
20/06/2025
✉️ পর্ব ২: "রিমির চিঠি"
(আগের ঘটনার ৫ বছর পর)
ছাদে সেই হঠাৎ দেখা, ভিজে শরীর, কাঁপা চোখে মুখোমুখি হয়েছিল ওরা।
কিন্তু কোনো কথা হয়নি।
শুধু চোখের ভেতর এক সমুদ্র চুপ করে কাঁদছিল।
রিমি হাতে ছিল একটা পুরনো খাম।
সে কিছু না বলে সেটি সায়নের হাতে দিয়ে চলে গেল।
তারপর সায়ন একা দাঁড়িয়ে রইল… বৃষ্টির নিচে, চিঠিটা হাতে।
💌 চিঠির ভিতরের লেখা সায়ন,
তুমি তো কথা বলো না…
কিন্তু আমি জানি, তুমি প্রতিটা কথা বুকের ভেতরেই রেখেছিলে।
আমি চলে গিয়েছিলাম — কারণ আমার ভয় ছিল।
ভয় ছিল, হয়তো একদিন তুমি বলবে না, আর আমি ভেঙে পড়ব।
আমি জানতাম, তুমি আমাকে ভালোবাসো,
কিন্তু আমি চেয়েছিলাম— তুমি তা বলো,
আমার কানে, আমার চোখে, আমার চুলে হাত বুলিয়ে…
আমি প্রতিদিন চাইতাম, তুমি একবার বলো:
“রিমি, আমি তোমায় ভালোবাসি। প্লিজ, থেকো।”
তুমি বলোনি…
আর আমি তো আর কখনো সাহস পাইনি।
এই ৫ বছরে আমি কতবার ফিরে আসতে চেয়েছি জানো?
কিন্তু ফিরে এলেই আবার ভেঙে যেতাম, যদি তোমায় না পেতাম…
আর আজ, আমি এসেছি।
যদি এখনো অপেক্ষা করো, তাহলে বলো।
শুধু একবার…
"আমি তো আজও তোমার রিমি, তুমি কি আজও আমার সায়ন?"
🖤 শেষ দৃশ্য:
সায়ন ছাদে একা দাঁড়িয়ে কাঁপছিল।
তার হাতে সেই ছেঁড়া কবিতার বইটা নেই আর।
তার বদলে এবার চিঠিটা বুকের কাছে চেপে ধরল।
তারের চোখ দুটো থেকে প্রথমবার একটা জল ঝরল…
আর ঠোঁট থেকে একটাই শব্দ বেরিয়ে এলো "থাকো… প্লিজ থেকো।"
সেই মুহূর্তে ছাদে আবার বৃষ্টি নামে।
আর দুইটা ছায়া—রিমি আর সায়ন—ধীরে ধীরে এক হয়ে যায়।
#অপরিচিত #গল্প #অবুজভালোবাসা #মায়ামায়া #চিঠি 😌❣️