24 Ghanta Khobor

24 Ghanta Khobor 24 GHANTA KHOBOR
( Digital Media )
Under Register Government Of India Ministry of Micro, Small & Medium Enterprises.
(1)

24 GHANTA KHOBOR
( Digital Media ) Since 2016

"24 Ghanta Khobor" একটি স্বাধীন নিউজ পোর্টাল এবং কোনো টিভি চ্যানেল বা বৃহৎ মিডিয়া হাউসের সাথে সংযুক্ত নয়। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করি এবং আমাদের সকল কনটেন্ট নিরপেক্ষতার ভিত্তিতে প্রকাশ করা হয়। Since 2016


আমাদের সম্পর্কে

24 Ghanta Khobor একটি স্বাধীন ডিজিটাল নিউজ পোর্টাল, যা ২০১৬ সাল থেকে বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে নিরপেক্ষ ও তথ্য

নির্ভর সংবাদ পৌঁছে দিচ্ছে। আমাদের মূল লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে বিশ্বস্ত ও প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা এবং দর্শকদের সর্বশেষ আপডেটের সঙ্গে যুক্ত রাখা।

আমরা ভারত সরকারের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (MSME) মন্ত্রণালয়ে নিবন্ধিত একটি স্বতন্ত্র মিডিয়া প্ল্যাটফর্ম। আমাদের কার্যক্রম কোনো নির্দিষ্ট মিডিয়া চ্যানেল, টিভি নেটওয়ার্ক বা বহুজাতিক সংস্থার অধীনে পরিচালিত নয়।

চ্যানেলের বৈশিষ্ট্য

বিষয়ভিত্তিক কভারেজ:

দেশ-বিদেশের আলোচিত খবর:
জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর যা দর্শকদের সর্বশেষ আপডেট দেয়।

সংবাদ বিশ্লেষণ:
ঘটনা বা খবরের গভীরতর বিশ্লেষণ।

লাইফস্টাইল ও বিনোদন:
প্রতিদিনের জীবনযাত্রা, ফ্যাশন, স্বাস্থ্য, এবং বিনোদন সংক্রান্ত তথ্য।

খেলাধুলার আপডেট:
তাৎক্ষণিক স্কোর আপডেট, খেলার খবর, এবং খেলোয়াড়দের নিয়ে তথ্য।

নিরপেক্ষতা ও দায়বদ্ধতা:

এই চ্যানেল বক্তার ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা প্রদান করে।

২৪ ঘন্টা খবরে প্রকাশিত সমস্ত বক্তব্য বক্তার একান্ত নিজস্ব মতামত। এই চ্যানেলের কর্তৃপক্ষ উক্ত মতামতের জন্য কোনো প্রকার দায়বদ্ধ থাকবে না।

ডিজিটাল প্ল্যাটফর্ম:
ফেসবুক, ইউটিউব, এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এর উপস্থিতি রয়েছে।

তাত্ক্ষণিক আপডেট:
নিউজ ও তথ্য তাৎক্ষণিকভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়।


বিশেষ বৈশিষ্ট্য

উপলব্ধি:
সংবাদ দ্রুত ও সহজলভ্য করে তোলা, যাতে সাধারণ মানুষ যেকোনো সময় খবর পেতে পারেন।

ইউজার-কেন্দ্রিক যোগাযোগ:
অভিযোগ বা মতামত পাঠানোর জন্য ই-মেইল সাপোর্ট ([email protected]) উপলব্ধ।

বিশ্বস্ততা:
২০১৬ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি আস্থাশীল ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা:

নতুন টেকনোলজি:
২৪ ঘন্টা খবর তাদের প্ল্যাটফর্মে নতুন প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করতে পারে, যেমন লাইভ নিউজ স্ট্রিমিং বা মোবাইল অ্যাপ।

বহুভাষিক সম্প্রসারণ:
বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় কন্টেন্ট তৈরি।

আঞ্চলিক খবর সম্প্রসারণ:
আরও বেশি স্থানীয় খবর কভারেজে ফোকাস।

যোগাযোগের জন্য:
যদি 24 GHANTA KHOBOR-এ প্রকাশিত কোনো নিউজ বা পোস্ট সম্পর্কিত কোনো অভিযোগ বা বিরোধ থাকে, তাহলে আপনি আমাদের সম্পাদকমণ্ডলীর প্রধান এর কাছে সরাসরি আবেদন পাঠাতে পারেন। ই-মেইল: [email protected]

25/09/2025

যেখানে পুরুষরা এক ঢাক বাজাতেই হিমশিম খান, সেখানে বার্নপুরের ধেনুয়া গ্রামের মহিলারা দিব্যি একসঙ্গে দুই, তিন, এমনকি পাঁচটি ঢাক বাজাচ্ছেন অনায়াসে। শোভা, শিবানী, মাম্পিদের ১৭ জনের দল প্রতিদিন মহড়া দিচ্ছেন কালীকৃষ্ণ আশ্রমে। নারী শক্তির প্রতীক এই মহিলা ঢাকিরা ইতিমধ্যেই জেলা ছাড়িয়ে ঝাড়খণ্ডেও বাজিয়ে এসেছেন। এবারের পুজোয় একাধিক মণ্ডপে তাঁদের ডাক পড়েছে।

বৃষ্টির দাপট কমতেই কলকাতার কুমোরটুলিতে বুধবার সকাল থেকে শুরু হয়েছে উৎসবের আমেজ। একের পর এক পুজো কমিটির উদ্যোক্তা হাজির ...
25/09/2025

বৃষ্টির দাপট কমতেই কলকাতার কুমোরটুলিতে বুধবার সকাল থেকে শুরু হয়েছে উৎসবের আমেজ। একের পর এক পুজো কমিটির উদ্যোক্তা হাজির প্রতিমা নিতে। কুলিদের কাঁধে চেপে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন মা দুর্গা, উঠছেন লরি ও ম্যাটাডরে। সঙ্গে বাজছে ঢাক-ঢোল, ভিড়ে জমজমাট কুমোরটুলি।

মঙ্গলবারের টানা বৃষ্টিতে সমস্যায় পড়েছিলেন মৃৎশিল্পীরা। কোথাও প্রতিমার রঙ নষ্ট হয়েছে, আবার কোথাও প্লাস্টিক-ত্রিপল দিয়ে বাঁচাতে হয়েছে শিল্পকর্ম। বুধবার সকালেই ফের রঙের প্রলেপ দিয়ে শিল্পীরা সামলে নেন পরিস্থিতি। ফলে উদ্যোক্তারা নিশ্চিন্তে নিয়ে যাচ্ছেন প্রতিমা।

রবীন্দ্র সরণি থেকে বনমালী সরকার স্ট্রিট— সর্বত্রই প্রতিমা তোলার দৃশ্য চোখে পড়েছে। উদ্যোক্তারা খেয়াল রাখছেন, যাতে এক ইঞ্চিও ক্ষতি না হয়। অনেক বাড়ির পুজোর উদ্যোক্তা প্রতিমা তোলার আগে কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আসেন।

কুমোরটুলি মৃৎশিল্পী সংগঠনের কর্তা বাবু পাল জানিয়েছেন, “বৃষ্টির ভয় কাটাতেই উদ্যোক্তারা দ্রুত প্রতিমা নিয়ে যাচ্ছেন, এতে আমাদেরও স্বস্তি।” ইতিমধ্যেই শতাধিক প্রতিমা কলকাতা ও আশেপাশের জেলায় পৌঁছে গেছে।

25/09/2025

পুজোয় কী পূর্বাভাস? আবহাওয়া আপডেট

মেষ: নতুন সুযোগ।বৃষ: অর্থভাগ্য ভালো।মিথুন: যোগাযোগে লাভ।কর্কট: পারিবারিক শান্তি।সিংহ: প্রেমে সাফল্য।কন্যা: কাজে চাপ।তুলা...
25/09/2025

মেষ: নতুন সুযোগ।
বৃষ: অর্থভাগ্য ভালো।
মিথুন: যোগাযোগে লাভ।
কর্কট: পারিবারিক শান্তি।
সিংহ: প্রেমে সাফল্য।
কন্যা: কাজে চাপ।
তুলা: সৌভাগ্য উজ্জ্বল।
বৃশ্চিক: গোপন বাধা।
ধনু: ভ্রমণ আনন্দদায়ক।
মকর: কাজে উন্নতি।
কুম্ভ: সিদ্ধান্ত শুভ।
মীন: খরচ সামলান।

দেবীপক্ষের দ্বিতীয়ায় সিংহমূর্তি ধারণ করল উত্তরপ্রদেশের মহিলা পুলিশ বাহিনী। গাজিয়াবাদের সিহানি গেট থানা এলাকায় সোমবার ...
24/09/2025

দেবীপক্ষের দ্বিতীয়ায় সিংহমূর্তি ধারণ করল উত্তরপ্রদেশের মহিলা পুলিশ বাহিনী। গাজিয়াবাদের সিহানি গেট থানা এলাকায় সোমবার রাতে চেকিং চলাকালীন এনকাউন্টারে এক দুষ্কৃতীকে গু/লি চালিয়ে আহ/ত করে গ্রেপ্তার করলেন মহিলা পুলিশ অফিসাররা।

পুলিশ সূত্রে খবর, জিতেন্দ্র নামে ওই দুষ্কৃতী স্কুটি নিয়ে পালাতে গিয়ে পিছলে পড়ে যায়। এরপর সে মহিলা পুলিশকর্মীদের লক্ষ্য করে গু/লি চালায়। পাল্টা গু/লিতে তার পায়ে গু/লি লাগে। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশি প্রহরায় হাসপাতালে ভর্তি করা হয়। এনকাউন্টারের সময় আহত জিতেন্দ্রকে কাঁদতে ও মহিলা পুলিশদের পায়ে পড়ে ক্ষমা চাইতে দেখা যায়।

সহকারি পুলিশ কমিশনার উপাসনা পান্ডে জানান, জিতেন্দ্রের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি স্কুটি, মোবাইল ফোন, ট্যাবলেট, অবৈধ আ/গ্নে/য়াস্ত্র ও একাধিক কা/র্তু/জ।

বছরের নতুন ক্যালেন্ডার হাতে নিলেই বাঙালির প্রথম খোঁজ থাকে দুর্গাপুজোর তারিখে। উৎসবপ্রেমী বাঙালির কাছে এটাই বছরের সবচেয়ে...
24/09/2025

বছরের নতুন ক্যালেন্ডার হাতে নিলেই বাঙালির প্রথম খোঁজ থাকে দুর্গাপুজোর তারিখে। উৎসবপ্রেমী বাঙালির কাছে এটাই বছরের সবচেয়ে বড় পার্বণ। দেবী দুর্গার মহিষাসুর বধের প্রতীকী অর্থে, অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির বিজয়কেই চিহ্নিত করে এই উৎসব। কলকাতা ও জেলার পাশাপাশি বেলুড় মঠের দুর্গাপুজোও আজ বাংলার দুর্গোৎসবের এক অবিচ্ছেদ্য অংশ।

১৯০১ সালে স্বামী বিবেকানন্দ এই পুজো শুরু করেন। মাতৃত্বের দেবত্ব ও নারীত্বের পবিত্রতাকে মাতৃপুজোর মাধ্যমে এক নতুন সংহত রূপ দিয়েছিলেন তিনি। প্রতিবছরের মতো এবারও হাজার হাজার ভক্ত সমাগমের আশা করছে মঠ কর্তৃপক্ষ।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বেলুড় মঠে পুজোর নির্ঘণ্ট:

মহাসপ্তমী: ২৯ সেপ্টেম্বর, পূজারম্ভ সকাল ৫:৪০

মহাষ্টমী: ৩০ সেপ্টেম্বর, পূজারম্ভ সকাল ৫:৪০, কুমারী পুজো সকাল ৯টা, সন্ধিপুজো সন্ধ্যা ৫:৪৩-৬:৩১

মহানবমী: ১ অক্টোবর, পূজারম্ভ সকাল ৫:৪০, হোম দেবীর ভোগারতির পরে

প্রতিদিন দেবীর ভোগারতির পরে পুষ্পাঞ্জলি এবং সন্ধ্যারতি অনুষ্ঠিত হবে। পুজো ইউটিউবে সরাসরি সম্প্রচার করবে মঠ কর্তৃপক্ষ।

মঙ্গলবারের রেকর্ডবৃষ্টিতে জলমগ্ন হয়েছে কলকাতা। এখনও আশঙ্কা কাটেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে উত্তর...
24/09/2025

মঙ্গলবারের রেকর্ডবৃষ্টিতে জলমগ্ন হয়েছে কলকাতা। এখনও আশঙ্কা কাটেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ ঘনীভূত হবে। শুক্রবার তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে এগোবে। ষষ্ঠীর দিনে নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

আজ, বুধবার কলকাতা ও আশেপাশের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ও ২৪ ডিগ্রি ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

আগামীকাল ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সর্বত্র। শনিবার বাঁকুড়া, দুই মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে মালদা-দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে।

মেষ: কাজে লাভ।বৃষ: কেনাকাটা শুভ।মিথুন: ভ্রমণ যোগ।কর্কট: উন্নতির দিন।সিংহ: প্রেমে সুখবর।কন্যা: খরচ বাড়বে।তুলা: সৌভাগ্য স...
24/09/2025

মেষ: কাজে লাভ।
বৃষ: কেনাকাটা শুভ।
মিথুন: ভ্রমণ যোগ।
কর্কট: উন্নতির দিন।
সিংহ: প্রেমে সুখবর।
কন্যা: খরচ বাড়বে।
তুলা: সৌভাগ্য সহায়।
বৃশ্চিক: সতর্ক থাকুন।
ধনু: বন্ধুর সহায়।
মকর: পরিবারে আনন্দ।
কুম্ভ: ভ্রমণ শুভ।
মীন: মতভেদ মিটবে।

পিণ্ডজপ্রবরারুঢা চণ্ডকোপাস্ত্রকৈর্যুতা ।প্রসাদং তনুতে মহ্যম্ চন্দ্র ঘণ্টেতি বিশ্রুতা ।।নবরাত্রির তৃতীয় দিনে পূজিতা হন ম...
24/09/2025

পিণ্ডজপ্রবরারুঢা চণ্ডকোপাস্ত্রকৈর্যুতা ।
প্রসাদং তনুতে মহ্যম্ চন্দ্র ঘণ্টেতি বিশ্রুতা ।।

নবরাত্রির তৃতীয় দিনে পূজিতা হন মা দুর্গার তৃতীয় স্বরূপ দেবী চন্দ্রঘণ্টা। তিনি মাতা পার্বতীর বিবাহিত রূপ। মায়ের ললাটে ঘণ্টার আকারবিশিষ্ট অর্ধচন্দ্র শোভা পায়, সেই থেকেই তাঁর নাম হয়েছে চন্দ্রঘণ্টা। তাঁর অন্যান্য নাম হলো চন্দ্রখণ্ডা, চণ্ডীকা এবং রণচণ্ডী।

দেবী চন্দ্রঘণ্টার বর্ণ স্বর্ণের মতো উজ্জ্বল। তিনি সিংহ বা ব্যাঘ্রবাহিনী, দশভুজা।

দক্ষিণ দিকের চার হাতে: কমল, তীর, ধনুক ও জপমালা।

পঞ্চম দক্ষিণ হস্তে: অভয়মুদ্রা।

বাম দিকের চার হাতে: ত্রিশূল, গদা, তলোয়ার ও কমণ্ডলু।

পঞ্চম বাম হস্তে: বরমুদ্রা।

মা চন্দ্রঘণ্টা শান্তি, মাধুর্য্য, বিনম্রতা প্রদান করেন, আবার ভক্তদের মধ্যে বীরত্ব, নির্ভিকতা ও অদম্য সাহসও জাগিয়ে তোলেন। তাঁর মস্তকের ঘণ্টাধ্বনি ভক্তদের ভূত-প্রেত-পিশাচ থেকে রক্ষা করে।

বিশ্বাস করা হয়, তৃতীয় দিনে তাঁর উপাসনায় মনকে মনিপুর চক্রে স্থিত করে সাধনা করলে দিব্য দর্শন লাভ হয়। তাঁর কৃপায় পাপ বিনষ্ট হয় এবং ভক্ত সহজেই সংসারের কষ্ট ও বন্ধন থেকে মুক্ত হয়ে পরমপদ অর্জন করেন। মা চন্দ্রঘণ্টা চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন, তাই তাঁর আরাধনায় জন্মকালীন অশুভ চন্দ্রের প্রভাবও হ্রাস পায়।

রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকেই জলমগ্ন কলকাতা। শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ, যোগাযোগ ও সাধারণ জীবনযাত্রা ব্যাহত হয়ে...
23/09/2025

রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকেই জলমগ্ন কলকাতা। শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ, যোগাযোগ ও সাধারণ জীবনযাত্রা ব্যাহত হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, তৃতীয়ার দিনে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই; আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় রয়েছে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তৃতীয়ার দিন বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

নিম্নচাপের কারণে বৃহস্পতিবার অর্থাৎ চতুর্থী থেকে উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে কলকাতা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।

সমুদ্র সতর্কতাও জারি হয়েছে; দিঘার সমুদ্র বর্তমানে উত্তাল, তাই মঙ্গল থেকে শনিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে আপাতত ভারী বর্ষণের পূর্বাভাস নেই। আগামী দুই-তিন দিনে দক্ষিণবঙ্গেই আবহাওয়ার প্রভাব বেশি থাকবে।

অসমের কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের শেষকৃত্যে গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে লাখো ভক্তের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর চার প...
23/09/2025

অসমের কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের শেষকৃত্যে গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে লাখো ভক্তের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর চার প্রিয় কুকুর—ইকো, টিয়া, র‍্যাম্বো ও মায়া। দীর্ঘদিন শিল্পীর জীবনের সঙ্গে যুক্ত এই পোষ্যরা নিঃশব্দে প্রিয় মানুষের বিদায়ের সঙ্গে তাল মিলিয়েছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভিডিও শেয়ার করে লিখেছেন, “জুবিনের সঙ্গে ওদের সম্পর্ক ছিল পরিবারের মতো। আজ ওদের বেদনা আমাদের শূন্যতাকে আরও বড় করে তুলল।” সোনাপুরের ১০ বিঘা জমিতে গড়া হচ্ছে শিল্পীর সমাধিস্থল।

23/09/2025

রাতভর এক নাগাড়ে বৃষ্টি, জল থইথই শহর কলকাতা!
আজও কি রাতে বৃষ্টি হবে ?
জানুন

Address

Airport Gate No. 2, Near Airways Hotel
Kolkata
700052

Telephone

+919051177333

Website

https://24ghantakhobor.com/

Alerts

Be the first to know and let us send you an email when 24 Ghanta Khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24 Ghanta Khobor:

Share