News Bangla

News Bangla www.newsbanglaonline.in
নিউজ বাংলা (Bengali News Portal in West Bengal, India)

তৃণমূলের লোকসভার নেতৃত্বে অভিষেক, ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়https://newsbanglaonline.in/tmc-leadership-change-ka...
05/08/2025

তৃণমূলের লোকসভার নেতৃত্বে অভিষেক, ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
https://newsbanglaonline.in/tmc-leadership-change-kalyan-banerjee-resigns/

#তৃণমূল_কংগ্রেস #কল্যাণ_বন্দ্যোপাধ্যায় #অভিষেক_বন্দ্যোপাধ্যায় #তৃণমূল_লোকসভা_দল #দলীয়_রদবদল #লোকসভা_২০২৪ #মহুয়া_মৈত্র #সাংসদ_ইস্তফা #রাজনীতি_সংবাদ #তৃণমূল_খবর #সংসদে_তৃণমূল

তৃণমূলের লোকসভা দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই ইস্তফা দিলেন মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলে.....

ভেষজ দিবস উপলক্ষে ঔষধী গাছ বিতরণ, আয়োজনে পতঞ্জলি যোগ সমিতি
04/08/2025

ভেষজ দিবস উপলক্ষে ঔষধী গাছ বিতরণ, আয়োজনে পতঞ্জলি যোগ সমিতি

৪ঠা অগাস্ট ২০২৫, চন্দ্রকোনা রোডে পরম পূজ্য আচার্য্য শ্রীর জন্মদিন উপলক্ষে পতঞ্জলি যোগ সমিতির উদ্যোগে পালিত হল ভে...

03/08/2025

📢 রক্তদানের মহতী উদ্যোগে চন্দ্রকোনারোড আলু ও আলুবীজ ব্যবসায়ী সমিতি

📍 নিউজ বাংলা ডেস্ক,অভিজিৎ সাহা,চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুর :০৩.০৮.২০২৫ :
চন্দ্রকোনারোড আলু ও আলুবীজ ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সামাজিক রক্তদান শিবির, যেখানে অংশ নিলেন এলাকার অসংখ্য সচেতন নাগরিক, ব্যবসায়ী ও যুব সমাজ; বিশেষ করে মহিলারা ।

এই রক্তদান শিবিরে সুরক্ষিত স্বাস্থ্যবিধি মেনে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে রক্ত সংগ্রহ করা হয়। উপস্থিত ছিলেন পেশাদার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগৃহীত রক্ত পাঠানো হবে স্থানীয় ব্লাড ব্যাংকে, যাতে প্রয়োজনে অসুস্থ মানুষদের দ্রুত রক্ত পৌঁছে দেওয়া সম্ভব হয়।

#বাংলাখবর

26/07/2025

ভাইরাল হওয়া অশ্লীল ভিডিও প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য শুনুন .....

26/07/2025

পশ্চিম মেদিনীপুরের গরবেতা তিন ব্লকে (চন্দ্রকোনা রোড) আইসিডিএস কর্মীরা বিভিন্ন অভাব অভিযোগ, তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন । হঠাৎই সেখানে হাজির হলেন রাজ্যের মন্ত্রী তথা শালবনি বিধানসভার বিধায়ক শ্রীকান্ত মাহাতো । তারপর কি হলো দেখুন - শুনুন ........

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের চাপ রাজ্যর
25/07/2025

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের চাপ রাজ্যর

ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রীয় সরকার বাজেট দেয়নি। এবার নিজ উদ্যোগেই প্রকল্প বাস্তবায়নে নামছে রাজ্য। সম...

আজকের রাশিফল: আপনার দিনকে গুছিয়ে তুলুন জ্যোতিষের আলোকচ্ছটায়https://newsbanglaonline.in/ajker-rashifal-protikaar-130720...
13/07/2025

আজকের রাশিফল: আপনার দিনকে গুছিয়ে তুলুন জ্যোতিষের আলোকচ্ছটায়
https://newsbanglaonline.in/ajker-rashifal-protikaar-13072025/

#জ্যোতিষ #বাংলা

“আজকের রাশিফল ও প্রতিকার সহকারে জানুন ১২ রাশির ভাগ্য এবং দিনটি কীভাবে কাটবে—স্বাস্থ্য, প্রেম, আর্থিক ও সম্পর্কের...

ওমকার ওয়েলনেসে গুরুপূর্ণিমা পালনে ভক্তিময় পরিবেশ, গুরুবন্দনায় মুখর দিনhttps://newsbanglaonline.in/omkar-wellness-guru-pu...
10/07/2025

ওমকার ওয়েলনেসে গুরুপূর্ণিমা পালনে ভক্তিময় পরিবেশ, গুরুবন্দনায় মুখর দিন
https://newsbanglaonline.in/omkar-wellness-guru-purnima-2025/

ওমকার ওয়েলনেসে আয়োজিত গুরুপূর্ণিমা উৎসবে গুরুবন্দনা, যোগসাধনা ও আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ নিলেন বহু ভক্ত। গুরুর...

Guru Purnima : গুরু পূর্ণিমাhttps://newsbanglaonline.in/guru-purnima-2025/
10/07/2025

Guru Purnima : গুরু পূর্ণিমা
https://newsbanglaonline.in/guru-purnima-2025/

গুরু পূর্ণিমা—ভারতীয় সংস্কৃতিতে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শ্রদ্ধার দিন। এই দিনটি উৎসর্গ করা হয় গুরুদের প্র...

Guru Purnima : গুরু পূর্ণিমাhttps://newsbanglaonline.in/guru-purnima-2025/গুরু পূর্ণিমা—ভারতীয় সংস্কৃতিতে এক অত্যন্ত তা...
10/07/2025

Guru Purnima : গুরু পূর্ণিমা
https://newsbanglaonline.in/guru-purnima-2025/

গুরু পূর্ণিমা—ভারতীয় সংস্কৃতিতে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শ্রদ্ধার দিন। এই দিনটি উৎসর্গ করা হয় গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে, যাঁরা আমাদের জীবনের অন্ধকারে আলোর দিশা দেখান।

🔶 গুরু পূর্ণিমার তাৎপর্য
‘গুরু’ শব্দের অর্থ:
‘গু’ মানে অন্ধকার
‘রু’ মানে দূরকারী
→ গুরু মানে যিনি অজ্ঞতার অন্ধকার দূর করেন।
পূর্ণিমা: এটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়, যা সাধারণত জুলাই মাসে পড়ে।
🔷 গুরু পূর্ণিমার ঐতিহাসিক পটভূমি
বেদব্যাসের জন্মজয়ন্তী হিসেবেও এই দিনটি উদযাপিত হয়।
তিনি মহাভারতের রচয়িতা ও চারটি বেদ সংকলনের জন্য স্মরণীয়। তাই তাঁকে “আদি গুরু” বলা হয়।
হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ—সব ধর্মেই গুরু বা আচার্যের স্থান শ্রেষ্ঠ।
🔶 গুরু পূর্ণিমা পালনের রীতি
শিক্ষকের পায়ে প্রণাম ও উপহার প্রদান।
আশ্রম ও বিদ্যালয়ে বিশেষ পূজা ও অনুষ্ঠান।
ভক্তেরা আধ্যাত্মিক গুরুর আশীর্বাদ গ্রহণ করেন।
অনেকেই এই দিন উপবাস পালন ও গুরুস্তোত্র পাঠ করেন।
🕉️ আধুনিক যুগে গুরু পূর্ণিমা
আজকের দিনে শিক্ষক, মেন্টর বা যে কোনও পথপ্রদর্শকের প্রতিও এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
চাকরি, শিল্প, শিক্ষা বা আধ্যাত্মিক জীবন—যাঁরা আমাদের জ্ঞান দিয়েছেন, তাঁদের এই দিনে স্মরণ করে কৃতজ্ঞতা জানানো হয়।

30/06/2025

প্রকাশ্য রাস্তায় আমরা বামপন্থীর প্রৌঢ় নেতা কে জুতো দিয়ে মারধর তৃণমূল নেত্রী বেবি কোলের!সেই সঙ্গে রং ঢেলে শারীরিক ও মানসিক নির্যাতন।যদিও সবাই দেখলেও সাহায্যের জন্য এগিয়ে এলো না কেউই ।
খড়গপুরের এই ঘটনার তীব্র নিন্দা জানালেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃনমূল সভাপতি সুজয় হাজরা

ইরানে হামলা কেন? আমেরিকার হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্পhttps://newsbanglaonline.in/us-iran-israel-airstrike-2025/ন...
22/06/2025

ইরানে হামলা কেন? আমেরিকার হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প
https://newsbanglaonline.in/us-iran-israel-airstrike-2025/

নিউজ বাংলা অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক খবর : ইরানে সাম্প্রতিক মার্কিন হামলার কারণ এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে দেওয়া ওই বক্তব্যে তিনি জানান, ইরানের পরমাণু শক্তি ও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাই এই অভিযানের মূল কারণ। হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি শান্ত না হয়, তবে আরও বড় ও প্রাণঘাতী হামলা চালাবে আমেরিকা।

ট্রাম্প জানান, ইজ়রায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইজ়রায়েলি সেনাদেরও ধন্যবাদ জানান তিনি।

প্রেসিডেন্টের দাবি, ইরানের ফোরডো, নাতান্‌জ় ও এসফাহানে থাকা পরমাণু ঘাঁটিগুলি আমেরিকার হামলায় ধ্বংস হয়েছে। তাঁর ভাষায়, ‘‘এগুলোই ছিল সবচেয়ে কঠিন টার্গেট। তবে ইরানে এমন আরও বহু জায়গা রয়েছে, যেখানে হামলা চালানো আরও সহজ হবে।’’

ট্রাম্প আরও বলেন, ‘‘ইরান যদি শান্তি ফিরিয়ে না আনে, তবে ভবিষ্যতে আরও ভয়াবহ আক্রমণ চলবে। আমরা প্রস্তুত। এই সংঘাত দ্রুত বন্ধ না হলে বিপর্যয় অনিবার্য।’’

হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে এবং ভবিষ্যতে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে চায়। আমেরিকা এই পরিকল্পনার ঘোর বিরোধী। অন্যদিকে, ইরান জানিয়েছে, তারা নিজেদের সুরক্ষার জন্যই পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

এই বিতর্কের মাঝেই ইজ়রায়েল প্রথম হামলা চালায় ইরানে। তাতে নিহত হন চার জন শীর্ষ সেনাকর্তা ও নয়জন পরমাণু বিজ্ঞানী। এর পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ছোঁড়ে জেরুসালেম, তেল আভিভ এবং ওয়েস্ট ব্যাঙ্কে। সংঘাতের নবম দিনে সরাসরি যুক্ত হয় আমেরিকা।

ট্রাম্প জানান, ইজ়রায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিযান চালিয়েছে মার্কিন সেনা। বলেন, ‘‘আমাদের যৌথ বাহিনীর এই অপারেশন নিঃসন্দেহে ইতিহাসে নজির হয়ে থাকবে।’’

সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘আমাদের সেনাবাহিনী সফলভাবে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে এবং সব বিমান নিরাপদে ফিরে এসেছে। এখন সময় শান্তির।’’

মূল বার্তা:

শান্তির বার্তা দিলেও কড়া অবস্থান থেকে সরেননি তিনি।

ইরানের পারমাণবিক শক্তিকে ধ্বংস করাই ছিল মূল লক্ষ্য।

হামলায় যুক্ত ছিল ইজ়রায়েল।

ভবিষ্যতে আরও ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bangla:

Share