Bae Of Brutus

Bae Of Brutus Lifestyle, beauty, makeup, travel, food,

কিছুই না । এই প্রবল একাগ্রতা যা দেখতে পাচ্ছেন তা যেকোনো upsc exam এর থেকেও কঠিন এক পরীক্ষার মুহুর্ত ।কপালে চিন্তার ভাঁজ ...
31/12/2025

কিছুই না । এই প্রবল একাগ্রতা যা দেখতে পাচ্ছেন তা যেকোনো upsc exam এর থেকেও কঠিন এক পরীক্ষার মুহুর্ত ।

কপালে চিন্তার ভাঁজ ।

কারণ?? সেটা হলো প্রায় শ পাঁচেক item থেকে সুনিপুণ ভাবে ৩ টি starter আর তিনটি main course item সিলেক্ট করে আনা ।
পাশে দাড়িয়ে invigilator থুরি waiter!! তিনিও ভাবছেন কি আনাড়ি স্টুডেন্ট 🤪!

আমার fellow students ra ( স্বামী , পুত্র) ভাবলেশহীন। তারা আমার খাতা টুকবে ভেবেই বাড়ী থেকে বেরিয়েছে🥹

অতএব দমিলে চলিবে না ।। বাঙালীকে চাইনিজ চেনাচ্ছ ?? তুমি হাজারটা option দাও না । আমি তো সেই wonton, drum’s of heaven, mixed hakka noodles , mixed fried rice , golden fried prawn এই টিক মারবো 😈 কারণ question uncommon হলে কি হবে , আমি তো গরু রচনা জানি 🤓

তাই পরীক্ষায় আমি পাশ উইথ flying colours and lots of calories😎 আর সাথে আসা ব্যাকবেঞ্চার দুটোও খুশী 😇😇😇

ছোটবেলায় মেলায় গেলে দুচোখ ভরে সব দেখতাম । মা বাবা যেটা চাইতাম বরাবর দিয়ে আসতেন । বাড়ি ফেরার পথে এগরোল, ফুচকা এসব ছিল...
29/12/2025

ছোটবেলায় মেলায় গেলে দুচোখ ভরে সব দেখতাম । মা বাবা যেটা চাইতাম বরাবর দিয়ে আসতেন । বাড়ি ফেরার পথে এগরোল, ফুচকা এসব ছিল বাড়তি পাওনা এবংখুব স্বাভাবিক চিত্র । শৈশব কালীন এরকম স্মৃতি কমবেশি আমাদের প্রায় সকলেরই আছে বলে আমার বিশ্বাস ।তখন আমার শিশুমন জানত না যে আমার এগরোল খাওয়া বা chowmin খাওয়া অন্যের ভাবাবেগে আঘাত করতে পারে ।

কিন্তু ইদানিং আমার এই চিরাচরিত ধারণা ভাঙছে রোজ একটু একটু করে । 2025 শেষ হতে আর কয়েক দিন বাকি । এখন সেকুলার ব্যাপারটা ভীষণ Happening,cool! তাই অবলীলায় ekta International ট্রেড ফেয়ার এ veg food compulsory হয়ে যায় । সেখানে এগরোল , চিকেন চাওমিন , fishfry ব্রাত্য । এটা কলকাতা রে ভাই । মাছে ভাতে বাঙালী আমরা!! লোকদের সৌজন্য দেখাতে দেখাতে নিজেরাই আজ কোনঠাসা !! কেন খাব আমি veg? মেলায় veg! Society events গুলোতে veg!!! ছেলের birthday party রাখব ?সেখানেও veg!!! যা দূর হ ! এমন পরিবর্তন আমি chai না ! তোদের ভাবাবেগ এতো আতুপুতু , রলুপোলু কেন যে ami এগরোল খেলে সেটা তাসের ঘরের মতো ভেঙ্গে পড়বে? খাব নাআআ আমি veg!!!!

পুনশ্চ: নীচের ছবি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার e তোলা! veg khabo না , অগত্যা একবাটি আইসক্রীম ভরসা 😇

Vedh - এই চূড়ান্ত শীতে আমাকে পেট থেকে বার করে আনার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
29/12/2025

Vedh - এই চূড়ান্ত শীতে আমাকে পেট থেকে বার করে আনার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।

২০০৫ সালে এই জ্যাকেট আমার মা নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিলেন । গোটা 11 -12 চুটিয়ে সেটা পড়েছি । গানের ক্লাসে, কোচিং এ,...
27/12/2025

২০০৫ সালে এই জ্যাকেট আমার মা নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিলেন । গোটা 11 -12 চুটিয়ে সেটা পড়েছি । গানের ক্লাসে, কোচিং এ, সব জায়গায়।
তারপর ডাক্তারি পড়ার সময় এটা হস্টেলে নিয়ে যাই, ২০০৭। একটা নিষ্পাপ intro session এ সিনিয়র দিদি বললেন- under fresher দের এসব পড়া বারণ । সোজা বক্সে ঢুকিয়ে রাখবি ।
তারপর কোনোদিনও সেভাবে আর পড়া হয়নি কলেজ এ ।
ফাস্ট forward 2024- জ্যাকেট বাক্স থেকে বেরোলও । মাঝে ডাক্তারি, specialisation সব complete । বিয়ে complete । ছানা ১ চলে এসছে। এক কথায় ১৯ বছরে যা যা হবার ছিলো, সবটা হয়ছে । যেটা অবাক হবার মতো সেটা হলো এই জ্যাকেট এখনও একই রকম আছে।
এটা পড়লে একটা মিশ্র অনুভূতি হয় । এই জ্যাকেট পড়ে ১৬,১৭ বছরের স্কুলে পড়া মাম্পি tution এ গেছে । এটি পড়বার জন্য Mbbs first year এর মেয়েটি বকা খেয়ে চোখের জল ও ফেলেছে । আবার সেই একই জ্যাকেট পরে মাম্পি/ firstyear Fresher এখন ছানার সাথে মেলা ঘুরতে এসছে!! এটা কি অ্যান্টিক নয় বলুন!!
একদিক থেকে দেখলে মনে হয় জ্যাকেটের গায়ে আমার বেড়ে ওঠার গন্ধ লেগে আছে। school, college, family life সবটা নিজের মতো করে জায়গা নিয়ে নিয়েছে জ্যাকেট এর কোনায় কোনায় ❤️❤️❤️❤️

27/12/2025
🥳❤️🥳❤️
26/12/2025

🥳❤️🥳❤️

কাকতালীয় ভাবে আমরা ৩ জনই Salad ওয়ার্কশপ এ যাই । spencer e গিয়ে  লেটুস কিনে আনি ।কিন্তু কিভাবে যেন সব পার্টি তেই mutton...
03/12/2025

কাকতালীয় ভাবে আমরা ৩ জনই Salad ওয়ার্কশপ এ যাই । spencer e গিয়ে লেটুস কিনে আনি ।কিন্তু কিভাবে যেন সব পার্টি তেই mutton, রসগোল্লা গুলো আমাদের পিছু ছাড়ে না!!!
Aayse kaise chalega didi💄💄💄💄😈😈

Shadi. Com এ ছবি দেওয়ার ইচ্ছা বহুদিনের । আজ ছেলের school এ গিয়ে সেই ছবিটা তুলে এসছি । পুরো sundar susheel 😃। ছেলের বাব...
02/12/2025

Shadi. Com এ ছবি দেওয়ার ইচ্ছা বহুদিনের । আজ ছেলের school এ গিয়ে সেই ছবিটা তুলে এসছি । পুরো sundar susheel 😃। ছেলের বাবা তুলে দিয়েছে ।

স্যালাড চিবোবেন ভালো কথা! তবে ভুলেও চোখ বন্ধ করা চলবেনা বলে দিলাম! নইলে কখন সবুজ থেকে লাল হয়ে যাবেন, ধরতে পারবেন না 🤪সব...
01/12/2025

স্যালাড চিবোবেন ভালো কথা! তবে ভুলেও চোখ বন্ধ করা চলবেনা বলে দিলাম! নইলে কখন সবুজ থেকে লাল হয়ে যাবেন, ধরতে পারবেন না 🤪সব পরিবর্তন কি ভালো হয় বলুন 🙏

আমার দক্ষিণ খোলা জানালা ❤️
31/08/2025

আমার দক্ষিণ খোলা জানালা ❤️

❤️❤️❤️❤️
20/08/2025

❤️❤️❤️❤️

Address

Shibalaya
Kolkata
700112

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bae Of Brutus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share