16/09/2025
⚡ কবিতা: “যৌবনের অবসান”
✍ Original Poem: Rakibul Islam Akhand
যৌবন! তোর দীপ্তি আজ অগ্নিশিখার মতো,
রক্তে তেজ, চোখে আগুন, মিথ্যে গর্ব যত।
ভাবিস তুই—এই রূপ-শক্তি থাকবে সারাজীবন,
মরন আসবে না কখনো, এ কেবল এক ভ্রমণ।
কিন্তু শোন হে মত্ত প্রাণ, সময় কাকে ছাড়ে?
ফুল শুকায়, দীপ নেভে, তোর তেজও ঝরে।
আজ যে হাসি আয়নার রূপে দেখিস গর্বভরে,
কাল সে মুখেই ধুলো জমে কবরেরই ঘরে।
কোথায় তোর বল? কোথায় তোর অহঙ্কারের শাণ?
মাটি চাপা দেবে তোর দেহ, নিভে যাবে প্রাণ।
শুনবি ডাক—“কোথায় যৌবন? কোথায় রূপ-ভরা শরীর?”
হিসাব দিতে দাঁড়াবি তুই—হাশরের ময়দানে ধীর।
সেদিন বন্ধু, টাকা, প্রেম—কিছুই কাজে আসবে না,
ফেরেশতার খাতা খুলে, আমল গুনতে ভয় পাবে না।
যৌবন ফুরোলে শুধু রবে কবরের ঠান্ডা মাটি,
হাশরের জওয়াবের ভয়—এই সত্য সবার সাথেই।
তাই হে যুবক! অহঙ্কারে নয়, ফিরো আল্লাহর পথে,
যৌবনকে কাজে লাগাও, আখিরাতের হিসাবের তরে।
কারণ একদিন এই আলো নিভে যাবে নিঃশব্দে,
রবে শুধু চিরকালীন পরিণতি—কবর ও কিয়ামতের ভয়াবহ শাস্তিতে।