
10/01/2025
তোমার ব্যথা যত গভীরই হোক, তারও ওপারে আছে এক সকাল। ভাঙা হৃদয়ের গল্প থেমে থাকে না, তার মাঝে লুকিয়ে থাকে ভালোবাসার রেশ।
জানি, দুঃখ তোমায় অন্ধকারে টানে, তবু বিশ্বাস রাখো, আলোর পথে যাওয়ার গল্প শুরু হবে। তোমার চোখের নীরবতা হাজার কথা বলে, যেন জীবনের এক অমোঘ প্রতিশ্রুতি।
যা গেছে, তাকে যেতে দাও, তোমার হৃদয় তার থেকেও বড়। ভালোবাসা একদিন ঠিক ফিরে আসবে, আর তখন তুমি নিজেই হবে নতুন আলো
ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, এটা হলো হারিয়ে গিয়েও খুঁজে পাওয়া। তোমার ভাঙা হৃদয়ই হবে সেই মঞ্চ, যেখানে নতুন জীবনের নাটক শুরু হবে।🫀