Rakib Islamic study

Rakib Islamic study welcome to my page.This channel Islamic study and islamic voice.

06/01/2026

সংখ্যালঘু মানেই সন্দেহ, সংখ্যাগুরু মানেই সার্টিফিকেট।

06/01/2026

ইতিহাস এখন আর পড়ানো হয় না, পছন্দমতো লেখা হয়।

06/01/2026

ধর্ম রাজনীতির হাতিয়ার হলে, রাজনীতি আর জনগণের থাকে না।

06/01/2026

প্রশ্ন করলেই দেশদ্রোহী, চুপ থাকলেই দেশভক্ত—এটাই নতুন গণতন্ত্রের ব্যাকরণ।

06/01/2026

মিডিয়া আজ নজরদারির কুকুর নয়, প্রাসাদের পোষা বিড়াল।

05/01/2026

দেশভক্তির মুখোশ

লেখক: Rakibul islam akhand

দেশভক্তির নামে আজ বাজার বসে রোজ,
ঘৃণার দামে বিকোয় সত্য, বদলে যায় বোঝ।
ধর্মের রঙে রাঙানো হয় ভোটের হিসাব,
মানুষ নয়, পরিচয়ই পায় রাষ্ট্রের খাতাব।

পর্দার নায়ক প্রশ্ন করলে দেশ কাঁপে ভয়ে,
নামটা যদি খান হয়—তবেই বিপদ হয়ে দাঁড়ায়।
সংলাপে প্রেম, বাস্তবে সন্দেহের খেলা,
রাষ্ট্র তখন নীরব থাকে, মিডিয়া তো মেলা।

মন্দির-মসজিদে ভাগ হয় শাসনের গান,
পেটের ক্ষুধা চাপা পড়ে, বাজে ধর্মের তান।
নাগরিক মানে প্রমাণ, তালিকা আর ভয়,
ভিন্ন হলে প্রশ্ন ওঠে—“তুমি কার লোক হয়?”
চুপ থাকলেই দেশপ্রেমিক, প্রশ্ন মানেই দোষ,
সত্যি আজ এক কোণে বসে, মিথ্যে পরে পোষ।
আইনের চোখে ন্যায় ঘুমায়, জাগে কেবল রাগ,
রাষ্ট্র তখন হাততালি দেয়, দেখে বিভেদের ভাগ।

তবু কলম থামে না আজ, ছন্দে বাঁধা স্বর,
ব্যঙ্গের ভেতর সত্য খোঁজে আহত নাগরিক মন।
ইতিহাস একদিন জিজ্ঞেস করবে নির্লজ্জ প্রশ্ন—
ঘৃণার রাজ্যে দাঁড়িয়ে তুমি ছিলে কোন পক্ষের জন?

05/01/2026

আয় আল্লাহ আপনি এই ইজতেমাকে আপনি কবুল করে নেন যারা গিয়েছে তাদের দোয়াকে আপনি কবুল করে নেন এবং তাদের উসিলা করে আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন।

04/01/2026

ভারত দেশটা যেন দিনকে দিন কেমন হয়ে যাচ্ছে, সব জায়গায় বদনাম কাদের জন্য?

Address

Suryapur
Kolkata
743372

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Islamic study posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share