News Bangla

News Bangla www.newsbanglaonline.in
নিউজ বাংলা (Bengali News Portal in West Bengal, India)

আজকের রাশিফল: আপনার দিনকে গুছিয়ে তুলুন জ্যোতিষের আলোকচ্ছটায়https://newsbanglaonline.in/ajker-rashifal-protikaar-130720...
13/07/2025

আজকের রাশিফল: আপনার দিনকে গুছিয়ে তুলুন জ্যোতিষের আলোকচ্ছটায়
https://newsbanglaonline.in/ajker-rashifal-protikaar-13072025/

#জ্যোতিষ #বাংলা

“আজকের রাশিফল ও প্রতিকার সহকারে জানুন ১২ রাশির ভাগ্য এবং দিনটি কীভাবে কাটবে—স্বাস্থ্য, প্রেম, আর্থিক ও সম্পর্কের...

ওমকার ওয়েলনেসে গুরুপূর্ণিমা পালনে ভক্তিময় পরিবেশ, গুরুবন্দনায় মুখর দিনhttps://newsbanglaonline.in/omkar-wellness-guru-pu...
10/07/2025

ওমকার ওয়েলনেসে গুরুপূর্ণিমা পালনে ভক্তিময় পরিবেশ, গুরুবন্দনায় মুখর দিন
https://newsbanglaonline.in/omkar-wellness-guru-purnima-2025/

ওমকার ওয়েলনেসে আয়োজিত গুরুপূর্ণিমা উৎসবে গুরুবন্দনা, যোগসাধনা ও আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ নিলেন বহু ভক্ত। গুরুর...

Guru Purnima : গুরু পূর্ণিমাhttps://newsbanglaonline.in/guru-purnima-2025/
10/07/2025

Guru Purnima : গুরু পূর্ণিমা
https://newsbanglaonline.in/guru-purnima-2025/

গুরু পূর্ণিমা—ভারতীয় সংস্কৃতিতে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শ্রদ্ধার দিন। এই দিনটি উৎসর্গ করা হয় গুরুদের প্র...

Guru Purnima : গুরু পূর্ণিমাhttps://newsbanglaonline.in/guru-purnima-2025/গুরু পূর্ণিমা—ভারতীয় সংস্কৃতিতে এক অত্যন্ত তা...
10/07/2025

Guru Purnima : গুরু পূর্ণিমা
https://newsbanglaonline.in/guru-purnima-2025/

গুরু পূর্ণিমা—ভারতীয় সংস্কৃতিতে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শ্রদ্ধার দিন। এই দিনটি উৎসর্গ করা হয় গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে, যাঁরা আমাদের জীবনের অন্ধকারে আলোর দিশা দেখান।

🔶 গুরু পূর্ণিমার তাৎপর্য
‘গুরু’ শব্দের অর্থ:
‘গু’ মানে অন্ধকার
‘রু’ মানে দূরকারী
→ গুরু মানে যিনি অজ্ঞতার অন্ধকার দূর করেন।
পূর্ণিমা: এটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়, যা সাধারণত জুলাই মাসে পড়ে।
🔷 গুরু পূর্ণিমার ঐতিহাসিক পটভূমি
বেদব্যাসের জন্মজয়ন্তী হিসেবেও এই দিনটি উদযাপিত হয়।
তিনি মহাভারতের রচয়িতা ও চারটি বেদ সংকলনের জন্য স্মরণীয়। তাই তাঁকে “আদি গুরু” বলা হয়।
হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ—সব ধর্মেই গুরু বা আচার্যের স্থান শ্রেষ্ঠ।
🔶 গুরু পূর্ণিমা পালনের রীতি
শিক্ষকের পায়ে প্রণাম ও উপহার প্রদান।
আশ্রম ও বিদ্যালয়ে বিশেষ পূজা ও অনুষ্ঠান।
ভক্তেরা আধ্যাত্মিক গুরুর আশীর্বাদ গ্রহণ করেন।
অনেকেই এই দিন উপবাস পালন ও গুরুস্তোত্র পাঠ করেন।
🕉️ আধুনিক যুগে গুরু পূর্ণিমা
আজকের দিনে শিক্ষক, মেন্টর বা যে কোনও পথপ্রদর্শকের প্রতিও এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
চাকরি, শিল্প, শিক্ষা বা আধ্যাত্মিক জীবন—যাঁরা আমাদের জ্ঞান দিয়েছেন, তাঁদের এই দিনে স্মরণ করে কৃতজ্ঞতা জানানো হয়।

30/06/2025

প্রকাশ্য রাস্তায় আমরা বামপন্থীর প্রৌঢ় নেতা কে জুতো দিয়ে মারধর তৃণমূল নেত্রী বেবি কোলের!সেই সঙ্গে রং ঢেলে শারীরিক ও মানসিক নির্যাতন।যদিও সবাই দেখলেও সাহায্যের জন্য এগিয়ে এলো না কেউই ।
খড়গপুরের এই ঘটনার তীব্র নিন্দা জানালেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃনমূল সভাপতি সুজয় হাজরা

ইরানে হামলা কেন? আমেরিকার হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্পhttps://newsbanglaonline.in/us-iran-israel-airstrike-2025/ন...
22/06/2025

ইরানে হামলা কেন? আমেরিকার হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প
https://newsbanglaonline.in/us-iran-israel-airstrike-2025/

নিউজ বাংলা অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক খবর : ইরানে সাম্প্রতিক মার্কিন হামলার কারণ এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে দেওয়া ওই বক্তব্যে তিনি জানান, ইরানের পরমাণু শক্তি ও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাই এই অভিযানের মূল কারণ। হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি শান্ত না হয়, তবে আরও বড় ও প্রাণঘাতী হামলা চালাবে আমেরিকা।

ট্রাম্প জানান, ইজ়রায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইজ়রায়েলি সেনাদেরও ধন্যবাদ জানান তিনি।

প্রেসিডেন্টের দাবি, ইরানের ফোরডো, নাতান্‌জ় ও এসফাহানে থাকা পরমাণু ঘাঁটিগুলি আমেরিকার হামলায় ধ্বংস হয়েছে। তাঁর ভাষায়, ‘‘এগুলোই ছিল সবচেয়ে কঠিন টার্গেট। তবে ইরানে এমন আরও বহু জায়গা রয়েছে, যেখানে হামলা চালানো আরও সহজ হবে।’’

ট্রাম্প আরও বলেন, ‘‘ইরান যদি শান্তি ফিরিয়ে না আনে, তবে ভবিষ্যতে আরও ভয়াবহ আক্রমণ চলবে। আমরা প্রস্তুত। এই সংঘাত দ্রুত বন্ধ না হলে বিপর্যয় অনিবার্য।’’

হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে এবং ভবিষ্যতে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে চায়। আমেরিকা এই পরিকল্পনার ঘোর বিরোধী। অন্যদিকে, ইরান জানিয়েছে, তারা নিজেদের সুরক্ষার জন্যই পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

এই বিতর্কের মাঝেই ইজ়রায়েল প্রথম হামলা চালায় ইরানে। তাতে নিহত হন চার জন শীর্ষ সেনাকর্তা ও নয়জন পরমাণু বিজ্ঞানী। এর পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ছোঁড়ে জেরুসালেম, তেল আভিভ এবং ওয়েস্ট ব্যাঙ্কে। সংঘাতের নবম দিনে সরাসরি যুক্ত হয় আমেরিকা।

ট্রাম্প জানান, ইজ়রায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিযান চালিয়েছে মার্কিন সেনা। বলেন, ‘‘আমাদের যৌথ বাহিনীর এই অপারেশন নিঃসন্দেহে ইতিহাসে নজির হয়ে থাকবে।’’

সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘আমাদের সেনাবাহিনী সফলভাবে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে এবং সব বিমান নিরাপদে ফিরে এসেছে। এখন সময় শান্তির।’’

মূল বার্তা:

শান্তির বার্তা দিলেও কড়া অবস্থান থেকে সরেননি তিনি।

ইরানের পারমাণবিক শক্তিকে ধ্বংস করাই ছিল মূল লক্ষ্য।

হামলায় যুক্ত ছিল ইজ়রায়েল।

ভবিষ্যতে আরও ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের।

21/06/2025

ওমকার ওয়েলনেসের পরিচালনায় বিশ্বযোগ দিবস উদযাপন
https://newsbanglaonline.in/omkar-wellness-world-yoga-day-camp/

নিউজ বাংলা অনলাইন ডেস্ক, অভিজিৎ সাহা, চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুর : ২১.০৬.২০২৫ : ওমকার ওয়েলনেসের পরিচালনায় বিশ্বযোগ দিবস উপলক্ষে বিশেষ যোগ শিবির স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যোগচর্চার মাধ্যমে মানসিক ও শারীরিক সুস্থতার বার্তা

২১ জুন, বিশ্বযোগ দিবস উপলক্ষে এক বিশেষ যোগ শিবিরের আয়োজন করল স্বনামধন্য স্বাস্থ্য ও সুস্থতা প্রতিষ্ঠান ওমকার ওয়েলনেস। স্থানীয় চন্দ্রকোনা রোড লাল প্যাথ ল্যাব বিল্ডিং -এর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই শিবির; যেখানে সকল বয়সের শতাধিক মানুষ যোগব্যায়াম, প্রাণায়াম ও ধ্যানচর্চায় অংশগ্রহণ করেন। স্থানীয় একটি স্কুলের বাচ্চারাও এই যোগ শিবিরের যোগদান করে । উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা শালবনি বিধানসভার বিধায়ক শ্রীকান্ত মাহাত, বিজেপি নেতা ধীমান কোলে, শঙ্করকাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শকুন্তলা সিনহা । বিভিন্ন স্কুলের শিক্ষক – শিক্ষিকা, স্বাস্থ্যকর্মীরাও যোগদান করেন এই শিবিরে ।

শিবিরটি শুরু হয় ভোর ৬টায়, সূর্যনমস্কার দিয়ে। এরপর ধাপে ধাপে আয়োজিত হয় বিভিন্ন যোগাসন ও প্রাণায়ামের প্রশিক্ষণ। প্রশিক্ষকদলের নেতৃত্বে ছিলেন ওমকার ওয়েলনেস-এর কর্ণধার তথা যোগগুরু শ্রী সনৎ ঘোষাল , যিনি দীর্ঘদিন ধরে যোগচর্চা ও থেরাপিউটিক যোগের প্রশিক্ষণ দিয়ে আসছেন।
তিনি বলেন, “যোগ শুধু ব্যায়াম নয়, এটি জীবনকে সুশৃঙ্খল রাখার একটি পথ। নিয়মিত যোগচর্চা করলে মানসিক চাপ কমে, শরীর সুস্থ থাকে এবং কর্মক্ষমতা বাড়ে। বিশ্বযোগ দিবসের তাৎপর্য আমরা শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ রাখতে চাই না। আমাদের লক্ষ্য, প্রতিটি মানুষের জীবনে যোগচর্চাকে স্থায়ীভাবে যুক্ত করা।”

রাজ্যের মন্ত্রী তথা শালবনি বিধানসভার বিধায়ক শ্রীকান্ত মাহাত বলেন, “ওমকার ওয়েলনেস আজ যে প্রয়াস করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই উদ্যোগ শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক ও আত্মিক উন্নয়নেরও দিশা দেখাচ্ছে। আমি আন্তরিকভাবে আশা করি এই ধরনের শিবির আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে, আর যোগ হয়ে উঠবে সকলের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।”

শিবিরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের (প্রাণায়াম) কৌশল এবং ধ্যানচর্চার ওপর, যা আজকের দৌড়ঝাঁপের জীবনে মানসিক শান্তি ও স্থিতি বজায় রাখতে সাহায্য করে। চন্দ্রকোনা রোড লাল প্যাথ ল্যাবের পক্ষে বিদ্যুৎ মাল বলেন, ” এই শিবিরে অংশ নিয়ে আমি অভিভূত। দীর্ঘদিন পরে নিজের শরীর ও মনের সঙ্গে এইরকম একটা আত্মিক সংযোগ অনুভব করলাম।”

🗣️ বিশ্বযোগ দিবস উপলক্ষে ওমকার ওয়েলনেস-এর বক্তব্য:
“আজ ২১ জুন, বিশ্বযোগ দিবস। এই বিশেষ দিনে আমরা একত্রিত হয়েছি যোগের মাধ্যমে শরীর, মন ও আত্মার সংযোগ খুঁজে পেতে। যোগ আমাদের শিখিয়ে দেয় কীভাবে প্রতিটি নিঃশ্বাসে উপস্থিত থাকা যায়, কীভাবে শরীরকে সচল রেখে মনকে স্থির রাখা যায়।

ওমকার ওয়েলনেস বিশ্বাস করে,
👉 যোগ মানে শুধুই শরীরচর্চা নয়,
👉 এটি একটি জীবনদর্শন — যেখানে আছে নিয়মানুবর্তিতা, আত্মনিয়ন্ত্রণ এবং ভেতরের শান্তির খোঁজ।

আজকের এই শিবিরে অংশগ্রহণকারীদের উৎসাহ আমাদের আগামী দিনের পথ দেখায়।
আমরা চাই, প্রতিটি পরিবারে, প্রতিটি জীবনে যোগ হোক প্রতিদিনের অঙ্গ।
আমাদের আজকের শপথ হোক—
নিজের যত্ন নেব, নিয়মিত যোগচর্চা করব, এবং অন্যদেরও অনুপ্রাণিত করব।

ওমকার ওয়েলনেস-এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
শুভ বিশ্বযোগ দিবস।
ওম শান্তি।”

অঞ্জনা মাহাতো যোগ নিয়ে সুদীর্ঘ বক্তব্য রাখেন । তিনি বলেন , " বিদ্যালয় ও কলেজে যোগচর্চা চালু হলে ছাত্রছাত্রীরা আরও মনোযোগী, সুস্থ ও আত্মনিয়ন্ত্রিত হয়ে উঠবে। যুবসমাজকে যদি আমরা যোগের সাথে যুক্ত করতে পারি, তাহলে একটি ভারসাম্যপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।"

এই বিশেষ আয়োজনে যোগদানের জন্য কোনও রকম নিবন্ধন ফি নেওয়া হয়নি। অংশগ্রহণকারীদের হাতে বিতরণ করা হয় যোগচর্চা বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও হালকা প্রাতঃরাশ, লাড্ডু। অনুষ্ঠান শেষে সকলে মিলে ‘ওম শান্তি’ মন্ত্র উচ্চারণের মাধ্যমে সমাপ্তি টানা হয়। এক্সসেলেন্স ইন্ডিয়ার কর্ণধার শশাঙ্ক শেখর মাল বলেন, “আজকের এই অনন্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। বিশ্বযোগ দিবস এমন একটি সময়, যখন আমরা সার্বিক সুস্থতা, মানসিক স্থিতি ও আত্মিক উন্নতির কথা স্মরণ করি। যোগ কেবল শরীরচর্চা নয়—এ এক দর্শন, এক পথ, যা আমাদের অন্তর্জগতকে ছুঁয়ে যায়।”

ওমকার ওয়েলনেস পরিচালিত এই যোগ শিবিরে উপস্থিত থেকে সঙ্গীত পরিবেশন করেন ভারতীয় ক্লাসিক সঙ্গীত শিল্পী শ্রী সৌম্যব্রত দাঁ । তিনি বলেন, “এই শিবিরে অংশ নিয়ে আমি অভিভূত। দীর্ঘদিন পরে নিজের শরীর ও মনের সঙ্গে এইরকম একটা আত্মিক সংযোগ অনুভব করলাম। বিগত কয়েক বছর ধরে খুবই অসুস্থতার মধ্যে ছিলাম; নিয়মিত যোগাভ্যাসের ফলস্বরূপ, আজ আমি সম্পূর্ণ সুস্থ ।”

ওমকার ওয়েলনেস জানিয়েছে, আগামী দিনে তারা দৈনিক যোগচর্চা সেশন এবং জীবনধারা সংশোধনে মনোবিদদের সহযোগিতায় একাধিক কর্মসূচির আয়োজন করবে।

ওমকার ওয়েলনেসের পরিচালনায় বিশ্বাযোগ দিবস উদযাপনhttps://newsbanglaonline.in/omkar-wellness-world-yoga-day-camp/
21/06/2025

ওমকার ওয়েলনেসের পরিচালনায় বিশ্বাযোগ দিবস উদযাপন
https://newsbanglaonline.in/omkar-wellness-world-yoga-day-camp/

ওমকার ওয়েলনেসের উদ্যোগে বিশ্বযোগ দিবসে আয়োজিত বিশেষ শিবিরে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যোগ, ধ্....

17/06/2025

Blood Donation Camp : গ্রীষ্মকালীন রক্তসঙ্কট মেটাতে রক্তদান শিবিরের আয়োজনে চন্দ্রকোনা রোড – ডাবচা ব্যবসায়ী সমিতি
https://newsbanglaonline.in/blood-donation-camp-chandrakonaroad-summer-crisis/

নিউজ বাংলা অনলাইন ডেস্ক, অভিজিৎ সাহা, চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুর : ১৬.০৬.২০২৫: প্রতি বারই গ্রীষ্মকালে এবং উৎসবের সময় ব্লাড ব্যাঙ্কগুলিতে (Blood Bank) রক্তের সঙ্কট দেখা দেয়। গরমের মরসুমে রক্তদান শিবিরের আয়োজন কমেছে। রক্তদাতার সংখ্যাও কম। এই অবস্থায় গ্রীষ্মকালীন রক্তসঙ্কট মোকাবিলায় এক মানবিক উদ্যোগ গ্রহণ করল চন্দ্রকোনা রোড – ডাবচা ব্যবসায়ী সমিতি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আয়োজিত হল এক স্বেচ্ছা রক্তদান শিবির, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক রক্তদাতার উপস্থিতি নজর কাড়ে। সমিতির সমস্ত কর্মকর্তাসহ সকল সদস্য উপস্থিত ছিলেন এই মহতী কর্মে।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড শহরে চন্দ্রকোনা রোড – ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিগত ৩৭ বছর ধরেই রক্তদান শিবিরের আয়োজিত হয়ে আসছে ।

চন্দ্রকোনা রোড – ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন, রাজ্যের মন্ত্রী তথা শালবনি বিধানসভার বিধায়ক শ্রীকান্ত মাহাত। সোমবার আয়োজিত এই শিবিরে মোট ১০০ জন রক্তদান করেন। উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিধায়ক শ্রীকান্ত মাহাত বলেন, “এক ব্যাগ রক্ত একজন মৃত্যুপথযাত্রীর প্রাণ বাঁচাতে পারে। এই পৃথিবীতে এমন মানবিকতা খুব কমই আছে, যেখানে আপনি কারও জীবন রক্ষা করতে পারেন, অথচ তাকে না চিনেও।”

এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, গড়বেতা-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, সমাজসেবী বিশ্বজিৎ সরকার, রাজীব ঘোষ, সুশান্ত সিংহ, প্রসেনজিৎ ভুঁইয়া, স্মৃতিরঞ্জন দত্ত, দেবকুমার দে এবং আরোও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চন্দ্রকোনা রোড – ডাবচা ব্যবসায়ী সমিতির সভাপতি সন্দীপ চৌধুরী বলেন, ” মানব কল্যানে রক্তদানের সেবায় বিগত ৩৭ বছর ধরে আমাদের সমিতি রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক রক্ত সংগ্রহ করা সম্ভব হয়েছে।”

সমিতির সেক্রেটারি দেবাশীষ মূলা বলেন, ” শধু রক্তদান শিবির নয়, সমাজের বিভিন্ন সেবামূলক কর্মে আমাদের সমিতি অবদান রাখার চেষ্টা করে “।

সমিতির কোষাধাক্ষ সমর দত্ত বলেন, “চলুন, আজ আমরা শপথ নিই—রক্ত দিয়ে মানবতার সেবা করব। কারণ, রক্তদানই হল প্রকৃত জীবনদান।”

গড়বেতা-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা বলেন,”স্বেচ্ছায় রক্তদান একদিকে যেমন মানুষের জীবন বাঁচায়, তেমনই সমাজে সহমর্মিতার বার্তা দেয়। রক্তদানের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে অদৃশ্য এক বন্ধনে জড়িয়ে পড়ি।”
সমাজসেবী বিশ্বজিৎ সরকার বলেন, “আপনার দেওয়া এক ব্যাগ রক্ত কারও মা, বাবা, সন্তান বা প্রিয়জনের প্রাণ বাঁচাতে পারে। এমন সুযোগ জীবনে খুব কমই আসে, যেখানে আপনি অচেনা কারও জীবনরক্ষায় ভূমিকা রাখতে পারেন।”
সমাজসেবী রাজীব ঘোষ বলেন, “রক্তদান শুধুমাত্র দান নয়, এটি এক মানবিক বন্ধনের প্রতীক। একজন মানুষ যখন নিঃস্বার্থভাবে রক্ত দেন, তখন সেই রক্তে শুধু হিমোগ্লোবিন নয়—থাকে ভালোবাসা, সহানুভূতি এবং দায়িত্ববোধ।”

সমাজসেবী সুশান্ত সিংহ বলেন, “গ্রীষ্মকালে রক্তের ঘাটতি চরমে পৌঁছায়। বিশেষ করে দুর্ঘটনা, অস্ত্রোপচার কিংবা থ্যালাসেমিয়া রোগীদের জন্য তখন রক্ত সংগ্রহে সমস্যা হয়। এই সময়ে আমাদের প্রত্যেকেরই উচিত, সচেতনভাবে এগিয়ে এসে রক্তদান করা।”

শিক্ষক স্মৃতিরঞ্জন দত্ত বলেন, “চন্দ্রকোনা রোড-ডাবচা ব্যবসায়ী সমিতির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই শিবির অনুপ্রেরণা হয়ে থাকুক।”

বিশিষ্ট সমাজকর্মী ও চিকিৎসা বিশেষজ্ঞ অধ্যাপক ডঃ সুভাষ চট্টোপাধ্যায় বলেন,
“রক্তদান কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, এটি এক মানবিক অঙ্গীকার। একফোঁটা রক্ত—যা আমাদের শরীর থেকে সামান্যই বেরিয়ে যায়, কিন্তু অন্য একজন মানুষের জীবনে নিয়ে আসে নতুন আলো, নতুন আশা।
আমি বারবার বলি—’রক্তদান মানে জীবনদান’। এই বক্তব্য শুধু প্রতীকী নয়, একেবারে বাস্তব। প্রতিদিন হাজার হাজার মানুষ রক্তের অভাবে প্রাণ হারান। অথচ আমাদের একটু সচেতনতা, একবার এগিয়ে আসা সেই মৃত্যুকে ঠেকাতে পারে।
আজকের এই রক্তদান শিবির কেবল একটি অনুষ্ঠান নয়, বরং আমাদের মানবিক চেতনার জাগরণ। বিশেষ করে আমাদের যুব সমাজ যদি নিয়মিত রক্তদানকে নিজেদের অভ্যাসে পরিণত করে, তাহলে আমাদের দেশে রক্তের ঘাটতির মতো কোনও সমস্যা থাকবে না।
রক্তদান নিরাপদ, সহজ এবং স্বাস্থ্যকর একটি প্রক্রিয়া। বছরে অন্তত দু’বার রক্তদান করলে শরীরেও কোনও ক্ষতি হয় না—বরং এটি শরীরের অপ্রয়োজনীয় রক্তকণিকাগুলিকে প্রতিস্থাপনের সুযোগ দেয়।
আমার আন্তরিক অনুরোধ, সবাই যেন এগিয়ে আসেন—নিজের পরিবার, সমাজ ও দেশের জন্য।”

সমিতির সচিব শ্যাম মুখার্জী বলেন, ‘রক্ত দিন, জীবন বাঁচান’—এই শ্লোগান হোক আমাদের পথচলার প্রেরণা।”

Blood Donation Camp : গ্রীষ্মকালীন রক্তসঙ্কট মেটাতে রক্তদান শিবিরের আয়োজনে চন্দ্রকোনা রোড – ডাবচা ব্যবসায়ী সমিতিhttps://...
16/06/2025

Blood Donation Camp : গ্রীষ্মকালীন রক্তসঙ্কট মেটাতে রক্তদান শিবিরের আয়োজনে চন্দ্রকোনা রোড – ডাবচা ব্যবসায়ী সমিতি
https://newsbanglaonline.in/blood-donation-camp-chandrakonaroad-summer-crisis/

গ্রীষ্মকালীন রক্তসঙ্কট দূর করতে চন্দ্রকোনা রোড-ডাবচা ব্যবসায়ী সমিতির রক্তদান শিবিরে উৎসাহী অংশগ্রহণ। স্থানীয়.....

আজকের রাশিফল (Ajker Rashifal): দিন শুরুর আগে একবার জেনে নিন কী বলছে আপনার রাশিhttps://newsbanglaonline.in/ajker-rashifal...
16/06/2025

আজকের রাশিফল (Ajker Rashifal): দিন শুরুর আগে একবার জেনে নিন কী বলছে আপনার রাশি
https://newsbanglaonline.in/ajker-rashifal-daily.../

#জ্যোতিষশাস্ত্র

আজকের রাশিফল (Ajker Rashifal) দেখে জেনে নিন কেমন যাবে আপনার দিন। প্রেম, কর্ম, স্বাস্থ্য ও অর্থ—জীবনের প্রতিটি ক্ষেত্রেই কী ব...

আজকের রাশিফল (Ajker Rashifal): দিন শুরুর আগে একবার জেনে নিন কী বলছে আপনার রাশিhttps://newsbanglaonline.in/ajker-rashifal...
16/06/2025

আজকের রাশিফল (Ajker Rashifal): দিন শুরুর আগে একবার জেনে নিন কী বলছে আপনার রাশি
https://newsbanglaonline.in/ajker-rashifal-daily-horoscope-in-bengali/

নিউজ বাংলা অনলাইন ডেস্ক, জ্যোতিষ ও আধ্যাত্মিকতা: জ্যোতিষশাস্ত্র মতে, রাশিফল আমাদের প্রতিদিনের জীবনে দিকনির্দেশ দেয়। তাই দিনের শুরুতেই যদি জানা যায়, কীভাবে কাটবে দিনটি—তা হলে আপনি আরও সচেতনভাবে নিতে পারবেন আপনার প্রতিটি সিদ্ধান্ত। চলুন, দেখে নেওয়া যাক আজকের রাশিফল—

🔥 মেষ রাশি
আত্মবিশ্বাসই আপনার মূল শক্তি। আজ আপনি সহজেই মানুষকে আকর্ষণ করতে পারবেন। আর্থিক দিক মোটামুটি ঠিকঠাক থাকবে। ডাকযোগে বা মেসেজে কোনও সুখবর আসতে পারে। তবে চারপাশের পরিস্থিতি খেয়াল রাখুন—কারণ কেউ আপনাকে ভুল প্রমাণ করতে চাইবে। বৈবাহিক সম্পর্কে আজ চমক থাকতেও পারে।
প্রতিকার: কেরিয়ারে উন্নতির জন্য প্রতারণা থেকে বিরত থাকুন।

🌱 বৃষ রাশি
নেতিবাচক চিন্তা আজ একেবারে বাদ দিন। অর্থ বিনিয়োগের আগে সমস্ত তথ্য যাচাই করে নিন। পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে, সঙ্গে আসতে পারে নতুন বন্ধুত্বও।
প্রতিকার: বৃদ্ধ ব্রাহ্মণদের সঙ্গে খাবার ভাগ করে নিলে আর্থিক উন্নতি হবে।

🌬 মিথুন রাশি
শরীরের যত্ন নিন এবং অর্থনৈতিক লেনদেন সতর্কভাবে করুন। কোনও কাগজে সই করার আগে ভালো করে পড়ে নিন। ঘর সাজানো বা নতুন কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেম ও কর্মক্ষেত্রে দিনটি বেশ ভালই যাবে।
প্রতিকার: গুরুজনদের শ্রদ্ধা জানান—তাতেই শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকবে।

🌊 কর্কট রাশি
নেতিবাচকতা দূরে ঠেলে দিন। আজ আর্থিক দিক ভালই থাকবে। পারিবারিক আলোচনায় ধৈর্য ধরুন। প্রেমে সতর্ক থাকুন, তবে শেষমেশ সম্পর্ক ঠিক হয়ে যাবে। শরীর ও মন—উভয়ের প্রতি যত্ন নিন।
প্রতিকার: দরিদ্রদের লোহার পাত্র দান করুন, এতে পারিবারিক শান্তি আসবে।

☀️ সিংহ রাশি
আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে সাফল্য নিশ্চিত। অর্থের বিষয়ে সতর্ক থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি উন্নত হবে। আজ প্রশংসা ও পুরস্কার পেতে পারেন। ধ্যান-যোগ করলে মানসিক শান্তি মিলবে।
প্রতিকার: সোনার আংটি রিং ফিঙ্গারে পরুন—আর্থিক উন্নতি হবে।

🌾 কন্যা রাশি
চিকিৎসার খরচ বেড়ে যেতে পারে। তবে ব্যবসায় বন্ধুর সাহায্যে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে শান্তি বজায় রাখতে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ ছুটি নিয়ে ঘুরে আসারও সুযোগ থাকতে পারে।
প্রতিকার: মাটির ভাঁড়ে টাকা জমিয়ে তা শিশু ও দুঃস্থদের সাহায্যে দিন।

⚖️ তুলা রাশি
আজ নিজেকে আত্মবিশ্বাসে ভরিয়ে তুলুন। অর্থ সুরক্ষিত রাখুন। গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা আছে। কাজের জায়গায় সহকর্মীদের সহায়তা পাবেন। শৈশবের প্রিয় কাজগুলো আবার করতে পারেন।
প্রতিকার: চাল বা রুপোর টুকরো নিজের কাছে রাখুন, মায়ের কাছ থেকে নিয়ে।

🦂 বৃশ্চিক রাশি
নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলুন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। পরিবারে আনন্দের সময় কাটবে। প্রেমে চমক অপেক্ষা করছে। নতুন আইডিয়া থেকে লাভ হতে পারে।
প্রতিকার: ভগবানের উপর বিশ্বাস রাখুন, মানসিক দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

🏹 ধনু রাশি
রাগ নিয়ন্ত্রণে রাখুন। মা-বাবার কাছ থেকে গুরুত্বপূর্ণ আর্থিক পরামর্শ পেতে পারেন। আজ বড় কোনও অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। একাকীত্ব কাটবে এবং দাম্পত্য জীবন মধুর হবে।
প্রতিকার: গঙ্গাজল পান করুন—শরীর ও মন দুটোই থাকবে সুস্থ।

🐐 মকর রাশি
আত্মবিশ্বাস আপনার সঙ্গী হোক আজ। সম্পত্তি চুরির আশঙ্কা থাকায় সতর্ক থাকুন। পুরনো কাজের সমাপ্তির জন্য আজ অনুকূল দিন। প্রেমে শুভ দিন।
প্রতিকার: কেতু যন্ত্র ঠাকুর ঘরে স্থাপন করুন।

🌬 কুম্ভ রাশি
আপনার আচরণ আজ সকলকে আকর্ষণ করবে। বিনিয়োগে লাভের সুযোগ রয়েছে। অবসর সময়ে খেলাধুলা বা ফিটনেসে মন দিন। অর্ধাঙ্গিনী আপনার কাজে সাহায্য করবেন।
প্রতিকার: ছিদ্রযুক্ত ব্রোঞ্জের মুদ্রা জলে ফেলুন—পারিবারিক শান্তির জন্য।

🐟 মীন রাশি
আপনার দ্রুত সিদ্ধান্ত আজ সমস্যার সমাধান আনতে পারে। ধর্মীয় স্থানে দান করার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে আপনি আজ প্রশংসিত হবেন। অবসর সময় কাটবে বই পড়ে।
প্রতিকার: স্রোতযুক্ত জলে চারটি সীসার টুকরো ফেলুন—পরিবারে শান্তি বজায় থাকবে।

আজকের দিনটি কোন পথে এগোবে, তা অনেকটাই নির্ভর করছে আপনি কতটা সচেতন থাকছেন তার উপর। আপনার রাশি যা-ই বলুক, মনে রাখবেন—সঠিক মনোভাবই বদলে দিতে পারে ভবিষ্যৎ।

#জ্যোতিষশাস্ত্র

Address

Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share