন।

গরমের মরসুমে AC-র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখার নির্দেশ দিল বাংলাদেশের মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিদ...
18/02/2025

গরমের মরসুমে AC-র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখার নির্দেশ দিল বাংলাদেশের মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মহম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, নির্দেশ উপেক্ষা করা হলে লোডশেডিং করে দেওয়া এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হতে পারে। গৌতম আদানি বাংলাদেশকে বিদ্যুৎ শুল্ক ছাড় দিতে অসম্মত হওয়ায় চাপে পড়ে ইউনূস সরকারের তরফে এই পদক্ষেপ করা হচ্ছে বলে অনুমান।

বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা ...
18/02/2025

বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধ এবং বৃহস্পতিবারের জন্য। এ ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে।

মেষ - সম্পত্তি ভাগাভাগিতে লাভ।বৃষ- একাধিক সূত্রে অর্থাগম ও সঞ্চয়।মিথুন- কর্মে উপার্জন কিছুটা বাড়বে।কর্কট- কর্ম ক্ষেত্র...
18/02/2025

মেষ - সম্পত্তি ভাগাভাগিতে লাভ।
বৃষ- একাধিক সূত্রে অর্থাগম ও সঞ্চয়।
মিথুন- কর্মে উপার্জন কিছুটা বাড়বে।
কর্কট- কর্ম ক্ষেত্রে অগ্রগতি ও উপার্জন বৃদ্ধি।
সিংহ- কর্মে উন্নতি।
কন্যা- কর্ম প্রাপ্তির যোগ।
তুলা- আকস্মিক পুরনো রোগের বৃদ্ধিতে ভোগান্তি।
বৃশ্চিক- প্রণয়ে আনন্দ।
ধনু- কর্মে গতি।
মকর- কর্মে শুভ।
কুম্ভ- কর্ম ও ব্যবসায় উন্নতি।
মীন- কর্মে অগ্রগতি।

মেষ – কাজকর্মে উন্নতি হবে।বৃষ- সুনামের যোগ। মিথুন- আর্থিক দিকটি শুভ।কর্কট- নতুন কাজের যোগ আসতে পারে।সিংহ- কাজকর্ম ভালোই ...
17/02/2025

মেষ – কাজকর্মে উন্নতি হবে।
বৃষ- সুনামের যোগ।
মিথুন- আর্থিক দিকটি শুভ।
কর্কট- নতুন কাজের যোগ আসতে পারে।
সিংহ- কাজকর্ম ভালোই এগোবে।
কন্যা- আয়ের ক্ষেত্রটি শুভ।
তুলা- মানসিক অস্থিরতা বাড়বে।
বৃশ্চিক- বিদ্যাক্ষেত্রটি শুভ।
ধনু- পারিবারিক চাপ বাড়বে।
মকর- মনে অস্থিরতা ও উত্তেজনা বাড়বে।
কুম্ভ- শত্রু সংখ্যা ঘরে বাইরে বাড়বে।
মীন- কর্মে বিশেষ শুভ।

আগামী মাসেই পৃথিবীতে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোর। দীর্ঘ আট মাস পর মহাকাশ থেকে তাঁদের ফিরিয়ে আনার খব...
16/02/2025

আগামী মাসেই পৃথিবীতে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোর। দীর্ঘ আট মাস পর মহাকাশ থেকে তাঁদের ফিরিয়ে আনার খবর একদিকে যেমন আনন্দের বাতাবরণ তৈরি করেছে তেমনই তৈরি হয়েছে আশঙ্কাও। কারণ একটাই ফিরে আসার পর অনেক শারীরিক সমস্যা হতে পারে তাঁদের। হার্ট, লিভার, পাকস্থলী থেকে শুরু করে বেশিরভাগ অঙ্গে সমস্যা দেখা যায়। পেশিতেও অনেক প্রভাব পড়বে, পেনসিল তুললেও মনে হবে লোহার মত ভারী।

একজন চাওয়ালার দেশের প্রধানমন্ত্রী পদে বসার নজির আগেই দেখেছে দেশ। এবার এক চা বিক্রেতাকে মেয়র হতে দেখল ছত্তিশগড়। নির্বাচনী...
16/02/2025

একজন চাওয়ালার দেশের প্রধানমন্ত্রী পদে বসার নজির আগেই দেখেছে দেশ। এবার এক চা বিক্রেতাকে মেয়র হতে দেখল ছত্তিশগড়। নির্বাচনী লড়াইয়ে কংগ্রেসকে 'নাকের জলে, চোখের জলে' করে রায়গড় শহরের মেয়র হলেন বিজেপি নেতা জীবর্ধন চৌহান। তাঁর এই সাফল্য এখন মুখে মুখে ফিরছে। শূন্য থেকে শুরু করে শীর্ষে উঠে চৌহান হয়ে উঠেছেন নয়া অনুপ্রেরণা।

মেষ – গৃহ সংস্কারের প্রচেষ্টায় সফল। বৃষ- কৰ্ম সাফল্য। মিথুন- পারিবারিক অশান্তিতে মনঃকষ্ট।কর্কট- আয় বুঝে ব্যয় করুন।সিং...
16/02/2025

মেষ – গৃহ সংস্কারের প্রচেষ্টায় সফল।
বৃষ- কৰ্ম সাফল্য।
মিথুন- পারিবারিক অশান্তিতে মনঃকষ্ট।
কর্কট- আয় বুঝে ব্যয় করুন।
সিংহ- একাধিক সূত্রে থেকে অর্থপ্রাপ্তি।
কন্যা- সাংসারিক ক্ষেত্রে অশান্তি।
তুলা- ভুল অর্থ বিনিয়োগে প্রবল ক্ষতির আশঙ্কা।
বৃশ্চিক- কর্মে হঠাৎ সমস্যা।
ধনু- কর্মে ক্রমোন্নতি।
মকর- প্রেমে ভুল-বোঝাবুঝি
কুম্ভ- কর্মের প্রসার ও আয় বৃদ্ধি।
মীন- কর্মে উন্নতি।

বাংলাদেশকে বিদ্যুতের জন্য আর ছাড় দিতে রাজি নয় ভারতের আদানি গোষ্ঠী। তাদের সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করা হবে ভারত থেকে। কিন্...
15/02/2025

বাংলাদেশকে বিদ্যুতের জন্য আর ছাড় দিতে রাজি নয় ভারতের আদানি গোষ্ঠী। তাদের সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করা হবে ভারত থেকে। কিন্তু কোনও বাড়তি ছাড় বা কর ছাড়ের সুবিধা ঢাকা পাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, বাংলাদেশের এই সংক্রান্ত অনুরোধ খারিজ করে দিয়েছে আদানিদের বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার। ঝাড়খণ্ডে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বাংলাদেশে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়।

Address

Airport Gate No. 2, Near Airways Hotel
Kolkata
700052

Telephone

+919051177333

Website

https://24ghantakhobor.com/

Alerts

Be the first to know and let us send you an email when 24 Ghanta Khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24 Ghanta Khobor:

Videos

Share