31/12/2025
কিছুই না । এই প্রবল একাগ্রতা যা দেখতে পাচ্ছেন তা যেকোনো upsc exam এর থেকেও কঠিন এক পরীক্ষার মুহুর্ত ।
কপালে চিন্তার ভাঁজ ।
কারণ?? সেটা হলো প্রায় শ পাঁচেক item থেকে সুনিপুণ ভাবে ৩ টি starter আর তিনটি main course item সিলেক্ট করে আনা ।
পাশে দাড়িয়ে invigilator থুরি waiter!! তিনিও ভাবছেন কি আনাড়ি স্টুডেন্ট 🤪!
আমার fellow students ra ( স্বামী , পুত্র) ভাবলেশহীন। তারা আমার খাতা টুকবে ভেবেই বাড়ী থেকে বেরিয়েছে🥹
অতএব দমিলে চলিবে না ।। বাঙালীকে চাইনিজ চেনাচ্ছ ?? তুমি হাজারটা option দাও না । আমি তো সেই wonton, drum’s of heaven, mixed hakka noodles , mixed fried rice , golden fried prawn এই টিক মারবো 😈 কারণ question uncommon হলে কি হবে , আমি তো গরু রচনা জানি 🤓
তাই পরীক্ষায় আমি পাশ উইথ flying colours and lots of calories😎 আর সাথে আসা ব্যাকবেঞ্চার দুটোও খুশী 😇😇😇