Shreyosi Ghosh

Shreyosi Ghosh On this page I will upload Fashion, Beauty Lifestyle and Travel Vlogs in Bengali from Kolkata.
(1)

01/08/2025

কাল বিকেলে গেছিলাম zudio তে পুজোর কেনাকাটা করতে

Good morning everyone 😀
01/08/2025

Good morning everyone 😀

Good night everyone 🥱😴
31/07/2025

Good night everyone 🥱😴

দূর্গা পুজোতো এসেই গেলো. কিন্তু পুজো মানে তো শুধু নিজের কেনা নয়, সবার জন্য কেনা, তার মধ্যে যদি আবার sale পাওয়া যায় তা...
31/07/2025

দূর্গা পুজোতো এসেই গেলো. কিন্তু পুজো মানে তো শুধু নিজের কেনা নয়, সবার জন্য কেনা, তার মধ্যে যদি আবার sale পাওয়া যায় তাহলে তো কথাই নেই। সন্ধ্যে বেলা চলে গেলাম কেনাকাটা করতে।

কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক- ১ শৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি আসামের গোলাঘাট, নগাঁও এবং শোণিতপুর জ...
31/07/2025

কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক- ১ শৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি আসামের গোলাঘাট, নগাঁও এবং শোণিতপুর জেলায় অবস্থিত। কাজিরাঙ্গাকে ১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করা হয়েছিল। এই উদ্যানটির আয়তন প্রায় ৪৩০ বর্গকিলোমিটার এবং ব্রহ্মপুত্র নদী এবং কার্বি (মিকির) পাহাড়ের মাঝখানে অবস্থিত। এখানে গণ্ডার ছাড়াও হাতি, বাঘ ,বন্য মহিষ, বিভিন্ন প্রজাতির হরিণ , গৌড়, ভোঁদড়, বিভিন্ন ধরণের বানর, ইত্যাদি দেখতে পাওয়া যায়। এছাড়াও, এখানে বিভিন্ন ধরণের পাখি এবং সরীসৃপও বাস করে।
কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে সাফারি করার জন্য দুটি প্রধান সময় আছে: সকাল এবং বিকেল। কাজিরাঙ্গায় হাতি এবং জিপ, উভয় ধরনের সাফারি উপলব্ধ।সকালের সাফারি সাধারণত বন্যপ্রাণী দেখার জন্য উপযুক্ত, কারণ এই সময়ে পশুপাখি বেশি সক্রিয় থাকে।সাফারি করার জন্য সেরা সময় হল শীতকালে (নভেম্বর থেকে এপ্রিল), বিশেষ করে গন্ডার, বাঘ এবং হাতির মতো বন্যপ্রাণী দেখার জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারীর মধ্যে। সাফারি করার জন্য, আগে থেকে টিকিট সংগ্রহ করতে হয়।

31/07/2025

My Day time Skin care routine

1 Day to go... 💞💞
31/07/2025

1 Day to go... 💞💞

Good night everyone 😴🥱
30/07/2025

Good night everyone 😴🥱

ডাউকি নদী - মেঘালয়ের রাজধানী শিলং থেকে ৭৫ কিলোমিটার দূরে ডাউকি শহরটি একটি ব্যস্ততম বাণিজ্য কেন্দ্র, আর সেখানেই হলো এই ড...
30/07/2025

ডাউকি নদী - মেঘালয়ের রাজধানী শিলং থেকে ৭৫ কিলোমিটার দূরে ডাউকি শহরটি একটি ব্যস্ততম বাণিজ্য কেন্দ্র, আর সেখানেই হলো এই ডাউকি নদী, যা উমঙ্গোট নদী নামেও পরিচিত । নদীটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত এবং দুই দেশের মধ্যে একটি বাণিজ্য পথ। এই নদী সবুজ পাহাড় দিয়ে ঘেরা, যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। নদীটি তার অসাধারণ স্বচ্ছ জলের জন্য বিখ্যাত । এর স্বচ্ছতা এতটাই যে নদীতে নৌকা ভ্রমণের সময় নদীর তলদেশ এবং জলজ প্রাণী স্পষ্ট দেখা যায়। এই কারণে এই নদী একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে । বর্ষা-পরবর্তী এবং শীতকালীন মাসগুলিতে (অক্টোবর থেকে এপ্রিল), যখন জলের স্বচ্ছতা সর্বোচ্চ পর্যায়ে থাকে।
এই নদীতে পৌঁছানোর রাস্তা অত্যন্ত দুর্গম। সরু পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হবে, যার একদিকে গভীর খাদ আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে এই নদী। গাড়ি পার্ক করে অনেকটা পথ হেঁটে, তারপর বেশ অনেকগুলো সিঁড়ি দিয়ে নিচে নেমে উঠতে হবে নৌকাতে। তারপর সেই নৌকাতে পুরো নদীতে ঘোড়ার অভিজ্ঞতা অসাধারণ।

Living Root Bridge বা জীবন্ত শিকড় সেতুগুলি মেঘালয়ের সবচেয়ে সুন্দর বাস্তব ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি। এই স্থানগু...
30/07/2025

Living Root Bridge বা জীবন্ত শিকড় সেতুগুলি মেঘালয়ের সবচেয়ে সুন্দর বাস্তব ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি। এই স্থানগুলি সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয়েছে। এগুলি পরস্পর সংযুক্ত শিকড় দিয়ে তৈরি যা এক ধরণের জাদু, তবে এগুলি কাল্পনিক নয়। এই সেতুগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে আদিবাসীদের (খাসি এবং জৈন্তিয়া) দ্বারা নির্মিত। বর্ষাকালে উপচে পড়া নদী পার হওয়ার জন্যও এই লোকেরা এগুলি ব্যবহার করে আসছে। আদর্শ পরিস্থিতিতে, একটি শিকড় সেতু শত শত বছর ধরে টিকে থাকতে সক্ষম বলে মনে করা হয়। এই সেতুগুলি প্রায়শই বাতাসে ৫০ থেকে ১০০ ফুট উঁচু হয়। রাজ্যের দীর্ঘতম জীবন্ত শিকড় সেতুটি দৈর্ঘ্যে ১৭৫ ফুট বলে জানা যায়। বিভিন্ন গ্রামে প্রায় ১০০টি জীবন্ত শিকড় সেতু রয়েছে। এই জীবন্ত শিকড় সেতুগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি হল নংরিয়াত, চেরাপুঞ্জি, নংবারেহ এবং আশেপাশের অন্যান্য স্থানে।
2022 সালে এইরকম একটা সেতু আমরা দেখতে যাই মাওলিঙলং থেকে। গাড়ি থেকে নেমে, জঙ্গল ও পাথুরে রাস্তা পের করে বেশ কিছুটা হেঁটে এখানে পৌঁছাতে হয়। সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এখানে যাওয়া যায়। জায়গাটা বেশ অন্ধকার, নিরিবিলি। এই সেতু পর করে অন্যদিক থেকে বয়ে যাওয়া ঝর্ণা দেখতে যাওয়া যায়। প্রকৃতির অপূর্ব সুন্দর এই সৃষ্টি সামনে থেকে দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেছিলাম।

2 Day's to go 💗 ❤️
30/07/2025

2 Day's to go 💗 ❤️

Address

Kolkata
700108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shreyosi Ghosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share