Rakib Islamic study

Rakib Islamic study welcome to my page.This channel Islamic study and islamic voice.

16/09/2025

⚡ কবিতা: “যৌবনের অবসান”

✍ Original Poem: Rakibul Islam Akhand

যৌবন! তোর দীপ্তি আজ অগ্নিশিখার মতো,
রক্তে তেজ, চোখে আগুন, মিথ্যে গর্ব যত।
ভাবিস তুই—এই রূপ-শক্তি থাকবে সারাজীবন,
মরন আসবে না কখনো, এ কেবল এক ভ্রমণ।

কিন্তু শোন হে মত্ত প্রাণ, সময় কাকে ছাড়ে?
ফুল শুকায়, দীপ নেভে, তোর তেজও ঝরে।
আজ যে হাসি আয়নার রূপে দেখিস গর্বভরে,
কাল সে মুখেই ধুলো জমে কবরেরই ঘরে।

কোথায় তোর বল? কোথায় তোর অহঙ্কারের শাণ?
মাটি চাপা দেবে তোর দেহ, নিভে যাবে প্রাণ।
শুনবি ডাক—“কোথায় যৌবন? কোথায় রূপ-ভরা শরীর?”
হিসাব দিতে দাঁড়াবি তুই—হাশরের ময়দানে ধীর।

সেদিন বন্ধু, টাকা, প্রেম—কিছুই কাজে আসবে না,
ফেরেশতার খাতা খুলে, আমল গুনতে ভয় পাবে না।
যৌবন ফুরোলে শুধু রবে কবরের ঠান্ডা মাটি,
হাশরের জওয়াবের ভয়—এই সত্য সবার সাথেই।

তাই হে যুবক! অহঙ্কারে নয়, ফিরো আল্লাহর পথে,
যৌবনকে কাজে লাগাও, আখিরাতের হিসাবের তরে।
কারণ একদিন এই আলো নিভে যাবে নিঃশব্দে,
রবে শুধু চিরকালীন পরিণতি—কবর ও কিয়ামতের ভয়াবহ শাস্তিতে।

16/09/2025

রাসূল ﷺ বলেছেন:
“তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, দারিদ্র্যের পূর্বে সম্পদকে, ব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে।”

16/09/2025

“আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই তরুণকে, যে যৌবনের শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে।”
– মুসনাদে আহমদ

16/09/2025

“সৎ বন্ধু সেই, যে তোমাকে আল্লাহর কথা স্মরণ করায়; তোমার আমল বৃদ্ধি করে এবং আখিরাতের কথা মনে করিয়ে দেয়।”
– সুনান বাইহাকি

16/09/2025

“তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যার আচার-আচরণ সবচেয়ে উত্তম।”
– সহীহ বুখারি

16/09/2025

“কেয়ামত আসবে না যতক্ষণ না মানুষ বড় বড় দালান নির্মাণে প্রতিযোগিতা করবে।”
– সহীহ বুখারি

15/09/2025

“কবর হয় জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত।”
– সুনান তিরমিজি

15/09/2025

“কবর প্রতিদিন বলে: আমি অন্ধকারের ঘর, আমি মাটির ঘর, আমি কীট-পতঙ্গের ঘর।”
– শু‘আবুল ঈমান

15/09/2025

“কেয়ামতের দিনে মানুষের থেকে প্রথম হিসাব হবে নামাযের।”
– সহীহ তিরমিজি

15/09/2025

রাসূল ﷺ বলেছেন:
“কেয়ামত আসবে না যতক্ষণ না সময় দ্রুত অতিক্রম করবে।”
– সহীহ বুখারি, সহীহ মুসলিম

15/09/2025

রাসূল ﷺ বলেছেন:
“জান্নাতের সবচেয়ে নিচু মর্যাদার ব্যক্তির জন্যও দুনিয়া ও তার দশগুণ সমপরিমাণ নেয়ামত থাকবে।”
— সহীহ মুসলিম

15/09/2025

রাসূল ﷺ বলেছেন:
“জান্নাতে দুঃখ-কষ্ট নেই, রোগব্যাধি নেই, মৃত্যু নেই। সেখানে শুধু সুখ-সমৃদ্ধি থাকবে।”
— সহীহ মুসলিম

Address

Suryapur
Kolkata
743372

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Islamic study posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share