PDS MEDIA

PDS MEDIA PDS MIDEA My page Sport Now

10/06/2025

আজ "Operation Sindoor" নিয়ে রাজ্য বিধানসভায় সেরা বক্তা নওসাদ সিদ্দিকী।

সাংবাদিক রিপোর্ট

06/06/2025

লিডার নিজেই স্লোগান দিচ্ছে,,
আমরা সবাই রাজা এই রাজার রাজত্বে ✊

🕋 আজ ৯ জিলহজ — আরাফার ময়দানে ইতিহাসের সাক্ষী হচ্ছেন লক্ষ লক্ষ হাজি📡 রিপোর্ট: PDS MIDEA আজ পবিত্র ৯ জিলহজ, হজের সবচেয়ে গু...
05/06/2025

🕋 আজ ৯ জিলহজ — আরাফার ময়দানে ইতিহাসের সাক্ষী হচ্ছেন লক্ষ লক্ষ হাজি
📡 রিপোর্ট: PDS MIDEA

আজ পবিত্র ৯ জিলহজ, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন—আরাফার দিন। সৌদি আরবের স্থানীয় সময় সকাল থেকে লাখো হাজি মিনা থেকে রওনা হয়েছেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। তাঁদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে হৃদয়স্পর্শী তাকবির—
“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…”
—এক গভীর আত্মসমর্পণের আহ্বান, এক মহান আল্লাহর ডাকে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি।

হজের তিনটি ফরজের অন্যতম হচ্ছে আরাফাতে অবস্থান। ইসলামী শরিয়তের দৃষ্টিতে এটিই হজের মূল পর্ব। বিশ্বজুড়ে নানা ভাষা, বর্ণ ও সংস্কৃতির মুসলমানরা আজ এক কাতারে দাঁড়িয়ে আরাফাতের ময়দানে কাটাচ্ছেন এই পূর্ণতাময় দিন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাঁরা থাকবেন দোয়া, ইবাদত ও আল্লাহর জিকিরে মগ্ন। আজ এখানে একত্রে আদায় করা হচ্ছে জোহর ও আসরের নামাজ।

প্রচণ্ড গরমে হাজিদের আরামের কথা বিবেচনা করে সৌদি সরকার আরাফাত প্রান্তরে এবার বসিয়েছে ১০০টি সৌরচালিত কুলিং ইউনিট। ৬০ হাজার বর্গমিটার জুড়ে স্থাপন করা হয়েছে অস্থায়ী তাঁবু। রয়েছে ৫০০ চিকিৎসকসহ বিশেষ মেডিকেল ক্যাম্প, বিনামূল্যের ইন্টারনেট সেবা এবং যেকোনো জরুরি প্রয়োজনে ৯১১ নম্বরে যোগাযোগের সুবিধা।

আজকের আরাফাতের খুতবা প্রদান করছেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম ও খতিব, শায়েখ সালেহ বিন হুমাইদ। এই ঐতিহাসিক খুতবা এবার ৩৪টি ভাষায় অনুবাদ হয়ে বিশ্বের নানা প্রান্তে সরাসরি সম্প্রচার হচ্ছে।

ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আগত হাজিরাও আজ এই পবিত্র প্রান্তরে উপস্থিত আছেন। হাজারো ভারতীয় হাজি আরাফাতের উঁচু ভূমিতে দাঁড়িয়ে মহান রবের দরবারে কান্নাজড়িত প্রার্থনায় ব্যস্ত। সাদা ইহরামে মোড়া, তসবিহ হাতে তাঁদের হৃদয়জুড়ে শুধু আল্লাহর সন্তুষ্টির আর্তি।

হজের নিয়ম অনুযায়ী, সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় যাবেন। সেখানে রাত কাটানো ওয়াজিব। পরদিন ১০ জিলহজ সকালে মিনায় ফিরে হবে জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ, ঈদুল আজহার কোরবানি, মাথা মুন্ডন এবং পবিত্র কাবা ঘরের তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল ৮ জিলহজ, বুধবার। সেই দিন মক্কা থেকে মিনা পৌঁছান ভারতীয় হাজিরা। সারি সারি সাদা তাঁবুতে তাঁরা কাটিয়েছেন রাত, জামাতে আদায় করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ, অংশ নিয়েছেন নানা ইবাদত ও আত্মশুদ্ধির কাজে।

এই বছর সারা বিশ্ব থেকে প্রায় ১৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজে অংশ নিচ্ছেন। এর মধ্যে হাজার হাজার ভারতীয় হাজি সৌভাগ্য নিয়ে পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থান করছেন। ভারতের হজ মিশন ও সরকারি পর্যবেক্ষক দল হাজিদের সার্বিক নিরাপত্তা ও সহায়তায় নিরলস কাজ করে যাচ্ছে।

আজকের এই আরাফার দিন কেবল এক ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়—এ এক আত্মশুদ্ধির মহাসমারোহ। আরাফাতের প্রান্তরে আজ প্রতিটি মুসলিম হৃদয় একটাই প্রার্থনায় মুখর—“হে আল্লাহ, আমাদের কবুল করে নাও।”

🕊

04/06/2025

তৃণমূল কংগ্রেসের আমলে কলকাতায় বোরখা পরার জন্য অর্ধনগ্ন ব্যক্তি জনৈক মহিলাকে হেনস্থা করল!!!!
মুসলিম তোষণ না শোষণ?

" জীবন মানে  #সংগ্রাম আর  #সংগ্রাম মানে  #ভাইজান " ....যার নেতৃত্ব দিতে  #মশাল লাগেনা,  #মেরুদন্ডই যথেষ্ট🔥              ...
01/06/2025

" জীবন মানে #সংগ্রাম আর #সংগ্রাম মানে #ভাইজান " ....যার নেতৃত্ব দিতে #মশাল লাগেনা, #মেরুদন্ডই যথেষ্ট🔥 আজ #ওয়াকফ_বাঁচাও সমাবেশ সারেঙ্গা কলাতলা সমিতির মাঠ, সাঁকরাইল, এ
#পীরজাদা_আব্বাস_সিদ্দিকী_ভাইজান

31/05/2025

#কাশ্মীরের_পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে #ওয়াকফ_আইন ২০২৫ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা~ স্থান- সারেঙ্গা কলাতলা সমিতির মাঠ, #সাঁকরাইল, হাওড়া~ সময়- বিকেল ৩ টা~ তারিখ- ১ জুন (রবিবার) ২০২৫ আহ্বায়ক Pirjada md abbas siddique al quraishi পীরজাদা মহা আব্বাস সিদ্দিকী আলকুরাইশী (ভাইজান)
ব্যবস্থাপনায় - #ফুরফুরা_শরীফ_আহলে_সুন্নাতুল_জামাত (এ) #সাঁকরাইল থানা শাখা কমিটি

22/04/2025

যাওজা হে মুস্তাফা কি┇Super hit kalam by┇Hafiz Muhammad Abdul Kadir Sallamahu┇PDS MIDEA┇2025

Muhammad A. Kadir

21/04/2025

হৃদয় জুড়ানো কিয়াম শরীফ
হাফেজ মুহা: আব্দুল কাদির সাহেব
Muhammad A. Kadir


আজকের মিছিলে দিপোক বাবু। কিন্তু ইনি ওয়াকফ বিলের দিন ব্যাস্ত থাকার কারনে হাজির হতে পারেন নি । জয় বাংলা,
06/04/2025

আজকের মিছিলে দিপোক বাবু।
কিন্তু ইনি ওয়াকফ বিলের দিন ব্যাস্ত থাকার কারনে হাজির হতে পারেন নি । জয় বাংলা,

06/04/2025

কাঁথি থেকে চার লক্ষ হাতে টানা রিকশা নিয়ে রাত দশটার মধ্যে বাংলা দখল করবে শুভেন্দু,

03/04/2025

বাংলার যুবরাজের পার্লামেন্টে কোন ভূমিকা দেখলাম না।
বলি ঈমাম গুলোর ঈমান কি জিন্দা হবে?
PDS MEDIA

Address

Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when PDS MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share