24hrs Bangla

24hrs Bangla NO:-1 News channel in West Bengal.

23/09/2025

Weather report:--------
গতকাল রাত থেকে উপকূল ভাগে যে বজ্রপাতহীন বৃষ্টি বাহিমেঘ ছিল তা ধীরে ধীরে সরে গিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ উড়িষ্যা সীমানা বরাবর অবস্থান করছে।ধীরে ধীরে পূর্ব দিক থেকে আকাশ পরিষ্কার হচ্ছে রোদ বেরোচ্ছে আজকে বিকাল দুটো বা তিনটার পর থেকে মেঘলা রোদ।বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলা গুলিতে সম্ভাবনা কম।।
আজ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বিক্ষিপ্ত কয়েকটি এলাকা বাদে বাকি জেলাগুলি বৃষ্টিহীন থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা যায় আজ এখন থেকে আগামীকাল বিকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
সংগৃহিত Local Weather page

22/09/2025

খানাকুলের ঘন্টেশ্বর মন্দির চত্বরে স্বচ্ছতা অভিযানে বিধায়ক সুশান্ত ঘোষ।

জিএসটি কাউন্সিলের নতুন সিদ্ধান্তের পর কমেছে নিত্যপ্রয়োজনীয় একাধিক জিনিসের দাম, যা সাধারণ মানুষকে বড় স্বস্তি দিয়েছে। ...
22/09/2025

জিএসটি কাউন্সিলের নতুন সিদ্ধান্তের পর কমেছে নিত্যপ্রয়োজনীয় একাধিক জিনিসের দাম, যা সাধারণ মানুষকে বড় স্বস্তি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনের পর জিএসটি কাউন্সিলের পক্ষ থেকে জিএসটি-এর হারে ব্যাপক কমানো হয়, যার ফলে রান্নার তেল, ঘি, মাখন, মশলা থেকে শুরু করে জামাকাপড়, শিক্ষা ও বাড়ি তৈরির নানা উপকরণ সস্তা হয়েছে।
২২ সেপ্টেম্বর থেকে দাম বাড়ছে কোন কোন জিনিসের?

আগামীকাল থেকে যেসব পণ্যের দাম বাড়তে চলেছে তার তালিকা নিচে দেওয়া হলো:

পান মসলা
স্বাদু বা মিষ্টি পানীয়
কার্বনেটেড ফলের পানীয়
ক্যাফেইনযুক্ত পানীয়
উদ্ভিজ্জ দুধ পানীয়
কাঁচা তামাক ও তামাকজাত পণ্য
চুরুট ও সিগারেট
দাহ্যবিহীন নিকোটিন পণ্য
কয়লা, ব্রিকস এবং কয়লা থেকে তৈরি শক্ত জ্বালানি
লিগনাইট
মেন্থলজাত পণ্য
উচ্চ সিসি-এর মোটরসাইকেল (৩৫০ সিসি-এর বেশি)
এসইউভি ও বিলাসবহুল গাড়ি
রিভলভার ও পিস্তল
ব্যক্তিগত জেট, বাণিজ্যিক বিমান, হেলিকপ্টার
প্রমোদতরী
খবর সংগৃহিত

21/09/2025

বিকাল ৫ টায় জাতির
উদ্দেশ্যে ভাষন দেবেন
প্রধানমন্ত্রী।

'কাঁহো না… প্যায়ার হ্যায়' এবং 'গদর' ছবির জন্য খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেলকে নিজের ইচ্ছেতেই বিয়ে না করার সিদ্ধান্ত নেন...
19/09/2025

'কাঁহো না… প্যায়ার হ্যায়' এবং 'গদর' ছবির জন্য খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেলকে নিজের ইচ্ছেতেই বিয়ে না করার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা জানিয়েছেন যে, তিনি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তাঁকে অভিনয় ছেড়ে দিতে বলা হয়েছিল, যা তিনি করতে রাজি ছিলেন না।

ঝিখিড়ায় "দেবী চৌধুরানী" সিনেমার লঞ্চ ইভেন্টে শ্রাবন্তী।
19/09/2025

ঝিখিড়ায় "দেবী চৌধুরানী" সিনেমার লঞ্চ ইভেন্টে শ্রাবন্তী।

সচেতনতা মূলক পোস্ট। খবরটি বেশি বেশি শেয়ার করুন।
16/09/2025

সচেতনতা মূলক পোস্ট।
খবরটি বেশি বেশি শেয়ার করুন।

Big Breaking:-------------পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল, ২০২৫-২৬ অর্থবছরে অ্যাড-হক বোনাসের পরিমাণ বেড়ে হচ্ছে ৬,৮০০ টাকা।...
16/09/2025

Big Breaking:-------------
পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল, ২০২৫-২৬ অর্থবছরে অ্যাড-হক বোনাসের পরিমাণ বেড়ে হচ্ছে ৬,৮০০ টাকা।


নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই টাকা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে কর্মচারীদের হাতে পৌঁছে যাবে। যোগ্যতার আরও কিছু শর্ত নির্ধারণ করেছে সরকার। অন্তত ছ'মাস ধারাবাহিকভাবে চাকরিতে থাকা আবশ্যক। যারা পুরো বছর কাজ করেননি, তাঁদের বোনাস প্রো-রাটা ভিত্তিতে দেওয়া হবে। দৈনিক মজুরি বা চুক্তিভিত্তিক কর্মীরাও বাদ থাকছেন না-যদি বছরে অন্তত ১২০ দিন কাজ করে থাকেন, তবে তারাও উৎসব বোনাসের টাকা পাবেন।


সরকারের দাবি, এর মাধ্যমে ন্যায্যতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা হচ্ছে।অতীতের তুলনা করলে দেখা যাচ্ছে, গত অর্থবছরে বোনাসের অঙ্ক ছিল ৬,০০০ টাকা। যোগ্যতার সীমা ছিল ৪২,০০০ টাকা। অর্থাৎ চলতি অর্থবছরে বোনাস বেড়েছে ৮০০ টাকা এবং বেতনসীমা বেড়েছে ২,০০০ টাকা।

তবে, এই সুবিধা সকলের জন্য নয়-নির্দিষ্ট শর্ত পূরণ করলেই বোনাস মিলবে। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ৩১ মার্চ তারিখে কোনও কর্মচারীর বেসিক বেতন ও মহার্ঘ ভাতা (Basic+DA) মিলিয়ে ৪৪,০০০ টাকার কম হতে হবে।


তবে, কারও ওই দিনে বেতন এই সীমার ওপরে হলেও যদি অন্তত ছ'মাস ধরে ৪৪,০০০ টাকার নিচে থাকে, তাহলেও তিনি এই বোনাসের জন্য যোগ্য হবেন। অর্থাৎ অক্টোবর ২০২৪ পর্যন্ত বেতন সীমারেখার মধ্যে থাকলে কর্মচারী এই সুবিধা পাবেন। ফলে আরও বেশি সংখ্যক কর্মী বোনাসের আওতায় আসবেন।


শুধু সরকারি কর্মীই নন, বিভিন্ন শ্রমিক শ্রেণির জন্যও বোনাসের অঙ্ক বাড়ানো হয়েছে। উত্তরবঙ্গের চা শ্রমিকরা এবছর পাবেন ২০ শতাংশ পুজো বোনাস। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ডুয়ার্স ও তরাই অঞ্চলের সমস্ত চা বাগানে এই নিয়ম প্রযোজ্য হবে। নির্ধারিত তারিখ ১৫ সেপ্টেম্বরের মধ্যে বোনাসের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারের ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস ২০০ টাকা বাড়ানো হয়েছে। আগে তাঁরা ৯০০ টাকা পেতেন, এখন থেকে সেই অঙ্ক বেড়ে হচ্ছে ১,১০০ টাকা।


উৎসব বোনাস দেওয়ার সময়সীমাও ঠিক করা হয়েছে। মুসলিম কর্মীরা ঈদ-উল-ফিতরের আগে টাকা পাবেন। অন্য কর্মচারীদের জন্য বোনাস ১৫ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হবে। সরকারের দাবি, এই সময়ে অর্থ বিতরণ কর্মচারীদের আর্থিক পরিকল্পনা সহজ করবে এবং উৎসবের আনন্দ বাড়াবে।
সংগৃহিত

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও সম্পূর্ণ আলাদা। এই ভিডিওতে একজন ছেলে তার মায়ের উপর চিৎকার করছে, ...
16/09/2025

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও সম্পূর্ণ আলাদা। এই ভিডিওতে একজন ছেলে তার মায়ের উপর চিৎকার করছে, আর তা দেখে তার স্ত্রী স্বামীকে ক্ষমা চাইতে বলছে। কিন্তু তার পরেই যা ঘটে, তা দেখে আপনিও অবাক হবেন।

ভাইরাল ভিডিও, শাশুড়ির আসল রূপ দেখে তাজ্জব স্ত্রী

ভাইরাল ভিডিওর শুরুতে দেখা যায়, ছেলেটি তার মাকে চিৎকার করে বলছে, "মম এরকম হয় না। তুমি নাটক করছো। আমার সঙ্গে কথা বলো না।" এরপরে ভিডিওতে দেখা যায়, তার স্ত্রী স্বামীর এই আচরণ দেখে তাকে ধমক দেয় এবং বলে, "তুমি মায়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো না, এখনই সরি বলো।" স্ত্রী কথা শুনে ছেলেটি তার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে শাশুড়ি যা বলে তা শুনে বউমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। শাশুড়ি যে এমন কথা তার পেছনে বলতে পারে, তা হয়তো সে কল্পনাও করেনি।

ভাইরাল ভিডিও, শাশুড়ির গোপন কথা ফাঁস

ভাইরাল ভিডিওতে যখন স্বামী ও স্ত্রী শাশুড়ির ঘরের বাইরে পৌঁছায়, তখন শাশুড়িকে বলতে শোনা যায়, "আমার ছেলে তো হীরা ছিল, এই বউ এসে আমার ছেলেকে বদলে দিয়েছে। কোন ক্ষণে এর সঙ্গে বিয়ে হয়েছে, সব ওর করা। আমার ছেলে তো এমন ছিল না।" এরপর ভিডিওতে দেখা যায়, স্বামী তার স্ত্রীকে বলছে, "আর ক্ষমা চাওয়াবে?" তার মা তার স্ত্রীর বদনাম করছিল, যে কিনা তাকে ক্ষমা চাওয়ার জন্য নিয়ে এসেছিল।
সংগৃহিত

তুমি বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো। এমন ব্যবস্থা করে আসবে যাতে তিনি কোনো উৎসব-অনুষ্ঠানেও বাড়ি ফিরতে না পারেন।"স্ত্রীর কথা...
12/09/2025

তুমি বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো। এমন ব্যবস্থা করে আসবে যাতে তিনি কোনো উৎসব-অনুষ্ঠানেও বাড়ি ফিরতে না পারেন।"

স্ত্রীর কথা মতো বাবাকে এক বৃদ্ধাশ্রমে রেখে আসে ছেলে। ফেরার পথে হঠাৎ তার মনে হয়, আশ্রমের কর্তৃপক্ষকে তো বলে আসা হয়নি যে বাবা যেন উৎসবের দিনেও বাড়ি না ফেরেন। একথা বলার জন্য সে আবার বৃদ্ধাশ্রমে ফিরে যায়।

আশ্রমে ফিরে ছেলে অবাক হয়ে দেখল, তার বাবা এবং বৃদ্ধাশ্রমের এক কর্মকর্তা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে হাসছেন। বাবা একটু পরেই নিজের ঘরে চলে গেলেন। তখন ছেলে ওই কর্মকর্তার কাছে গিয়ে জানতে চাইল, তিনি তার বাবাকে কতদিন ধরে চেনেন। উত্তরে কর্মকর্তা যা বললেন, তা শুনে ছেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।

কর্মকর্তা জানান, "আমি আপনার বাবাকে গত ৩০ বছর ধরে চিনি। কারণ ৩০ বছর আগে তিনি এই অনাথ আশ্রম থেকে এক শিশুকে দত্তক নিয়েছিলেন।"

এই কথা শোনার পর ছেলে বুঝতে পারল, সেই শিশু আর কেউ নয়, সে নিজেই ছিল। তার বাবা তাকে খুশি করার জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়েছেন। তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে গিয়েই নিজের বাবা-মাকে ছেড়েছেন। নিজের ভুলের জন্য অনুশোচনায় ভুগতে শুরু করল ছেলে। যে মানুষটা তার জন্য এত কিছু করেছেন, তারই সঙ্গে সে এত খারাপ ব্যবহার করেছে!
সংগৃহিত এবেলা . live

৫০ হাজার শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতার রাজপথ। বৃহস্পতিবার দুপুরে বিধানসভার সামনে ...
11/09/2025

৫০ হাজার শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতার রাজপথ। বৃহস্পতিবার দুপুরে বিধানসভার সামনে বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। হঠাৎ করে এই কৌশল বদলে বিপাকে পড়েন নিরাপত্তা কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়।

পূজোর আগেই সুখবর, ইলিশপ্রেমীদের জন্য অবশেষে দরজা খুলল বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারত-এ ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। তবে এ...
11/09/2025

পূজোর আগেই সুখবর, ইলিশপ্রেমীদের জন্য অবশেষে দরজা খুলল বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারত-এ ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। তবে এবার ইলিশের পরিমাণ গতবারের তুলনায় অনেকটাই কম। জানা গেছে, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবার সর্বোচ্চ ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when 24hrs Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share